নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

হেফাজতি হুজুরদের সামনে (পিছনে) "জয় বাংলা" স্লোগান এবং একটি অনুরোধ!!!

০১ লা মে, ২০১৩ রাত ১২:২৯

গত পরশু পরীক্ষা দিয়ে শিল্পকলা একাডেমীর সামনে আসলাম। পথে দেখি শতাধিক হুজুর গোত্রীয় মানুষ (recognized by their get up) যাচ্ছে, মাথার পাগড়ীতে লেখা "হেফাজতে ইসলাম, বাংলাদেশ"....

ব্যাপার কি??... এত হেফাজতি কই থাইকা আমদানি হইলো???...

ওহ!!... সেইদিন তো হেফাজতের সমাবেশ আছিল।



শিল্পকলার সামনে আসে টাশকি!!!... গণজাগরণ মঞ্চের ব্যানার কই গেল???!!!!... গত ২ মাস বীরদর্পে ঝুলে থাকা ব্যানার কি আজকে দর্প হারাইলো???... খোঁজ নিয়ে জানলাম শিল্পকলা কর্তৃপক্ষ ভাংচুরের ভয়ে ব্যানার নামায় রাখছে। লক্ষ্য করলাম বেশীরভাগ হুজুরই শিল্পকলার দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকাচ্ছে।



আমি ভাই তুচ্ছ একজন মানুষ। শেষ হেফাজতের পাগড়ী পার হয়ে যাওয়া পর্যন্ত চুপ করে দাঁড়ানোই সমীচীন হবে। যদি তারা কেউ জানে যে আমি একজন গণজাগরণ মঞ্চের কর্মী, শতাধিক হেফাজতির হেফাজত (!!) সহ্য করার ক্ষমতা নাই!!!...

হঠাৎ মনে হইলো, হালা ভিতুর ডিম, তোর সামনে দিয়া হেফাজতে জামাতে ইসলাম চোইলা যাবে আর তুই গণজাগরণ গুটাইয়া বইসা থাকবি????!!!!!......



চুপ থাকার স্বভাব আমার না... বইলা ফেললাম "জয় বাংলা!!!"...

শেষের কিছু হেফাজতির কানে পৌঁছাইল স্লোগানটা, তিব্র ক্ষোভ নিয়া বেশ কয়েকজন পিছনে ঘুইরা আমার দিকে তাকাইলো... কারও কারও চোখে অবিশ্বাস!!!...

হ্যাঁ, আমি ই বলছি "জয় বাংলা"... কাছে আসো, আবার বলব... মরার আগে "লা-ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসুরুল্লাহ" বলার আগ পর্যন্ত বলব "জয় বাংলা"... ঠেকাইতে পারলে ঠেকা ব্যাটারা!!!



আমি সাধারণের ভিড়ের একজন... আমি "জয় বাংলা"ও বলতে পারি, আমি "বাংলাদেশ জিন্দাবাদ"ও বলতে পারি, আর আমি "নারায়ে তাকবীর, আল্লাহ্‌-হুকাবার"ও বলতে পারি...... কিন্তু আমার শুধু একটাই ইচ্ছা... আসেন না, এত সব স্লোগান ভুলে সবাই মিলে একটা স্লোগান দেই, "তোমার দেশ, আমার দেশ... বাংলাদেশ, বাংলাদেশ!!!"...

দিবেন হেফাজতি হুজুর??... দিবেন আওয়ামী জনগন???... দিবেন জাতীয়তাবাদী নাগরিক???... দিবেন বাম পন্থী জনগোষ্ঠী???...

দেন না একবার... !!! এক হই আমরা!!!... বাংলাদেশের জন্য!!!

মন্তব্য ৬ টি রেটিং +২/-১

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৩ রাত ১২:৩৪

ইকবাল পারভেজ বলেছেন: ফিলিংস সুন্দর হইছে| জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, "নারায়ে তাকবীর, আল্লাহ্‌-হুকাবার" সব এক সাথে চলতে পারে, সমস্যা দেখি না|

০১ লা মে, ২০১৩ দুপুর ১:৪২

রায়ান ঋদ্ধ বলেছেন: আমিও দেখি না!!!

২| ০১ লা মে, ২০১৩ রাত ২:৫৫

কাল্পনিক রাহুল বলেছেন: কেউ কেউ শ্রদ্ধা করে গোমূত্রকে মাথায় দেয়, পান করে (india)। এক গ্লাস সরবতে এক ফোটা গোমূত্র যোগ করতে যদি বলে আপনি কি করবেন?

০১ লা মে, ২০১৩ দুপুর ১:৪১

রায়ান ঋদ্ধ বলেছেন: যাহাদের গোমূত্র শ্রদ্ধা আছে এই হসপিটালিটি তাহাদেরই অফার করবো!! :-B

কিন্তু ঐক্য বিহীন এই জাতীর উত্তরণ হবে না। গোমূত্র যোগ হওয়ার ভয়ে কি আমরা শরবত বানাব না?? :-<

৩| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:১৫

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার ভাবনা +++

০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৩১

রায়ান ঋদ্ধ বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.