নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

দিনাজপুর জেলার ব্লগারদের দৃষ্টি আকর্ষণ : বাংলা ব্লগ দিবস উদযাপন এবং শীতবস্ত্র কার্যক্রম

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

আসছে বাংলা ব্লগ দিবস ২০১৩।



১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস উপলক্ষে বড় কোনো আয়োজন অবশ্য করার কোনো পরিকল্পনা করা হয় নি, তবুও দিনাজপুরের ব্লগাররা একসাথে হয়ে অন্তত একটা ছোটো চায়ের আড্ডা যদি করা যায়। আর কিছু না হোক, অন্তত নতুন কিছু মানুষের সাথে পরিচয়ে নতুন কিছু চিন্তা-ধারা, নতুন কিছু অভিজ্ঞতার স্বাদ পাওয়া যাবে। আর সামু-সামু তো ভাই-ভাই-বোন, সবার প্রতি বিশেষ আবেদন.. আইসেন, এক পেয়ালা চা হইয়া যাক। :D



মুঞ্চাইলে ফোনাইয়েন: ০১৭৪০৪৮৫৩৯৩



ওহ.... ভুইলাই গেছিলাম। সামু থেকে শীতবস্ত্র বিতরন কার্যক্রমঃ ২০১৩ উদ্যোগ নেওয়া হইছে। আপনেরা যদি শীতের কাপড় দিয়ে কিংবা অর্থনৈতিক ভাবে সাহায্য করতে আগ্রহী থাকেন, তাইলেও একই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা আবার দিলাম: 01740485393



তবে দুপুর ১২টার আগে ফোন দিয়া না পাইলে আমি বেতাল ঘুমে আছি বইলা গাইলাইতেও পারেন!



মেইন ইভেন্ট লিংক

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:



সাথে আছি। সব সময়। শুভ কামনা রইল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

রায়ান ঋদ্ধ বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ দাদা। :)

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

মামুন রশিদ বলেছেন: শুভ কামনা দিনাজপুর । জম্পেস একটা ব্লগ-ডে উদযাপন হোক ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

রায়ান ঋদ্ধ বলেছেন: আশাবাদী। :)

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

আমিনুর রহমান বলেছেন:




জম্পেস একটা ব্লগ ডে পালন করতে হবে দিনাজপুরে :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

রায়ান ঋদ্ধ বলেছেন: :) সেইটাই করার চেষ্টায় আছি। ককটেল পার্টি না হইলেই হয়। :)

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

জানা বলেছেন:

দিনাজপুরের বাংলা ব্লগারদের জন্য শুভেচ্ছা এবং ভালবাসা। এবার ৫ম বাংলা ব্লগ দিবস উদযাপিত হতে যাচ্ছে এবং দিনাজপুরে প্রথমবারের মত। এটা খুব আনন্দের কথা। তার সাথে আপনাদের এই কল্যাণমূলক কাজ দিয়ে বাংলা ব্লগ উদযাপনের শুরুটা খুব ভাল লাগলো। আপনাদের উদ্দোগ সফল হোক। যাবতীয় মঙ্গলজনক কাজে যেন আমরা সবসময়ই একত্রিত থাকি।

ভাল থাকবেন সবাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

রায়ান ঋদ্ধ বলেছেন:
বাংলাকে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করার সংকল্প নিয়ে ৫ম বাংলা ব্লগ দিবস উদযাপন করার প্রত্যাশা.... :)

সামু থেকে অনেক প্রগতিশীল উদ্যোগ এসেছে, ভবিষ্যতেও এই যায়গায় এক হয়ে থাকবো আমরা।

আপনাদেরও অনেক ধন্যবাদ, আপু।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


আপনাদের জন্য শুভ কামনা রইলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৮

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ। বাংলাকে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করার সংকল্পে ৫ম বাংলা ব্লগ দিবস.... :)

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

কাব্যহীন রেওয়াজ বলেছেন: আছিইইইই ।


আমার মত বাচ্চাকে দেখে কেউ টাসকি না খাইলেই হয়.....। :/

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

রায়ান ঋদ্ধ বলেছেন: না আসলে কান ধরে আনা হবে! :P

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

মশিকুর বলেছেন:
শুভ কামনা রইলো।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.