নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

নিঃস্বার্থের আবাস

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৪

ধুয়ে যাক সব রাগ, উত্তাপ, পাপ...

নিষ্পাপ করো মৃত্তিকা, বরষা।

জন্ম নিক একটা নতুন বৃক্ষ

তার ছায়ায় সাজবে প্রেম, সাজবে মনুষ্যত্ব;

পাতায় পাতায় থাকবে জীবন।



শিকড় গেঁথে থাকবে গভীরে,

সেই শিকড়ে থাকবে সত্য!

৪২ টি বছর, আমি এখনো শিকড় জালে বন্দী

সত্য-মিথ্যা, সততাহীন অনেক যুক্তি!!

বদলায় কাল, বদলায় রাজ, ইতিহাসও নেপথ্যে বদলায়

আমি সাধারণ, অতি সাধারণ; রাজ্য খেলায় নিরুপায়!



বরষা, তুমি শুনছো না কেন আমার আর্তনাদ?

আশ্রিত নয়, এক মুঠো মাটি নিজের বলিতে সাধ।

নুড়ির দামে জীবন মেলে, কড়ি মেলেনা শ্রমেও

ঘামের বেশে রক্ত যে ছিল, জানবে না কেউ-

ইতিহাসের শেষ দিনেও!



ঘাম ধুয়ে দাও, রক্ত থেকে যাক

দেখি, কতটা অবহেলা।

বরষা, তুমি ছুঁয়েছোতো অশ্রুস্নাত চোখ?

যেখানে স্বজন শোকের জ্বালা!!

ভেজাও আমায়, ভেজাও ওদের; শান্ত কর ক্ষোভ।

ভেজাও তাদেরও, যাদের চোখে অট্টালিকার লোভ।

নির্মল কর বাতাস, মোরা বুক ভরে নেই শ্বাস...

আবার এই মৃত্তিকায় হোক নিঃস্বার্থের আবাস।

------------------------------------------

"নিঃস্বার্থের আবাস"

রায়ান ঋদ্ধ

দুপুর ১:৩৩

শনিবার, ৬ জুলাই ২০১৩

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪

আমিনুর রহমান বলেছেন:


অসাধারণ ও অনন্য +++

শিকড় গেঁথে থাকবে গভীরে,
সেই শিকড়ে থাকবে সত্য!
৪২ টি বছর, আমি এখনো শিকড় জালে বন্দী
সত্য-মিথ্যা, সততাহীন অনেক যুক্তি!!
বদলায় কাল, বদলায় রাজ, ইতিহাসও নেপথ্যে বদলায়
আমি সাধারণ, অতি সাধারণ; রাজ্য খেলায় নিরুপায়!

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

রায়ান ঋদ্ধ বলেছেন: থাঙ্কু.... :D

২| ০৭ ই জুলাই, ২০১৩ ভোর ৫:২০

বোকামন বলেছেন:
দারূণ এবং অর্থবহ !!

জন্ম নিক একটা নতুন বৃক্ষ
তার ছায়ায় সাজবে প্রেম, সাজবে মনুষ্যত্ব;
নির্মল কর বাতাস, মোরা বুক ভরে নেই শ্বাস...
আবার এই মৃত্তিকায় হোক নিঃস্বার্থের আবাস।

অ সা ধা র ণ

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৩

রায়ান ঋদ্ধ বলেছেন: সাদা-সিদে কথা!

৩| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

শিকড় গেঁথে থাকবে গভীরে,
সেই শিকড়ে থাকবে সত্য!
৪২ টি বছর, আমি এখনো শিকড় জালে বন্দী
সত্য-মিথ্যা, সততাহীন অনেক যুক্তি!!
বদলায় কাল, বদলায় রাজ, ইতিহাসও নেপথ্যে বদলায়
আমি সাধারণ, অতি সাধারণ; রাজ্য খেলায় নিরুপায়!


+++++++ অসাধারণ লাগল লাইনগুলো।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৪

রায়ান ঋদ্ধ বলেছেন: সাধারণ কথা গুলো। থাঙ্কু.... :D

৪| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৬

রায়ান ঋদ্ধ বলেছেন: থাঙ্কু.... :D

৫| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক +++++++

ভাল লাগছে

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৮

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ... :)

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪

কাব্যহীন রেওয়াজ বলেছেন: প্রাইভেট পড়ে লেখা-লেখি শেখার ব্যবস্থা থাকলে তোমার কাছে প্রাইভেট নিতাম....।




অনেক গভীর একটা লেখা...। মনে হচ্ছে সবটুকুই বুঝছি, কিন্তু দুই বছর পর আবার পড়লে হয়ত মনে হবে, 'সেদিন তো এটা বুঝি নি' ....।

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২

রায়ান ঋদ্ধ বলেছেন: ভাই, আমি তোমার কাছে শিখবো... সময় হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.