নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

আবার তোমাকে চাই...

২৪ শে মে, ২০১৩ রাত ৯:৩২





প্রতীবাদ বললেই চোখে ভেসে ওঠে নজরুল,

দেখতে পাই চির উন্নত শিরে ঝাঁকড়া বাবড়ি চুল।

অসীম সাহসে যৌবনের সেই গান আবার শুনতে পাই

চির তরুণ তুমি, নজরুল তুমি, আবার তোমাকে চাই...



তোমার ঝড় কবিতায় জাগি সাম্যের গান গাহি,

কারাগারের অন্যায় শিকল ভাঙ্গি, মোরা বিদ্রোহী বিদ্রোহী!!

সকাল বেলার প্রার্থনা তুমি শিখায়েছ শিশুকালে,

আজ কেন যেন নিখোঁজ সে পন বইয়ের পাতার আড়ালে!!

প্রভাত দ্বারে আঘাত হানিয়া আবার ঘুচাব রাত

কাণ্ডারি মোরা এক হব ফের, পুছিবোনা কোনো জাত।

"তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে"

বলে ছিলে তুমি, জাগছি আবার, শীঘ্রই ভোর হবে।

দুঃসাহসে আছো, বীরত্বে আছো... কে বলে তুমি নাই??

চির তরুণ তুমি, নজরুল তুমি, আবার তোমাকে চাই...

---------------------------------------------------------------

"আবার তোমাকে চাই..."

রায়ান ঋদ্ধ

দুপুর ১:২৬

শুক্রবার, ২৪ মে ২০১৩

উৎসর্গঃ চিরতরুন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম



[কবিতাটি অসমাপ্ত থাকলো। কবি কাজী নজরুলের উপরে কবিতা লেখা অনেক দুঃসাহসের কাজ। আমি ক্ষুদ্র মানুষ, তাই আবেগের বসে কীবোর্ড চেপে ফেলি। নজরুল জ্ঞান আমার নেই বললেই চলে। তবুও আমার সমস্ত প্রতীবাদের প্রেরণা তিনি। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এই কবিতাটি আমার ছোট্ট প্রয়াস। নজরুল রচনা সমগ্র পড়ে শেষ না করা পর্যন্ত হয়তো এই কবিতা সম্পূর্ণ করা সম্ভব হবে না!!]

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:৩৮

বংশী নদীর পাড়ে বলেছেন: সুন্দর হয়েছে।

২৪ শে মে, ২০১৩ রাত ৯:৫৮

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ.... =p~

২| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:৫৮

গোবর গণেশ বলেছেন: নজরুল ইজ নজরুল। নজরুলের তুলনা নজরুল নিজেই। আপনার প্রচেষ্টার প্রশংসা করছি।

২৪ শে মে, ২০১৩ রাত ১০:০৫

রায়ান ঋদ্ধ বলেছেন: নজরুল ইজ নজরুল। নজরুলের তুলনা নজরুল নিজেই।[/sb

প্রশংসার জন্য ধন্যবাদ...... :)

৩| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৩১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার লেখা ব্র +++++++++++++++++++++++

২৫ শে মে, ২০১৩ সকাল ১০:২১

রায়ান ঋদ্ধ বলেছেন: B-) B-) B-) B-)
ভাব বাইড়া গেলো!! :-P :-P :-P

৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার ! আমার ভালো লেগেছে!

২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৫৩

রায়ান ঋদ্ধ বলেছেন: আবারও ভাব বাইড়া গেলো!!! :P :P :P

৫| ২৫ শে মে, ২০১৩ দুপুর ২:৫৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।

০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৮

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ 8-|

৬| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:০০

শ্রাবণ জল বলেছেন: besh valo legeche.

০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০০

রায়ান ঋদ্ধ বলেছেন: :) :)

৭| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: কাজী নজরুল ইসলামকে কবিতা উৎসর্গের জন্য ধন্যবাদ আপনাকে ।

০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০২

রায়ান ঋদ্ধ বলেছেন: তার সম্মানে অজস্র কবিতাও তুচ্ছ!!

৮| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

বটের ফল বলেছেন: রায়ান ঋদ্ধ, আপনাকে লাল সালাম।

০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০৫

রায়ান ঋদ্ধ বলেছেন: আপনাকে ফুলেল শুভেচ্ছা...... :)

৯| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা । ভাল লাগলো ।

০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০৬

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ :) :)

১০| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:৩১

অন্তহীন বালক বলেছেন: ভালো লেগেছে, পোস্টে +++++

০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০৭

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.