নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিন্দুর মাঝে সিন্ধু দর্শনের আশায় পথ চলি...

রিদওয়ান হাসান

শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর... যদি তা-ও পাই, আমি তা-ই চাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।

রিদওয়ান হাসান › বিস্তারিত পোস্টঃ

হুজুররাই তো হুজুররে দেখতে পারে না!

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৮

সকালের অফিসক্লান্ত রাস্তা কতটা জ্যামে থাকে, সেইটা ঢাকাবাসীর কাছে খোলতাই করতে হবে না। এর মধ্যে একজন হুজুর খুবই নম্রভাবে বিপরীত পথে বাইক চালায়া আসতেছে। সে আসতেছে হরিণ শিকারের মতো চোখ বড় করে, একেবারে সতর্ক বাঘের মতো মৃদু মৃদু পা ফেলে, অথচ চোখেমুখে একটা অপরাধের ছাপ, সেইটা সে চেষ্টা করেও আড়াল করতে পারতেছে না। তবে এটা সত্য যে, তার এই উল্টা আসার কারণে সাধারণ রাস্তায় তেমন কোনো বিঘ্নতা ঘটছে না। তাকে দেখে হার্ডব্রেক কষে মালভর্তি ট্রাকটাও সাইড দিয়া গেলো, হেলপার একটুও গালিভাষা ব্যবহার করলো না।

অনেককে দেখা যাইতেছে, এই মহত্ত্বপূর্ণ দৃষ্টটারে স্মরণীয় করে রাখতে হুজুররে সালাম দিতে ভুল করছে না। হুজুরও হাসিমুখে সালামের উত্তর নিতে নিতে রংসাইডে বাইক চালানোর অন্যায়টি বেমালুম ভুইলা যাইতেছে। বিষয়টারে বাদাম থিকা খোসা ছড়ানোর মতো হালকাভাবে নিতেছে পাবলিক। ভাবতেছে হুজুরই তো, গেলে যাক উল্টাপথে! কী আসে যায় একজন হুজুর গেলে। তারচে বড় কথা, সে যাইতেছে কাচুমাচু করে, ভয়ে ভয়ে ব্রেক কষে। কারো কোনো সমস্যা তো করতেছে না!

কথায় আছে, বাপেরও বাপ আছে। তেমনটাই দেখা গেলো রাস্তায়। সালামের পর সালাম নিতে থাকা হুজুর হঠাৎ সালাম দিয়ে বসলো একজন পাগড়িঅলা জবরদস্ত বুজুর্গ ব্যক্তিকে। তাদের সাথে কোনো পূর্বপরিচয় নাই। মূলত তার পোষাকই উল্টাপথের হুজুরের থিকা সালাম পাওয়ার দাবিদার। তারা মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেনের মতো মনে হচ্ছে বহুদিনের পরিচিত। কথা চলছে ব্যস্তসড়কের মাঝেই, হঠাৎ দেখার মতো চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে।

পাগড়িঅলা হুজুর তারে বলতেছে, সোজা রাস্তা দিয়া ঘুইরা আসতে। আধা কিলোমিটার দূরত্বে ইউটার্ন আছে, সেই দিশাও দিলো তারে। ব্যক্তিজীবনে পাগড়িহুজুর নিয়মের বড়ই তাবেদার, একথা বলার অপেক্ষা রাখে না। তার কথা হইল, হুজুররা সমাজের নিয়মনিষ্ঠ রক্ষক, এখন আপনেরাই যদি নিয়মের ভক্ষক হয়া যান, তাইলে কেমনে কি? এই নিয়া তাদের মাঝে তুলকালাম হইতে হইতে মানুষদের চোখ তাদের দিকে মিড়মিড় কইরা তাকায়া আছে। এরই মধ্যে মানুষদের মাঝে গুঞ্জন উইঠা গেলো, হুজুররাই তো হুজুররে দেখতে পারে না...

‌আমি চিন্তা করলাম, এক হুজুর রংসাইড দিয়া আসতেছে বইলা সাধারণ মানুষ তার দিকে সহানুভূতিশীল হয়া সাইড দিয়া যাইতেছে। সে হয়ত মনে মনে ভাবতেছে, হুজুর মানুষ একটু আধটু সুবিধা নিতেই পারি! জনগণের সম্মান আর আস্থা এবং তাদের মনে হুজুরদের প্রতি সেন্সিটিভ জায়গাটারে পুঁজি কইরা এমন এক্সট্রা সুবিধা নিলে কী আর হইব! কিন্তু আরেক হুজুর যিনি নিয়মের খুব তাবেদার। তিনি বিষয়টারে ছাইড়া দিতে পারে নাই, তিনি তারে ধইরা বসলেন। ফল যা দাঁড়ালো, হুজুররাই হুজুররে দেখতে পারে না...

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

রাজীব নুর বলেছেন: ছবিটা কুৎসিত। বদলে দেন।

২| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

ঢাকার লোক বলেছেন: এ কথাটিই বলার জন্য লগ ইন করেছিলাম যা রাজীব নূর আগেই বলেছেন,
" ছবিটা কুৎসিত !"

৩| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯

রিদওয়ান হাসান বলেছেন: কুৎসিত অংশটুকু ব্লার করে দিলাম। ধন্যবাদ দুজনকেই।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৪

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: হা হা হা, সব হুজুর এক না তার প্রমাণ, কিছু হুজুর জনগণের আবেক ভালোবাসা নিয়ে খেলা করে আর বাঙালি সমাজ যে না সঠিক জেনেই না বুঝে যে মন্তব্য করে তার প্রমাণ

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১২

রিদওয়ান হাসান বলেছেন: জ্বি। ঠিক বলেছেন।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

নুরহোসেন নুর বলেছেন: হুজুর রম্য ভালো লিখেছেন, ভালো লাগলো।
তবে,
ছবিটা দৃষ্টিকটু;
আশাকরি বদলে দিবেন।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১২

রিদওয়ান হাসান বলেছেন: দৃষ্টিকটু অংশটুকু ব্লার করে দেয়া হয়েছে। ধন্যবাদ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম..............। :(

৭| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রম্য করার জন্য অনেক ক্ষেত্র বিদ্যমান আমাদের দেশে
তবে সম্মানিত ও শ্রদ্ধেয় আলেম ওলামা (হুজুর) নিযে
রম্য না করলেই কি নয়? এটা আমার ব্যক্তিগত মত।
কিছু মনে করবেন না।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৩

রিদওয়ান হাসান বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য প্রকাশ করার জন্য। আমি আসলে কোনো রম্য করিনি। আমি আসলে বুঝাতে চেয়েছি, সমাজে হুজুরদের সাথে হুজুরদের যেই বিরোধ দৃশ্যমান, সেটা আসলে নীতি-অনীতির বিরোধ। আর কিছু না।

৮| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১৯

একাল-সেকাল বলেছেন:

বিদায় হজের ভাষণে রাসুল (সাঃ) বলেন, আমি তোমাদের মাঝে এমন সুস্পষ্ট দুটি বিষয় (বিধান) রেখে গেলাম, যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না:

বাণিজ্যিক মোল্লারা ইসলামের আইকন নয়।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৪

রিদওয়ান হাসান বলেছেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী চিরউন্নত। ধন্যবাদ।

৯| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: আপনাকে ধন্যবাদ। ছবিটা ব্লার করে দেওয়ার জন্য।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৪

রিদওয়ান হাসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ। রাজীব নুর ভাই।

১০| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১৯

ইসমাঈল আযহার বলেছেন: স্লোগান দেয় ঐক্যের, আর করে বিভেদ। হিংসুজাতী।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৫

রিদওয়ান হাসান বলেছেন: আপনার মন্তব্যটি বুঝিনি। একটু খুল্লমখুল্লা বলুন।

১১| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৩৫

সুপারডুপার বলেছেন:




নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রম্য করার জন্য অনেক ক্ষেত্র বিদ্যমান আমাদের দেশে
তবে সম্মানিত ও শ্রদ্ধেয় আলেম ওলামা (হুজুর) নিযে
রম্য না করলেই কি নয়? এটা আমার ব্যক্তিগত মত।
কিছু মনে করবেন না।

==============================
- বসেন বসেন বসে যান ........ বসেন বসেন বইসা যান ....... ভাই পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কারোর বিরুদ্ধে বলতেছি? - তাহেরী হুজুর
===============================
দেশের বেশিরভাগ হুজুররা নিজেরাই রম্যর বিষয়বস্তু হয়ে রাতা রাতি হিট হতে চান

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৫

রিদওয়ান হাসান বলেছেন: আমি আসলে কোনো রম্য করিনি। আমি আসলে বুঝাতে চেয়েছি, সমাজে হুজুরদের সাথে হুজুরদের যেই বিরোধ দৃশ্যমান, সেটা আসলে নীতি-অনীতির বিরোধ। আর কিছু না।

১২| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: হুজুর মোবাইল ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে। প্লেনে করে হজ্বে যায়। কিন্তু আজও তারা আধুনিক হতে পারে নি।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৭

রিদওয়ান হাসান বলেছেন: আধুনিক না হলে সমস্যা নাই। অন্তত সৌজন্যতাবোধ আর আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেই হয়।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরা ভুল করি এখানে তারাও মানুষ।
হুজুররা ভুল করে দলাদলি করে।

রম্যে হুজুদের আনা ঠিক হয়নি, মতের মিল নাও হতে পারে তাই বলে অন্যকে অসম্মান না করি।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৭

রিদওয়ান হাসান বলেছেন: আমি আসলে কোনো রম্য করিনি। আমি আসলে বুঝাতে চেয়েছি, সমাজে হুজুরদের সাথে হুজুরদের যেই বিরোধ দৃশ্যমান, সেটা আসলে নীতি-অনীতির বিরোধ। আর কিছু না।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুজুরেরা অন্য আকীদার হুজুরদের নিয়ে যেভাবে গালাগালি করেন, সেভাবে ঘুষখোর, দুর্নীতিবাজদেরও করেন না...

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৮

রিদওয়ান হাসান বলেছেন: সুচিন্তিত সমালোচনা গ্রহণযোগ্য। অনৈতিক ব্যক্তিআক্রমণ বাগাড়ম্বর বৈকি!

১৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৩

রানার ব্লগ বলেছেন: বাংগালী জন্মগত ভাবে হিংসুটে জাতি, এরা অতিথি পরায়ন কিন্তু প্রতিবেশির উন্নয়ন এদের দুই চোখের বিষ। আপনি যা বললেন এটা তারি বহিঃপ্রকাশ। একঃ প্রথম জোব্বা ওয়ালা অন্যায় করেছেন রঙ সাইড দিয়ে যেয়ে এটা সরাসরি বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্টের আইনের অসন্মান (যদিও বাংলাদেশে এটা বলা হাস্যকর কথা) আমরা যে জোব্বা ওয়ালা হওার কারনে একটু সহানুভুতি দেখালাম এটা আর বড় ভুল, এই লোক গুলা যখন শাপলা চত্তরে ধ্বংস যগ্য চালিয়েছিল তখন কিন্তু দেশের প্রতি কোন ধরনের সহানুভুতি প্রদর্শন করে নাই, (কেউ যদি এই ব্যাপারটা নিয়ে তর্ক করতে আসেন আসতে পারেন আমি ওই সময় রাস্তায় ছিলাম, সেই দুপুর থেকে পরেরদিন সকাল পর্যন্ত আমি যা চাক্ষুস দেখেছি তা আপনারা ঘরের বিছানায় বসে আরাম বিছানায় বসে কল্পনায় দেখেন নাই এরা ভয়ানক রাক্ষসের মতো জনগনের সম্পদ নষ্ট করেছে)
দুইঃ দ্বিতীয় জোব্বা ওয়ালা দেখল সে ও জোব্বা ওয়ালা তারে কেউ পাত্তা দিচ্ছে না তাই তার কর্তব্য বোধ জেগে উঠলো।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২০

রিদওয়ান হাসান বলেছেন: দুইঃ দ্বিতীয় জোব্বা ওয়ালা দেখল সে ও জোব্বা ওয়ালা তারে কেউ পাত্তা দিচ্ছে না তাই তার কর্তব্য বোধ জেগে উঠলো।

এটি না-ও হতে পারে। ব্যক্তিজীবনে সে আসলেই একজন নীতিপরায়ন ব্যক্তিও হতে পারে। যার কারণে অন্যায়ের কাছে সে মাথানত করেনি। আসলে সমাজে হুজুরদের সাথে হুজুরদের যেই বিরোধ দৃশ্যমান, সেটা আসলে নীতি-অনীতির বিরোধ। আর কিছু না।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৫

জাহিদ হাসান বলেছেন: বাংলাদেশের বর্তমানের হুজুররা পারলে একজন আরেকজনকে খেয়ে ফেলে !

১৭| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

মাহিরাহি বলেছেন: বাংগালীদের একটা শ্রেণীর নাম বলেন যেখানে একজন আরেকজনরে দেখতে পারে

যেমন রাজনীতিবিদ শ্রেণী, শিক্ষক শ্রেণী..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.