নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

খাতা বন্দি স্বরলিপি || Why not being a li'll Out of the box?

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪

আমার এক চিলতে আকাশ,

মেঘ ঢাকা চাঁদ,

ঝরে পড়া জল কণা.......

আমার এই অল্পকিছু গল্পটুকু

আলোআঁধারিতে অজানা!!



ভিজতে দাও....

আজ পুড়তে দাও মেঘে......

বাঁচতে দাও, আমার এই ছোট্ট জীবনে।



তুলে নাও তোমাদের খাতা বন্দি স্বরলিপি

আমি বৃষ্টির জলে সুর চিনে নিয়েছি,

তোমাদের সব যান্ত্রিক হাসি-কান্নার ভিড় ঠেলে

আমি অবারিত এই সবুজের কোলে ফিরেছি।



তোমার দালান জমে জমে করে আমার আকাশ আড়াল,

তোমার প্রমোদ সুখে আমার জলস্রোত হচ্ছে লীন,

কোথায় আমার সবুজে মাখানো পথ??

কেন পুড়ছ আমার ঘাম??

---------------------------------------------------------

"খাতা বন্দি স্বরলিপি"

রায়ান ঋদ্ধ

মঙ্গলবার, সকাল ৮:০৭

৯ অক্টোবর, ২০১২

---------------------------------------------------------

যে জন্য এত আবোলতাবোল লেখা:

কেন জানি মনে হয় পৃথিবীটা বড় বেশী হিসেবি হয়ে গেছে। স্বরলিপি চর্চায় এত ব্যস্ত, এত মনোযোগী যেন সেটা একটু পাল্টে গেলেই ধ্বংস হয়ে যাবে সব। এখানে Code of conduct-এর এত বেশী priority যে যাদের জন্য এটা তৈরি তারা নিঃশেষ হয়ে গেলেও Code of conduct ঠিক থাকা চাই!! সেই ইট-পাথরের ঘর; এত জোরে হাসা যাবে না! এত বেশী কথা বলছ কেন? ওইসব চড়ুই-বাবুই দেখে ভাবুক হয়ে লাভ নাই... বই দেখো, এদের জেনাস-স্পিসিস জানো, কাজে দিবে!! বাক্স বন্দি একটা জীবন যাপন।



চোখ খোলা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত, আমাদের জীবনের সবটাই একটা নিয়মে বাঁধা। একটা গদ বাঁধা নিয়ম, 9 to 5... কারো হয়তো অন্য, কিন্তু তবুও... বাঁধা রুটিন। এবং তা হয়তো ভালোও। ঠিক যেমন স্বরলিপির চর্চা... সুর, তাল, লয় মেপে মেপে গান করা। গান তুলতে শেখায়, গলায় সুর বসায়, তাল চেনায়, আরও গভীরেরটা জানা নেই।



সব সৌন্দর্যই কি তাহলে নিয়ম মেনে হয়? বৃষ্টি কি তবে মেপে মেপে পড়ে? এই ফোঁটাটা এখানে পড়লে সুরটা ভালো হবে কি না, এসব হিসেব করে নিয়ে নামে প্রতিটা ফোঁটা? কে জানি!! হয়তো তাই! But what if... যদি একটু ব্যতিক্রম হয়? যদি একটু এলোমেলো হয়?? কোন ধরা বাঁধা নিয়ম না মানে, তাহলে??....



সিনেপ্লেক্সে ছবি দেখতে অনেক টাকা খরচ করা যায়, কিন্তু ব্যস্ততার ভেতর থেমে ২ মিনিট বিনে পয়সায় চাঁদের জোছনা কিংবা আকাশে মেঘের খেলা দেখার সময় নেই! আর যদি সময় পাওয়াও যায়, তাহলেও কি? উন্নতির যাঁতাকলে মাথার উপরে এখন কংক্রিটের ছাদ। নদীর নামে এখন শুধু পাওয়া যায় নোংরা-আবর্জনা ভর্তি কালচে তরল। অথচ যাদের জোরে এত উন্নতি, তারাই এখানে মূল্যহীন।



তাই একটা দীর্ঘশ্বাস নিয়ে, প্রকৃতির কাছে ফিরে আসার একটা তিব্র আকাঙ্ক্ষ। বৃষ্টিতে ভেজার আনন্দ, ঘাসের বিছানায় শুয়ে তারা ভরা আকাশ দেখার প্রশান্তি। হই না একটু Out of the box!

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

শাহাদ মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছ । শেষের কথাগুলো ভালো লাগল ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

রায়ান ঋদ্ধ বলেছেন: ধইন্না.... :)

বাংলা ব্লগ দিবস আসতেছে, ১৯ ডিসেম্বর। তার আগেই মিট কর।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

বাংলার হাসান বলেছেন: নোংরা-আবর্জনা ভর্তি কালচে তরলে হাতড়ে বেড়াই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

রায়ান ঋদ্ধ বলেছেন: সভ্যতার উন্নতি!

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
কবিতা ও বর্ণনা ভাল লাগল।

++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ। :)

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৯

মামুন রশিদ বলেছেন: বাক্স বন্দী কবিতা ভালো লেগেছে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

রায়ান ঋদ্ধ বলেছেন: বাক্স মুক্তির প্রত্যাশায় কবিতা। ধন্যবাদ... :)

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

মশিকুর বলেছেন:
রুটিন বাঁধা জীবনে সবাই অভ্যস্ত না। তাহলে কবিরা কবিতা লেখতেন না, লেখকরাও লেখা ছেড়ে দিতেন। রুটিন বাঁধা জীবনে সবাই অভ্যস্ত হলে এত পাঠকও গড়ে উঠত না, ফুল গাছে ফুল ফুটত না, পাখিও আর গান গাইত না।

চাঁদের দিকে কেউ না তাকালে কি চাঁদের সৌন্দর্য কমে? যে সুন্দর, কেউ না বললেও সে সুন্দর। এখনও অনেকে চাঁদের হিসেব রাখে, গাছের ঝরা পাতা দেখে। এদের আবেদন কখনই ফুরাবে না।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

রায়ান ঋদ্ধ বলেছেন: হুম, সবাই অভ্যস্ত না। কিন্তু অভ্যস্ত মানুষদের সংখ্যাও কম না। যারা অভ্যস্ত তারা স্বভাবতই অন্যদেরও অভ্যস্ত করতে চায়।

কিন্তু "বাধনহারা"-রা উড়বেই.... গান গাইবেই। চাঁদের সৌন্দর্য, নদীর কলকল স্রোতের শব্দ, এই অকৃত্রিম ভালোলাগা গুলো চিরদিন মানুষের মন ছুঁয়ে থাকবেই। :)

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

বোকামন বলেছেন:




তুলে নাও তোমাদের খাতা বন্দি স্বরলিপি
আমি বৃষ্টির জলে সুর চিনে নিয়েছি,
তোমাদের সব যান্ত্রিক হাসি-কান্নার ভিড় ঠেলে
আমি অবারিত এই সবুজের কোলে ফিরেছি।


সবুজ কবিতা । অনেক ভালোলাগলো ।
সুযোগ পেলেই সবুজে ফেরার চেষ্টা করি । কিন্তু চারপাশটা এত বেশী যান্ত্রিক হয়ে উঠেছে সবুজরাখা দায়...।

ভালো থাকুন লেখক, সবুজ থাকুন ।
শুভকামনা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১

রায়ান ঋদ্ধ বলেছেন: সবুজ হোক বাংলাদেশের সব মানুষের মন। তার মাঝে জ্বলুক প্রত্যয়ের লাল সূর্য। :)

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লাগলো !

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ :)

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: শেষ দিকের কথাগুলো ভাল লাগছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ। :)
আমার প্রিয় এখজন লেখককে আমার ব্লগে পেয়ে খুব আনন্দিত। 8-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.