নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

আত্মশক্তি : a motivation to live happily & strongly.

০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৩:৫৯

অপন স্বত্ত্বাকে অর্জন করতে না পারলে কারও প্রত্যাশাকে পূরণ করা যায় না, নিজেরটাও না। নিজের স্বত্ত্বাকে খুঁজে পেতে চাই স্থিরতা।



স্থির কিভাবে হবে?



নিঃশ্বাস নাও.... মনোযোগ দিয়ে নিঃশ্বাস নাও।



বোঝো, কিভাবে বেঁচে আছো।

বোঝো, বেঁচে আছো।

বোঝো, বেঁচে থাকাটা সহজ।

ছোট্ট একটা সূত্র, শুধু 'নিঃশ্বাস' নিতে হয়। নিতে থাকো...



নিঃশ্বাস নিতে পারো, এজন্যই খুশি হও। ধন্যবাদ দাও- স্রষ্টাকে, কাছের মানুষগুলোকে, পৃথিবীকে, নিজেকে।



একবার ধন্যবাদ দাও। 'ধন্যবাদ' থেকেই ভালো লাগার শুরু। বাঁচে থাকাকে ভালো লাগলে বুঝবে - 'তুমি' আছো। তোমার অস্তিত্ব আছে। আর তুমি সেই অস্তিত্বকে অনুভবও করতে পারো। নিজেকে অনুভব করতে পারো। বিশ্বাস করতে পারো নিজেকে।



বিশ্বাস একটা শক্তি। এ শক্তি তোমার আছে। নিজের উপর বিশ্বাস আছে। এজন্য ধন্যবাদ দাও... 'ধন্যবাদ' তোমাকে আরো শক্তিশালী করবে। আরও বিশ্বাসী করবে। খুঁজে পাবে নিজেকে শক্তিশালী মানুষ হিসেবে। তোমার মনোবল অনেক দৃঢ়। এই দৃঢ়তার সাথে নিঃশ্বাস নাও। প্রতি নিঃশ্বাসে তুমি আরও দৃঢ় হচ্ছ।



"দৃঢ়তাই স্থিরতা"। তোমার মন প্রশান্ত... প্রশান্তি মানেই ভালোলাগা।



তুমি ভালো আছো... অনেক ভালো আছো।



এখন তুমি অন্যদেরও ভালো রাখবে।... :)

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

তামান্না তাবাসসুম বলেছেন: চমৎকার লিখা :)

০৯ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১১

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ। :)

২| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর সুখময় অনুভূতি । :)

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫১

রায়ান ঋদ্ধ বলেছেন: :)

৩| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৮:১৮

বিদ্রোহী সত্ত্বা বলেছেন: চমৎকার লিখা

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫২

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.