নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ্‌-হু-আকবর বলার জন্য কি extra সময় দরকার???

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

এক ইভেন্ট-এ এক পোলা বলে আল্লাহ্‌ তা'লার কথা মনে করার সময় নাই অথচ আন্দোলন করার সময় পাই কোথায়...



আমার জবাব:

আমি জানতাম দেশ প্রেম ঈমানের অঙ্গ। ভুল জানতাম মনে হয়!!!

মুখে আল্লাহ্‌-হু-আকবর বললেই ইবাদাত করা হয়ে যায় নাকি???... তাইলে ভাই আজ থাইকা আমি সারাদিন আল্লাহ্‌-হু-আকবর বলুম আর দুর্নীতি করুম!!!... এই করলেই তো আমি হয়া গেলাম পাক্কা মুসলমান!!!!



আল্লাহ্‌-হু-আকবর মুখে না অন্তরে রাখো। এমনভাবে রাখো যেন তোমার প্রতিটা heart beat-এ "আল্লাহ্‌-হু-আকবার" আসে... আল্লাহ্‌-কে মনে করতে হবে কেন???... তুমি কি আল্লাহ্‌-কে ভুলে যাও যে মনে করবা??... এমনভাবে মনে রাখো যেন তুমি কোনো খারাপ কাজ করতে ভয় পাও। যদি তুমি তোমার বুকে হাত রাখে বলার সাহস রাখো যে আমি এমন কোনো খারাপ কাজ করি না যেটাতে আল্লাহ্‌ অসন্তুষ্ট হন তাহলে আমাদের জিগাইতে আইসো আমরা আন্দোলন করার মত এত সময় পাই কোথায়!!! যদি সেই সাহস না থাকে, তাহলে তোমার লজ্জা হওয়া উচিৎ...!!



আর আমাদের কার্যক্রম দেখে যখন এতই সমস্যা হয় তাহলে not going-এ click করে বিদায় হও।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

মশামামা বলেছেন: আল্লাহু আকবার বলার জন্য জামাতি বা বিএনপি পন্থী হবার কোন প্রয়োজন নেই।

আল্লাহু আকবার।আল্লাহু আকবার।আল্লাহু আকবার।

শুয়োরের বাচ্চা জামাতি ও তাদের দোসরদের ধ্বংস চাই।

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪০

রায়ান ঋদ্ধ বলেছেন: মামা.... জামাতিদের ধ্বংস চাই, কিন্তু নিজেদের আচরণের শালীনতা দিয়ে, উশ্রিঙ্খলতা দিয়ে না!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.