নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

মাগো...... কেন এত ভালোবাসো???

১২ ই মে, ২০১৩ রাত ৮:৫৭





কখন যেন বড় হয়ে গেছি!!

তোমার আঁচলে লুকানো ছোট্ট আমি।

তোমার হাত ধরে হাঁটি-হাঁটি পা-পা শেখা

এখন আমি একা একাই দৌড়োতে পারি।

তোমাকে ছাড়া প্রতি মুহূর্তে কেঁদে অস্থির করে তোলা

সেই আমি এখন দিব্বি রাত দুপুরে বাইরে বেড়াই!!



ঘুম পাড়ানী গানে তোমার আদুরে কোলের ঘুম,

স্বপ্নের ঝুড়ি থেকে এক রাশ গল্প,

আস্তে আস্তে সব পুরনো হয়ে গেল।

ঘুমের ঘোরে যত্রতত্র হেলে পড়ি...

মূল্যহীন হয়ে গেছে রূপকথার পরী...

তবুও কেন জানি-

তোমার কোলে মাথা রেখে,

ঘুমপাড়ানী গান গুলো, রূপকথার গল্পগুলো

খুব বেশি মিস করি।



সারাদিন ছুটে বেড়াই, সব অকাজের ভিড়ে

দিন শেষেও তুমি একাই, জনশূন্য নীড়ে

তেল-পেয়াজের অংক কর,

ময়লা জামার খোঁজ কর,

একাকিত্বের ক্লান্তি নিয়ে ঘুম সাগরে ডোবো।

তোমার চোখের স্বপ্নের ঝড়, বুকেই জমিয়ে রাখো।



মা...... কেন এত ভালোবাসো???



আমি চিরদীনই অবাধ্য,

বশ মানাতে কত ছোটাছুটি

তুমি হওনি তবুও ক্লান্ত।

কষ্ট দিয়েছি, কেঁদেছ তুমি,

ব্যাথাগুলো আড়াল করেছো কত...

তোমার শাসনে, তোমার আদরে আমি আজ ঋদ্ধ!!



ভোর রাতে মাঝে মাঝে আমার ঘরে আসো

মশারীর কোনো কোণ ঝুলে পড়েছে কি না, দেখো...

কোর'আনের আয়াতে খোদার আরশে

প্রার্থনা কর কত...

মা...... কেন এত ভালোবাসো???



আমি বলতে কখনো পারিনি তোমায়,

যখন তুমি কাছে থাকো...

ভালোবাসি মাগো তোমায় অনেক

জানি, না বললেও তুমি বোঝো।

তুমি যে মা... জন্মদায়িনী...

আমার প্রতিটা হৃদস্পন্দনকে চেনো...

বলতে হয় না তাই মুখ ফুটে

তুমি যেন আমার মনটাকে স্পষ্ট দেখো!!



মাগো...... কেন এত ভালোবাসো???

------------------------------------------

"মাগো...... কেন এত ভালোবাসো???"

রায়ান ঋদ্ধ

সন্ধ্যা ৭:৩১

রোববার, ১২ই মে, ২০১৩

মা দিবস

কখন যেন বড় হয়ে গেছি!!

তোমার আঁচলে লুকানো ছোট্ট আমি।

তোমার হাত ধরে হাঁটি-হাঁটি পা-পা শেখা

এখন আমি একা একাই দৌড়োতে পারি।

তোমাকে ছাড়া প্রতি মুহূর্তে কেঁদে অস্থির করে তোলা

সেই আমি এখন দিব্বি রাত দুপুরে বাইরে বেড়াই!!



ঘুম পাড়ানী গানে তোমার আদুরে কোলের ঘুম,

স্বপ্নের ঝুড়ি থেকে এক রাশ গল্প,

আস্তে আস্তে সব পুরনো হয়ে গেল।

ঘুমের ঘোরে যত্রতত্র হেলে পড়ি...

মূল্যহীন হয়ে গেছে রূপকথার পরী...

তবুও কেন জানি-

তোমার কোলে মাথা রেখে,

ঘুমপাড়ানী গান গুলো, রূপকথার গল্পগুলো

খুব বেশি মিস করি।



সারাদিন ছুটে বেড়াই, সব অকাজের ভিড়ে

দিন শেষেও তুমি একাই, জনশূন্য নীড়ে

তেল-পেয়াজের অংক কর,

ময়লা জামার খোঁজ কর,

একাকিত্বের ক্লান্তি নিয়ে ঘুম সাগরে ডোবো।

তোমার চোখের স্বপ্নের ঝড়, বুকেই জমিয়ে রাখো।



মা...... কেন এত ভালোবাসো???



আমি চিরদীনই অবাধ্য,

বশ মানাতে কত ছোটাছুটি

তুমি হওনি তবুও ক্লান্ত।

কষ্ট দিয়েছি, কেঁদেছ তুমি,

ব্যাথাগুলো আড়াল করেছো কত...

তোমার শাসনে, তোমার আদরে আমি আজ ঋদ্ধ!!



ভোর রাতে মাঝে মাঝে আমার ঘরে আসো

মশারীর কোনো কোণ ঝুলে পড়েছে কি না, দেখো...

কোর'আনের আয়াতে খোদার আরশে

প্রার্থনা কর কত...

মা...... কেন এত ভালোবাসো???



আমি বলতে কখনো পারিনি তোমায়,

যখন তুমি কাছে থাকো...

ভালোবাসি মাগো তোমায় অনেক

জানি, না বললেও তুমি বোঝো।

তুমি যে মা... জন্মদায়িনী...

আমার প্রতিটা হৃদস্পন্দনকে চেনো...

বলতে হয় না তাই মুখ ফুটে

তুমি যেন আমার মনটাকে স্পষ্ট দেখো!!



মাগো...... কেন এত ভালোবাসো???

------------------------------------------

"মাগো...... কেন এত ভালোবাসো???"

রায়ান ঋদ্ধ

সন্ধ্যা ৭:৩১

রোববার, ১২ই মে, ২০১৩

মা দিবস

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ রাত ৯:১৫

আমিনুর রহমান বলেছেন:

অনেক সুন্দর +++


তবুও কেন জানি-
তোমার কোলে মাথা রেখে,
ঘুমপাড়ানী গান গুলো, রূপকথার গল্পগুলো
খুব বেশি মিস করি।

১২ ই মে, ২০১৩ রাত ৯:২৭

রায়ান ঋদ্ধ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.