নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছাঘুড়ির অবাধ আকাশ www.facebook.com/RezwanaAliTanima

রেজওয়ানা আলী তনিমা

বনমুরগী পোষ মানে না.......

রেজওয়ানা আলী তনিমা › বিস্তারিত পোস্টঃ

গল্প: শিকার ও শিকারী

১৯ শে জুন, ২০১৩ সকাল ৭:১৮

ভাড়াটে খুনি মুফিজের কোনসময়ই তার "ক্ষেপ" নিয়ে বেশি চিন্তা ভাবনা থাকে না।পয়সা ফেল, কাজ নাও - তার কাস্টমারদের প্রতি এই-ই তার মনোভাব।তাও এবারেরটা নিয়ে সে একটু চিন্তায় না পড়ে পারেনি।বছর আটেকের একটা শিশু.....তায় আবার মেয়েমানুষ........ না না বিবেক যন্ত্রণার মত ফালতু ব্যপারের কোন বালাই অন্তত মুফিজের নেই, তবে এই দুই ক্ষেত্রেই বড় ঝামেলা, গুলি করে মেরে ফেললে এক সেকেন্ডের মাঝেই সব ঝামেলা শেষ, কাহিনী খতম। তা না,বাচ্চাটাকে আটকে রেখেছে সে গত বারো ঘন্টা ধরে, কাজেম আলী কি করতে হবে কিছুই তাকে বলছে না।ভাবে মনে হয় সে আসল বস না, বরং অন্য কারো হাতের ইশারার পুতুল,যেমনটা সে নিজে এই মূহূর্তে কাজেম আলীর।তাতে অবশ্য মুফিজের কি যায় আসে! তার তো স্রেফ হুকুমের অপেক্ষা, তা কাজেম আলীর মুখ থেকেই আসুক কিংবা তার উপরওয়ালার।কাজ ফিনিশ করে সোজা বাড়ির পথ ধরা।ভালো জিনিসের জোগাড় হয়ে আছে বাড়িতে, প্রাণভরে আয়েশ করে ঐটা টানার মজাই আলাদা।



আর এ কি ঝামেলায় সে জড়িয়ে পড়লো।এইটা কিডন্যাপিং এর কেস নাকি কে জানে। কাজ নেয়ার সময় ভালোমত কোন কিছু না জিজ্ঞেস করেই কাজ নিয়ে নিয়েছে সে। ভালো টাকা দেবে- শুধু এইটুকুই তার জানা দরকার ছিল।কিডন্যাপিং এর কেইস তার পোষায় না এমনিতেই, অনেক কম আয় ঐসবে,ঝামেলাও বেশী- তাই, কিন্তু এই কাজে এত বেশী দেবার কথা হয়েছিল, যে মার্ডার কেস ছাড়া অন্য কোন কিছুর কথা মনেই হয়নি তার।



আর তাছাড়া কিডন্যাপিং অনেক নিচুদরের কাজ, সে একজন কিলার - নতুন শেখা শব্দটা মনে মনে আবৃত্তি করে সে, এইসব ছোটমোটো কাজ তার জন্য রীতিমত মানহানিকর।



তা এইসব নানা কারণে মুফিজের মেজাজ একটু বেশীই খারাপ হয়েছিল। তারপর আরও যন্ত্রণার উপর যন্ত্রণা, পিচ্চি আবার কান্নাকাটি শুরু করে দিল, নানা অনুনয় বিনয়, সাধে কি আর সে পিচ্চি আর মেয়েলোকদের উপর বিরক্ত হয়? রেগে মেগে কাজেম আলীর অলক্ষ্যে সে একটা চড় কষিয়ে দিয়েছে মেয়েটার গালে। বলাবাহুল্য বড়লোকের বাচ্চাকে মারতে পেরে সে এক ধরনের বিমলানন্দ পেয়েছে, বড়লোকদের প্রতি তার সবসময়েই এক অকারণ বিদ্বেষ আছে।

নিজের আজন্ম দারিদ্র্যতা জাত বঞ্চণা এর একটা কারণ হলেও হতে পারে।



সব মিলিয়ে তার মেজাজ এখন চরম খারাপ।মুফিজ উঠে দাঁড়ালো, কাজেম আলীর কাছে একটু যাওয়া দরকার। কিছু জিজ্ঞেস করতে সে বেশী ভরসা পায় না, তেমন কিছু যা জানা যাবে তা ও মনে হচ্ছে না ..তাও।



শেষ বারের মত বিড়িতে টান মেরে ফেলে দিয়ে সে রওনা দিলো। তার "সম্ভাব্য" শিকারের দিকে একবার তাকালো সে এইসময়। আশ্চর্য, বাচ্চাটিও তাকিয়ে আছে তার দিকে। সে তাকাতেই শিউরে উঠে একেবারে গুটিয়ে গেল।



একদম বাইরে দাঁড়ি্যে কাজেম আলী কার সাথে যান ফোনে কথা বলছিল।নির্ঘাত তার হুকুমদাতা বসের সাথে। আড়াল থেকে মুফিজ কান পাতে। কথার ফাঁকে ফাঁকে বের হয়ে পড়ে আসল মানুষটার নাম।আড়ালে দাঁড়িয়ে মরফিজ কেঁপে ওঠে।এই অতীব কুখ্যাত আন্ডারওর্য়ালড ডনের নাম কে না শুনছে, তবে সে যা জেনেছে তা জানলে মুফিজ আর বেঁচে থাকবে না,ডন কোন প্রমাণ পেছনে রাখেনা। পায়ে পায়ে পিছু নিশব্দে সরছিল সে, এককোনায় অবহেলায় পড়ে থাকা তুচ্ছ টিনের কৌটাটা সব সর্বনাশ করে দিলো।পা লাগতেই ঝমঝম আওয়াজ করে উঠলো।এখন আর কোন আড়াল নেই,রুদ্ধশ্বাসে একসারি রুম পার হয়ে এক দৌড়ে সে চলে এল সেই যেখানে বাচ্চাটা বন্দি। এই ঘরের পেছনে একটা ব্যাকডোর আছে, কাঁপা হাতে একটানে খুলে ফেললো সেটা,পায়ের আওয়াজ পাচ্ছে সে, কাজেম আলীর প্যান্টের পকেটে লুকানো পিস্তলের অপেক্ষা আর .......এক নিমিষে সব শেষ।না, স্পিং -এর মত লাফিয়ে বার হয়ে পড়ার সময়....,হঠাৎ বন্দির দিকে চোখ যায় তার।নিজের আচরণটা অবিশ্বাস্য বটে , তার নিজের কাছেই , ......... হাত ইশারায় ওকে ডাকে মুফিজ। শিকার ও শিকারীর পায়ে যেন ডানা গজিয়েছে , প্রাণের ভয়ে যেন উড়ে যেতে থাকে ওরা , দৌড়ে নয়..............।



মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৯:০২

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: ভালো হয়েছে।

১৯ শে জুন, ২০১৩ সকাল ৯:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক অ-নেক ধন্যবাদ মেহেদী হাসান ভূঁঞা ভাই, ভালো থাকবেন।

২| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:১৪

নেক্সাস বলেছেন: সুন্দর হয়েছে

১৯ শে জুন, ২০১৩ রাত ৮:১৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অ-নেক ধন্যবাদ নেক্সাস আপনাকে, সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো, ভালো থাকবেন।

৩| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর !!

১৯ শে জুন, ২০১৩ রাত ৮:১৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আজ আমি কোথাও যাবো না, আপনার কাছে সুন্দর লেগেছে শুনে খুশি হলাম, অনেক অ-নেক ধন্যবাদ, ভালো থাকবেন।

৪| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখা ভালো লেগেছে। এন্ডিংটা মনে হয় আর একটু ডিটেইলস হলে ভালো হত। যদিও আমার ভালোই লেগেছে।

শুভেচ্ছা রইল। :)

১৯ শে জুন, ২০১৩ রাত ৮:২৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কাল্পনিক_ভালোবাসা, লেখা ভালো লেগেছে শুনে খু-উ-ব ভালো লাগলো,ধন্যবাদ আপনাকে।

এন্ডিংটা করার সময় তাড়াহুড়ো কারে একটু দ্রুত শেষ করেছি কারণ ঘড়ির কাটা জানাচ্ছিল সকাল প্রায় হয় হয়, এখন ওঠা দরকার ,.......।তাই। :P

৫| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:
শুভেচ্ছা ও শুভকামনা রইল। লেখায় +++++++

১৯ শে জুন, ২০১৩ রাত ৮:২৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অ-নেক অ-নেক বিনীত ধন্যবাদ কান্ডারী অর্থব আপনাকে, লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগলো খু-উ-ব, ভালো থাকবেন।

৬| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৯

মাক্স বলেছেন: এন্ডিংটা একটু দ্রুত। এমনিতে সুন্দর হয়েছে!

১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: জি মাক্স ভাই , এন্ডিংটা দ্রুত হয়েছে লেখা শেষ করার তাড়াহুড়োয়, ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিতে গিয়ে,
সুন্দর লেগেছে জেনে অ-নেক ভালো লাগলো, ভালো থাকবেন। :)

৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:১৫

বটের ফল বলেছেন: সুন্দর লিখেছেন আপনি রেজওয়ানা আলী তনিমা। আশা করি লেখাটা নিয়মিত চালিয়ে যাবেন।

সময়ের সাথে আরো পরিপক্ক হয়ে উঠবে আপনার লেখা এই প্রত্যাশা এবং প্রার্থনা।

অনেক অনেক ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার আশেপাশের সবাইকে আপনার হাসিমাখা মুখ এবং মায়ার বাঁধনে- এই কামনা।

ভালোলাগা জানিয়ে গেলাম।

২০ শে জুন, ২০১৩ রাত ১২:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এত্ত সুন্দর অনুপ্রেরণার জন্য অনেক অনেক ধন্যবাদ বটের ফল।

ভালোলাগাকে গ্রহন করলাম আরো ভালো কিছু দেয়ার তাগিদ হিসেবে।

ভালো থাকবেন- অনেক অনেক শুভকামনা রইলো আপনার প্রতি।

৮| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:২১

অপূর্ণ রায়হান বলেছেন: ৩য় ভালোলাগা +++

ভালো থাকবেন ।

২০ শে জুন, ২০১৩ রাত ১২:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অপূর্ণ , সবিনয় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

ভালো থাকবেন আপনিও।

৯| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: সিনেমাটিক গপ

২০ শে জুন, ২০১৩ রাত ১২:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কথা ঠিক, :P

১০| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫০

খেয়া ঘাট বলেছেন: শেষের দিকে ভালোই থ্রীলড হয়েছিলাম, কিন্ত হঠাৎ করেই শেষ হয়ে গেলো।

২০ শে জুন, ২০১৩ রাত ১২:১৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খেয়া ঘাট, তাড়াহুড়ার করে লেখার কারণেই এমনটা হয়েছে।তারপরও কিছুটা সময়ের জন্য ও থ্রিল উপহার দিতে পেরেছি জেনে খুব ভালো লাগলো।
:)

১১| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:২৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: গ্যাংস্টার কাহিনী! বাংলায় এমন লেখা খুব কম আছে। চালিয়ে যান!

২০ শে জুন, ২০১৩ রাত ১:১৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ নাজিম-উদ -দৌলা আপনাকে, ভালো থাকবেন।

১২| ২০ শে জুন, ২০১৩ রাত ১:২৩

হাসান মাহবুব বলেছেন: আরেকটু বিস্তারিত হলে ভালো লাগতো। +

২০ শে জুন, ২০১৩ রাত ২:০০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হাসান মাহবুব ভাই , সময় সংক্ষেপের জন্য লেখাও সংক্ষেপ করতে বাধ্য হয়েছি। ভালো লাগার জন্য অনেক অ-নেক ধন্যবাদ।

১৩| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৩

মামুন রশিদ বলেছেন: একটু তাড়াহুড়া ছিলো, কিন্তু গল্পটা সুন্দর ।

২১ শে জুন, ২০১৩ রাত ১১:৫৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন রশিদ,হুঁ, বেশী তাড়াহুড়া হয়ে গেছে। :P

১৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১২

রেজোওয়ানা বলেছেন: বাচ্চাটাকে নিয়ে পালাতে পেরেছে তো!
গল্প ভাল লেগেছে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.