নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম জনতার একজন।

ইছামতির তী্রে

I have a dream.

ইছামতির তী্রে › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা আসলে কি?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩২

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়, বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না।

ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিষ্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা ইত্যাদি। আরো সঠিকভাবে বলতে গেলে, যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে... এমন কি কোনো কাজ কিংবা খাদ্যের প্রতিও। আর এই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা।

তবে আমরা সবাই পরে থাকি বিশেষ ব্যক্তিকেন্দ্রিক ভালবাস নিয়ে। বেশীরভাগ মানুষের কাছে ভালবাসা মানে হলো কপোত-কপোতীর প্রেম। এর ফলে ‘বিশ্ব ভালবাসা’ দিবসটিই আদতে সংকীর্ণ হয়ে পড়েছে। অথচ ভালবাসা বহুমাত্রিক। এর পরিসর ব্যাপক। চলুন এর কিছু নমুনা দেখা যাক।

ভালবাসা আসলে কি?

ভালবাসা হল যখন জন্মদাত্রী মা গভীর মমতাময় আমাকে চুমু খায় এবং বলে ‘আমার বেটা/বেটি লাখে এক…’
ভালবাসা হল যখন আপনি কাজ শেষে বাড়ি ফেরেন এবং আপনার জন্মদাতা পিতা চরম উদ্বিগ্ন কন্ঠে বলেন, আরে বেটা! আজ এত দেরী হলো যে…’

ভালবাসা হল যখন আপনার বন্ধুসুলভ অভয়ের সুরে বলেন, ‘এই যে হিরো, তোমার জন্য মেয়ে দেখা হচ্ছে, কোন পছন্দ থাকলে আমাকে বলো…’

ভালবাসা হল যখন বড় ভাই আপনার দুশ্চিন্তাগ্রস্থ চেহারা দেখে বলে ওঠেন, ‘তুই কোন টেনশন করবি না ভাই, আমি আছি না…’

ভালবাসা হল যখন আপনার মুড অফ থাকে এবং আপনার দরদী বোন এক কাপ গরম কফি হাতে দিতে দিতে বলেন, ‘চল ভাই, কফিটা শেষ করে দু’জন কোথাও থেকে বেড়িয়ে আসি…’

ভালবাসা হল যখন আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে ঝাপটে ধরে এবং বলে, ‘তোকে ছাড়া আড্ডা জমে না রে দোস্ত…’

এগুলোই হলো ভালবাসার শ্রেষ্ঠতম মুহূর্ত। জীবনে কখনোই এসব মিস করবেন না।

ভালবাসা মানে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকা নয়। ভালবাসা মানে এই নয় যে, একটি ছেলে একটি মেয়ের হাতে হাত রেখে শহরময় ঘুরে বেড়াবে। বরং ভালবাসা হল, আপনার জীবনে বিশেষভাবে জড়িয়ে আছে এমন সবাইকে ভালবাসুন।

এটাই ভালবাসা, যখন একটি ছোট্ট শিশু তার বাবার মাথাটা পরম আদরে ম্যাসাজ করে দেয়।

এটাই ভালবাসা, যখন একজন স্ত্রী তার স্বামীর জন্য চা বানায় এবং স্বামী তার প্রিয় স্ত্রীকে সাথে নিয়ে তা পান করে।

এটাই ভালবাসা, যখন মমতাময়ী মা তার প্রিয় সন্তানকে কেকের সবচেয়ে সুন্দরতম টুকরোটাই দেন।

এটাই ভালবাসা, যখন আপনার বন্ধু পিচ্ছিল পথে আপনার হাতটা শক্ত করে ধরে রাখে।

এটাই ভালবাসা, যখন আপনার ভাই আপনাকে মেসেজ দেয় এবং জিজ্ঞেস করে ‘বাড়িতে কি সময়মত পৌছেছো…’

এটাই ভালবাসা, যখন আপনার প্রিয় মানুষের চোখে আপনার প্রতি ভালবাসা ও শ্রদ্ধামাখা দৃষ্টি লক্ষ্য করেন।

এটাই ভালবাসা, যখন একজন পিতা কাজ শেষে ঘরে ফেরে, আর তার ছোট্ট সন্তান তার কোলে ঝাপিয়ে পড়ে।

এভাবেই প্রতিদিন আমাদের সবার জীবনে এরকম অসংখ্য ছোট ছোট ভালবাসার মুহূর্ত আসে ও যায়। আমাদের উচিত এই অনাবিল মুহূর্তগুলোকে যথাসম্বব কাজে লাগানো।

সবশেষ কথা, Love is actually a name of "care"

কাজেই আসুন আমরা সবাই একে অপরকে ভালবাসি। ভালবেসে পৃথিবী সরিয়ে ফেলি সব জঞ্জাল। একমাত্র ভালবাসাই পারে পৃথিবীটাকে বাসযোগ্য করতে।

সবাইকে ধন্যবাদ।

কৃতজ্ঞতাঃ
১. Laughing Colors নামে একটা ফেসবুক পেজ
২. উইকিপিডিয়া।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: হক কথা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫

ইছামতির তী্রে বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩

হাবিব শুভ বলেছেন: ভালবাসা হলো এক প্রকার সময়জ্ঞান। সব মানুষ সঠিক সময়ে কাউকে ভালবাসলে কোন মানুষ ই অন্যায় করতো না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৯

ইছামতির তী্রে বলেছেন: ভাল বলেছেন।

ধন্যবাদ আপনাকে।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩

হাবিব শুভ বলেছেন: ভালবাসা হলো এক প্রকার সময়জ্ঞান। সব মানুষ সঠিক সময়ে কাউকে ভালবাসলে কোন মানুষ ই অন্যায় করতো না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২

ইছামতির তী্রে বলেছেন: আপনাকে ডাবল ধন্যবাদ। হাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.