নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

অন্তরাল কথন : অনুভূতি গুলো হয়তো অপ্রকাশিত

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

বলতে চেয়েও ঠোঁটের কোণে

দ্বন্দ্ব-দ্বিধায় শব্দ জমে

থাক না, না বললেই কি নয়!

এইতো, আর একটু পরেই

ভিড়ের ভেতর হারিয়ে যাবো

তখন না খুঁজলেই কি নয়?



তবুও যদি মন চায়,

এখনও হয়নি বিদায়

জড়িয়ে হাতটা, বলতেই তো পারো!

শুধু একবার, দাও বলে দাও

অস্ফুট হোক, তার ভেতরেই

শব্দ গুলো আমি খুঁজে নেবো!



চোখ নামছে, ফের উঠছে

ঠোঁট বলি বলি করে কাঁপছে

কিছু থমকে দিতে চাইছে আমায়!

উঠোনের শেষ সিঁড়িটায় যেন

অভিকর্ষের সবটাই জমা হয়!

আর ক'টা ক্ষণ, তার পরেই

দীর্ঘ পথের যাত্রা শুরু

চাইলেও তবু সময়টা নেই.......



যাবার বেলায় বলতে যদি নাও পারো

পেছন ফিরে দেখবো যখন, চেয়ে থেকো

শব্দ গুলো জমা রেখো চোখের কোণে

চোখ ফসকে যদি যায় একফোঁটা নোনা জল হয়ে

তুমি জানো আমিও চাইছি আবার ফিরে যেতে

জড়িয়ে ধরে একবার বলতে চাই...

হ্যাঁ, খুব ভালোবাসি তোমায়।

হ্যাঁ, খুব মিস করি তোমায়।

হ্যাঁ, আমি পড়তে পারি তোমার ওই চোখের ভাষা

যতই আমি দূরে থাকি অনুভব করি তোমার মনটা।

জানি কতটা আঁকড়ে রাখতে চাও বুকে

তোমার আমার ছোট-ছোট স্বপ্নে।

----------------------------------------------------

"অন্তরাল কথন"

রায়ান ঋদ্ধ

দুপুর ১:৫৮

রবিবার, ১ ডিসেম্বর,২০১৩

-----------------------------------------------------

উৎসর্গ:

সেই মানুষগুলো যারা জীবনের তাগীদে ছুটে যায় অনেক দূরে। দীর্ঘ দিন পর হয়তো কয়েকটা মাত্র দিন সময় পায় আপনজনদের কাছে থাকার। প্রিয় মানুষটাকে ভালোবাসার সময় হয়তো খুব অল্প পায়। কিন্তু এই বিস্তর অন্তরালে তাদের মনের কথা গুলো জমা থাকে। ঠিক বিদায় বেলায় সেই কথা গুলো জমা হয় ঠোঁটে, কিন্তু বলা হয় না। উঁকি দেয় চোখের কোণে।



যারা ডিফেন্সে আছেন অথবা প্রবাসী, কিংবা চাকরির তাগিদে থাকতে হয় অনেক দূর; তাদের একটা অকৃত্রিম অনুভূতি নিয়ে লেখা একটা গান। যেটাকে বলে লং ডিস্টেন্স রিলেশনশিপ বা দূর পাল্লার সম্পর্ক তার কিছুটা অভিজ্ঞতা আমারও আছে। নিজের কিছু অনুভূতি আর এই মানুষগুলোর অনুভূতির স্বাদ মিশিয়ে এই গানটি করার চেষ্টা করেছি। যদি কোন দিন রেকর্ড করা সম্ভব হয় তবে সেটাও দেবো।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

মামুন রশিদ বলেছেন: খুব ভালো লেগেছে ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ। :)

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০

মশিকুর বলেছেন:
কবিতা বুঝি কম:( উৎসর্গ পত্রে ভালো লাগা।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

রায়ান ঋদ্ধ বলেছেন: আমি তো না বুঝেই লিখে ফেলি, যা মাথায় আসে তাই! ভালো লেগেছে জেনে ভালো লাগলো... ধন্যবাদ :)

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:




কবিতার অনুভূতিগুলো হৃদয় ছোঁয়া।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

রায়ান ঋদ্ধ বলেছেন: লেখার সার্থকতা পাঠকের হৃদয় ছুঁয়ে গেলে। লেখকের সার্থকতা প্রতিটা লেখা দিয়ে পাঠকের হৃদয় ছুঁতে পারলে। আপনার লেখা আমাদের জন্য পাঠক হৃদয় ছোঁয়ার উদাহরণ। :)

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

শাহাদ মাহমুদ বলেছেন: খুব সুন্দর লিখেছ । উৎসগর্টা ভাল লাগল!!! :)

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

রায়ান ঋদ্ধ বলেছেন: ধইন্না। :P

প্রো পিক এইডা দেওয়ার কারণ কি?

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ। :)

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

বাংলার হাসান বলেছেন: ভালো লেগেছে ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২

অপ্রচলিত বলেছেন: বিরহের কবিতা খুব ভালো লাগলো। উৎসর্গটাও যথাযথ। ভালো থাকুন কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.