নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিন্দুর মাঝে সিন্ধু দর্শনের আশায় পথ চলি...

রিদওয়ান হাসান

শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর... যদি তা-ও পাই, আমি তা-ই চাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।

রিদওয়ান হাসান › বিস্তারিত পোস্টঃ

রাতজাগার কৈফিয়ত

০৭ ই জুন, ২০১৭ রাত ২:৩৭

ঘুমহীন রাতজাগা অনেক বেশি প্রেমাতুর
ঘুমের ঘোরে নেশাতুর
আধারেই সত্যের প্রকাশ দ্বিধাহীন
দিনের আলোয় বড় বেশি সাবধানী
সুনিপুণ তার লুকোচুরি খেলা
মিথ্যের আড়াল বড় বেশি।

ঘুমহীন রাত কোনো যুক্তি জানে না, মানে না।
মানে শুধু হৃদয়ের আকুলতা, ব্যাকুলতা
ক্রমাগত চেনাজানা হৃদয়ে তার আসা-যাওয়া
জানিয়ে যায় তার সব গল্পকথা
সমাজের পঙ্কিলে বাঁধা নিয়ম নেই।

মাঝে মাঝে পূর্ণিমা রাতকে করে আরও বেশি নেশাতুর
কেউ কেউ এমন রাতে সত্য প্রকাশের যন্ত্রণায় জীবন হারায়
কেউ কেউ মরণের চাদর ছিঁড়ে জীবনের নাটকে ভাসে
কোথাওবা হয় ভালোবেসে কাছে থাকার বা দূরে যাবার মহাকাব্য
কোথাওবা বিশ্বাসের মৃত্যু
কোথাওবা বালিশচাপা কান্না
পেয়ে না হারাবার ছটফটানি
আগলে রাখার ব্যাকুলতা।

যেমনি হোক নেশাতুর রাত জীবনকে চিনিয়ে দেয় নিয়মের বাইরে
তাই তো এই শতাব্দীর মানুষ বড় বেশি ভালোবাসে
বড় বেশি রাত জাগে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:২২

রিদওয়ান হাসান বলেছেন: ধন্যবাদ আপনাকে। পাহাড়সম ভালোবাসা রইল।

২| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন

২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:২৩

রিদওয়ান হাসান বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২০

নতুন নকিব বলেছেন:



আপনাকে খুঁজে পাচ্ছি না কেন?

নিশ্চয়ই ভাল আছেন!

সুন্দর, অনবদ্য!!

১১ ই জুলাই, ২০১৭ ভোর ৫:১৩

রিদওয়ান হাসান বলেছেন: এই তো পেলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.