নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

শোক

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭





শোক...

বড়ই অদ্ভুত চরিত্রের অনুভুতি।

না বুকে ধরে রাখা যায়,

না অশ্রুতে ভাসিয়ে দিয়ে ভুলে যাওয়া যায়।



হৃদয়ের দেওয়ালে মাথা ঠুকরে ঠুকরে

পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ে।

নিষ্পাপ সদ্যজাত শিশুর মত ঘুম...

হঠাৎই মোচড় মেরে ওঠে,

কাঁদে... ক্লান্ত হয়... আবার ঘুমিয়ে পড়ে!!

কখনও ক্ষুধা পূরণের দাবি নিয়ে

আবার কখনও নতুন স্বপ্ন দেখার পরিতৃপ্তি নিয়ে

বেঁচে থাকে হৃদয়ের এই অদ্ভুত চরিত্রের শোক!!!



তারা আমার কেউ না,

কিন্তু তারাও আমারই মত

রক্ত-মাংশের মানুষ।

ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা

অর্ধজীবিত মানুষটির আর্তনাদ

আমায় ঘুমুতে দেয় না,

দেহের কোন অঙ্গ হারিয়ে

পঙ্গু মানুষটির ব্যাথা

আমাকে হাসতে দেয় না,

প্রিয়জনের খোঁজে আসা

অস্থির মানুষটির দুশ্চিন্তা

আমাকে চিন্তা করতে বাধ্য করে...



তাদের কি কোনো দোষ ছিল??

তবে কেন??

এটা তো তাদের প্রাপ্য ছিল না...

তবে কেন???...

কেন আমরা এত অমানুষ??

আমরা কি এখনো মানুষ??!!!......



-------------------------------------

"শোক"

রায়ান ঋদ্ধ

রাত ০১:৩০

শনিবার, ২৬ এপ্রিল, ২০১৩

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

রাজনীতির ভাষা বলেছেন: শোক!

২| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

আমিনুর রহমান বলেছেন: তাদের কি কোনো দোষ ছিল??
তবে কেন??
এটা কি তাদের প্রাপ্য ছিল না...
তবে কেন???...
কেন আমরা এত অমানুষ??
আমরা কি এখনো মানুষ??!!!......


চমৎকার লিখেছো।

০১ লা মে, ২০১৩ দুপুর ২:২১

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, :D

একটা ভুল হইছিল, "এটা তো তাদের প্রাপ্য ছিল না..." হবে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.