নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

প্রিয় জানা আপা ও মডারেশন প্যানেল সমীপে কয়েকটি প্রস্তাবনা

২২ শে জুন, ২০১৪ সকাল ১০:৪১

প্রিয় জানা আপা,



আসসালামু আলাইকুম।

আশা করি সকলের দোয়ায় ও সহযোগিতায় আপনি এবং আপনার সকল কাজের কাজী মডারেশন প্যানেল বেশ ভালভাবেই দিনাতিপাত করছেন। যদিও অনুমান করতে পারি যে, প্রায় দুই লক্ষাধিক সন্তান-সন্ততি(ব্লগারদের কথাই বলছি আর কি।) নিয়ে আপনি বা মডু প্যানেল মহা টেনশনে প্রতিটা ক্ষণ অতিবাহিত করেন। অবশ্য টেনশনে থাকারই কথা। এতগুলো ‘ত্যাদর’ পোলাপাইন ম্যানেজ করা তো চাট্রিখানি কথা নয়! আমি অবশ্য সবার মত ত্যাদর না। :):):)



যাইহোক, আপনি খুব ব্যস্ত মানুষ। অনেক বড় লেখা পড়ার মত সময় আপনার হাতে নেই। তাই সরাসরি মূল কথায় চলে আসি। আমি বিনীতভাবে আপনার/মডুর সমীপে কয়েকটি প্রস্তাবনা রাখছি।



১. নির্বাচিত পোস্টের সংখ্যা উল্লেখ থাকা উচিতঃ



ব্লগার পরিসংখ্যান



• পোস্ট করেছেন: ৭৯টি

• মন্তব্য করেছেন: ৫০৯টি

• মন্তব্য পেয়েছেন: ৮০৭টি

• ব্লগ লিখেছেন: ১ বছর ৩ মাস

• ব্লগটি মোট ১৩০৬০ বার দেখা হয়েছে




উপরের ব্লগার পরিসংখ্যান ব্যাপারটি সবার কাছে ব্যাপক পরিচিত ও প্রিয় একটা বিষয়। এটা বেশ কাজের জিনিষও বটে। তবে আমার প্রস্তাব হলো এর সাথে আরো কয়েকটা বিশেষ আইটেম যোগ করা যেতে পারে। যেমনঃ



নির্বাচিত পাতা নিয়ে ব্লগারদের আগ্রহের শেষ নেই। সকল ব্লগারের অন্যতম লক্ষ্য থাকে তার লেখাটি যেন এই পাতায় যায়। এজন্য তারা লেখাটিকে সর্বাঙ্গীণ সুন্দর, পরিচ্ছন্ন ও তথ্যবহুল করার চেস্টা করেন। সাধারণত একজন ব্লগারের সেরা বা জনপ্রিয় লেখাটিই নির্বাচিত পাতায় স্থান করে নেয়। ব্লগারের কোন লেখা যখন নির্বাচিত পাতায় যায় তখন সে নিজের লেখণিকে স্বার্থক বলে মনে করেন। এমনি গুরুত্ববহ একটি বিষয় হলো এই নির্বাচিত পাতা। অথচ খুব অবাক করা ব্যাপার হলো সত্য (আমার জানা মতে) সামুতে নির্বাচিত পাতায় জায়গা করে নেয়া পোস্টের কোন রেকর্ড রাখা হয় না! সামুতে অনেক ব্লগার আছেন যাদের অসংখ্য পোস্ট নির্বাচিত পাতায় স্থান পেয়েছে। সময়ের ব্যবধানে হয়ত সে ভুলেই যাবে তার কোন কোন লেখা নির্বাচিত পাতায় ঠাঁই পেয়েছিল।



তাই আমার অনুরোধ উপরের অন্যান্য পরিসংখ্যানের সাথে নির্বাচিত পোস্টের সংখ্যা নামে আর একটি আইটেম যোগ করা হোক। বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ রইলো।



২. ব্যান খাওয়া, রিপোর্টেড হওয়া, বা এ জাতীয় সকল তথ্যঃ

নানা কারণে একজন ব্লগার ব্যানড হয় বা তার লেখা রিপোর্টেড হয়। যদি সম্ভব হয় তবে এ সমস্ত রেকর্ড এখানে থাকা সমীচীন বলে আমি মনে করি। আমি বলতে চাচ্ছি যে, একজন ব্লগারের পুরো ‘আমলনামা’ এখানে থাকুক। আমার ধারণা এতে স্বচ্ছতা যেমন আরো বাড়বে তেমনি ব্লগারদের দায়িত্বশীলতাও বেড়ে যাবে। একজন এমপি প্রার্থীর হলফনামা যদি জনসমক্ষে প্রকাশিত হতে পারে তাহলে ব্লগারদের সামগ্রিক কার্যক্রম প্রকাশ হতে কোন আপত্তি থাকার কথা নয়।



স্পেস সমস্যার ক্ষেত্রে আমার প্রস্তাব হবে প্রধান প্রধান পরিসংখ্যানগুলো দৃশ্যমান রেখে বাকীগুলো ‘More’…দিয়ে হাইড করে রাখা যেতে পারে। ‘More’-এ ক্লিক করলে বাকীগুলো দেখাবে।



৩. ‘জেনারেল’ সমাচারঃ



আপনি নতুন ব্লগার

সামহোয়্যার ইন ব্লগে...আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।




এটা অনেক পুরাতন অভিযোগ। অফিসিয়ালি ‘জেনারেল’ হওয়ার জন্য ৭ দিনের কথা বলে ক্ষেত্রবিশেষে ১ বছরও রাখা হয়। আবার এমনও হয় যে, কেউ কেউ ২/৩ দিনের মধ্যে ‘জেনারেল’ হয়ে যান। যাইহোক, ‘সঙ্গত কারণেই দেরী হয়’ বলে ধরে নিলেও এটা পরিস্কারভাবে কথার(পড়ুন লেখার) বরখেলাপ। ৭ দিনের সময়সীমার কথাটি একেবারে কথার কথা হয়ে যাচ্ছে। বেশীরভাগ সময় এটাকে দৃষ্টিকটু লাগে। একজন নতুন ব্লগার এসেই এমন অবস্থায় পড়লে সে বলে বসতেই পারে ‘এখানেও দেখি সরকারী অফিসের মত ঢিলেমী চলে’।



নতুন ব্লগারকে ‘জেনারেল’ করতে যেহেতু বিভিন্ন বিষয় আপনাদের বিবেচনা করতে হয় সেজন্য আমার প্রস্তাব হলোঃ এ এক্ষেত্রে আপনারা সময় বাড়িয়ে নিন। বলা যেতে পারে ‘আপনাকে ৩ মাসের মধ্যে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ও আইনানুযায়ী জেনারেল করা হবে’। বিশেষভাবে খেয়াল রাখা উচিত হবে এর ব্যত্যায় যেন না ঘটে। আমার বিশ্বাস এতে অযথা ‘পেরেশান’ হওয়ার হাত থেকে নতুন ব্লগারগণ রেহাই পাবেন।



উপরোক্ত প্রস্তাবনাগুলো একান্তই আমার ব্যক্তিগত। যদি বিষয়গুলো বিবেচনা করার উপযুক্ত মনে হয় তাহলে ভেবে দেখার জন্য আন্তরিক অনুরোধ রইলো। আর ভুল-ভাল কিছু লিখে ফেললে আগাম ক্ষমা চেয়ে রাখলাম।



সবাইকে অনেক ধন্যবাদ।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ সকাল ১০:৫৬

সোহানী বলেছেন: ১০০ ভাগ সহমত......

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩২

ইছামতির তী্রে বলেছেন: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবার জোর দাবী তুলুন।

২| ২২ শে জুন, ২০১৪ সকাল ১১:১৯

আমি স্বর্নলতা বলেছেন: খুব সুন্দর প্রস্তাবনা। ভালো লাগল। সহমত আপনার সাথে।

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৩

ইছামতির তী্রে বলেছেন: সহমত প্রকাশের জন্য অনেক ধন্যবাদ।
এবার জোর দাবী তুলুন।

৩| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর প্রস্তাবনা।

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৩

ইছামতির তী্রে বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ব্লগার পরিসংখ্যান

• পোস্ট করেছেন: ৭৯টি
• মন্তব্য করেছেন: ৫০৯টি
• মন্তব্য পেয়েছেন: ৮০৭টি
• ব্লগ লিখেছেন: ১ বছর ৩ মাস
• ব্লগটি মোট ১৩০৬০ বার দেখা হয়েছে

• ব্লগারের নির্বাচিত পোস্টের সংখ্যা মোট ?????টি


-যদি এমন হয় তাহলে কোন কোন পোস্ট নির্বাচিত হয়েছিল তা জানবার ব্যবস্থা করা সম্ভব কিনা। বা নির্বাচিত পোস্টেই এক পাশে উল্লেখ থাকবে নির্বাচিত? তবে যত ভালো চাইবেন ততই জটিল হবে। আমার ধারণা এতে করে সাইটের লোড বাড়ে। (এক্সপার্টরা ভালো জানেন।) আমি দুদিন লগইন থেকে আজ কমেন্ট করতে পারছি।

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৯

ইছামতির তী্রে বলেছেন: আপনার মত করে আমিও চিন্তা করেছিলাম ( কোন কোন পোস্ট নির্বাচিত হয়েছিল তা জানবার..।) আবার লোডের ব্যাপারটি ভেবেছি।

তবে আমার মনে হয় অন্তত সংখ্যাটা জানানোর ব্যবস্থা থাকলে মন্দ হত না। আর আমার ধারণা কোন কোন পোস্ট নির্বাচিত হয়েছিল তা একজন ব্লগার অবশ্যই হিসেব রাখেন।

আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদ।

৫| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:৪০

জানা বলেছেন:

ব্লগের বর্তমান ডিজাইনের খানিকটা পরিবর্তন সহ নানা রকম ছোট ছোট সুবিধাদি বিবেচনা করে বেশ কিছু নতুন ফিচার আমরা পর্যায়ক্রমে যুক্ত করতে যাচ্ছি শিগগীরই। যেখানে মূলত আমরা ব্লগারদের জন্যে আরও সহজ/সুবিধাজনক ব্যবহার এবং তাদের কার্যক্রম বিশেষভাবে সবার রাখার দিকটিই ভাবা হয়েছে। কাজগুলো অনেকখানি এগিয়েও গেছে।

ভাল থাকবেন সবাই।

২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৪

ইছামতির তী্রে বলেছেন: শ্রদ্ধেয় জানা আপাকে আমার ব্লগ বাড়িতে সুস্বাগতম। উত্তর দিতে কিছুটা দেরী হওয়ায় প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

এমনিতেই সামু নিয়ে ব্যক্তিগতভাবে আমি বেশ হ্যাপি আছি। তবুও আরো নতুন ফিচার আমরা পর্যায়ক্রমে পেতে যাচ্ছি জানতে পেরে খুবই আনন্দ লাগছে। অধীর আগ্রহে তা দেখার অপেক্ষায় রইলাম।

অনেক অনেক ভাল ভাল থাকবেন জানা আপু।

৬| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৭

সকাল রয় বলেছেন:
জানা' পুর কথা শুনে নতুন কিছু দেখার অপেক্ষায় রইলাম

২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৫

ইছামতির তী্রে বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৮

ডার্ক ম্যান বলেছেন: সবার আগে সামুর নিজের নীতি ঠিকমত মেনে চলা উচিত। অনেক সময় মিথ্যা ইতিহাসকে প্রশ্রয় দেয়া হয়।
সামুতে লিখা আছে নাস্তিক ও ছাগু মুক্ত।কিন্তু আমার ধারণা এই প্রকৃতির মানুষ এখানে উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে।

২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৮

ইছামতির তী্রে বলেছেন: প্রথম প্যারার উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব নয়।

আমার লেখার মূল বিষয়ের সাথে মিল নাই বিধায় আপনার দ্বিতীয় প্যারার উত্তরও দেয়া গেল না।

আমার ব্লগ বাড়ি আসার জন্য আপনাকে ধন্যবাদ।

৮| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কেমন আছেন ইছামতীর তীর বাসিন্দা ?

অনেক দিন পরে ব্লগে আসলেন !
ব্লগ নিয়ে আপনার ভাবনাগুলো ভালো লাগে ।

প্রিয় "জানা" আপুর কথায় আনন্দ জাগছে মনে !

অনেক ভালো থাকবেন, সময় করে এদিকে আসবেন !

২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:৩১

ইছামতির তী্রে বলেছেন: আলহামদুলিল্লাহ, ভাল আছি। আপনি কেমন আছেন স্বপ্নচারী গ্রানমা?

দেড় মাসের বেশী হলো আমাদের অতি প্রিয় "মা" কে চিরতরে হারিয়েছি। এই ব্যথা ভুলতে পারছি না। আমার মায়ের জন্য দোয়া করবেন।

আপনার জন্য অনেক শুভকামনা রইল।

৯| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩১

মরণের আগে বলেছেন: আমার মনেহয় যেমন থাকা দরকার তেমনি আছে

সকাল রয় বলেছেন:
জানা' পুর কথা শুনে নতুন কিছু দেখার অপেক্ষায় রইলাম

পোস্ট ওলাকেও খাটো করবো না ধন্যবাদ আপ্নাকেও তবে আরো ভাল কোন আইডিয়া থাকলে অবশ্যই জানাবেন

২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:৩৬

ইছামতির তী্রে বলেছেন: আমার একান্তই ব্যক্তিগত চিন্তা-ভাবনা এটা। প্রতিটা পোস্টই একজন ব্লগারের কাছে সন্তানতুল্য। তবু সবই কিন্তু একই মানের হয় না। এর প্রমাণ কোনটা নির্বাচিত পাতায় যায় আর কোনটা যায় না।

জানা' পুর কথা শুনে নতুন কিছু দেখার অপেক্ষায় রইলাম -আমিও।

আপনার জন্য অনেক শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.