নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

Longtime bachelors

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

মিডিয়ার কল্যাণে(!)আমরা সবাই জানি যে, সম্প্রতি বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করেছেন। এই নিয়ে গোটা বাংলাদেশে নানা মুখরোচক আলোচনা-সমালোচনা হচ্ছে। বেচার মন্ত্রী! তিনি এখন নিশ্চয়ই ভাবছেন, ‘ব্যাচেলর লাইফই ভাল ছিল রে…!



যাইহোক, কিছু পুরানো পাতা উল্টেপাল্টে দেখা যাচ্ছে যে, দুনিয়াতে আরো কিছু বিখ্যাত লোক ছিলেন যারা Longtime Bachelor ছিলেন। দেখুন নিচেঃ

১. আডলফ হিটলার, জার্মানির ডিক্টেটর, যিনি ৫৬ বছর বয়সে বান্ধবী ইভা ব্রাউনকে বিয়ে করে পরের দিনই আত্মহত্যা করেন।

২. ব্রায়ান ল্যাম্ব, C-SPAN Television Network এর ফাউন্ডার চেয়ারম্যান ৬৪ বছর বয়সে বিয়ে করেন।

৩. গর্ডন ব্রাউন, ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি ৪৯ বছর বয়সে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

৪. গ্রোভার ক্লিভল্যান্ড, আমেরিকার ২২তম এবং ২৪তম প্রেসিডেন্ট ছিলেন। তিনিই একমাত্র আমেরিকান প্রেসিডেন্ট যিনি দু’টি আলাদা মেয়াদে প্রেসিডেন্ট হবার বিরল মর্যাদা লাভ করেছিলেন। তিনি তার প্রথম মেয়াদে প্রায় ৫০ বছর বয়সে ফ্রান্সিস ফোলসম নামের ২১ বছরের এক তরুণীকে বিয়ে করেন। তিনিই হলেন আমেরিকার ইতিহাসে youngest First Lady।

৫. ওয়ারেন বেটি, অভিনেতা, ৫৫ বছর বয়সে এনেট বেনিংকে বিবাহ করেন।

৬. ইয়াসির আরাফাত, ফিলিস্তিনীদের অবিসংবাদিত মুক্তিকামী নেতা ১৯৯০ সালে ৬১ বছর বয়সে সুহা আরাফাতকে বিয়ে করেন।

Last but not the least

৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে ২৮ বছর বয়সী হনুফা আক্তার রিক্তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।

উল্লেখ্য, এখানে অখ্যাতদের(?) নাম তালিকাভুক্ত করা হয়নি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট +

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৬

ইছামতির তী্রে বলেছেন: রিপ্লাই দিতে দেরী হলো বলে দুঃখিত। আসলে গত কয়েকদিন পারিবারিক কাজে ঢাকার বাইরে ছিলাম।

যাইহোক, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

সোহানী বলেছেন: বয়সের দিক থেকে আমাদের মন্ত্রী মশাই এগিয়ে....!!!!! কি বলেন B:-/ B:-/ B:-/ B:-/

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৪

ইছামতির তী্রে বলেছেন: তাই ত দেখা যাচ্ছে! মন্ত্রী সাহেব বেশী সাহস দেখিয়ে ফেলেছেন মনে হচ্ছে!


যাইহোক, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

হেডস্যার বলেছেন:
সুন্দর একটা পোষ্ট দিছেন।
++++++

মন্ত্রীর ২৮ বছরের সুন্দরী কনে দেখে হিংসায় জ্বলে পুড়ে কিছু মানুষ এমন সব অরুচিকর কথা বলতেছিল যে রীতিমত ঘেন্না লাগতেছিলো।

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬

ইছামতির তী্রে বলেছেন: আমরা বাংলাদেশী!! ফাও প্যাচাল আর সমালোচনাতে বিশ্বসেরা।


মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.