নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

গর্জে ওঠো একাদশ!

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৬

তোমাদের সূর্যের মত জ্বলতে দেখেছি,

তোমাদের চোখে বৃষ্টি ঝরতে দেখেছি...

কখনও যখন কেউ চিনতো না আমাদের

তোমরাই জানিয়েছিলে এই পতাকা বাংলাদেশের!

সেরাদের শীর্ষে লেখা হয়েছে তোমাদের নাম,

সারা পৃথিবীতে তোমরাই উড়িয়েছ বাংলার বিজয় নিশান।

তোমারা এগিয়ে যাও, স্বগর্বে গর্জাও...

কিংবা আছাড় খেয়ে পড়ে যাও!

আমরা আছি... তোমাদের সেই মাঠে,

তোমরা আছো... আমাদের হৃদয়ে!

আবার উঠে দাড়াও, হুংকার দাও...

ওড়াও পতাকা গৌরবের।

আমরা থাকবো... বাউন্ডারির সীমানার বাইরে,

শুধু তোমাদের জন্য...

পতাকা তুলে ধরতে, এক সাথে গর্জে উঠতে...

ওই চকচকে ট্রফি আমাদের সম্পদ না... তোমরা আমাদের সম্পদ!

তোমরাই আমাদের সত্যিকার সম্পদ......

-------------------------------------------------

"গর্জে ওঠো একাদশ!"

রায়ান ঋদ্ধ

মঙ্গলবার, রাত ১০:২৫

৪ মার্চ, ২০১৪

--------------------------------------------------

কি জন্য বা কাদের জন্য লেখা তা তো আজ আর বলার প্রয়োজন নাই... এরাই আমাদের প্রকৃত সম্পদ, আজ জিতি নি, কষ্ট নাই। আমরা অনেক ভালো খেলছি, অনেক প্রতিযোগিতা মূলক খেলছি। এইটা আমাদের অনেক বড় পাওনা।



আলোকিত হবে বাংলাদেশ,

কাণ্ডারি হব আমরা...

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:৪০

কাব্যহীন রেওয়াজ বলেছেন: লেখাটি ভালো লেগেছে তে ক্লিক করেছিলাম সেটা এখনও ঘুরছে....।




ভাল লেগেছে......।। +++

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৬

রায়ান ঋদ্ধ বলেছেন: :D

২| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কবিতা। গর্জে ওঠো বাংলাদেশ। :)

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫১

রায়ান ঋদ্ধ বলেছেন: কবিতা না ভাইয়া, অনুভূতি... গর্জে উঠছে বাংলাদেশ। :)

৩| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪২

সকাল রয় বলেছেন:
দারুন ফুটিয়ে তুলেছেন।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৭

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.