নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বিয়ে ও জান্নাত প্রসঙ্গ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, বাংলাদেশের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান, বগুড়া নিবাসী মুশফিকুর রহিম মানিকগঞ্জের মেয়ে জান্নাতুল কিফায়াত মন্ডি’র সাথে গত ২৫ সেপ্টেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। পাত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী। তাদের জীবনের নতুন ইনিংস শুরুর জন্য অসংখ্য শুভ কামনা। আর তাদের বিয়ের দুতিয়ালী করার জন্য মাহমুদুল্লাহ রিয়াদকেও অনেক ধন্যবাদ।

শুভকামনা ও দোয়ার পাশাপাশি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনার জন্যই এই আয়োজন। ব্যাপারটা হলো আমাদের নয়া জাতীয় ভাবী সাহেবার সুন্দর নাম নিয়ে। বাংলাদেশ ক্রিকেটের ফার্স্ট লেডি জান্নাতুল কিফায়াত মন্ডি। মন্ডি উনার ‘ডাক’ নাম বোঝাই যাচ্ছে। আমার জিজ্ঞাসা জান্নাতুল কিফায়াত নিয়ে। আরো সংক্ষিপ্তভাবে বলতে গেলে তার পুরো নামের ‘কিফায়াত’ অংশটি নিয়ে। আমার ধারণা ছিল কোরআনে বর্ণিত ৮টি জান্নাতের কোন একটির নাম বোধহয় কিফায়াত হবে। যদিও আমার স্বল্প জ্ঞানে ‘কিফায়াত’ নামে কোন জান্নাতের নাম আগে কখনো শুনিনি। তাই একটু খোজ-খবর নিতে হল। পরে ৮টি জান্নাতের নাম দেখে নিশ্চিত হলাম ‘কিফায়াত’ নামে আসলেই কোন জান্নাত নেই। দয়া করে নিচের তালিকাটি দেখুনঃ

কুরআনে বর্ণিত জান্নাতের নামসমূহঃ

• ফিরদাউস

• দারুস সালাম

• জান্নাতুল মাওয়া

• দারুল খুলদ

• জান্নাতুল আদন

• জান্নাতুল আখিরাহ

• জান্নাতুন নাঈম

• দারুল মুকামাহ

• জান্নাত

• আল-হুসনা

• আল-গুফরা

বোনাস হিসেবে জান্নাতের দরজাসমূহের নামও দেয়া হলোঃ

• বাব আস-সালাহ

• বাব আল-জিহাদ

• বাব আস-সাদাকাহ

• বাব আর-রাইয়ান

• বাব আল-হাজ্জ

• বাব আল-কাদিমিন আল-গায়িধ

• বাব আল-ইমান

• বাব আয-যিকির

সুত্রঃ উইকিঃ http://en.wikipedia.org/wiki/Jannah

তাহলে এটা ‘কিফায়াত’ কোথাকার জান্নাত? ভেবে কোন কূল-কিনারা করতে না পেরে শেষে ‘কিফায়াত’ নামের মানে বের করায় মনোযোগী হলাম। এই লিঙ্কে http://abohomanbangla.com/muslim/boy/k.html গিয়ে এর একটা হদিস পেলাম। এখানে কিফায়াত(Kifayat) নামের অর্থ দেয়া আছে Self-sufficiency। বাংলা একাডেমীর ইংলিশ-বাংলা ডিকশনারীতে Self-sufficiency’ র অর্থ লেখা আছে অতি আত্ববিশ্বাস; আত্বম্ভরিতা। খাইছে!!

তাহলে জান্নাতুল কিফায়াত এর পুরো দাঁড়ালো অতি আত্ববিশ্বাস; আত্বম্ভরিতার জান্নাত। তার মানে জান্নাত আরো আছে!

মুশফিক ভাই, অতীতের বেশকিছু উদাহরণ আমাদের সামনে আছে যে, বিয়ে করেই আমাদের দেশের ক্রিকেটাররা কেমন যেন খেলা ভুলে যান। আপনার ক্ষেত্রে তা হবেন না-এই কামনা করি। কারণ অতি আত্ববিশ্বাস ঘরেই আছে। যদিও অতি আত্ববিশ্বাস অনেক সময় বিপদের কারণ হয়।

মুশফিক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে।

আর একটা কথা, মুশফিক ভাইয়ের শ্বশুর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার তিন মেয়ের মধ্যে মন্ডি দ্বিতীয়। তার বড় মেয়ের নাম জান্নাতুল কাউসার মিস্টি (ওরে বাবা! ইনি দেখি জান্নাতুল কাউসার)।তিনি হলেন বাংলাদেশ ক্রিকেটের সেকেন্ড লেডি মানে সহঅধিনায়ক মাহমুদুল্লা রিয়াদের বউ। তার মানে মন্ডি মাহমুদুল্লাহ রিয়াদের আপন শ্যালিকা। সেই সূত্রে ভায়রা ভাই হিসেবে আত্মীয়তার সূত্রে আবদ্ধ হলেন মাহমুদুল্লাহ এবং মুশফিক। আমাদের রিয়াদ এবং মুশফিক ভাইয়ের শ্বশুর এবং শ্বাশুড়ি অনেক ভাগ্যবান। অধিনায়ক, সহঅধিনায়ক-- দুইটাই নিজের ঘরে রাইখা দিলেন। অবিলম্বে মুশফিক ভাইয়ের শ্বশুর মহাশয়কে ‘জাতীয় শ্বশুর’ বলে ঘোষণা করা হোক। আমার ব্যক্তিগত অভিমত দুনিয়াতে এমন কোন শ্বশুর নেই যার এক জামাই জাতীয় দলের অধিনায়ক বাকীজন তার সহকারী। জয়তু শ্বশুর মহাশয়!

মহাগুরুত্বপূর্ণ এক খবর হলো মুশি-রিয়াদের আরেক জন শ্যালিকা অবশিস্ট আছে! আগ্রহীগণ অতি সত্ত্বর যোগাযোগ করুন।

সবাইকে অনেক ধন্যবাদ।

দিঃদ্রঃ ইহা নিতান্তই একটি ফান পোস্ট। দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নিবেন না। কারণ আমাদের দেশীয় বিয়েতে ফান অবশ্যই বৈধ।



মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সিরিয়াস ভাবে নিলাম না। :)

শ্যালিকারে বিবাহ করার ইচ্ছা আছিল কিন্তু যে অবস্থা বাকিটারেও মনে হয় আরেকজন ক্রিকেটারই নিবে। সে ক্রিকেটারটা কে সেটা জানার অপেক্ষায় আছি। :P

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

ইছামতির তী্রে বলেছেন: :) :)

ট্রাই করেন তবু। :) :)

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয়তু শ্বশুর মহাশয়!

বঙ্গভূমির রঙ্গে মজা পাইলাম :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

ইছামতির তী্রে বলেছেন: :) :)

অনেক ধন্যবাদ।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

ক্যাপস্টেন বলেছেন: কেঁচো খুড়তে গিয়ে বেহেস্ত !!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

ইছামতির তী্রে বলেছেন: হাহাহাহা। ভাল বলেছেন।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: ব্যাফুক গবেষণা দেখা যাইতেছে :#) B-) B-)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৪

ইছামতির তী্রে বলেছেন: B-) B-)
ফান আর কি। জান্নাতুল কিফায়াত নামটাই জীবনে প্রথম শুনেছি। মানুষ জান্নাত নামটি ব্যবহার করলে সাধারণত ৮টির যেকোন একটির সাথে মিলিয়েই রাখে।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভালো ভালো!!!!!!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৫

ইছামতির তী্রে বলেছেন: B-) B-)

আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

একজন ঘূণপোকা বলেছেন: অপূর্ণ রায়হান বলেছেন: ব্যাফুক গবেষণা দেখা যাইতেছে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৭

ইছামতির তী্রে বলেছেন: B-) B-)

আসলেই ব্যাপক গবেষণা হয়েছে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৪

নিকষ বলেছেন: প্রথমজনের নাম "মিষ্টি"
এই জনের নাম "মন্ডি" (মন্ডার কিঞ্চিৎ পরিবর্তিত রুপ মনে হয়)
পরের জনের নাম কি হইতে পারে ... "মোয়া" !!!

কন্যার পরিবার অতি মিষ্টান্ন প্রেমী মনে হয়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩

ইছামতির তী্রে বলেছেন: কি আশ্চর্য ! লেখার শেষ লাইনে আমি ঠিক আপনার এই কথাটি ব্যবহার করতে চেয়েছিলাম। কিন্তু ভুলে গিয়েছি। তবে আমি 'মিঠু' (মিঠাইয়ের কিঞ্চিৎ পরিবর্তিত রুপ) লিখতে চেয়েছিলাম। B-) B-)B-) B-)

আমার লেখাটিকে কম্পলিট করতে সহায়তা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

কন্যার পরিবার অতি মিষ্টান্ন প্রেমী মনে হয়। -B-) B-) সত্যি বলেছেন।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৫

আমি তুমি আমরা বলেছেন: জাতীয় শ্বশুড়কে নিয়ে লেখার জন্য এই পোস্টকে জাতীয় পোস্ট এবং এই ব্লগারকে জাতীয় ব্লগার ঘোষনার দাবী জানাই ;)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৯

ইছামতির তী্রে বলেছেন: B-) B-)

দেখেন জানা কি বলেন। B-) B-)

আমার ধারণা এই লোক মিস্টির পাশাপাশি 'ম' শব্দটির প্রতি অত্যধিক দুর্বল। মিস্টি-মাহমুদ, মন্ডি-মুশফিক, বাকীজন-মুমিনুল নাকি?

মুমিনুলকে মুশফিক-মাহমুদ বললেই বিয়ে করে ফেলবে। না করলে দল থেকে বাদ পরার সম্ভাবনা আছে ;);) । কারণ ওরা অধিনায়ক ও সহঅধিনায়ক। দেখা যাক কি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.