নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছাঘুড়ির অবাধ আকাশ www.facebook.com/RezwanaAliTanima

রেজওয়ানা আলী তনিমা

বনমুরগী পোষ মানে না.......

রেজওয়ানা আলী তনিমা › বিস্তারিত পোস্টঃ

সাতটি পরমাণু গল্প

১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

গল্প:১ শিশু

-'পৃথিবীর সব শিশুই সুন্দর'
- 'কিন্তু- তুমি কখনো প্রজাপতির শৈশব দেখনি?'



গল্প:২ পরস্পর

'তোমাকে ছাড়া পৃথিবীতে আর কিছুই আমার চাই না'
নারীটি চট করে একবার তাকিয়ে ফেললো দোকানে সাজানো দ্যুতিময় নেকলেসটার দিকে
আর পুরুষটি আড়চোখে দেখে নিলো পাশ দিয়ে হেঁটে যাওয়া এক তরুণীকে ,একঝলক।


গল্প ৩ :টাকা


- 'ধুর বড়লোক হইছে- মনটা ফকির‌্যা, কতক্ষণ জ্যামে থাকলাম রিশকা লয়া, আর দশটা ট্যাকা বাড়ায়া দিলে কি হইতো?'
- যাক , দশটা টাকা বাঁচলো, সেই সকাল থেকে কিছু খাইনি, 'মামা, একটা চা-'



গল্প ৪ : সেলফি ও একটি মৃত্যুসংবাদ


সেলফি স্টিকটা ঠিক করে অ্যাঙ্গলে ব্যাকগ্রাউন্ডটা আনতে চেষ্টা করে মাহী।
পরদিনের প্রথম পাতায় একটি খবর ছিলো, রাস্তার ধারে গাড়ি অ্যাক্সিডেন্টে তরুণী নিহত।


গল্প ৫ :নিষ্পাপ

ঘুড়ির উৎসবে অগণিত আকারের রঙিন ঘুড়ির উড়াউড়ি দেখতে পেয়ে বাচ্চাটি আত্নহারা হয়ে উঠেছিল।
তীব্র বেগে ছুটে চলা দূর আকাশের প্লেন দেখে সে মাকে প্রশ্ন করলো,আম্মু, ঐ ঘুড়িটার সূতোটা কই?

গল্প ৬ :চোখ

চেয়ারম্যানের কাছে কিছু সাহায্যের জন্য বার বার ধরণা দেয় মাজেদের সদ্য বিধবা-বউ রাহেতুন, ওর মুখে আকুতি থাকলেও তীক্ষ্ণ চোখদুটিতে ছিল অভিযোগ ।

কিছুদিন পরে অজ্ঞাতনামা আততায়ীর হাতে নিহত রাহেতুনকে পাওয়া যায় জংলা বিলের ধারে।
ওর চোখজোড়া ছিল উপড়ে ফেলা।



গল্প৭ : চেনা অচেনা

'তোমার সাথে পুরানো দিনের কথা আমি কিছু মনে রাখিনি, তুমিও সব মুছে ফেলো, ভেবো ওটা ছিল স্বপ্ন।' বিদায় নেবার আগে বলেছিল রাহা।

দশবছর পরের এক বিকেলে , সাদেক হাঁটছিলো মেলায়, একটি ভুলে যাওয়া ডাক ভেসে এলো, 'কাব্য!'- পৃথিবীতে আকিকায় সিলমোহর না করা এই নামটি জানতো কেবল একজনই-











মন্তব্য ৯৯ টি রেটিং +২১/-০

মন্তব্য (৯৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ অর্থবহ গল্পগুলো ।
২, ৩, ৫,৬ অনেক বেশি ভাল লেগেছে ।

আমার একটা

'' বিষণ্ণ চোখ দু'টো যখন বন্ধ হলো, কিছু গভীরে যাওয়ার পর দেখলাম আমি মারা গেছি । ঘুম ভাঙ্গার পর বুঝতে পারি আমি এখনো বেঁচে আছি, তবে মৃতদেহের গন্ধটা শরীর থেকে বের হচ্ছিলো ।''

১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাহ! বেশ একটা গল্প ফ্রি পেয়ে গেলাম আপনার কমেন্টে কথাকথিকেথিকথন। মন্তব্যের জন্য ধন্যবাদ ।:)

২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

কল্লোল পথিক বলেছেন: ৫ ও ৭ নম্বার গল্প দুটো বেশী ভাল লেগেছে।
শুভকামনা জানবেন লেখক।

১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ কল্লোল পথিক। শুভকামনা থাকলো আপনার প্রতিও।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

অন্ধবিন্দু বলেছেন:
গল্প হলো কোথায় ? এত দেখছি অনেকটাই প্রবচন বা খবর-পাঠ লাগছে। দৃশ্য কথনেও কিন্তু উষ্মাটা অনুপস্থিত। যাই হোক, প্রতিটিতেই মানবিক স্পর্শ রয়েছে। ধন্যবাদ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: গল্পটা ছিলো মনে । আর হয়তো যারা নিজের মতো বুঝে নেবেন তাদেরও। যাহোক ধরে নিলাম আমারই অক্ষমতা , তাই সাতটার ব্যাখা এখানে দিয়ে দিচ্ছি, আপনার পরেও যারা গল্পের ভাবার্থ ধরতে পারেন নি তাদের জন্য।

১ নং- শৈশবেই প্রায় সব প্রাণীকে দেখতেই সুন্দর লাগে , তবে প্রজাপতির বেলায় ব্যতিক্রম। এই গল্পটা দিয়ে সাধারন নিয়ম সবসময় খাটে না এটাই বোঝাতে চাচ্ছি।

২ নং- মুখের ভালোবাসার কথা বলাবলি করা খুব সহজ যেমন করছিল গল্পের যুগল। তবে মনে যেহেতু প্রেমের অত ঐকান্তিক টান নেই বৈষয়িক হিসাব নিকাশ বেশি তাই মেয়েটা প্রাচূর্যের স্বপ্ন দেখে , ছেলেটি সাথে প্রেমিকা থাকার পরেও অন্য মেয়ের দিকে নজর দেয়।

তৃতীয়টাতে একটা মাত্র ঘটনায় দুজন দরিদ্র লোকের নিজ নিজ দৃষ্টি ভঙ্গি তুলে ধরেছি। প্রত্যেকে তার নিজের স্বার্থ থেকে ঘটনাটিকে দেখছে। রিকশাওয়ালা চেয়েছিল তাকে আরো দশটা টাকা ভাড়া বাড়িয়ে দেয়া হোক। দরিদ্র প্রায় অর্থহীন যুবকটি ভেবেছিল রিকশাওয়ালাকে না দিয়ে টাকাটা দিয়ে আর কিছু না হোক অভুক্ত পেটে চা পান করবে।


৪র্থ, বাস্তবে সেলফি তুলতে গিয়ে অনেকেই মারা পড়ছে ।কারণ সুন্দর একটা ছবি তুলতে চারপাশের কোন কিছু সম্পর্কে হুশ না থাকা। মেয়েটিও ছবি তুলছিলো, রাস্তায় । অসচেতন থাকায় দূর্ঘটনা।

৫ম টার মানে, শিশুর ইনোসেন্স। শিশুরা অনেক সরল দৃষ্টিকোন থেকে পৃথিবীকে দেখে।

৬ ষ্ঠ টার অর্থ, চেয়ারম্যানই ছিলো মাজেদের খুনি। খুনির মনে সাইকোলজিক্যাল দ্বন্ধ ছিলো , ভয় ছিলো। আরো অনেকখানি সাইকোপ্যাথিক তাড়না। হয়ত মাজেদাও ঘটনাটা জানে, হয়ত প্রতিশোধ নেবে, হয়ত বিচার চাইবে, হয়ত খুনি স্রেফ মানসিক ভাবে রাহেতুনের অভিযোগের দৃষ্টি সহ্য করতে পারছে না ।অতএব রাহেতুনের মৃত্যু চোখ হারানো।


৭ম টার মানে, প্রেমিকার সাথে কোন কারণে প্রেমিকের বিচ্ছেদ। অনেক দিন পরে আবার প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ। যে মেয়ে নিজেই ভুলে যাবার কথা বলেছিল , তার মনে এখনও পুরান প্রেম সজীব আছে।

গল্পগুলোর বিস্তারিত ব্যাখা দিলাম না, ফ্ল্যাশ ফিকশনের ধাঁচে লিখতে চেষ্টা করেছি। আমার অনুপ্রেরণা ছিল ছয় শব্দের একটা বিখ্যাত গল্প,'' ফর সেল: বেবি সু' জ, নেভার ওর্ন। '' কথিত আছে এটা হেমিংওয়ের লেখা। গল্পটার মানে হলো, একটি শিশুর জন্য জুতোটা কেনা হয়েছিল কিন্তু একবারও পরার আগেই তার মৃত্যু হয়। যদিও অমন লেখার সাধ্য আমার নেই তাও নীরিক্ষা করলাম। এক্ষেত্রে অনেকখানি ভরসা পাঠক বা পাঠিকার উপরে, তারা হয়ত বুঝে নেবে কি বলতে চাইছি। তবু না বুঝলে লেখনীর অক্ষমতা আমারই।


মন্তব্যের জবাব বেশী বড় করলাম কারণ এরকম কমেন্ট আরও পেয়েছি, অতএব একরকম সাফাই দিলাম বলা যায় এক প্রতিমন্তব্যেই। আর অন্ধবিন্দু কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।শুভেচ্ছা।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

টয়ম্যান বলেছেন: +++++++

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এত গুলো প্লাসের জন্য অজস্র ধন্যবাদ টয়ম্যান। ভালো থাকবেন।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর, বেশ ভাল লাগল।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সুপ্রিয় ঢাকাবাসী ভাইয়া। অনেক শুভকামনা।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

নুরএমডিচৌধূরী বলেছেন: 'তোমাকে ছাড়া পৃথিবীতে আর কিছুই আমার চাই না'
নারীটি চট করে একবার তাকিয়ে ফেললো দোকানে সাজানো দ্যুতিময় নেকলেসটার দিকে
আর পুরুষটি আড়চোখে দেখে নিলো পাশ দিয়ে হেঁটে যাওয়া এক তরুণীকে ,একঝলক।

দেখতে যে মোন চায়
কি করুম
সব কটিতেই ++

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এহ হে আপনি তো বড়ই লুল আদমি ভাইসাহেব! :P

প্লাসের জন্য ধন্যবাদ। :)

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: গল্প বলতে পারছি না| গল্পের শরীর কই? অল্প শব্দে গল্পের শরীর নির্মান করা যায় বটে কিন্তু এক্ষেত্রে আপনি তা পারেন নি| ২ নম্বরটা উতরে গেছে অবশ্যই

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হুম হয়তো পারিনি । :(চেষ্টা করলাম আরকি। :) অন্তত একটা - ২ নং উতরে গেছে জেনে বেশ ভালো লাগলো।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আরণ্যক।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

তার আর পর নেই… বলেছেন: দুই আর পাঁচ নাম্বার খুব ভাল্লাগছে। সবগুলো ভাল।+

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যে পেয়ে আনন্দিত হলাম । কৃতজ্ঞতা রইলো তার আর পর নেই ভাইয়া/ আপু।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

ধমনী বলেছেন: নতুন প্রচেষ্টা হলে- ভালো।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রেরণা পেলাম , ধন্যবাদ ধমনী।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

অভ্রনীল হৃদয় বলেছেন: ২ ও ৩ নং গল্প দুটি বেশ লেগেছে।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অভ্রনীল।

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

অভ্রনীল হৃদয় বলেছেন: ২ ও ৩ নং গল্প দুটি বেশ লেগেছে।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আবারও ধন্যবাদ।

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

আকাশ মামুন বলেছেন: অস্থির লিখেছেন। পরমানু গল্প হলেও একেকটা চিত্রনাট্য হয়ে ভেসে উঠে চোখের সামনে।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যে পেয়ে খুব আনন্দিত হলাম আকাশ মামুন । ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

সাহান হামিদ বলেছেন: দারুন!

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কমেন্টে ধন্যবাদ সাহান। ভালো থাকা হোক নিরন্তর।

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
গল্পগুলো বেশ লাগলো।
৭ নং টা বেশি ভাল লেগেছে ++

কেমন আছেন ?

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: গল্প গুলো ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ।
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ?

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২

অাপেল মাহমুদ বলেছেন: কবি হেলাল হাফিজের অশ্লীল সভ্যতা কবিতাটি এরকম “ নিউট্টন বোমা বোঝ, মানুষ বোঝ না” । আপনার পরমানু গল্পগুলো পড়ে ঐ কবিতার কথা মনে পড়লো । স্বল্প বাক্য বিন্যাসে অসাধারণ অভিব্যক্তির প্রকাশ ।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: গল্প গুলো যেমন তেমন আপনার মন্তব্যটা অসাধারণ । খুব প্রেরণা পেলাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা আপেল মাহমুদ।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

অশ্রুকারিগর বলেছেন: অাপেল মাহমুদ বলেছেন: কবি হেলাল হাফিজের অশ্লীল সভ্যতা কবিতাটি এরকম “ নিউট্টন বোমা বোঝ, মানুষ বোঝ না” । আমি কবিতা অতটা বুঝতাম না, কিন্তু এইটা আমার প্রিয় কবিতার একটা।


সবগুলোই ভালো লাগছে। এক নম্বরটা একটু কমন পড়ে গেছে , তাছাড়া আর সবগুলো অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ৩ নং টা। মাত্রই পকেট হাতড়ে ১০ টাকা বেশি দিলাম রিকশা ড্রাইভারকে শুধু ছোট ছেলে বলে।

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য শুরুতেই অশেষ ধন্যবাদ। ভালো লেগেছে জেনে ভালো লাগলো। যদিও এটা অনেকটা পরীক্ষা অনেকটা ফান প্রজেক্ট ছিলো।

রিকশাওয়ালার ভাড়া নিয়ে অংশটা পড়ে ভালো লাগলো। যা আমাদের কাছে মাত্র দশ তাদের কাছে অনেক টাকা। সবই আপেক্ষিক। ভালো থাকবেন।

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: শরীর না থাক ছায়া কিন্তু ছিল প্রতিটির।

আমার ভালো লেগেছে। ৪ নংটা সাধারণ। কিন্তু ববাকীগুলোর ভেতরের কথা পুরো নাড়িয়ে দিয়ে গেছে।

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: যাক ছায়া আছে সেটাই বা কম কি? সেক্ষেত্রে উৎসাহ পাওয়াই যায় চেষ্টা করতে থাকলে একদিন হয়তো শরীরে খোঁজও পেয়ে যাবো।

মন্তব্যে কৃতজ্ঞতা রাজপুত্র।

১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

কিরমানী লিটন বলেছেন: প্রতিটি অণুগল্পেই ভিন্নমাত্রা, বাস্তব নির্মমতা, গভীর বোধের সারমর্মের নান্দনিক অনুবাদ - সুন্দর আর বৈচিত্র্যেময় ভিন্নতাকে, সৃষ্টিশীল প্রচেষ্টাকে, অভিবাদন সতত। +++
অনেক শুভকামনা রইলো ...

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসম্ভব সুন্দর ও অনুপ্রেরণা দায়ী এক মন্তব্য লিটন ভাই । অজস্র ধন্যবাদ। শুভকামনা থাকলো আপনার প্রতিও।

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১

আমি+তুমি=আমরা বলেছেন: শেষেরটা ধরতে পারিনি, বাকিগুলো ভাল লেগেছে।সপ্তম প্লাস :)

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: যতটুকি ভালো লাগলো উৎসাহ পেলাম, যতটুকু না লাগা আরও ভালো করে খামতি দূর করার প্রেরণা পেলাম। প্লাসে ধন্যবাদ আমি + তুমি = আমরা।

২০| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

আবদুল্লাহ িশবলী বলেছেন: -'পৃথিবীর সব শিশুই সুন্দর'
- 'কিন্তু- তুমি কখনো প্রজাপতির শৈশব দেখনি?''

শুধু অসাধারণ না.....। ভয়ানক রকম অসাধারণ। মাথা ওলট পালট করে দেয়।

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যের জন্য অযুত ধন্যবাদ শিবলী । :)

২১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

অন্ধবিন্দু বলেছেন:
নীরিক্ষা করছেন জেনে খুব খুশি হ’লেম। আপনারা পরিক্ষা-নীরিক্ষা না করলে আমরা পাঠকেরা নতুন কিছু পাবো কি করে! ব্যাখাটা দেবার দরকার ছিলো না। ফ্ল্যাশ ফিকশনের ধাঁচ পাঠকের মনে খেলা করুক। লেখকের দায়িত্ব নয় তা ব্যাখ্যা করা।

আমি ওই গদ্যের ভাষাটা/বাক্য-প্রতীতি নিয়ে বলছিলুম। আর সাধ করলেই সাধ্য হয়। লিখুন, ছয় শব্দের গল্পটা থেকেও ভাল কিছু হয়ে যেতে পারে। অনেক শুভ কামনা।

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অন্ধবিন্দু, আপনি হয়তো ভাষা নিয়ে বলেছেন ,কিন্তু আমার মনে হয় অনেকেই ব্যাখা না দিলে বুঝবেন না। তাই চান্স পেয়ে দিয়ে দিলাম । আমি যে গল্পের উদাহরণ টেনেছি ব্যাখা না পেলে ওটারও গভীর মর্মার্থ আমি বুঝতাম না। অত বিখ্যাত গল্প তাই অবোধ্য আর আমার গুলো তো কোন ছার! গল্পে দিলে ফ্লো নষ্ট হয়ে যেত তাই পরে দিলাম। তবে পাঠক/পাঠিকা যা খুশি তাই ভেবে নিতে পারেন অর্থ -নিজের মত করে । ফ্লাশ ফিকশনের স্বাধীনতা আর মজা তো এটাই।

আর ভাষাটায় খামতি আছে সেটা ঠিক। যথাসম্ভব বাহুল্য শব্দের মেকআপ বাদ দিতে গিয়ে শ্রীহীন হয়ে গিয়েছে।

ধন্যবাদ আবারও ফিরে আসার জন্য। শুভেচ্ছা রইলো অনেক।

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

ডি মুন বলেছেন:
পরমাণু গল্প পাঠে [এবং কল্পনা করে] আনন্দ পেলাম।

ভালো থাকা হোক :)

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আনন্দ দিতে পেরে ধন্য হলাম। :)

ভালো থাকবেন আপনিও।

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০২

আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর গল্প , মোটামুটি সব কটিই ভালো লেগেছে ।

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ আজাদ মোল্লা , ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।

২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৩

পুলহ বলেছেন: গল্প নং এক এবং পাচটা আমার বেশি ভালো লেগেছে।
শুভকামনা জানবেন আপু! :)

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: যাক দুটা ভালো লাগাই বা কম কি! খুব আনন্দিত হলাম।
ধন্যবাদ ও শুভকামনা পুলহ। :)

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

আবু শাকিল বলেছেন: গল্প গুলোতে অল্পতে গভীর অর্থবহ খোঁজে পেলাম ।আমার জ্ঞান সীমিত তাই সবটুকু বোঝতে প্রিয় ব্লগার অন্ধবিন্দু ভাইয়ের মন্তব্যে আরো স্পষ্ট করে বোঝতে পারলাম । :)
আমার মনে এরকম কিছু ছোট লেখা মস্তিষ্কে আনা-গোনা করছে কিন্তু লিখব বলে ,লেখা হচ্ছে না।

ধন্যবাদ আপু ।ভাল থাকবেন ।

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সময় করে লিখে ফেলেন শাকিল ভাইয়া। বাংলাতে সাহিত্য বৈচিত্র্যের খুব অভাব। তুলনামূলক নতুন এই ধারার ব্যাপক চর্চা হওয়া দরকার। :)

ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন ।

২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

প্রবাসী পাঠক বলেছেন: ভালো লাগল ফ্ল্যাশ ফিকশন ধাঁচের পরমাণু গল্প।

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যের জন্য অযুত ধন্যবাদ প্রবাসী পাঠক ভাই। :)

২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮

সায়ান তানভি বলেছেন: পরমানু বোমা থেকে পরমানু গল্প। এরপর কি হাইড্রোজেন গল্প হবে। যাইহোক সূক্ষ্মতা আছে, গভীরতা আছে, তবে আপনার উচিৎ জাম্বো গল্প লেখা, নয়তো আমরা বঞ্চিত হবো।

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পরমানুই তো ক্ষুদ্রতম অংশ ভাই। এরপরে হয়ত একশব্দের নিউট্রন প্রোটন গল্প আসবে।আপাতত ফাঁকিবাজের অপশন হিসেবে মন্দ লাগছে না লিখতে। :)
মন্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

তুষার আহাসান বলেছেন: সবকটিই বাস্তবর্ধমী,ইংগীতবহ,ভাল লাগা জানাতেই +

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগা জেনে খুব আনন্দিত হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ তুষার আহাসান।

২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

(অ)ভদ্র ছেলে বলেছেন: প্রতিটা গল্পই ভাবালো। যদিও সবগুলো গল্পের ভাবার্থ আপনি যেমন বলেছেন তা আমার ভাবনার সাথে মিলেনি। সত্যি অসাধারন। +++

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: যার যেভাবে খুশি একটা গল্পকে ভাবতে পারবে এই তো এসব লেখার মজা, না ই মিলুক কারোর সাথে কারোর। মন্তব্য পেয়ে ভালো লাগলো (অ)ভদ্র ছেলে। অনেক ধন্যবাদ।

৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার ভাবার মতো কিছু গল্প ।

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মতামতের জন্য অনেক ধন্যবাদ শাহাদাত।

৩১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: ভালো লাগল ।

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ তাহসিন।

৩২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

আহমেদ জী এস বলেছেন: রেজওয়ানা আলী তনিমা ,




সাতনরী হারের মতো বাহারী সাতটি গল্পিকা ।
যা বলতে চেয়েছিলুম , দেখি ; আপনি তা ৩নং মন্তব্যের উত্তরে ভাজ খুলে দেখিয়ে দিলেন । ভালো করেন নি ! :((

তবুও বলি -
'পৃথিবীর সব শিশুই সুন্দর' বটে তবে বেশির ভাগ শিশুরই জীবন প্রজাপতির শুককীটের মতো ভয়ঙ্কর বাস্তবতায় ভরা ।
৩নং এর শিরোনামটি " টাকা" না হয়ে " মানুষের মন" হলে ভালো হতো ।
৪নং এর ব্যাখ্যায় বলেছেন , বাস্তবে সেলফি তুলতে গিয়ে অনেকেই মারা পড়ছে । কারণ সুন্দর একটা ছবি তুলতে চারপাশের কোন কিছু সম্পর্কে হুশ না থাকা। এর সাথে একমত নই । এটা সুন্দরতার প্রতি আকর্ষন নয় মোটেও। যেটুকু মনযোগ তা নিজের একটি ছবি তোলার প্রতি । কারন মোবাইল হাতে কথা বলার সময়ও কোনও মানুষেরই হুশ থাকেনা । দেখে থাকবেন অহড়হ , পথেঘাটে ।
৫নং এর ব্যাখ্যা ঠিক আছে । তবে একটু চুটকীর মতো লাগলো ।
৭নং এর বেলায় বলি - সত্যিকারের প্রেম ও রকমই হয় , গোপনে লুকোনো থাকে তা ।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিস্তারিত বিশ্লেষণ অনেক ভালো লাগলো। থাকুক কিছু ভিন্নতাই বা।
অনেক অনেক ধন্যবাদ আহমেদ ভাইয়া।

৩৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: এক নাম্বার টা বুঝতে কষ্ট হচ্ছিলো !
ভালো লাগা জানবেন !

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বুঝতে কষ্ট হলে আমারই ভাষার সীমাবদ্ধতা। মন্তব্যে কৃতজ্ঞতা রইলো অভি।

৩৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১

Zahidul Islam বলেছেন: লা জবাব

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ । :)

৩৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

হাসান মাহবুব বলেছেন: ১,২,৩ এবং ৫ বেশি ভালো লাগলো। ৫ বিশেষভাবে ভালো লাগলো।
জী এস ভাইয়ের সাথে একমত নই। ওটা মোটেও চুটকির মতো লাগলো না। আমি দেখেছি এভাবে, উড়ালযানে করে দূরদেশে পাড়ি দেয়া মানুষগুলোর সূতো কেটে যাচ্ছে স্বদেশ, প্রিয় মুখ এবং শেকড়ের সাথে।
নতুন এক্সপেরিমেন্ট সফল। নিয়মিত লেখুন এই আঙ্গিকে।

শুভসন্ধ্যা।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাহ! আপনার ব্যাখাটা তো বেশ চমৎকার। ভাবনা না ই বা মিললো।
মন্তব্যে অনেক উৎসাহ পেলাম হাসান ভাইয়া। এক গুচ্ছ ধন্যবাদ ও শুভেচ্ছা।

৩৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

সুমন কর বলেছেন: ছোট হলেও বেশ হয়েছে। এগুলো লিখতে কিন্তু কম চিন্তা করতে হয় না, যারা লিখেন তারা ভালোই জানেন !!

ভালো লাগা রইলো।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: গল্প ছোট হোক বা বড় ভাবনা একই । বেশী শব্দে লেখার কষ্ট আর ছোট সাইজ হলে কম শব্দেই প্রকাশ পুরোটা হল কিনা সেই প্রয়াস- দুটোই কঠিন।

ভালো লাগায় আনন্দিত হলাম। ধন্যবাদ সুমন কর।

৩৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

গেম চেঞ্জার বলেছেন: ১মটি গল্প বলতে রাজি নই। বাকি গুলো ভালই।

তবে আমার বানানো একটি সাইফাই গল্প নিন-

হাউমাউ করে একটা যুবক মানুষ ঘুম থেকে জেগে ওঠলো। সে কয়েকদিন ধরেই নিরব নিরব ছিল। যন্ত্রনগরে আর দশটা মানুষ থেকে আলাদা হয়ে ছিল। আজ কি হলো কে জানে। হুট করে ঘুম থেকে উঠেই কান্না করছে আর বলছে-
ফিরিয়ে দাও আমার মানবীয় মন, ফিরিয়ে দাও আমার মানবদেহ।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সাইফাইটা পড়ে বেশ আনন্দ পেলাম, ভিন্ন স্বাদ আছে ।অনেক ধন্যবাদ গেম চেঞ্জার -মন্তব্য, গল্প দুটার জন্যই।

৩৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

আরজু পনি বলেছেন:

আমিতো পড়ার শুরুতে ২ নম্বরটা কপি করলাম মন্তব্যে পেস্ট করে উল্টানো হাসির ইমো দিয়ে একচোট হেসে নিব ভেবেছিলাম...
তা আর হলো কোথায় !
প্রতিটাই দারুণ !

হেমিংওয়ের ওই লেখাটা নিয়ে আমিও ভেবেছিলাম, তবে আপনি গভীরে ভেবে নিজের সৃষ্টি শেয়ার করলেন...এখানেই আপনি সহ এমন আরো অনেকেই এগিয়ে আছে।
সাবাশ !

আপনি আপনার উপর ভরসা বাড়িয়ে দিচ্ছেন।
অনেক শুভকামনা রইল, তনিমা ।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বরাবরের মতই আপনার মন্তব্যে বেশ প্রশ্রয় পাই আপুনি। পাত্র অপাত্র বিবেচনা না করেই আপনি অগ্রজা ব্লগারের ভূমিকা পালন করেন। তাতে আমার প্রতি প্রশংসা ন্যায়সঙ্গত হলো কিনা না ভেবেই মন খুশি হয়ে ওঠে ও এগিয়ে যাবার প্রেরণা খুঁজে নেয়।

অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার প্রতিও।

৩৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

তানজির খান বলেছেন: কি বলব অসাধারণ পোস্ট। আমি পড়েছি আর ভেবেছি কি সুন্দর প্রকাশ, অথচ কত অল্প কথায়। শুভ কামনা রইল, এমন লেখা বার বার চাই।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তানজির খান সুন্দর অনুপ্রেরণাদায়ী মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৪০| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

জেন রসি বলেছেন: বাহ! চমৎকার!

অল্প কথায় খুব চমৎকার ভাবেই মানব মনের অলিতে গলিতে প্রবেশ করে ফেলেছেন।

+++

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ জেন রসি, মন্তব্যে উৎসাহ পেলাম খুব।

৪১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২

মনিরা সুলতানা বলেছেন: প্রতিটা গল্পেই অর্থ বোধক চমৎকার লিখেছ আপু :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ আপু । :)

৪২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

রুদ্র জাহেদ বলেছেন: গল্প নয় পরমাণু গল্প।সবগুলোতেই গভীর চিন্তা উদ্রেক করার অবকাশ রয়েছে।আপুনির ব্যাখ্যা পড়েছি,তবে নিজের মতো করেও অনেকভাবে ভেবে নেওয়া যায়।খুব ভালো লাগল
+++

২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হুম , নিজের মত ভেবে নেয়াই ভালো। গল্প লিখেছি, তবে লেখিয়েরা যে সবসময় সত্যবাদী বা সবজান্তা হয় তাতো না। হয়ত অন্য কারোর ব্যখাটাই ঠিক!

প্লাসের জন্য ধন্যবাদ জাহেদ।

৪৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

এহসান সাবির বলেছেন: ওয়াও!!!

২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ । :)

৪৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১

উল্টা দূরবীন বলেছেন: সবগুলোই ভাল্লাগছে। ঝাক্কাস!!

২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লেগেছে জেনে খুব আনন্দিত হলাম। অনেক ধন্যবাদ দূরবীন । :) :)

৪৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

অগ্নি সারথি বলেছেন: প্রতিটা গল্প অনেক অনেক কথা বলে দেয়। ভাললাগা।

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ অগ্নি সারথি। ভালোালাগা জেনে আনন্দিত হলাম। শুভেচ্ছা।

৪৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাবে প্রীত হলেম, সম্প্রসারণ বুঝে নিলেম । বিস্তারের উপলব্দিগত দায় বা দায়িত্ব পাঠকের বোধহয় ৷

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্য পেয়ে কৃতজ্ঞ হলাম। ধন্যবাদ আলম। ফাঁকিবাজি অল্প -গল্পে অনেকটা দায় পাঠক পাঠিকার উপর চাপানোই যায়!

৪৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

হৃদছায়া বলেছেন: দারুন!

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ হৃদছায়া। ভালো থাকবেন।

৪৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮

অগ্নি কল্লোল বলেছেন: প্রত্যেকটাই অ্যাটম।।।
ধন্যবাদ আরও লিখবেন।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ কল্লোল।

৪৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ৩,৫,৭ বেশি ভাল লাগলো। আরো চাই।
প্লাস!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজশ্রী। ভালো থাকবেন।

৫০| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৩

সেজুতি_শিপু বলেছেন: চমৎকৃত হলাম! দারুন !! অনেক কথা যাও যে বলে , অল্প কথা বলি। আরও কথা শোনার আশায় কাটছে দিনগুলি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.