নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

The Eco of Life

১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৯



এক পিতা তার বালকপুত্রকে নিয়ে পাহাড়বেস্টিত পথ ধরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ বালকটি কোন কিছুর সাথে হোচট খেয়ে পায়ে বেশ ব্যথা পেল এবং যন্ত্রণায় সে অস্ফুটস্বরে “আহ”! করে উঠল। বালকটি শুনতে পেল পাহাড়ের ওপাশ থেকেও “আহ”! বলে একটি শব্দ ভেসে এলো। এতে সে বেশ অবাক হলো। তার কৌতূহল বেড়ে গেল। সে এবার কিছুটা উচ্চস্বরে বলল, “কে তুমি”?

ওপাশ থেকেও অনুরুপভাবে ভেসে এলো, “কে তুমি?”

ব্যাপারটি ছেলেটিকে বেশ ক্ষেপিয়ে তুলল। এবার সে চিৎকার করে বলে উঠল,

“তুমি একটা কাপুরুষ”!

যথারীতি ওপাশ থেকেও কন্ঠটি জবাব দিল, “তুমি একটা কাপুরুষ”!

ছেলেটি তখন তার পিতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, “বাবা, কি হচ্ছে এসব”?

পিতা তখন তাকে বলল, “এদিকে মনোযোগ দাও”।

তখন পিতা উচ্চ কন্ঠে বলল, “আমি তোমার প্রশংসা করি”।

ওপাশ থেকে কন্ঠটি জবাব দিল, “আমি তোমার প্রশংসা করি”।

পিতা এবার চিৎকার করে বলল, “You are wonderful!”

ওপাশ থেকেও কন্ঠটি জবাব দিল, “You are wonderful!”

পিতা তখন পুত্রকে বোঝালেন, “লোকে একে প্রতিধ্বনি বা ইকো বলে, আসলে এটাই জীবন!”

জীবন তোমাকে তাই ফিরিয়ে দিবে যা তুমি তাকে দিয়েছ। জীবন হলো তোমার কাজের আয়নাস্বরুপ।

তুমি যদি কারও নিকট থেকে অধিক ভালবাসা চাও,

বেশী ভালবাসা দাও!

তুমি যদি মানুষের কাছ থেকে অধিক দয়া প্রত্যাশা করো,

নিজে অধিক দয়াশীল হও!

তুমি যদি চাও লোকে তোমার প্রতি অধিক সহিষ্ণু ও সশ্রদ্ধ হোক,

আগে সহিষ্ণু ও শ্রদ্ধাশীল হও!

এটাই প্রকৃতির নিয়ম। এই নিয়ম জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য। Life always gives you back what you give out.

সব সময় বিশ্বাস রাখবে, তোমার জীবন কোন কাকতালীয় বিষয় নয় বরং এটি তোমার কর্মেরই প্রতিফলন।



সবাইকে অনেক ধন্যবাদ।



কৃতজ্ঞতায়ঃ ইন্টারনেট থেকে নেয়া।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

ডোরা রহমান বলেছেন: লেখাটা ভাল লাগলো ......

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

ইছামতির তী্রে বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

অপ্‌সরা বলেছেন: বাহ!!! খুব সুন্দর ভাইয়া।

১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬

ইছামতির তী্রে বলেছেন: আসলেই খুব সুন্দর। মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

ভূতের কেচ্ছা বলেছেন: আপনার কল্পনা শক্তি বেশ ভাল..

১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭

ইছামতির তী্রে বলেছেন: এগুলো কিন্তু আমার কথা না। ইন্টারনেট থেকে নেয়া।

মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার +

১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭

ইছামতির তী্রে বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

আমিনুর রহমান বলেছেন:




The Echo Of Life - সুত্রটা দিয়ে দিলে মনে হয় পোষ্টের গুরুত্ব বাড়তো।

১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

ইছামতির তী্রে বলেছেন: আমি প্রথমে এটা লিখেছিলাম একটা স্লাইড প্রেজেন্টেশন দেখে, যেটি আমার এক ছোট ভাই আমাকে ই-মেইল করে পাঠিয়েছিল। পরে ছবি যুক্ত করতে গিয়ে এর অন্যান্য লিঙ্ক দেখতে পেলাম। এজন্য কৃতজ্ঞতায়ঃ ইন্টারনেট থেকে নেয়া। বলেই ছেড়ে দিয়েছি। যাইহোক, লিঙ্কটা দিলে আরো ভাল হত।

আপনাকে আবারো অনেক ধন্যবাদ।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৭

প্রবাসী পাঠক বলেছেন: চমতকার শিক্ষা।

১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

ইছামতির তী্রে বলেছেন: আসলেই চমতকার শিক্ষা।

মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৫২

মাহবু১৫৪ বলেছেন: চমৎকার লাগল

+++++

১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৬

ইছামতির তী্রে বলেছেন: আপনার +++++ সানন্দে গ্রহণ করলাম।

মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.