নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

একটি প্রজন্ম চত্বর দিনাজপুরেও

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

যারা দিনাজপুরে আছেন, বিকাল ৪ টার মধ্যে সবাই শিল্পকলা একাডেমীর সামনে চলে আসেন...... শাহবাগ যেতে না পারি, দিনাজপুরেই একটা "প্রজন্ম চত্বর" কইরা ফেলাই। সবাই পতাকা আর দু'টো মোমবাতি নিয়ে সময় মত চলে আসবেন। যাদের লেখালেখি করার অভ্যাস আছে, এই বিষয়ে কবিতা/গান লিখে নিয়ে আসবেন। যারা Guitar বাঁজাতে তারা কয়েকটা দেশাত্মবোধক গান গিটারে তুলে নিন, নিজের সৃষ্ট গান হলে অনেক ভাল হয়। যারা ছবি আঁকতে পারেন, তারা কিছু এঁকে নিয়ে আসতে পারেন। মোট কথায়, যে যেভাবে পার... নিজের creativity দিয়ে protest করেন।



আমরা সবাই মিলে গড়ব একটা নতুন ইতিহাস, একটা নতুন বাংলাদেশ... আমাদের স্বপ্নের বাংলাদেশ।



একাত্তরের হাতিয়ার... গর্জে ওঠো আরেকবার!!

মুক্তিযুদ্ধের বাংলায়... যুদ্ধাপরাধীর ফাঁসি চাই!!

বীর বাঙ্গালী অস্ত্র ধর... রাজাকার খতম কর!!

ফাঁসি চাই, ফাঁসি চাই... আলবদরদের ফাঁসি চাই!!

আলবদরদের আস্তানা... জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও!!

ক-তে কাদের মোল্লা... তুই রাজাকার, তুই রাজাকার!!

এই রায় দিল কে??... কসাইটাকে ঝুলিয়ে দে!!

তোমার-আমার ঠিকানা... পদ্মা-মেঘনা-যমুনা!!

রাজাকার-আলবদরদের... বিচার হবে রাজপথে!!

আপোষ, না সংগ্রাম??... সংগ্রাম, সংগ্রাম!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.