নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছাঘুড়ির অবাধ আকাশ www.facebook.com/RezwanaAliTanima

রেজওয়ানা আলী তনিমা

বনমুরগী পোষ মানে না.......

রেজওয়ানা আলী তনিমা › বিস্তারিত পোস্টঃ

গল্প: শপিং ও আমার পতি

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৭

পুরুষজাতিকে তুষ্ট করা বেশ মুশকিল কাজ - যত যাই বলুন না কেন। আমার সাহেবটিও তার ব্যতিক্রম নয়। কোন ব্যাপারেই তার কোন শোকর নেই। সবচেয়ে বেশী বেগ পেতে হয় ওর জন্য কিছু কিনতে গেলে। ঈদ বা এরকম কোন ব্যাপারে এসব দ্বায়িত্ব সব সময় বেচারী বউয়ের উপরই পড়ে- এই- ই নিয়ম। যেতই হবে এবং যেতে হবে আমাকেই ।



শুনুন ঈদের সাধারন চালচিত্র। মিশন পাঞ্জাবি ক্রয়। কিনতে গেলাম। গোটা এলিফেন্ট রোডটা চক্কর দিলাম। দামের দিক থেকে নিচ দিয়ে আরম্ভ করা আরকি। নাহ, সব কমন ডিজাইন। বাবুর নাকটা উঁচু , ওটাকে আরও তীক্ষধার করার সুযোগ দেয়া যায় না।



এই জ্যাম ঠেলে এধার ওধার করা চারটিখানি কথা না , তাও গেলাম এবার বসুন্ধরায় -কলেকশানটা বেজায় কম, দামটাও বনে না।



এবার গেলাম গুলশানে।দোকানের শান বাড়াচ্ছে সারি সারি সাজানো পাঞ্জাবিগুলো , কিন্তু দুই বাচ্চার বাপ আমার বরকে এইসব ঝাকানাকা বলিউডি লেবাসে চিন্তা করতে গেলেই আমার হৃদকম্প হয়। দামের দিকে তাকালেও বিশেষ ভরসা হয় না বলাই বাহুল্য। আরও গোটা কতক মার্কেট বেহুদা ঘুরলাম। রফা হলো ধানমন্ডিতে গিয়ে। বড়মেয়েটার দিকে তাকিয়ে একটা সামনে ধরে জিঞ্জেস করলাম ,' কিরে পছন্দ হয়?'



মেয়ে এত ভাগদৌড়ে কাহিল, অবস্থা দেখে কিছু বোধহয় আশ্বস্ত হয়, কেননা এতক্ষনে তাও একটা কিছু "কিঞ্চিত ' বোধকরি আমার মনে ধরেছে। মায়াই হয় ওর দিকে তাকালে। লেস চুড়ি ফিতার বা সালোয়ার সুটের দোকানে না ঘুরে এইসব পুরুষালি পোষাকের দোকানে ঘুরতে কার ইচ্ছে হয়? ওর বয়সে আমার তো মোটেই ইচ্ছা হতো না। সব গুলো একই রকম মনে হত, সেই একই স্টাইপ, ডোরা নকশায় ছেলেদের ড্রেসগুলির একের সাথে অন্যের তফাতটা শুধু রঙের। প্রসঙ্গত বলে রাখি চুপিচুপি, এখনও আমার তাই মনে হয়। তবে কিনা আমার সাহেবের জন্য আমাকে তো আসতেই হয়।এবং তাকে প্রতিবারের মত এবারও খুঁত ধরতে দিতে আমি নারাজ। বেস্ট ইন বেস্ট টাই আমার চাই-ই চাই। প্রভাইডেড আমার পকেট উড অ্যাকসেপ্ট ইট।



সে যাই হোক মতামত জানতে চাইলে মেয়ে সজোরে ও সোৎসাহে সম্মতিসূচক মাথা নাড়ে, এতখানি আগ্রহের সাথে যে আমার কাছে ওটা একটূ বাড়াবাড়িই মনে হয়- সম্ভবত সে এই বোরিং শপিং থেকে উদ্ধার পেতেই বেশী আগ্রহী, একটা ভালো পাঞ্জাবি পছন্দ করার দিকে ওর অতটা আগ্রহ নেই।

সে যাই হোক কপাল ঠুঁকে নিয়ে নেই। আর বাবা পারব না।বহুত ত দেখলাম।আর কত?



বাড়িতে এসে নিতান্ত উদাসীন ভাবে - যেন ওর মতামতে আমার কি আসে যা্য় এমনভাবে হারুনের সামনে পাঞ্জাবিটা মেলে দেই ।



' দেখ তোমার জন্য এটা কিনলাম ।'

আমার পতি সস্নিগ্ধভাবে সরু চোখে আদ্যোপান্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে।



' মাপে হবে কি আমার?'

এটা তার কমন প্রশ্ন - প্রতিবারের সিলেবাসে থাকেই থাকে।



'না হবে না কেন? গতবারের চেয়ে তোমার একটু ভূঁড়ি বেড়েছে বটে তাও হয়ে যাবে -আমি সিওর।'



'নাহ একটু খাটো হয়ে গেছে।'



'হুঁ তুমি তো মুনির শীলার মত গ্রোয়িং চাইল্ড - বছর বছর তোমারও আগের বছরের চেয়ে বড় মাপের টা লাগবে !'



'ডিজাইনটা বেশীকমন । ঐদিন দেখলাম ফিরোজ এরকম একটা পড়েছে।একেবারে এটার ডুপ্লিকেট কপি মনে হল , কেবল রংটা আলাদা। '





আমি এতগুলো মার্কেট খুঁজে একটা পেয়েছি ,এবারে ঈদের নিউ ট্রেন্ড- তোমার ফিরোজ সাহেব না কে একজন এই জিনিস পেল কোথ্থেকে? অসম্ভব ব্যাপার - এই জিনিস আমি এত জায়গায় ঘুরে একটা মাত্র বের করলাম। পছন্দ নাহলে এবার থেকে নিজেই কিনে নিয়ো।টাকা দরকার হয় আমি দেব।নিজে কষ্ট করে এনেও দেব আবার এত কথাও শুনব -এ হবে না।'



এই খানেই কবি নীরব - এই চ্যালেঞ্জে জয় তার পক্ষে সম্ভব নয়।পাঞ্জাবির দোকানে দোকানে ঘোরাটার এনার্জিতে হারুনের কুলাবে না। এর চেয়ে ফেসবুকে ঘন্টা ঘন্টা আড্ডা দেয়াটাই তার বেশী পছন্দের।



'বড় বেশী ফ্যাকাশে , সাদামাটা, বেশী রংগিলা, মেয়েলী রকমের চকমকে ...........।প্রতিবারই তার স্টকে বিশেষনের কমতি নেই।সে আলাদা কথা।



'আচ্ছা দামটা কতো লাগলো?'



'তুমি আন্দাজ করো ত'



আমার দ্বিগিজ্বয়ী মুচকি হাসি, দামের দিক দিয়ে অন্তত সে আমকে কিছু বলতে পারবে না।সে মামলায় আমিই জিতেছি।



'চারশ? কত আর হবে।'



আমার এবার ধৈর্যচূতি হয়, এটার দাম পনেরশো টাকা। নিজে ত বাজারে যাও না গেলে বুঝতে, এর নিচে পরার যোগ্য কিস্যু পাওয়া যায় না।



হারুন রীতিমত আর্তনাদ করে ওঠে। 'এই চিজটির দাম প-নে-র শো টাকা, হায় হায় ডাহা ঠক খেয়েছো তুমি।'



'টাকা পয়সা থাকলেই কি নষ্ট করতে হবে নাকি, তাও আবার একটা পাঞ্জাবির পেছনে? ছেলেমানুষ একটা দুটো থাকলেই বছর চলে যায়, তোমার কিংবা শীলার জামাকাপড়ে গেলে না হয় বুঝতাম।'

'

'সংসারে এত রকম খরচপাতি আছে আর তুমি পনেরশটা টাকা স্রেফ উড়িয়ে দিয়ে এলে?'



মেয়ে পরিস্থিতি সামাল দিতে বাপকে পাঠালো, 'একবার একটু পড়ে দেখাও ত, দেখবো সব ঠিক হয়েছে কিনা।'

আমরা সবাই দেখলাম সবই ঠিক আছে, শুধু হারুন ছাড়া।তার মনে হচ্ছে গলাটা একটু বেশী খোলা, ঝুলটা একটু বেশী খাট , কাপড়টাও বেশী সুবিধজনক নয়, একবার ধুলেই নাকি ফেড হয়ে যাবে। মাপটা অন্তত একসাইজ বড় আনতে হবেই।'



' ঠিক আছে , শীলাকে সাথে নিয়ে চলে যেও, কাল ওর ঐদিকেই ইংলিশের কোচিং আছে।নিজে পরে ট্রায়াল দিয়ে আনবে।কালই যাবে , তিনদিকের মাঝে বদলানোর ডেট, পরে গেলে দেবে না।'



কত তিন দিন চলে গেল , সাহেবের যাওয়া আর হয়না , শেষমেষ যখন তাকে জোর করে পাঠানো হল , গিয়ে দেখেন স্টক শেষ। বাপ মেয়েতে মিলে আরও চড়া দামের একটা পাঞ্জাবি তাদের মনে ধরলো।



' তোর মা যে কি সব পছন্দ করে , দেখ এটা কি সুন্দর ।'

দাম দেখে মুখ চুন।তাও বদলাতে যখন হবেই, দোকানে বলে কয়ে আগেরটা বদলে নিল ওরা, সাথে একস্ট্রা বাকি কিছু গচ্চা গেল পকেট থেকে কারন আগেরটার চেয়ে এটা বেশী দামী।



বীরদর্পে ফিরে এল বাড়িতে।' দেখ , একেই বলে পছন্দ করা।'



'দামটা কত?' এবার আর কথা নেই সাহেবের মুখে।



এত ঝামেলা করে কেনা পাঞ্জাবি-ঈদের দিন কিন্তু ঐ পোশাক হারুনের গায়ে চড়ে না, আমার মার বাড়িতে গেলে চড়ে তাঁর দেয়া টা আর শাশুড়ির- আই মিন তার নিজের মায়ের বাড়িতে গেলে তাঁর দেয়া ঈদের উপহার। তা পরেই ও এমন ভাবে ঘুরে বেড়ায় যেন এর চেয়ে সুন্দর কোন পোশাক সে জীবনে পরে নি। গদগদ স্বরে প্রশংসা করে,' মা আপনার টেস্টের কোন জবাব নেই!'

ডিপ্লোমেসি একেই বলে।



বাস্টবিকই ছেলেরা কি ইম্পসিবলই নাহয়! তাও নেড়া একবার না বারবারই বেল তলা্য যা্য যেমন আমি যাই প্রতি বছর ওর পাঞ্জাবি কিনতে।এই কাহিনি তাই রিপিট হয় হর বছর বছর..............।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৮

গ্রীনলাভার বলেছেন: B-)) B-)) B-))

০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-))

২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৩

মামুন রশিদ বলেছেন: হাহাহা, পুরা ধরিয়ে দিলেন । :P


শুনেন, হাসবেন্ড রা এসব করে না কেনার জন্য । আমিও প্রচুর ওজর দেখাই ঐ কারণে ।
(সিক্রেট ফাঁস করে দিলাম কিন্তু)

ভালো লেগেছে +

০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই। সিক্রেট ফাঁস যে করলেন, ফলাফলের জন্য কিন্তু আমি দায়ী নই। ;)

৩| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৭

সাহাদাত উদরাজী বলেছেন: কাহিনী উলটা পালটা মনে হচ্ছে! হা হা হা.।।

০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :D :D :D :D
ঈদের শুভেচ্ছা রইল।

৪| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপক অবস্থা দেখি!

০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :) অভি ভাই ,

ঈদের শুভেচ্ছা , ভালো থাকবেন

৫| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

কাহিনী দেখি পুরাই বাস্তব :P

০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :P :P :P
কান্ডারী অথর্ব , ভালো থাকবেন, ঈদ শুভেচ্ছা রইল

৬| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: !!!!!!!!!!!!!!!


ঈদের শুভেচ্ছা রইল

:)

০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ঈদ মোবারক আপনাকেও , ভালো থাকবেন বর্ষণ ভাই।

৭| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১০

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: বাহ দারুণ তো। আপনার গল্প পড়ে ভালো লাগলো।

এখনো বিয়ে করি নাই। এছাড়া আমার সাথে শপিং করার ব্যপারে আমার আম্মার খুব আগ্রহ এই কারণে সবসময় তার সাথে করি। সেখানেও নানা মজার কান্ড ঘটে।

লেখায় প্লাস।

০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ উৎকৃষ্ট বন্ধু, ভবিষ্যতে আপনার ঘটনাগুলোও জানার আশায় রইলাম।:)
ভালো থাকবেন। ঈদ মোবারক।

৮| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩২

সাখাওয়াত০২ বলেছেন: valo laglo. atto kosto kore panjabi kinar chai khaki gha a eid kora valo. apnar dorjho deka jarpore nai obak holam

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সাখাও্য়াত ভাই , আমারটা গল্পই , নিজের সত্যি ঘটনা না, তবে পরিচিত একজনের কাহিনীর সাথে গল্পের মশলা মিক্স দিয়েছি । :P

৯| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
১ম প্যারাটা পড়ে আমার রিঅ্যাকশন- meanwhiLe in a paraLLeL universe !! :|
পাঞ্জাবীর দাম ৪০০টাকা গেস করাটা বোকাটে হয়ে গেসে বৈকি।
ঈদের শুভেচ্ছা তনিমা ||

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রি্অ্যাকশানটা মাথার উপর দিয়ে গেল , ভালো বুঝিনি ভাই। :P
আপনাকেও ঈদএর বিলম্বিত শুভেচ্ছা রইল।ভালো থাকবেন।

১০| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৫

সুহান সুহান বলেছেন: আমি তো কিনে দিলেই খুশি থাকি। এসব নিয়ে নখড়া করার সাহসও হয় না। ছেলেরা এত নেকামি করে নাকি? :প

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুহান সুহান ভাই , এইরকমটা কেউ কেউ করে, আমারই খুব পরিচিত একজনের প্রতি ঈদের কাহিনী অনেকটা এরকম।

ভালো থাকবেন,বিলম্বিত ঈদ শুভকামনা থাকলো।

১১| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হুম...গায়ে একটু লাগলেও... দ্বিমত করার বিশেষ কিছু নেই :)

ঈদ মোবারাক…… :)
Happy Holiday :)

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ঐক্যমত্যের জন্য ধন্যবাদ :D
আপনাকেও ঈদএর শুভেচ্ছা মইনুল ভাই, শুভ কামনা ।

১২| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১২

আমিনুর রহমান বলেছেন:




ঈদ মোবারক !

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ঈদ মোবারক আমিনুর রহমান, ভালো থাকবেন।

১৩| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! সেই রকম অবস্থ!!!!! এই রকম হইলে ধইরা ঝাড়ি দিবেন!!!!! দেখবেন সব ল্যাঠা চুকে গিয়েছে!! :P

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা কাল্পনিক _ভালো বাসা আপনি কি এইটা আমার নিজের অভিজ্ঞতা ভেবেছেন নাকি? এইটা স্রেফ গল্প, সকল চরিত্র কাল্পনিক। :P
ভালো থাকবেন।

১৪| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৭

শীলা শিপা বলেছেন: এ তো উল্টো কাহিনি দেখা যাচ্ছে :)

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :D :D :D

১৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৫

ইকরাম বাপ্পী বলেছেন: কিন্তু দুই বাচ্চার বাপ আমার বরকে এইসব ঝাকানাকা বলিউডি লেবাসে চিন্তা করতে গেলেই আমার হৃদকম্প হয়


আরও গোটা কতক মার্কেট বেহুদা ঘুরলাম


পছন্দ নাহলে এবার থেকে নিজেই কিনে নিয়ো।টাকা দরকার হয় আমি দেব।নিজে কষ্ট করে এনেও দেব আবার এত কথাও শুনব -এ হবে না।'



কত তিন দিন চলে গেল , সাহেবের যাওয়া আর হয়না , শেষমেষ যখন তাকে জোর করে পাঠানো হল , গিয়ে দেখেন স্টক শেষ। বাপ মেয়েতে মিলে আরও চড়া দামের একটা পাঞ্জাবি তাদের মনে ধরলো



বাস্টবিকই ছেলেরা কি ইম্পসিবলই নাহয়! তাও নেড়া একবার না বারবারই বেল তলা্য যা্য যেমন আমি যাই প্রতি বছর ওর পাঞ্জাবি কিনতে





[ উপরের লেখা গুলা কপি করে পেস্ট করে নিলাম ভাবলাম যে প্রতিটা কথার ভালো ভালো উত্তর আর অবিবাহিত নিজের কিছু কথা শেয়ার করব। কিন্ত এইটা কী হইলো?]


লেখক বলেছেন: হা হা কাল্পনিক _ভালো বাসা আপনি কি এইটা আমার নিজের অভিজ্ঞতা ভেবেছেন নাকি? এইটা স্রেফ গল্প, সকল চরিত্র কাল্পনিক। :P
ভালো থাকবেন।



এইটা পরে স্রেফ মাননীয় স্পিকার হয়ে গেলাম......। B:-) B:-) B:-)

সবকিছু পাঞ্চ করা হোক...... :D :D :D :D

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :P :P :P :P :P :P :P
ভালো থাকবেন ভাইয়া। বিলম্বিত ঈদ শুভেচ্ছা। :)

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কোনটা যে বাস্তব আর কোনটা যে কাল্পনিক বোঝা বড় মুশকিল !! :P :P

গল্প বেশ লাগল... :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :P :P :P :P :P
ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো জহিরুল ইসলাম ভাইয়া।শুভকামনা রইল।

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৫

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহা, তাইলে ত বার বার বেলতলায় যাওয়া হচ্ছে !

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

আমি ইহতিব বলেছেন: বাস্তব জীবনের গল্প :)

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ আমি ইহতিব আপু। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.