নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

টাটকা একটা কৌতুক শুনে দিনের কাজ শুরু করুন (২)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

এক পূণ্যবান বাংলাদেশী মরে গিয়ে স্বর্গে প্রবেশ করলেন। এখানে আরামের ছড়াছড়ি। তিনি মহানন্দে দিনাতিপাত করছেন। মন যা চাচ্ছে তাই খাচ্ছেন-দাচ্ছেন আর এখানে ওখানে ঘোরাঘুরি করছেন। এমনি করে ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখে পড়ল ‘Lie Clock Museum’ নামের একটি সাইনবোর্ড। তিনি সেদিকে এগিয়ে গেলেন। ওখানে গিয়ে যাদুঘরের রক্ষীকে তিনি জিজ্ঞেস করলেন, ‘ভাই এটা কি?



যাদুঘরের রক্ষীঃ এটা হলো ‘মিথ্যা ঘড়ি যাদুঘর’ বা Lie Clock Museum



লোকটি জিজ্ঞাসু দৃষ্টিতে রক্ষীর দিকে তাকিয়ে থাকলেন। রক্ষী সেটা বুঝতে পেরে বললেন, ‘আসলে দুনিয়াতে বিখ্যাত মানুষগুলো কে কয়টা মিথ্যা বলেছেন তার হিসেবে এখানে আছে। মানে একজনের জন্য একটা ঘড়ি। আপনি ভেতরে যান। দেখুন সবার নামে একটা করে ঘড়ি আছে।



অতঃপর তিনি ভেতরে ঢুকলেন। ঢুকেই তিনি দেখলেন প্রথমেই আছে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ঘড়ি। দেখলেন ঘড়ির সকল কাঁটা একদম স্থির, এক সমান হয়ে আছে। মানে তিনি জীবনে একটাও মিথ্যা বলেন নি। লোকটি খুশি হয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। এভাবে একের পর এক ঘড়িগুলো তিনি দেখে যেতে লাগলেন।



... তিনি ঘুরছেন তো ঘুরছেনই। যাদুঘরের সকল ‘মিথ্যা ঘড়ি’ দেখার পরেও তার অনুসন্ধিৎসু দৃষ্টি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল। তিনি শুধু এপাশ-ওপাশ করতে লাগলেন। তার এই অবিরাম ঘুরে বেড়ানো যাদুঘরের কর্মকর্তাদের চোখ এড়ালো না। তারা লোকটিকে জিজ্ঞেস করলো, ‘আপনি কি কিছু খুঁজছেন?”



লোকটিঃ হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি আসলে আমাদের দেশের রাজনীতিবিদদের কোন একজনের ঘড়ি খুঁজছি।



স্বর্গের কর্মকর্তা (একটু মুচকি হেসে) বললেনঃ আমরা তাদের আলাদা করে কোন ঘড়ি রাখিনি। তবে তাদের সম্মিলিত একটা ঘড়ি আমাদের এখানে আছে।



লোকটি (খুশিতে গদগদ হয়ে) বললঃ কোথায়???



স্বর্গের কর্মকর্তাঃ ওটা গেস্টরুমে সিলিং ফ্যানের কাজ করছে।



:):DB-);)/:):((X((





সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

হেডস্যার বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

ইছামতির তী্রে বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

খেয়া ঘাট বলেছেন: মজার জিনিস। আগেও পড়েছিলাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

ইছামতির তী্রে বলেছেন: পুরাতন জোকস পড়েও মজা পেয়েছেন-এজন্য আপনাকে ধন্যবাদ।
=p~ =p~

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

সাইবার অভিযত্রী বলেছেন: সিলিং ফ্যানের কাজ করছে।



২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

ইছামতির তী্রে বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

স্বস্তি২০১৩ বলেছেন: আমিও আগে পড়েছিলাম। তবে মজা লাগছে =p~ =p~ =p~

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

ইছামতির তী্রে বলেছেন: পুরাতন জোকস পড়েও মজা পেয়েছেন-এজন্য আপনাকেও ধন্যবাদ। =p~ =p~

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সিলিং ফ্যানের কাজ করছে।=p~ =p~ =p~ =p~ =p~ =p~=p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

ইছামতির তী্রে বলেছেন: =p~ =p~ =p~=p~ =p~ =p~ =p~ =p~ =p~

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: শাব্বাস।

তবে ব্র্যাকেটে হেসেই কুটপাট কথাটা কেটে দেন তা হলে চুটকিটা পূর্ণাঙ্গ হবে।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

ইছামতির তী্রে বলেছেন: আপনার বলার সাথে সাথেই কেটে দিয়েছি। ধন্যবাদ সুন্দর পরামর্শ দানের জন্য।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

বাংলার আকাশ বলেছেন: মজা পাইলাম , ধন্যবাদ

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৫

ইছামতির তী্রে বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

স্বপ্ন বাংলা বলেছেন: :-B :-B :-B :-B :) =p~

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৭

ইছামতির তী্রে বলেছেন: :-B :-B :-B :-B :) =p~

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ধন্যবাদ।
ভাই প্রতিদিন মনটা ভালো রাখার জন্য প্রতিদিন একটা করে দেয়া যায় ?? (এই মন খারাপ করা সময়ে)

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

ইছামতির তী্রে বলেছেন: সত্যি বড় খারাপ সময় যাচ্ছে।
প্রতিদিন একটা করে কঠিন। তবু দেখি আপনার কথা রাখা যায় কি না।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

সিম্ফনি007 বলেছেন: মজা পাইলাম , ধন্যবাদ

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

ইছামতির তী্রে বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪

গোবর গণেশ বলেছেন: =p~ =p~ =p~ =p~ সিরাম =p~ =p~ =p~ =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৫

ইছামতির তী্রে বলেছেন: মজা দিতে পেরেছি-এজন্য ভাল লাগছে।
মন্তব্যের জন্য আপনাক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.