নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছাঘুড়ির অবাধ আকাশ www.facebook.com/RezwanaAliTanima

রেজওয়ানা আলী তনিমা

বনমুরগী পোষ মানে না.......

রেজওয়ানা আলী তনিমা › বিস্তারিত পোস্টঃ

বিজয় : যেমন দেখা যায়

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

তখন অনেক ছোট। এরকমই কোন এক হিম হিম আয়েশী শীতের ডিসেম্বরের দিন গুলো। পত্রপত্রিকায় প্রচুর মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা ছাপা হচ্ছে। ঐ বয়সে মানুষের বড়দের মত পেপারের নেশা থাকে না। আমারও ছিলো না। কিন্তু কেন যেন মুক্তিযুদ্ধের উপর যাই ছাপা হয় পড়তে লাগলাম। অত কম বয়সে মানুষের এগুলো পড়তে তেমন পছন্দ করার কথা না, কিন্তু আমি যেখান যা পাই গোগ্রাসে পড়ি। সে বয়সে যুদ্ধটা বেশ মজার উত্তেজনার কিছু একটা মনে হত। মেয়ে বলে ছেলেদের মত খেলনা অস্ত্র উপহার পেতাম না, বাসা ভর্তি ছিল পুতুল। অতএব বালিশটাকে ঢাল তলোয়ার বানিয়ে লড়াই লড়াই খেলতাম। ঐ বয়সে শান্তিপূর্ণ নির্ঝঞ্জাট জীবন কারোর ভালো লাগে না। অ্যাডভেঞ্চার গল্পগুলোর বিপদের বর্ননা পড়ে মনে হতো ,কেন আমাদের জীবনও এমন চ্যালেঞ্জে পরিপূর্ণ হলো না?


তারপরে যখন থেকে স্বাধীনতা যুদ্ধের উপর লেখা পড়তে শুরু করলাম, যুদ্ধের বিভৎস দিকটার সাথেও পরিচিত হতে লাগলাম।পড়তে পড়তে গায়ে কাঁটা দিতো।কি বর্বর হয়ে যায় মানুষ সময় সময়।কিন্তু মানুষের অভ্যস্ত হবার ক্ষমতা অসাধারন।একসময় আমিও বর্ননাগুলোয় অভ্যস্ত হয়ে গেলাম। যেন যুদ্ধ মানেই- এরকম নৃশংসতা তো থাকবেই। নিশ্চিত ভাবেই ঐসময়ের মানুষগুলোও কাগজের পাতায় পাতায় না , বরং বাস্তবেই হয়ত অভ্যস্ত হয়ে গিয়েছিল। সেই যে নেশাসক্ত হয়ে পড়েছিলাম, এখন কিন্তু তেমন করে আর যুদ্ধের সময়কার বিবরণ পড়তে পারিনা। ডিসেম্বর মাসে পত্রিকায় এধরণের পাতাগুলো একরকম এড়িয়ে যাই। কারণ ওতে কি থাকবে আমি জানি। এমন না যে সব জেনে গিয়েছি তাও ঐ সময়কার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আর যেতে ইচ্ছা করে না। পড়তে গেলেই ঐ নিষ্ঠুর সময়টার ছবি কল্পনায় দেখতে পাই , ভালো লাগে না।কিন্তু তাহলেও এই এত বছর পরেও আমাদের প্রতিনিয়ত নানা রকম নাগরিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে হয়।জানিনা,এমন স্বাধীনতা পাবো জানলে মুক্তিযোদ্ধারা কি দেশ স্বাধীন করার প্রেরণা পেতেন? যে কোন রাজনৈতিক কর্মসূচী থাকলেই বাইরে বার হতে ভয় পাই, ভয় পেয়ে প্রিয়জনদেরও বাধা দিই। বেশী যেদিন বাড়াবাড়ি হয়, ফিরে না আসার আগ পর্যন্ত বুক ঢিপঢিপ করে। অথচ রাজনীতি তো মানুষের কল্যাণের জন্যই হবার কথা। মানুষ রাজনীতি করবে মানুষের কল্যাণে, মানুষ রাজনীতিবিদদের আপন ভাববে কারণ তারা তাদের কথা ভাবেন।অথচ হচ্ছে উল্টাটা। আমরা নিজেরা রাজনীতি থেকে যথাসম্ভব দূরে থাকি। রাজনৈতিক আলোচনাগুলোও করি খুব সাবধানে, গা বাঁচিয়ে শুধু পরিচিত মহলের মধ্যে। কে জানি আবার কেউ কি ট্যাগ দিয়ে দেয় , কোন সমস্যা হয়। আর কিছু না হোক বিশেষ করে অনলাইন হয়রানিতে ওয়ার্ড ওয়াইড ওয়েবেও আমাদের গন্ডি একদম সংকীর্ণ, মোটেই ওয়াইড না।যারা ক্ষমতাধর তাদের কথা ছেড়েই দেই, একে অপরকেও আমরা সাধারন মানুষেরা শুধু রাজনৈতিক বিশ্বাসের ভিন্নতার জন্য কীবোর্ড বাটনকে অস্ত্র বানিয়ে আক্রমণ করি। এসব বিপদ এড়াতে তাই আমরা শামুকের মত গুটিয়ে থাকি, নিজের জন্য , নিজেদের জন্য বাঁচি।


গতকাল ডিসেম্বরের চৌদ্দ তারিখ গেল । শহীদ বুদ্ধিজীবি দিবস। অনেক কৃতী সন্তানের স্মরণে একটি দিন। কেমন লাগতে পারে ঐ পরিবারের যার প্রিয়জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল? তাও এমন একজন যে হয়ত তার পরিবারের , পরিচিত মন্ডলের,সমাজের দেশের সবার গর্ব। কত শ্রমে কত দিনের সাধনায় এক একটি শাণিত মানুষ পাওয়া যায়, যারা তাদের প্রতিভার উজ্জ্বতায় অনেকখানি আলোকিত করতে পারেন।এরকম এক একজন মানুষকে তাদের স্ত্রী,সন্তানের সামনে থেকে নিয়ে যাওয়া হলো।তখনকার অনুভূতি কেমন? যাপিত অনিত্যতার মধ্যে থেকে ভাবি, সামান্য একটু হয়ত বুঝতেও পারি। কিন্তু তবুও এখন তবু ভাবতে পারি যথেষ্ট গোলমালেও জানি বাইরে থাকা নিকটজন ফিরে আসার সম্ভবনাই বেশি, কয়জন আর বিপদে পড়ে? কিন্তু তখন যাদেরকে নিয়ে যাওয়া হতো তারা জানতেন তাদের বাবা, ভাই, ছেলে, মা , বোন এরা আর সম্ভবত ফিরে আসবেন না।কি ভয়ংকর ব্যাপার!আগামীকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবস। অনেক অনেক বছর আগে যখন এই দিনটা প্রথম বিজয় দিবস হয়ে ওঠে তখন এই পরিবারগুলো নিশ্চয় বিজয়ের তেমন আনন্দ উপভোগ করেনি।সবাই আনন্দ করেছে আর এরা দ্বিধা ,ভয়, শঙ্কা, আশা, নিরাশা নিয়ে বধ্যভূমি থেকে বধ্যভূমি ঘুরে বেরিয়েছে।একে ওকে ফোন করেছে।না পেলে ভেবেছে, হয়ত মানুষটা বেঁচেই আছেন। এভাবেই অনেক অনেক দিন পার করেছে, আশায় আশায়।


তখনকার ওদের কষ্টের অনুভূতি যেমন আমরা বুঝতে অক্ষম, এখন ঘাতকদের বিচারে আমাদের আনন্দ আর ওদের আনন্দের তীব্রতাও সমান হবেনা।তবুও ভালো লাগছে, বিচার হচ্ছে। কিন্তু তৃপ্তির ঢেকুর তোলার অধিকার আমাদের নেই এটাই সত্যি। ঠিক আছে, যুদ্ধপরাধীদের বিচার হচ্ছে, কিন্তু মুক্তিযোদ্ধারা তো এখনও ধুঁকে ধুঁকে মরছেন।পাকবাহিনীর হাতে নির্যাতিত নারীরা এখন সমাজে মুখ লুকিয়ে বাঁচছেন। আমাদের আত্নতৃপ্তির সুযোগ কোথায়?


পুনশ্চ: আমার এক কাজিন আছে। আমার চেয়ে বেশ ছোট।কিন্তু অর্জন আমার চেয়ে কয়েকশ গুণ বেশী। অনলাইনে অফলাইনে হাজার হাজার বন্ধু। একেবারেই আধুনিক প্রজন্মের একজন।চকচকে স্মার্ট।নিয়ম করে বিশেষ বিশেষ দিবসে বিশেষ ড্রেসআপ করে, সেলফিও দেয়।ম্যাসেজ পাঠাতেও কখনো ভুল হয় না। আজকেও ওর ম্যাসেজ পেলাম আগামীকালের বিশেষ দিনটি উপলক্ষ্যে। আজকে থেকেই পাঠানো শুরু করেছে, নাহলে সবাইকে কালকের মধ্যে শেষ করতে পারবে না।ম্যাসেজে সে লিখেছে ,'' স্বাধীনতা দিবসে (!) র অনেক অনেক শুভেচ্ছা।''

মন্তব্য ৬৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

মাহবুবুল আজাদ বলেছেন: ভাবনা,চেতনা, উপলব্ধি, চাওয়া পাওয়া গুলো যে ভাবে গুছিয়ে লিখেছেন তা যদি সত্যিই সবার মাঝে জাগে, তাহলে আমাদের চেয়ে ভাগ্যবান জাতি আর কেউ হবেনা।

অনেক অনেক শুভ কামনা।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

কেউ নেই বলে নয় বলেছেন: আপনার কাজিনকে একটা ফোন করে তাকে বিজয় দিবস, স্বাধীনতা দিবস সম্পর্কে জানান। মিনিট দুয়েক লাগবে। দেখবেন সে সারাজীবনেও আর এই ব্যাপারে ভুল করছে না। আপনজনের জানার ঘাটতি না দূর করতে পারলে কিসের আত্মীয়? এটাও দ্বায়িত্বের মধ্যেই পরে আমাদের সবার।

বিজয়ের শুভেচ্ছা রইলো। :)

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমার কাজিন আমার চেয়ে বয়সে অনেক ছোট হলেও এমনিতে যথেষ্ট বড় হয়েছে, ভার্সিটিতে পড়ে এবং ব্যাপারটা সম্পর্কে ভালোভাবেই জানে। ওর লেখার ভুলটা ধরিয়ে দিয়েছিলাম, লজ্জা পেল।ভুলটা কিন্তু ওর অজ্ঞতার ফলে হয়নি , অমনোযোগিতায় হয়েছে। যা কিছু মানুষ জানে তাতে মনের যোগ না থাকলে তার খুঁটিনাটির প্রতি মনোযোগ কম থাকে। ওর বেলায় এক্ষেত্রে এই ভুলটাই হয়েছে।

বিজয় দিবসের শুভেচ্ছা আপনার প্রতিও।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

তিমিরবিলাসী বলেছেন: এ দিবসগুলোকে এখন অনেকে এভাবেই দেখে, দায়সারা ভাবে।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হুম, দোষ কিন্তু ওদের অতটা দেয়া যায় না। ইতিহাস এদেশে অনেকভাবে বিকৃত করা হয়েছে, চেপে যাওয়া হয়েছে অনেক কিছু। সমাজে মূল্যবোধগুলোর গুরুত্ব নেই, শিক্ষা হয়েছে সার্টিফিকেট সর্বস্ব।

বিজয় দিবসের শুভেচ্ছা তিমিরবিলাসী।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

আরণ্যক রাখাল বলেছেন: স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা!

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হুম আমার কাজিনের ম্যাসেজে তাই বলা ছিল।

বিজয় দিবসের শুভেচ্ছা রইল আরণ্যক রাখাল।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


বিজয় দিবসের অগণিত শুভেচ্ছা।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আপনার প্রতিও।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

নেক্সাস বলেছেন: বিজয়ের শুভেচ্ছা। এই দিবসগুলো নিয়ে শুধু রাজনীতি হয়, দখলদারিত্ব হয় কিন্তু চেতনায় সর্বাজনীন ভাবে এই দিবসগুলো কেউ লালন করেনা।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হুম ঠিকই বলেছেন নেক্সাস।

বিজয় দিবসের শুভেচ্ছা আপনার প্রতিও। :)

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

ফেরদৌসা রুহী বলেছেন: এমন বহু আছে। স্বাধীনতা দিবস আর বিজয় দিবসের পার্থক্য বুঝে না কিন্তু সময়ে সময়ে ড্রেস ঠিকই পাল্টায় ।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হুম , সব কিছুই এই শ্রেনীর কাছে ফ্যাশন ।

বিজয় দিবসের শুভেচ্ছা রইলো রুহী।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫

হাসান মাহবুব বলেছেন: আমরা নিজ নিজ জায়গা থেকে অনুজদের বিশেষ দিনগুলোর ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পারি। মেসেজের রিপ্লাই কী দিয়েছিলেন?

বিজয়ের শুভেচ্ছা।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ওর সাথে কথা বলেছি। ওর কনসেপ্টে কোন সমস্যা নেই। ওর করা ভুলটা অমনোযোগিতার ফলাফল।

বিজয়ের শুভেচ্ছা আপনার প্রতিও।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬

কিরমানী লিটন বলেছেন: বিজয়ের আনন্দে উদ্ভাসিত হোক সত্যিকারের স্বাধীনতা , আসছে আগামী- আমাদেরই হোক। বিজয় দিবসের শুভেচ্ছা প্রিয় রেজওয়ানা আলী তনিমা ভাইয়ার জন্য। অনেক শুভকামনা...

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আপনার প্রতিও। তবে লিটন ভাইয়া, আমি কিন্তু ভাইয়া নহি, আপু।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

সাহসী সন্তান বলেছেন: বিজয় দিবসের অগ্রীম শুভেচ্ছা আপু!

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আপনার প্রতিও।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা ||

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আপনার প্রতিও মুন।
:)

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩

ঢাকাবাসী বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আপনার প্রতিও।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: বিজয়ের শুভেচ্ছা .... !:#P

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আপনার প্রতিও। :)

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আপু।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আপনার প্রতিও।

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজয় দিবসে জেগে উঠুক সকলের বিবেক
শাসক শোষক আমজনতা
সত্যের বিজয় সু-নিশ্চিত
জেনেও কেন তবে ছলনা

বিজয়ের দিনে সকলের জন্য বিজয়ের প্রকৃত স্বপ্ন পূরণ হবার আশায়- শূভেচ্ছা।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আপনার প্রতিও ভৃগু ভাইয়া।

১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ছোটকালের সময়ের আবেগগুলো অদ্ভুত।

বিজয়ের শুভেচ্ছা

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আপনার প্রতিও নাজমুল ভাইয়া।

১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

কিরমানী লিটন বলেছেন: সরি, রেজওয়ানা আলী তনিমা আপু, অনেক শুভকামনা ...

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভকামনা আপনার প্রতিও । :)

১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

রুহুল গনি জ্যোতি বলেছেন: চমৎকার লিখেছেন। আপনার চিন্তা চেতনা ও অনুভুতি চিরদিন সতেজ থাকুক-কামনা করি।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ জ্যোতি ভাইয়া। বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫

উল্টা দূরবীন বলেছেন: দিবসের ভাবনাগুলো এখন এমনই হয়ে গ্যাছে।
বিজয়ের শুভেচ্ছা।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হুম , সবই এখন ফ্যাশান উল্টা দূরবীন। মন্তব্যের জন্য ধন্যবাদ ও বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

রুদ্র জাহেদ বলেছেন: আমাদের ভালোবাসা কি দিবসকেন্দ্রিক হয়ে যাচ্ছে!!!বোধোদয় ঘটার মতো অনেক সৃষ্টিকর্ম আমাদের রয়েছে।কিন্তু কে শুনে কার কথা, আমরা এখন ডিজুস প্রজন্ম!
শুভেচ্ছা আপুনি।ইউনিভার্সিটির পড়ালেখার ব্যস্ততায় ব্লগের অনেক প্রিয় লেখা পড়তে পারছি না।

পাঠ্য বইয়ের সব পড়া ব্লগে রাখা উচিত :)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রুদ্র জাহেদ,ভালোবাসা আসলেই দিবসকেন্দ্রিক হয়ে যাচ্ছে । এইজন্যেই বিশেষ দিবস ব্যাপারটাই আমার বাজে লাগে। অপচয় আর লোকদেখানো আর কর্পোরেট মুনাফাবাজি ছাড়া আর কিছু হয় না এসবে।

আর হ্যাঁ, পড়া ব্লগেই রাখেন। পাঠ্যবইয়ের শব্দ একটা একটা কর টাইপ করলে একবার পড়া হয়ে যাবে। ব্লগে আবার যখন পড়বেন, তখন রিভিশন। বুদ্ধিটা ভালোই , কি বলেন? :)

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

জুন বলেছেন: আমাদের বর্তমান প্রজন্মের অনেকের কাছেই এসব দিবস এখন উদযাপনের একটি হাতিয়ার হয়েছে , অনুভবের নয় , উপলদ্ধির নয় রেজোয়ানা আলো তনিমা । অনেক ভালোলাগা লেখায় ।
+

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আসলেই তাই জুন আপু, দিনগুলোর কোন তাৎপর্য আমরা আর উপলব্ধি করতে পারছি না। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও বিজয়ের শুভেচ্ছা রইলো।

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: হ্যাঁ আপুনি বুদ্ধিটা ভালোই, এরকম করতে পারলে দারুণই হতো :)

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যুদ্ধপরাধীদের বিচার হচ্ছে, কিন্তু মুক্তিযোদ্ধারা তো এখনও ধুঁকে ধুঁকে মরছেন।পাকবাহিনীর হাতে নির্যাতিত নারীরা এখন সমাজে মুখ লুকিয়ে বাঁচছেন। আমাদের আত্নতৃপ্তির সুযোগ কোথায়?

সহমত তনিমা ।
কাজিনের মেসেজে তার অজ্ঞতার চিত্র ফুটে উঠেনি ,এটাকে অসতর্কতা বলা যেতে পারে । এটা অনেকের হয় ।

সেদিন আমার মেয়ে জিজ্ঞেস করলো ২৬ শে মার্চ , ১৬ই ডিসেম্বর ; (বিজয় আর স্বাধীনতা দুটো শব্দের অর্থ প্রায় কাছাকাছি এমতাবস্থ্যায়) কোন টা কি দিবস মনে রাখার সহজ উপায় কি ?

তাকে বুঝিয়ে বললাম , যে তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে সেটা স্বাধীনতা দিবস , আর যে তারিখে দেশ স্বাধীন হয়েছে মানে এদেশের বিজয় হয়েছে সেটা বিজয় দিবস ।

দুটো ঘটনা একই বছরে ঘটেছে । আগে স্বাধীনতা ঘোষণা পরে বিজয় । তাই বছরের প্রথমে যে দিবস তা স্বাধীনতা দিবস , পরে যেটা তা বিজয় দিবস ।

আপনার এই পোস্টে অবস্থান কালিন আমি মেয়ের পরিক্ষা নিলাম , সে ভুল করেনি ।

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কাজিনের মেসেজে তার অজ্ঞতার চিত্র ফুটে উঠেনি ,এটাকে অসতর্কতা বলা যেতে পারে । এটা অনেকের হয় ।

এটা আমার নিজের কখনো হয়নি এবং আমাদের প্রজন্মের কারোর বেলায় তেমন হতে দেখিনি। আজকালকার ডিজুস প্রজন্ম যেন বড় বেশী হেলাফেলা করে নিচ্ছে সবকিছু।

ভালো লাগলো আপনার মেয়ে সঠিক ইতিহাস জেনে বড় হচ্ছে। এখনকার অনেক অভিভাবক একে অত দরকারী মনে করেন না। ওর জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো।

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪

অগ্নি সারথি বলেছেন: ইতিহাস ভীতি কিংবা হালের ফ্যাশন নির্ভরতা হয়তোবা বেশ বড় একটা কারন। জানিনা ঠিক। তবে এটা কোনভাবেই কাম্য নয়।

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হুম , আসলেই কাম্য নয়। কিন্তু সব কিছু কেমন যেন বদলে যাচ্ছে, যান্ত্রিক ও হালকা ।

২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

সায়ফুল্লাহ হক তানভীর বলেছেন: অসাধারন

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ তানভীর।

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

নুরএমডিচৌধূরী বলেছেন: অসাধারন অনেক ভালোলাগা লেখায় ।
+

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ নুর ভাইয়া।

২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

প্রামানিক বলেছেন: বাংলাদেশের বিভিন্ন দিবসগুলিকে গুরুত্ব অনুযায়ী মূল্যায়ন করা উচিৎ।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চেতনা বলুন, বিবেক-বোধ-রুচি-আধুনিকতা সবকিছু আজ ধারণের চাইতে প্রকাশটা জরুরী হয়ে গেছে। হাজার হলেও শো-অফ এর যুগে বসবাস। কি করবেন বলেন?

পোস্টে +++, লিখতে থাকুন এমন লেখা, আরও বেশী বেশী, যাতে করে শো-অফের ধারনা থেকে বের হয়ে ধারন করতে সবাই সচেষ্ট হবে।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চেতনা বলুন, বিবেক-বোধ-রুচি-আধুনিকতা সবকিছু আজ ধারণের চাইতে প্রকাশটা জরুরী হয়ে গেছে। হাজার হলেও শো-অফ এর যুগে বসবাস। কি করবেন বলেন?

হুম হয়তো কিছুই করার নেই ,মন খারাপ করা ছাড়া। আবার হয়তো অনেক কিছুই করার আছে, চেষ্টায় কি না হয়?

আপনার প্রতিও শুভকামনা রইলো বোকা মানুষ বলতে চায়।

২৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

আহমেদ জী এস বলেছেন: রেজওয়ানা আলী তনিমা ,



একজন সংবেদনশীল মানুষের ভাবনা । মানুষের নৃশংস বর্বরতায় যার গায়ে কাঁটা দেয় । আবার বাস্তববাদী বলে যে সব কিছুতেই অভ্যস্ত হয়ে ওঠে। কিন্তু ভেতরের মানুষটি যার বারেবারে কষ্টে অবগুন্ঠিত হয়েও বিবেকের কাছে প্রশ্ন রাখতেও দ্বিধা করেনা ।

আপনার মানবিক বোধকে শ্রদ্ধা জানাই ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক সুন্দর একটা মন্তব্য আহমেদ ভাইয়া। অজস্র ধন্যবাদ।

৩০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

নুরএমডিচৌধূরী বলেছেন:
আপু কেমন আছেন
অনেক শুভ কামনা রইল
লিখায় অফুরন্ত ভাললাগা

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এইতো চলছে দিনকাল। আপনিও আশা করি ভালোই আছেন। অনেক দিন পরে নুর ভাইয়াকে ব্লগে পেলাম। ধন্যবাদ ও শুভেচ্ছা আপনার প্রতিও।

৩১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

আবু শাকিল বলেছেন: আমরা মনে হয় বিশেষ দিন আসলেই দেশ দেশ করে চিল্লাই আর বছরে একবার করে স্মৃতিসৌধ,বধ্যভূমি,শহীদ মিনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আসি।ইয়ো ইয়ো কিডসের দেশপ্রেম আরো ভয়াবহ।
আপনার লেখাগুলো নতুন প্রজম্মের পড়া উচিৎ।
দেশ নিয়ে আপনার লেখা আমাদের ও খুব জাগিয়ে দেয়।
দেশের প্রতি আপনার ধ্যান,ধারনা,চিন্তা,চেতনা সবার মাঝে ছড়িয়ে পড়ুক।
ধন্যবাদ আপু।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমরা মনে হয় বিশেষ দিন আসলেই দেশ দেশ করে চিল্লাই আর বছরে একবার করে স্মৃতিসৌধ,বধ্যভূমি,শহীদ মিনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আসি।ইয়ো ইয়ো কিডসের দেশপ্রেম আরো ভয়াবহ। - হুম,আমরা একটু বেশীই হুজুগে আর আবেগী জাতি।

আপনার সুন্দর অনুপ্রেরণাদায়ী মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ শাকিল ভাইয়া।

৩২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

এহসান সাবির বলেছেন: পুনশ্চ: আমার এক কাজিন আছে। আমার চেয়ে বেশ ছোট।কিন্তু অর্জন আমার চেয়ে কয়েকশ গুণ বেশী। অনলাইনে অফলাইনে হাজার হাজার বন্ধু। একেবারেই আধুনিক প্রজন্মের একজন।চকচকে স্মার্ট।নিয়ম করে বিশেষ বিশেষ দিবসে বিশেষ ড্রেসআপ করে, সেলফিও দেয়।ম্যাসেজ পাঠাতেও কখনো ভুল হয় না। আজকেও ওর ম্যাসেজ পেলাম আগামীকালের বিশেষ দিনটি উপলক্ষ্যে। আজকে থেকেই পাঠানো শুরু করেছে, নাহলে সবাইকে কালকের মধ্যে শেষ করতে পারবে না।ম্যাসেজে সে লিখেছে ,'' স্বাধীনতা দিবসে (!) র অনেক অনেক শুভেচ্ছা।''

আমার পরিচিত এই রকম অনেকেই আছে... আমার সাথে খালি এদের গ্যান্জাম লেগে যায়..... সুযোগ পেলেই গালি গালাজ করি আচ্ছা মত... !!

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: গালি গালাজ করে লাভ নেই সাবির ভাইয়া। আমরা এদের কাছে আনস্মার্ট আর ক্ষ্যাত হয়ে গেছি। এই প্রজন্ম ক্রমশ শোপিস প্রজন্ম হয়ে যাচ্ছে। শ্রদ্ধাশীলতার সংস্কৃতি ক্ষীয়মান। কি আর করা!

৩৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

শামছুল ইসলাম বলেছেন: কোন সংবেদনশীল মানুষের সংবেদনশীল কোন লেখা পড়লে আমি খুব আবেগ প্রবণ হয়ে পড়ি !!!!!

বাসায় যাওয়ার সময় হয়েছে, জানি বাসায় যেয়ে এই আবেগটা হয়ত থাকবে না।

তাই সংক্ষিপ্ত মন্তব্যে আপনার এত সুন্দর, সংবেদনশীল, মর্মস্পর্শী একটা লেখার এত ছোট মন্তব্য করছি।
আন্তরিক ভাবে দুঃখিত।

ভাল থাকুন। সবসময়।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক সুন্দর ও প্রেরণাদায়ী মন্তব্যটা পেয়ে বিশেষ কৃতজ্ঞতা অনুভব করছি। শামছুল ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনিও।

৩৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

আমিই মিসির আলী বলেছেন: আপনার চিন্তা চেতনা অসাধারণ!
+

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা মিসির আলী ভাইয়া।

৩৫| ৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০০

আমি তুমি আমরা বলেছেন: পুনশ্চ পড়ে খারাপ লাগল।১৬ই ডিসেম্বর বিজয় দিবস-এতটুকুও না জানলে ক্যামনে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.