নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

‘আর্মি নামছে, লাইসেন্স কিন্তু সাথে রাইখেন’

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২

আগামী ২৬ তারিখে সেনাবাহিনী মাঠে নামছে। ‘সেনাবাহিনী রাস্তায় নেমেছে’ এই কথা শুনলেই বীর বাঙ্গালী কেমন যেন ভেতরের দিকে সেঁধিয়ে যায়, অনেকটা নেতিয়ে পড়ে। যারা যখন তখন রাস্তায় ঠ্যাং তুলে প্রকৃতির ডাকে সাড়া দিতে আনন্দবোধ করে, যেই মানুষগুলো পথ-ঘাটকে ডাস্টবিন মনে করে, যে গাড়ির ড্রাইভার মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী উঠানো-নামানো করেন সেই মানুষগুলো রাতারাতি অনেক ভদ্র, মার্জিত হয়ে যায় এবং সর্বাত্বকভাবে শৃংখলা বজায় রাখার চেস্টা করে। কেন? উড়াধুড়া মাইরের ভয়ে। যদিও আর্মিরা পুলিশের মত কথায় কথায় মারে না। তবে ‘মাইর’ শুরু হলে আর রক্ষে নেই। :((:((



যাইহোক, এসব তাত্বিক ক্যাচালের জন্য বসিনি আজ। আর্মি নামার কথা শুনে ২০০৭ সালের আর্মি ব্যাকড তত্তাবধায়ক সরকার আমলের একটা মজার ঘটনা মনে পড়ে গেল। ঘটনাটি আমাদের এলাকার। শুনুনঃ



এক লোক হোন্ডায় করে কাজে যাচ্ছে। পেছনে বৌ বসে আছে। তো কিছুদুর যাওয়ার পর তারা আর্মির গাড়ির সামনে পড়ে গেল। আর্মিরা তাকে হোন্ডা থামাতে বলে। লোকটি হোন্ডা থামালে আর্মিদের পক্ষ থেকে গাড়ির লাইসেন্স দেখানোর কথা বলা হয়। লোকটি পড়ে যায় মহাফাপরে:-/। কারণ সে লাইসেন্স সাথে আনেনি। উল্লেখ্য যে, এলাকায় বেশীরভাগ সময়েই গাড়ির লাইসেন্স বিশেষ করে হোন্ডার লাইসেন্স সাথে রাখে না। কারণ তেমন একটা দরকার পড়ে না।



যাইহোক, লোকটি কাচুমাচু করে বলল, ‘স্যার লাইসেন্স ভুল করে বাসায় রেখে এসেছি’। /:)



তখন আর্মিরা তাকে বলে, ‘পেছনের এই মহিলা কে?



লোকটি বলে, ‘স্যার আমার স্ত্রী’।



আর্মি তখন বলে, ‘যেইটারে বাড়ি রাখার কথা সেইটা সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর যেইটা সাথে রাখার কথা সেইটা বাড়ি রেখে এসেছেন। এটা কেমন কথা হলো’।



এই কথা শুনে গাড়ি ভরা আর্মিরা হো হো করে হেসে উঠলো। :):DB-);)



স্বামী-স্ত্রী এহেন অবস্থায় পড়ে লজ্জায় একেবারে মিইয়ে গেল :((:((। কিন্তু কিছু বলার নেই। আর্মিরা বলে কথা! তার উপর সাথে লাইসেন্স নেই। কাজেই হাত কচলানো ছাড়া আর কিইবা করার আছে তাদের /:)/:)! সেদিন অনেক কস্টে ছাড়া পেয়েছিলেন তারা।



ঐ সময় আমাদের এলাকায় ‘টক অব দা টাউন’ হয়েছিল এই ঘটনাটা।



হোন্ডাওয়ালা ভাইয়েরা ‘লাইসেন্স কিন্তু সাথে রাইখেন’। :):DB-);)



সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

ইসপাত কঠিন বলেছেন: লাইসেন্স সাথে রাখা মাথায় হেলমেট পরা, গাড়ীতে সীটবেল্ট বাধা এগুলো শুধু আর্মি নামলেই মানতে হবে? অন্যান্য সময়েও এগুলো মানা উচিৎ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

ইছামতির তী্রে বলেছেন: আসলে সকল সময়ই এই কাজগুলো করা উচিত। কিন্তু আমরা আইন মানতে চাই না।
মতামতের জন্য অনেক ধন্যবাদ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

এন ইউ এমিল বলেছেন: আমরা হইলাম ঠেলায় পইরা গাছে উঠা জাতি

ঠেলা না খাইলে সোজা হইনা

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

ইছামতির তী্রে বলেছেন: আমরা 'শক্তের ভক্ত নরমের যম' জাতি।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

হেডস্যার বলেছেন:
ঘটনা পইড়া হাসতে হাসতে শেষ। :D

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

ইছামতির তী্রে বলেছেন: সত্যি অনেক মজার ঘটনা। :D
অনেক ধন্যবাদ পড়া ও মন্তব্যের জন্য।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

সংগ্রামী মন বলেছেন: Vai apner bari nicchoi pabna?

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

ইছামতির তী্রে বলেছেন: ঠিক ধরেছেন।
আপনার কোথায়?

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪২

সংগ্রামী মন বলেছেন: Vai pagola pagol chana,amaro vai pabnata,jak onak moja paici,Donnobad apnaka :)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

ইছামতির তী্রে বলেছেন: :) :)
আমার বাড়ি বেড়া, আপনার কোথায় ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.