নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

একটি শাহ্‌বাগ দিনাজপুরেও হয়ে যাক...... আজ বিকল ৫:৩০ থেকে!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

আর মাত্র ১ ঘণ্টা বাকি।

বিকাল ০৫:৩০-এ রাজাকারদের ফাঁসির দাবীতে দিনাজপুর প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল আরম্ভ হবে। মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হবে। সেখানে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত সকলে রাজাকারদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানাবে।



যারা আসবে, সকলেই ইনশাহ্‌আল্লাহ্‌ কয়েকটি করে মোমবাতি আনবো। পতাকা নিয়ে আশার চেষ্টা করবো। তার সাথে যাদের flag band (head/wrist) আছে,তারা যেন সেটা পরে আসি। কারও কাছে extra থাকলে নিয়ে আসি। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঝাঁঝালো কথায় প্ল্যাকার্ড/ফেস্টুন লিখে নিয়ে উপস্থিত হই।

ঘুম ভেঙ্গে জেগে উঠি সবাই!!

---------------------------------------------------------

আমার আবার মাতৃভাষার প্রেম মাখা '৫২-র ঝাঁঝালো সাহস চাই।

আমার আবার একটা '৭১ চাই...

বিজয়ের সপ্নভরা সেই দৃঢ় প্রতিজ্ঞা,

বাতাসে বিপ্লবের গন্ধ মাখা প্রখর দিন,

সবুজ সতেজ প্রানের মাঝে দাউ দাউ করে জ্বলন্ত লাল সূর্য

পুড়িয়ে দিক সব রাজাকার, ছাই হোক যত জারজ...

বন্ধ ঘরে ক্ষোভ পুষে লাভ নেই...

কড়া গলায় প্রতিবাদ চাই।



প্রতিবাদ শুধুই প্রতিবাদ নয়, প্রতিবাদ হোক যৌক্তিক,

শাসন কেন অযাচিত হবে? শাসন হোক নৈতিক......

এখনো কান পাতলে শুনি বুলেটের কর্কশ শব্দ,

চোখ বুজলে দেখি আমার দেশে জ্বলছে আগুন,

খবরের কাগজে জমে থাকে থকথকে রক্ত!!!

রাজপথে এখনো দাড়ায় থমথমে ভয়!!!

তবে আমার স্বাধীনতা কই?!



আমি আইনের খাতায় পুড়তে দেবো না আমার স্বাধীনতার মান

অমানুষের হাতে তুলে দেবো না সার্বোভৌমত্বের বিধান।

আমার '৫২, আমার '৭১... মুছে যায়নি কিছুই,

লাল-সবুজের রক্ত ফুঁসে উঠছে আবার...

এই রক্তের ক্রোধে জ্বালিয়ে হায়নাদের করবো ছাই,

এরপর নামবে শান্তি এই বাংলায় আমার,

গড়বো মোদের সোনার বাংলা,

তাই আবার একটা যুদ্ধ চাই... একটা মুক্তিযুদ্ধ চাই,

এবার সোনার বাংলা চাই!!!!

------------------------------------------------

"আবার মুক্তিযুদ্ধ চাই"

(c) রায়ান ঋদ্ধ

৭ ফেব্রুয়ারী ২০১৩, বৃহস্পতিবার

ভোর ৩:১২

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

অথর্ব সামি বলেছেন: মহিলাদের ঝাটার বাড়ি কখনও খাওয়া হইছে???

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

রায়ান ঋদ্ধ বলেছেন: আন্দোলনের সাথে মহিলাদের ঝাঁটার বাড়ির সম্পর্ক ঠিক উদ্ধার করতে পারলাম না বলে দুঃখিত!!!

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

জলপতনের নিরবতা বলেছেন: সারাদেশের জনস্রোত মিলিত হোক শাহবাগে।
Click This Link

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

রায়ান ঋদ্ধ বলেছেন: গতকালই দিনাজপুর "প্রজন্ম-হুংকার" থেকে আমাদের একদল তরুণ সংহতি জানিয়ে ফিরেছে শাহবাগ থেকে।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

চোখের দেখা বলেছেন: লতে থাক আমি ঢাকা থেকে আজ রাতেই আসতেছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

রায়ান ঋদ্ধ বলেছেন: আপনি কি এসেছিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.