নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

সামুর সম্মানিত ব্লগারগণ সবসময় বিচিত্র সব ছদ্দনাম ব্যবহার করেন কেন? তারা নিজের আসল নামে লেখেন না কেন?

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৬

সামুতে রেজিস্ট্রেশন করার আগে বেশ কয়েক মাস আমি শুধু সবার লেখা পড়েছি। চমত্কার সব লেখা। অসাধারণ সব লেখা পড়ে একেবারে অভিভূত হয়ে যেতাম (এখনো হই)। মনে মনে ভাবলাম, ‘কে বাজায় (লিখলো আর কি) এমন মোহন বাশি’? তখন লেখক সাহেবের পরিচয় জানার বড় কৌতূহল হতো। যদিও সামুতে ব্লগারগণ তাদের সুন্দর চেহারা একেবারে দেখান না বলা চলে। তাই তাদের নামই ভরসা। ওরে বাবা! শ্রদ্ধেয় লেখক সাহেবের নাম দেখে তো পুরো টাস্কি খেয়ে গেলাম। কি আজব নাম রে বাবা!!



পরে আরো কিছু আজব আজব নাম চোখে পড়লো। এরপর থেকে বলা যায় আমায় নামের নেশা পেয়ে বসল। পাতার পর পাতা ঘুরি আর বিচিত্র সব নাম দেখি! বিশ্বাস করবেন কি না জানিনা, আস্তে আস্তে মূল লেখার চেয়ে লেখকের নামটাই আমার কাছে বেশী আকর্ষণীয় মনে হতে লাগলো! হাহাহা। অবশ্য অল্পদিনেই ব্যাপারটা একদম গা সওয়া হয়ে গেল। তখন ভাবলাম, এটাই হয়ত এখানকার স্টাইল। অবশ্য অনেকেই নিজের প্রকৃত নামই ব্যবহার করেন। তবে বেশীরভাগ ব্লগারই ছদ্দনামের আশ্রয় নেন। আর এই আজব, বিদঘুটে, কোন কোন সময়ে বিচ্ছিরি নামের ব্লগারগণই হয়ত আপনার বেস্ট ভার্চুয়াল বন্ধু হয়ে গেল। লিখতে লিখতে বন্ধুত্ব- সত্যি পরিচয়ের এ এক অদ্ভুত প্লাটফরম।







আচ্ছা বলুন তো, ব্লগারদের আসল নামে না লেখার প্রকৃত কারণ কি? আমার ধারণা, নিজের privacy বজায় রাখা, নিজের মধ্যে ভিন্ন এক ধরণের personality গড়ে তোলা, একটু গ্ল্যামারাস, একটু মিস্টেরিয়াস, এবং কিছুটা ফান করার জন্যই হয়ত সবাই ছদ্দনাম গ্রহণ করেন। তবে এতে কিছুটা অসুবিধাও আছে। যেমন, ছদ্দনামকে একটু বেশী অচেনা লাগে, অনেকটা detached মনে হয়। আমার ত তাই মনে হয়।



অবশ্য নামে বিশেষ কিছু এসে যায় না। ব্লগে এসে হরেকরকম নাম দেখে হাসি পেলেও তাদের লেখা পড়ে কিন্তু মন ভাল হয়ে যায়। যদিও ব্লগে কাউকে সম্বোধন করা আমার কাছে অন্ধকারে ঝাঁপ দেয়ার মত মনে হয়। কারণ আমি ঠিক জানিনা যার সাথে কথা বলছি তিনি মানুষটা কেমন, কি তার আসল পরিচয়, তিনি ছেলে না মেয়ে, বয়স কত, রুচি কেমন ইত্যাদি আরো কতকিছু। একটা উদাহরণ দেয়া যেতে পারে। ধরুন, একজন ব্লগারের নাম ‘আমি কিছু জানি না’ (এই নামে আবার কোন ব্লগার থেকে থাকলে নির্ঘাত ফেঁসে যাব)। নাম দেখে মনে হতেই পারে ইনি বোধহয় আসলেই কিছু জানেন না। অথচ উনার লেখা পড়তে গিয়ে দেখা গেল, উনি জানেন তো বটেই, সাংঘাতিক ভাল জানেন। তাহলে কেন এমন ছদ্দনাম নিলেন? এর উত্তর শুধু তিনিই দিতে পারবেন। আর জানেন অন্তর্যামী।



যাইহোক, এরপর ভাবলাম ঐ সব অসাধারণ লেখার পাশে নিজের জঘন্য, বস্তাপচা লেখা মিশিয়ে দিলে কেমন হয়? সোনায় খাদ মেশানো আর কি। যেই ভাবা সেই কাজ। কিন্তু আমার নামটা কি হবে? শুরু হলো, “খোঁজ-The Search”. অনেকগুলো নাম জোগাড়ও হলো। কিন্তু একটাও যুতসই মনে হলো না। কি করি, কি করি করতে করতেই একটা নাম দীলে জব্বর চোট দিল। সেটা হলো, “ইছামতির তীরে”। যথাযোগ্য সম্মানের সাথে আল্লাহর নামে এটাকেই লটকে দিলাম।



নামের শানে নুযুল বা পটভূমি হলো, আমি ইছামতি নদী এলাকার বাসিন্দা। এই নদীটিকে আমরা বড্ড ভালবাসি। যদিও ভূমিদস্যুদের কল্যাণে(?)বর্তমানে নদী থেকে এটি জীর্ণ শীর্ণ এক খাল বা নালায় পরিণত হয়েছে। নদীটি স্থানীয় হলেও দেশব্যাপী পরিচিত। ভাবলাম নিজের নামটা যেমন বেশ কাব্যিক হলো পাশাপাশি নদীর পরিচিতিও হবে।



আর একটা দিকও ভেবেছি। তাহলো, নদী জীবনদায়ী। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল শ্রেণির মানুষ, পশু-পাখি, গাছপালা তথা সামগ্রিক পরিবেশের উপর একটা বিশেষ স্থান দখল করে আছে নদী। এই নদীকে ঘিরেই গড়ে ওঠে শহর, বন্দর, গঞ্জ, বাজার প্রভৃতি। আবার নদীতে যানবাহন হিসেবে নৌকা, লঞ্চ, স্টিমার, স্পীডবোট, ট্রলার এমনকি ভেলাও দেখা যায়। তেমনি আমার নদীতেও মানে লেখাতেও নানান পদের লেখা পাওয়া যাবে।(লেখার মান কোনটা লঞ্চ বা স্টিমার জাতীয় হবে আবার কোনটা হয়ত হবে ভেলার মত)। একটা কথা, আমার প্রোপিকে কিন্তু যে ছবিটা দেখা যাচ্ছে তা এই নদীরই।



সম্মানিত ব্লগারগণ, আমারটা তো দিলাম ফাঁস করে। আপনাদের নামের শানে নুযুল জানতে পারি কি?



সবাইকে অনেক ধন্যবাদ।

মন্তব্য ১০৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৯

ঢাকাবাসী বলেছেন: অত্তো কথা না বলে আপনি নিজের আসল নামটা দিলে বুঝতুম আপনি হাফেজ।

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৭

ইছামতির তী্রে বলেছেন: হাহাহা।
আপনিও তো নিজের নাম না বলেই শেষ করেছেন।

২| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৭

চাপাবাজী বলেছেন: আমি চাপাবাজ । বাট আমি চাপাবাজী করতে পারি না । এটাই আমার নামের শানে নুযুল । কি বুঝলেন মশাই !!!

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৯

ইছামতির তী্রে বলেছেন: বুঝলাম যে, আপনি নামেই শুধু চাপাবাজ, কামে না। হাহাহা

এটম খান, চাপার জোড় বাড়ান।

মন্তব্যের জন্য চাপাময় ধন্যবাদ।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৭

বোরহান উদদীন বলেছেন:
আমি তো ভাই আসল নাম ই ব্যাবহার করি।

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪১

ইছামতির তী্রে বলেছেন: আপনিই আসল লোক ভাই। আমরা সব ভুয়া। হাহাহা।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২২

অকুল পাথার বলেছেন: সুন্দর লেখা। ভাল লাগলো +++++++

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪২

ইছামতির তী্রে বলেছেন: আপনার এত্তগুলো +++++++ নিতে আমারও বড় ভাল লাগলো।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৫

হেডস্যার বলেছেন: আপনের নামঃ ইছামতির তীরে ;)
আকিকা দিছেন এই নামের?

আজকেই একটা কালা ছাগল কিনেন...আকিকার জন্য ওইটা জবাই দিয়া আমাগোরে দাওয়াত টাওয়াত দেন....খাই :P

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৫

ইছামতির তী্রে বলেছেন: সেরেছে!! আকিকা লাগে নাকি আবার! :| :|

ওকে, আমি যদি লালচে ছাগল দেই তাহলে কি কাজ হবে? :P

হেডস্যার আপনার না কি? ;)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৬

শাহ আজিজ বলেছেন: হেডস্যারের আকিকা কবে হইল ? দাওয়াত পাইলাম না যে !!!!!!!

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৮

ইছামতির তী্রে বলেছেন: যুতসই জবাব দিয়েছেন বস।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২০

হেডস্যার বলেছেন:
আমার আকিকা এখনো হয় নাই...আপনাদেরটা খাওয়ার পরে দিব।
@ইছামতি আর শাহ আজিজ ভাই..

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪২

ইছামতির তী্রে বলেছেন: দাঁতে ধার দিয়ে অপেক্ষায় থাকেন। আর ছাগলের কালার কনফার্ম করলেন না যে!
মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩

সোহানী বলেছেন: ভার্চুয়াল জগতে নিজের পরিচয় দিলেতো সব মজাই নস্ট হয়ে গেল তাই নয় কি !!!!! আর তখন আপনি হয়তো ভাববেন যে, ব্লগে এ মেয়ে এতা বড় বড় কথা কেন বলে বাস্তবেতো ভাজা মাছটি উল্টে খেতে জানে না !!!! হাহাহাহা

আর তখন হয়তো লিখা পছন্দ না হলে আপনিই আমার পার্সোনাল বিষয় নিয়ে টানাটানি শুরু করে দিবেন !!!!!!!!!!!!!!

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৬

ইছামতির তী্রে বলেছেন: হাহাহাহা। ঐ যে ভিন্ন এক ইমেজ গড়ার যে কথা লেখাতে বলেছিলাম আপনার কথাতেই তা প্রমাণিত হলো।

পরের প্যারার ব্যাপারে কিছু বলতে 'লইজ্জা লাগছে'। হাহাহা

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি অকাতরে কাল্পনিক ভাবে ভালোবাসি ;)

তাই এই :#> :#> :#>

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫১

ইছামতির তী্রে বলেছেন: চমত্কার।

আচ্ছা বস, কাল্পনিক ভাবে ভালোবাসতে কেমন লাগে? :#> :#> :#>

১০| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩২

ডার্ক ম্যান বলেছেন: শুধু ব্লগাররা না , কবি সাহিত্যিকও ছদ্মনামে লিখতেন। এর প্রধান কারণ হল পরিবার পরিচিতদের কাছ থেকে বিষয়টা গোপন রাখা এবং নিজের লেখার মান উন্নয়ন করা।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৪

ইছামতির তী্রে বলেছেন: কথা সত্য।
তবে ব্লগে আমাদের বেশীরভাগই ছদ্দনাম। তা বস, ডার্ক ম্যান কি আলোয় ততটা স্বাচ্ছন্দবোধ করে না? হাহাহা

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৯

হাসান মাহবুব বলেছেন: আমি আর কী কমু! :||

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৫

ইছামতির তী্রে বলেছেন: বলার কিছুই পেলেন না! অবশ্য আপনি ত আসল নামেই আছেন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১২| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০

ডার্ক ম্যান বলেছেন: আমি আলো আর অন্ধকার দুইটাকেই পছন্দ করি।
আলো আর অন্ধকার মানুষেরই সৃষ্টি। মানুষ যখন নিজের পরিচয় গোপন রেখে তার সম্বন্ধে অপরের মূল্যায়ন কি তা জানতে চায় তখনি ছদ্মবেশ ধরে।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৮

ইছামতির তী্রে বলেছেন: কঠিন এক বাণী দিয়েছেন বস। উত্তর ভেবে পাচ্ছি না।

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি যখন ব্লগে আসছি তখন পছন্দের নিকগুলো সব আগেই বুক হয়ে গিয়েছিল, ফলে আমাকে এই ব্যবস্থা করতে হয়েছে! অভাবে পড়ে মানুষকে যে কত কিছু করতে হয়!

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪০

ইছামতির তী্রে বলেছেন: 'অভাবে পড়ে মানুষকে যে কত কিছু করতে হয়!' হাহাহা

তবে আপনার নিকটা ভয়ংকর সুন্দর!!!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১১

শংখনীল কারাগার বলেছেন: পছন্দের নাম একটাও পাই নাই তাই হুমায়ুন আহমেদের উপন্যাসের নামটাই মেরে দিলাম। :P

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪

ইছামতির তী্রে বলেছেন: আইডিয়া দারুণ। আর শংখনীল কারাগার ত সবার কাছে পরিচিত এক নাম। আপনার কাজ আধা হয়ে আছে। বাকীটা লেখণি দিয়ে পূরণ করুন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পুরাই বুফ্যে!!! স্বাধীন!

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৭

ইছামতির তী্রে বলেছেন: এই জয়া আহসান তো পরের দিন জোলি- এই রকম? এমন হলে আমিও আছি আপনার সাথে। হাহাহা

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৭

অরণ্যতা বলেছেন: বলেন তো আমার জেন্ডার কি?

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২

ইছামতির তী্রে বলেছেন: সব্বোনাশ!!!

আপনি পুরুষ, মহিলা, উভয়-এর যেকোন একটি ত অবশ্যই। (মাইন্ড খাইয়েন না কিন্তু)

এই ভয়ঙ্কর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ দিতে পারছি না। তবে পরেরবার আশা করি অন্যরকম প্রশ্ন বা মতামত পাব।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৭

অরণ্যতা বলেছেন: বলেন তো আমার জেন্ডার কি?

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৩

ইছামতির তী্রে বলেছেন: উপরে দেখুন।

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০০

মুদ্‌দাকির বলেছেন: চিন্তাশিলদের খুজতেছি তাই এই নাম !!! সবাই অবশ্য আসল নামই মনে করে !!! :-B :-B :-B

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯

ইছামতির তী্রে বলেছেন: পেয়েছেন দু'এক জন?

আপনার নিক পড়ে আসলেই বোঝার উপায় নেই যে এটা আসল না ছদ্দ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৯| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমি এমন পরিচয় দেওয়া দিলাম যে ডাক নাম পর্যন্ত দিয়া দিছি। চিন্তা করেন।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৪

ইছামতির তী্রে বলেছেন: হাহাহাহা। অনেক ভাল করেছেন। সব একদম ক্লিয়ার।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২০| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
নিজের privacy বজায় রাখা, নিজের মধ্যে ভিন্ন এক ধরণের personality গড়ে তোলা, একটু গ্ল্যামারাস, একটু মিস্টেরিয়াস, এবং কিছুটা ফান করার জন্যই হয়ত সবাই ছদ্দনাম গ্রহণ করেন।

আমার নামের শানে নুযুল বুঝতে কোন সমস্যা নাই তো...? :) :)

ভালো থাকুন, ধন্যবাদ ভ্রাতা ।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৬

ইছামতির তী্রে বলেছেন: নাহ! কোন অসুবিধা হয়নি।:) :)

আপনিও ভাল থাকবেন ভাই।

২১| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪

ধুমধাম বলেছেন: যদিও নিজে ধুমধাম পছন্দ করিনা........তবু

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৯

ইছামতির তী্রে বলেছেন: হাহাহা

তাহলে কেন নিলেন এই নাম?

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২২| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৯

ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: আমিই এক্কেরে খাঁটি মানুষ। বাপ মায় হুজুর খাওয়াইয়া এ নাম দিছে। তাগো টাকে খরছ হইছে না?

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৬

ইছামতির তী্রে বলেছেন: ধন্যবাদ খাঁটি মানুষ। সত্যি ত, নিজের আসল নাম ছেড়ে কেন শুধু শুধু ছদ্দনাম নিতে হবে।

তবে আমিও এই রোগে আক্রান্ত।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৭

মানুষ ক্ষতিগ্রস্ত বলেছেন: আপনাকে একটু চিন্তাশীল মানুষ এবং ইন্টারেস্টিং বলেই মনে হলো, চিন্তা, সেটা যে কোন বিষয়েই হোক না কেন, আমার বিশ্বাস চিন্তাশীল মানুষ, শুধু একটু খেলো টাইপের না হলেই হলো, যদি একটু সাধারন গভীরতা সম্পন্ন হয় একদিন ঠিকই সে জেনে যাবে কোন বিষয়ে চিন্তা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৬

ইছামতির তী্রে বলেছেন: প্রথম দু'লাইন বুঝতে পারলাম। তবে পরের কথাগুলো বুঝতে আর একটু চিন্তা করতে হবে।

আপনার কঠিন ও রহস্যভরা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

তা ভাই, কি এমন ক্ষতি হলো আপনার?

২৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩

এনামুল রেজা বলেছেন: কি কহিবো ভাবছি..

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১০

ইছামতির তী্রে বলেছেন: ভেবে জানাবেন কিন্তু। অবশ্য না জানালেও চলবে। কারণ আপনি আসল নামেই আছে বোধহয়।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

২৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি দেশকে প্রচন্ড প্রচন্ড ভাবে ভালোবাসি। আর সে জন্যই দেশ প্রেমিক বাঙালী নাম ধারন করেছি।

০৩ রা মে, ২০১৪ সকাল ৯:২৮

ইছামতির তী্রে বলেছেন: অসাধারণ!! দেশের প্রতি আপনার ভালবাসা অটুট থাকুক।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

২৬| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৫

দাদা- বলেছেন: সবাই তোমরা আমাকে দাদা বলেই ডাকো ভাই আমি তো সবার দাদা । এতেই যথেষ্ট নয় কি ? আবার নাম দেওয়ার দরকার কি বলো তো । এই বেশ ভালো আছি ।

০৩ রা মে, ২০১৪ সকাল ৯:৩৬

ইছামতির তী্রে বলেছেন: তা দাদু, আপনার দাঁতের পাটি তো ভালোই মজবুত মনে হচ্ছে। বয়স কত চলছে?

এত কস্ট করে আমার ব্লগ বাড়িতে পদধূলি দিয়েছেন এজন্য আন্তরিক ধন্যবাদ।

২৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

আবু শাকিল বলেছেন: নামের মজিজা দেখলাম

০৩ রা মে, ২০১৪ সকাল ৯:৩৯

ইছামতির তী্রে বলেছেন: দেখে কি মনে হলো?
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

২৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

শায়মা বলেছেন: আসল নাম কেউ নিজে রাখেনা কারণ তখন মানুষ ছোটো থাকে তো তাই অন্যের পছন্দেই তা রাখা হয়!

তাই বড় হয়ে নাম রাখার সুযোগ পেলে নিজের মনের মত নাম কে না রাখতে চাইবে! :P

০৩ রা মে, ২০১৪ সকাল ৯:৪২

ইছামতির তী্রে বলেছেন: তাহলে এই সুন্দর 'শায়মা' নামটি কি আপনার পছন্দের? আসল নাম কি ছিল?

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

২৯| ২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

সাইফুল্লাহ খান বলেছেন: আমিও ভাবছিলাম একটা ব্যতিক্রমী নাম দিবো।কিন্তু তা করনামনা।কারণ..........,
থাক এখন বলবোনা।

০৩ রা মে, ২০১৪ সকাল ৯:৪৮

ইছামতির তী্রে বলেছেন: আপনার ব্যতিক্রম নামের চেয়ে 'সাইফুল্লাহ খান' অনেক সুন্দর।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৩০| ২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

নীল ভোমরা বলেছেন: একটি নদীর আত্মকথা!...ভাল!

০৩ রা মে, ২০১৪ সকাল ৯:৪৯

ইছামতির তী্রে বলেছেন: নীল ভোমরা আরো ভাল!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৩১| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৮

ভারসাম্য বলেছেন: আমি ভারসাম্যপূর্ণ কথা বলতাম।

এখন অবশ্য কথাই বলি না তেমন।

০৩ রা মে, ২০১৪ সকাল ৯:৫২

ইছামতির তী্রে বলেছেন: কেন বলেন না? আগে ভারসাম্যপূর্ণ কথা বলতেন। এবার থেকে সত্যের জন্য কলম ধরুন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৩২| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০০

অদ্বিতীয়া আমি বলেছেন: নাম তো ব্লগিং এর জন্য তেমন একটা ফ্যাক্টর না ।
আমি যে নাম দিয়ে নিক খুলব ভেবেছিলাম , সেটা আগেই ছিল । তারপর আরও বেশ কয়েকটা ভেবে বের করলাম । সেগুলো দেখি আগে থেকে দখল করা ।
তারপর আর না ভেবে যা মনে আসছে তা দিয়েই নিক খুলেছি । কিন্তু এত মন খারাপ লেগেছিল যে নয় মাস কোন পোস্ট ই দেইনি :(

০৩ রা মে, ২০১৪ সকাল ৯:৫৮

ইছামতির তী্রে বলেছেন: বড় একটা সমস্যার কথা বলেছেন। শুধু এ কারণেই অনেকেই পছন্দসই নিক নিতে পারে না। তবে আপনার ভাগ্য ভালই বলতে হবে। তা তো হতে হবে। আরে আপনি তো 'অদ্বিতীয়া (আমি)'। খুব সুন্দর নিক আপনার।

কেন পোস্ট দেননি?
আমার ব্লগ বাড়িতে স্বাগতম।

৩৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: আমি কিন্তু ভাই নামটা ছাড়া আস্তই আসল।

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:০৩

ইছামতির তী্রে বলেছেন: তাহলে নামের ভেজাল মিটিয়ে ফেলুন।
আমার ব্লগ বাড়িতে স্বাগতম।

৩৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০০

নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: আমি সাধারনত একা থাকতে পছন্দ করি। আর তাছারা আমি চাইনা আমার পরিচিত কেউ ব্লগে আমাকে চিনুক! :) :)

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:০৭

ইছামতির তী্রে বলেছেন: মূলত এ কারণেই সবাই ছদ্দনাম ব্যবহার করেন। সোজাসুজি সত্য বলার জন্য ধন্যবাদ।

আমার ব্লগ বাড়িতে স্বাগতম।

৩৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: আমার নিকের নামের শানে নযুল খুবই সহজ। দেশের বাইরে থাকি আর লেখার চেয়ে পড়ি বেশি তাই প্রবাসী পাঠক।

শায়মা বলেছেন: আসল নাম কেউ নিজে রাখেনা কারণ তখন মানুষ ছোটো থাকে তো তাই অন্যের পছন্দেই তা রাখা হয়!

তাই বড় হয়ে নাম রাখার সুযোগ পেলে নিজের মনের মত নাম কে না রাখতে চাইবে! :P


সহমত।

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:১২

ইছামতির তী্রে বলেছেন: আপনার নাম দেখে আমরা সবাই বুঝতে পারি। আপনার প্রবাস জীবন আনন্দময় হোক-এই কামনা করি।

আমিও আপনাদের সাথে সহমত পোষণ করছি।

আমার ব্লগ বাড়িতে স্বাগতম।

৩৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৯

টুম্পা মনি বলেছেন: আমি আসুল নামেই লিক্তেসি। :D :D :D :D :D

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:১৫

ইছামতির তী্রে বলেছেন: আপনার নামটি বড়ই আদুরে! লিখে যান মনের সুখে।

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম।

৩৭| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২২

রাতুলবিডি৪ বলেছেন: রাতুলবিডি ১ , ২, ৩ ব্যান খাইছি, এখন ৪ নামে লিখি B-))
ব্যান জামানায় কিছু মাল্টিতেও লিখছি, কোনটা আসলের চেয়েও বেশী চলছে ;)
আমার কাছে ব্লেগে লেখা / পড়া/ হিট হওয়া / ব্যান খাওয়া সবই ফান 8-|

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:২০

ইছামতির তী্রে বলেছেন: বাহ! বাহ! কি সুন্দর! পরাজয়ে (আসলে ব্যানে) ডরে না বীর। ;) তবে যে সিরিয়াল ধরছেন তাতে সামু শেষ হয়ে যাবে মাগার আপনার নিক শেষ হবে না। B-))
আপনার অফুরন্ত প্রাণশক্তির প্রশংসা না করে পারলাম না।

আপনার ব্লগ জীবন আরো ফানিময় হোক-এই কামনা করি।

৩৮| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমার নামডাও আসল!

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:২৫

ইছামতির তী্রে বলেছেন: খুব সুন্দর আপনার নাম। ভেজাল নামের কোন দরকার নেই।
আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম।

৩৯| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:২৯

আমি তুমি আমরা বলেছেন: সামু যদি নিয়ম করে বলত আসল নাম ছাড়া রেজিস্ট্রেশন করা যাবে না তবে আসল নামেই করতাম।

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:২৮

ইছামতির তী্রে বলেছেন: 'না'-ও তো করেনি! তবে আপনি একেবারে সবাইকে পেচিয়ে দিয়েছেন। একাই একশ।

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম।

৪০| ০১ লা মে, ২০১৪ বিকাল ৫:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্ট ওপেন করে মূল পোস্ট আগে না পড়ে সর্বনিম্ন কমেন্ট থেকে পড়া শুরু করলাম। সবগুলো কমেন্ট পড়া শেষে মূল পোস্ট। অনেক গোপন ইতিহাসই জানা গেলো ;)



***

এ নামে আমার একটা পুস্তক প্রকাশ করার বাসনা আছে, ভবিষ্যতে। নামের অর্থ খুব পরিষ্কার ;)

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:৩৭

ইছামতির তী্রে বলেছেন: এমন এক বাণ মেরেছি যে সবাই তাদের গোপন কথা বলা শুরু করেছে। ;);)

আমি অনেক সময় আপনার মত (আগে কমেন্টস পড়া) করি। এতে আগেই লেখার বিষয়বস্ত বোঝা যায়।

আপনার নামটা একেবারেই আলাদা, ব্যতিক্রম। তবে অন্যরকম একটা মানে আছে বোঝা যায়। আর হ্যা, বই লিখলে জানাবেন। ;)

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম।

৪১| ০২ রা মে, ২০১৪ বিকাল ৫:৩৯

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: সময়ের বিপরীতে চলতে চেয়েছি।

০৩ রা মে, ২০১৪ সকাল ১১:১৬

ইছামতির তী্রে বলেছেন: কঠিন কাজ। তবে অলওয়েজ সত্য পথে থাকা বেশী দরকার।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৪২| ০২ রা মে, ২০১৪ বিকাল ৫:৪৬

ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন: ধরেই নেননা এইটাই আমার আসল নাম ! :P














সমস্যা? :-P

০৩ রা মে, ২০১৪ সকাল ১১:২৮

ইছামতির তী্রে বলেছেন: ধরে নিলাম। কোন সমস্যা নেই। :-P
তবে একটাই অনুরোধ, ছাই যেন চাপাই থাকে!!!

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম।

৪৩| ০২ রা মে, ২০১৪ বিকাল ৫:৫৫

সিফাত সারা বলেছেন: আমার ছদ্ম নাম ভাল্লাগেনা X(


তাই আসল নামেই লিখি :P B-)

০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৪৯

ইছামতির তী্রে বলেছেন: সুশ্রী চেহারার সুন্দর নামের 'সিফাত সারা'ই কি আপনি? :P B-)

আসল নামই ভালো হলে বানানো নামে কেন লিখবেন।
আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম।

৪৪| ০২ রা মে, ২০১৪ রাত ৯:২৭

তাসজিদ বলেছেন: এ জিনিস তা আমার চরম বিরক্তি লাগে। অধিকাংশ নিজেকে গোপন করার জন্য ছদ্ম নাম ব্যাবহার করে না। করে নিজেকে একটু স্পেশাল, রহস্যময় করার জন্য।

আর ছদ্মনাম ব্যাবহার করবি ত কর। কিন্তু এ ধরণের উদ্ভট নাম কেন? ওই যে নিজেকে স্পেশাল করার জন্য।

০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৫৩

ইছামতির তী্রে বলেছেন: ভাল বলেছেন। এখানে বিভিন্ন রাজনৈতিক আলোচনা হয়। তাই উটকো ঝামেলা এড়াতে বেশীরভাগ ব্লগার ছদ্দনাম ব্যবহার করেন।

আপনি ঠিক বলেছেন। অনেকের ছদ্দনাম বড় বেশী উদ্ভট। আমার অবশ্য এটা পছন্দ নয়।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪৫| ০২ রা মে, ২০১৪ রাত ৯:৪১

দালাল০০৭০০৭ বলেছেন: এই পোস্ট আমার নজর ছাড়া হল কি করে। :)

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি যখন ব্লগে আসছি তখন পছন্দের নিকগুলো সব আগেই বুক হয়ে গিয়েছিল, ফলে আমাকে এই ব্যবস্থা করতে হয়েছে! অভাবে পড়ে মানুষকে যে কত কিছু করতে হয়!

আমার অবস্থাও তাই :(( :((

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:০৪

ইছামতির তী্রে বলেছেন: :) :) :)

আহারে! আপনার অবস্থা দেইখা :(( :(( মানে আপনি ডাবল দালাল। B-) B-) B-)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪৬| ০২ রা মে, ২০১৪ রাত ৯:৪৮

মোমের মানুষ-২ বলেছেন: মোমের মানুষ নিকটা আমার খুবই প্রিয় একটা নিক। ব্লগে আসার অনেক আগে থেকেই এ নিকটা আমার মোবাইলের ব্লুটুতর নামে ব্যবহার করতাম, মোট কথা এটা আমার প্রিয় নিক। তবে আমি মানুষটা আসলেই মোমের মত নাকি পাথরের মত সেই বিতর্কে পরে। যাই হউক... পরবর্তীতে এই নিকটা ব্যবহার করে একটা ডোমেইন কিনে ফেলি, যা http://www.momermanush.com নামে পাবেন। তা ছাড়া এই নিক ব্যবহার করে আমি বাংলা অন্যান্য ব্লগ সাইটেও লিখি......ধন্যবাদ ভাল থাকবেন।

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:১৪

ইছামতির তী্রে বলেছেন: খুব ভাল লাগলো আপনার নিকের গল্প শুনে। আসলেই 'মোমের মানুষ-২' নিকটি সুন্দর। আমার মেমরী বলছে 'মোমের মানুষ' নামের আর একজন ব্লগার আছেন।

আপনার ডোমেইন ভিজিট করলাম। ভাল লাগলো।

আপনিও ভাল থাকবেন। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪৭| ০২ রা মে, ২০১৪ রাত ৯:৫৩

খন্দকার আরাফাত বলেছেন: আমি কিন্তু নিজের নাম । ;)

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:২২

ইছামতির তী্রে বলেছেন: কোন ধানাই-পানাই না করে সোজা নিজের নাম ব্যবহার করেছেন। এটাই উত্তম। তবে আপনার ভাগ্য হলো, নিজের নামটাই পেয়ে গেছেন।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪৮| ০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৫৮

একজন ঘূণপোকা বলেছেন: "ঘূণেধরা সমাজের আমি একজন ঘূণপোকা-ধংশ করে চলেছি নিজের সমাজ।রাস্ট্র। প্রিয়জনের ভালবাসা,স্বপ্ন।"

০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:৫৬

ইছামতির তী্রে বলেছেন: সব্বোনাশ!!! আপনি তো দেখছি সর্বভূক। ওকে আপনি 'ভাল' রেখে মন্দগুলো ধ্বংস করুন, কোন আপত্তি নেই। আর হ্যা, একজোড়া ডিজিটাল চোয়াল লাগিয়ে নিয়েন, সাথে ইস্পাতের মত শক্ত ও ধারালো দাঁত।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪৯| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:৩৬

মোমের মানুষ-২ বলেছেন: হ্যা আপনি ঠিকই বলেছেন মোমের মানুষ আমারই নিক। প্রথম ছিল মোমের মানুষ, তারপর ব্যান খাওয়াতে মোমের মানুষ৭১, তারপর মোমের মানুষ-২

০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:০৪

ইছামতির তী্রে বলেছেন: খাইছে!!! আপনি কোন অবস্থাতেই মোম ছাড়েন নি দেখছি! :D :D :D

নতুন মোমে আগুন ধরান। এটা তো শেষের দিকে। হাহাহা

আপনাকে আবারো ধন্যবাদ সাড়া দেয়ার জন্য।
কথা হবে......।

৫০| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৩:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

কেউ আসল নাম বলল না তাই আমিও বলবো না :#>

২৪ শে মে, ২০১৪ সকাল ১০:০৭

ইছামতির তী্রে বলেছেন: ভালোই করেছেন।
আমার ব্লগ বাড়িতে স্বাগতম।

৫১| ২২ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬

পংবাড়ী বলেছেন: '৭১ এর শেষ দিনগুলোতে, ত্রিপুরার 'পংবাড়ীতে' 'জেড-ফোর্সের' হেড কোয়ার্টার ছিল।

২৪ শে মে, ২০১৪ সকাল ১০:০৮

ইছামতির তী্রে বলেছেন: !?!

৫২| ২৪ শে মে, ২০১৪ সকাল ১০:১৯

শায়মা বলেছেন: শায়মা বলেছেন: আসল নাম কেউ নিজে রাখেনা কারণ তখন মানুষ ছোটো থাকে তো তাই অন্যের পছন্দেই তা রাখা হয়!

তাই বড় হয়ে নাম রাখার সুযোগ পেলে নিজের মনের মত নাম কে না রাখতে চাইবে! :P
০৩ রা মে, ২০১৪ সকাল ৯:৪২ ০
লেখক বলেছেন: তাহলে এই সুন্দর 'শায়মা' নামটি কি আপনার পছন্দের? আসল নাম কি ছিল?

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ



ভাইয়া পৃথিবীতে কিছু কিছু নার্সিসাস মানুষ থাকে। তারা নিজেদের মাঝেই নিজেরা বেঁচে থাকে।নিজেদেরকে নিয়ে....... নিজেদের ভালোলাগা নিয়েই.......


যাইহোক, শায়মা নামটা আমার আসল নামের কাছাকাছি তবে সেই নামটাও আমার অনেক প্রিয়। এছাড়া আমার আরেকটা নিক আছে "অপ্সরা" আমার ডাকনাম। সেটাও আমার প্রিয়। কাজেই আমার ছোটবেলায় অন্যের দেওয়া নাম , বড়বেলায় নিজের একটু অদলবদল করে দেওয়া নাম সবই আমার ভীষন ভীষণ প্রিয়!!! :P


২৪ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৪

ইছামতির তী্রে বলেছেন: দুনিয়ার সব সুন্দর সুন্দর নাম দেখি আপনার! :P
শায়মা, অপ্সরা দুটো নামই আলাদা রকমের সুন্দর।
অদল বদল কতদিন চলবে?

৫৩| ২৪ শে মে, ২০১৪ সকাল ১০:২১

শায়মা বলেছেন: মা যদি হয় রাজী
বড় হলে আমি হবো
খেয়াঘাটের মাঝি.....


তোমার নামটা দেখলেই আমার সেই কবিতাটা মনে পড়ে ........


২৪ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৬

ইছামতির তী্রে বলেছেন: মা কে রাজী করান। হাহাহা

৫৪| ২৪ শে মে, ২০১৪ দুপুর ১:৩৪

আমি নী বলেছেন: হুমায়ুন আহ মেদের এক্টা গল্পে নি বলতে বুঝিয়েছেন স্বপ্ন দেখার ক্ষমতাধারী মানুষ। অনেক স্বপ্ন দেখি, বাস্তবতার পরাজয়, গ্লানি, অপুরনতা সব ভুলে থাকি কল্পনায়। এখানে আমি আমার মত, আমার দুনিয়া একান্তই আমার ইচ্ছেমত। তাই, আমি নি। যদিও শেষ পর‍্যন্ত সেই সাধারন, নগন্য একজন মানুষ, বাকিটা আমার ব্লগেই জানতে পারবেন।

২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৩

ইছামতির তী্রে বলেছেন: এই দুনিয়াতে যারা চরমভাবে সফল উনারা সবাই এক একটা স্বপ্নবাজ। যে কোন কিছুর আতুরঘর হলো স্বপ্ন। পরে তার বাস্তবায়নেই চলে দিবারাত্র কাজ আর কাজ।

কাজেই সঠিক পথেই আছেন। এখন শুধু এটা বাস্তবায়নের জন্য কাজে লেগে পড়তে হবে।

আমিও স্বপ্ন দেখতে ভালবাসি।

আমার ব্লগ বাড়িতে স্বাগতম।

৫৫| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: অদল বদল কতদিন চলবে জানিনা ভাইয়া......... তবে যতদিন ইচ্ছে হবে.....:)


আর আমি এখন অনে বড় হয়ে গেছি বাট মাঝি হতে পারিনি.... :(

২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৬

ইছামতির তী্রে বলেছেন: ...তাহলে অদল বদল চলতে থাকুক।

...পরিধি আরো বাড়িয়ে দিন। এই যেমন, প্রশান্ত মহাসাগরে ভেসে চলেছে দানবাকারের একটি জাহাজ। এর ক্যাপ্টেন কুল আপনি। :):):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.