নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

ছবিতে হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের জীবনী

১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৬

গোটা বিশ্বের নজর এখন আমেরিকার দিকে। আরো স্পস্ট করে বললে হিলারি ও ট্রাম্পের দিকে। তবে আমরা সবাই জানি দুনিয়ার সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন ভেরি ভেরি আনপ্রেডিকেটেবল ডোনাল্ড জ়ে ট্রাম্প, আমেরিকার নতুন প্রেসিডেন্ট। চলুন আমরা তাদের সম্মন্ধে কিছু আলাপ-আলোচনা করি। ছবিতে ছবিতে হিলারি ও ট্রাম্পের জীবনের উল্লেখযোগ্য কিছু অংশ তুলে ধরা হলোঃ


হিলারি ক্লিনটনের জন্ম ও বেড়ে ওঠা শিকাগোতে; আর ডোনাল্ড ট্রাম্প বেড়ে ওঠেন কুইন্স, নিউইয়র্ক।


হিলারি Maine Township high school এর ডিবেট দলের সদস্য ছিলেন। এদিকে স্কুল ক্যাপ্টেন হতে নিউইয়র্কের মিলিটারি একাডেমীতে যোগদান দিয়েছিলেন।


হিলারির সাথে স্বামী বিলের প্রথম সাক্ষাত হয়েছিল যখন তারা উভয়েই ইয়েল ল স্কুলে পড়তেন; ট্রাম্পের সাথে তার তিন সন্তানের জননী প্রথম স্ত্রী ইভানার প্রথম দেখা হয় যখন তিনি ১৯৭০ সালে নিউইয়র্কে গমন করেছিলেন।


১৯৭৪ সালে হিলারি রডহ্যাম ঐ ‘ল’ কমিটিতে ছিলেন যারা প্রেসিডেন্ট নিক্সনের বিরুদ্ধে ইমপিচমেন্টের অভিযোগ এনেছিল। দু’বছর পর ১৯৭৬ সালে নিউইয়র্কে ট্রাম্প তার নিজস্ব রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন।


১৯৯২ ডেমোক্রেটিক কনভেনশনে মেয়ে চেলসির সাথে ক্লিনটন পরিবার। ১৯৮৬ সালে ট্রাম্প পরিবার।


ফার্স্ট লেডি হিসেবে চীনের বেইজিং নারীর অধিকার বিষয়ে বক্তব্যরত হিলারি। একই সালে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ট্রাম্পের ‘ট্রাম্প প্লাজা ক্যাসিনো’র পাবলিক কোম্পানী হওয়া উপলক্ষ্যে।


১৯৯৪ সালে Wrigley মাঠে বল থ্রো করছেন হিলারি; ২০০৪ সালে নিউইয়র্কে ইয়াংকিদের খেলায় ট্রাম্প।


৯/১১ আক্রমণের পরের দিন হিলারি ততকালীন ধ্বংসপ্রাপ্ত World Trade Center পরিদর্শনে যান; এর এক সপ্তাহ পরে ট্রাম্পকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে দেখতে পাওয়া যায়।


২০০৮ সালেও হিলারি প্রেসিডেন্ট ইলেকশনে ডেমোক্রেটিক দলের নমিনেশনের জন্য দৌড়ান-তবে বারাক ওবামার কাছে হেরে যান তিনি; ডোনাল্ড ট্রাম্প ১০ বছরের বেশী সময় ধরে ‘Apprentice Reality Show’ আয়োজন করেন।


২০১১ সালে Secretary of State হিসাবে হিলারি লিবিয়া গামী ফ্লাইটে বসে মেসেজ পড়ছেন, অন্যদিকে সেলিব্রেটিদের একটা অনুষ্ঠান উপভোগ করছেন।


সামার ২০১৬-হিলারি এবং ট্রাম্প স্বস্ব দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পান।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
মূল লেখার লিঙ্ক

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সামার ২০১৬- ক্লিনটন এবং হিলারি স্বস্ব দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পান।........এটা কি লিখলেন?

১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

ইছামতির তী্রে বলেছেন: ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য। খুবই অল্প সময়ের মধ্যে লেখাটা দিয়েছি।

২| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫২

সুমন কর বলেছেন: ১ নং মন্তব্যটি দেখে নিন।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩

ইছামতির তী্রে বলেছেন: শেষের ছবিটাও ডাবল এসেছে। আগে ঠিক করে তবেই আপনাদের প্রতিউত্তর দিতে আসলাম।

অনেক অনেক ধন্যবাদ।

৩| ১০ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

আনু মোল্লাহ বলেছেন: লোকে বলে, ট্রাম্প হল আমেরিকানদের মন। আর হিলারি হল তাদের মুখোশ।

১০ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

ইছামতির তী্রে বলেছেন: একদম ১০০% সত্য কথা বলে তারা। মুখোশ ছাড়া ওরা দেখতে কেমন-বিশ্ববাসীর এটা জানা দরকার।
অসাধারণ মন্তব্যে করার জন্য অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.