নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

মামনি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:১১

শূন্য-শূন্য, লাগে আজ অপূর্ণ-

সিক্ত দু'নয়ন সারাক্ষণ বিষন্ন!

খুঁজে ফিরি আকাশে, তারাদের মাঝে সে।

লালচে করবী যেন আজ ফ্যাকাশে!

খেলনা পুতুলগুলো পড়ে রয় সাজানো,

মামনি... কোথায় তুই? এত রাগ কেন?



নিষ্প্রাণ এই ঘর জুড়ে আছে স্মৃতি তোর...

নিষ্পাপ ওই মুখ ঘিরে ছিল যত সুখ।

মনভোলানো গল্প যত তোকে নিয়ে,

রূপকথার মত দিল না কেন কেউ ফিরিয়ে?

এবুকে জমিয়ে রাখা যত ব্যাথা

মামনি... লাগছে নাতো তোর একা?

-----------------------

"মামনি"

রায়ান ঋদ্ধ

শুক্রবার, ভোর 04:35

26 সেপ্টেম্বর, 2014

-----------------------



ব্লগে ফিরলাম অনেকদিন পর। এসেই খুঁজে পেলাম ব্লগার "আমি কাল্পনিক সজল"-এর অসাধারণ কিছু লেখা। তার "আমার মেয়ে" গল্পটি খুবই স্পর্শ করে গেল। একটা সুর ঘিরে বসলো মনে। এই হবু গানটি তার প্রেক্ষিতেই লেখা। ইতিমধ্যে বা সম্ভাব্য বাবা-মা রা এ লেখাটি পড়ার আগে মন অনেকটা শক্ত করে নেবেন।



ব্লগার "আমি কাল্পনিক সজল"এর লেখা "আমার মেয়ে" গল্পটির লিংক: Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৩

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন । আবার ফিরে আসায় শুভেচ্ছা রইল :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২২

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ। :)

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: লেখায় ভালোলাগা , ফিরে আসা শুভ হোক !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.