নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

স্প্যানিশ ভাষার কিছু মুভি...... Las increíbles películas de España B-) B-) B-) B-)

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩

ভূমধ্য সাগরীয় দেশ স্পেন ........দেশটি অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর মত সংস্কৃতি গত এবং ঐতিহ্যগত দিক দিয়ে অনেক বেশি enriched…. স্প্যানিশদের মুভি তে একটা আলাদা ধরনের ছন্দ থাকে......... Recently আমি এদের চরম ভক্ত হয়ে পড়েছি... আজকের ব্লগ এই স্প্যানিশদের চারটি মুভি নিয়ে.....সাথে ডাউনলোড লিঙ্ক ও থাকবে..... !:#P



প্রথম মুভিঃ



Tres metros sobre el cielo (English: Three meters above the sky/ Three steps above heaven 2010)



IMDB rating: 7.2/10

Genre: Drama/Romance

Cast: Mario Casas, María Valverde, Álvaro Cervantes







“It is an absolute human certainty that no one can know his own beauty or perceive a sense of his own worth until it has been reflected back to him in the mirror of another loving, caring human being….”



পূর্ণেন্দু পত্রীর ‘সেই গল্পটা’ নামের কবিতাটা দিয়ে রিভিউ শুরু করব কারণ কোথাও না কোথাও এই মুভি সেই গল্পটার সাথে মিলে যায়...

আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি।

শোনো।

পাহাড়টা, আগেই বলেছি

ভালোবেসেছিলো মেঘকে

আর মেঘ কি ভাবে শুকনো খটখটে পাহাড়টাকে

বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা

সে তো আগেই শুনেছো।

সেদিন ছিলো পাহাড়টার জন্মদিন।

পাহাড় মেঘকে বললে

– আজ তুমি লাল শাড়ি পরে আসবে।

মেঘ পাহাড়কে বললে

– আজ তোমাকে স্নান করিয়ে দেবো চন্দন জলে।

ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী

পুরুষেরা জ্বলন্ত কাঠ।

সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে

পাহাড় ছিলো মেঘের ঢেউ-জলে।

হঠাৎ,

আকাশ জুড়ে বেজে উঠলো ঝড়ের জগঝম্প

ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাই এর ভঙ্গিতে ছুটে এল

এক ঝাঁক হাওয়া

মেঘের আঁচলে টান মেরে বললে

– ওঠ্ ছুঁড়ি! তোর বিয়ে ।

এখনো শেষ হয়নি গল্পটা।

বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেলো ঠিকই

কিন্তু পাহাড়কে সে কোনোদিন ভুলতে পারলনা।

বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো

পাহাড়টার হাড়-পাঁজর,

ভিতরে থৈথৈ করছে

শত ঝর্ণার জল......

Hugo Olivera একজন desperate, unsympathetic এবং arrogant স্বভাবের ছেলে...তার মায়ের boyfriend কে অত্যন্ত violently ভাবে মারার দায়ে তাকে court এ trial এ যেতে হয়...ছয় হাজার euro জরিমানা এবং further সে এরকম আর কোন কাজ যেন repeat না করে এই শর্তে তাকে জেলে যাওয়ার সাজা থেকে রেহাই দাওয়া হয়......তার নাম Hugo Oliviera হলেও বন্ধুকুলে, শত্রুকুলে......সবার মাঝে সে ‘H’ নামেই সমাদৃত। Court থেকে ফেরার পথে সে traffic jam এ পড়ে এবং তার ভালোবাসার মানুষের সম্মুখীন প্রথম বারের মত হয়...... যার নাম Babi Alcazar. ‘H’ এর জীবন street racing, chest beating এর মত lawless এবং derailed ধরনের কাজের মধ্যেই সীমাবদ্ধ । একদিন আবার এক party তে Babi র সাথে তার co-incidentally দেখা হয়......এবং এভাবে একের পর এক co-incidence তাদের মধ্যে একে অপরের প্রতি অনুভূতির জন্ম দেয়......প্রথম দিকে Babi ‘H’ কে সহ্য করতে না পারলেও, পরের দিকে ‘H’ এর desperate স্বভাব চরিত্রের কারণে সে তাকে ভালোবেসে ফেলে...... Babi উচ্চ ঘরের অভিজাত সমাজের মেয়ে, অপরদিকে ‘H’ উচ্চ ঘরের spoiled brat... দিন যেতে যেতে এই নারকেল চরিত্রের ‘H’ এর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে......Babi তার spoil স্বভাবের জীবনে কিছুটা good boy image নিয়ে আসে। কিন্তু একদিন আবার তার মধ্যে পরিবর্তন আসে...... তার best friend Pollo র অকস্মাৎ মৃত্যুতে ... কি হয় Pollo র?? ‘H’ আর Babi র ভালোবাসার উপাখ্যান কি পরিণতি পায়?? সিনেমা টা দেখেছিলাম প্রায় ১.৫ বছর আগে.....কিন্তু এর impression এমনই আমার ৩-৪ বারের অধিক বার দেখা হয়ে গেছে......তাও নতুন নতুন লাগে everytime …Federico Moccia র একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাতে সব থেকে মনে ধরার character ‘H’….he is the most ‘keep an eye on’ character……তার transition চোখে পড়ে বেশি এবং spoiled কোন ছেলের শুধু একটা অনুভূতির স্পর্শে সারা জীবনের মত ভাল হওয়ার চিত্র , একজন আপন মানুষের আগমনে বা চলে যাওয়ার ফলে তার জীবনে ধ্বস নেমে আসার কাহিনী এই স্প্যানিশ মুভি…....you can feel the happiness as well as the pain of ‘H’..









দ্বিতীয় মুভিঃ



"Tengo ganas de ti (English: I want you 2012)"



IMDB rating: 7.1/10

Genre: Drama/Romance

Cast: Mario Casas,Clara Lago,María Valverde.





"My heart might be bruised, but it will recover and become capable of seeing beauty of life once more. It's happened before, it will happen again, I'm sure. When someone leaves, it's because someone else is about to arrive--I'll find love again."



২ বছর পর 'H' ফিরে আসে লন্ডন থেকে তার আপনজনদের কাছে...এয়ারপোর্টে তাকে receive করতে আসে তার বড় ভাই Alex....বাসায় ফিরে সে কিছুটা পরিবর্তনের হলকা পেলেও বড় ভাই তার ব্যবহৃত পুরনো প্রিয় বাইকটি অতি যত্নে রেখে দেয়....Babi আর Pollo র স্মৃতিবিজরিত শহরে বাইক নিয়ে সে বের হয় তার সেই আগের চিরচেনা রাস্তায়....তার এক কালের ফেলে যাওয়া chest beating এর জায়গায় সে যায়...কিন্তু ফেলে যাওয়া জায়গাগুলোতে সে এক ধরনের অব্যক্ত শূন্যতা অনুভব করে....এর মধ্যে সে তার এক পুরনো বন্ধুর ফোন পায়...Katina...তার অন্তরঙ্গ বন্ধু Pollo র গার্লফ্রেন্ড...যে 'H' এর বড় ভাই Alex এর ফোনে জানতে পারে তার পুনরাগমনের কথা....Katina র সাথে দেখা করতে গিয়ে তার চিরপ্রতিদ্ধন্ধী Chino র সাথে দেখা হয়...Chino তার পূর্বেকার স্বভাব ব্যতিরেকে 'H' কে উঞ্চ অভ্যর্থনা জানায় এবং রাতে একসাথে get together dinner করতে আমন্ত্রণ জানায়....Katina র সাথে তার দেখা হয় এবং একই সাথে সাক্ষাত ঘটে 'H' এর জীবনের নতুন মোড়ের--একটু পাগলাটে,একটু অদ্ভূত কিন্তু অনেক খানি আলাদা ধরনের এক চরিত্র সে যার নাম Gin...এরপর শুরু হয় 'H' এর জীবনের এক নতুন অধ্যায়ের...তার পুরনো প্রেম Babi কে কি 'H' ভুলতে পারে Gin এর আগমনে ?? Tres metros sobre el cielo aka Three meters above the sky এর sequel এটি....স্প্যানিশদের মুভিতে কেমন জানি একটা Tomatina flavor আছে....স্প্যানিশে বললে যা দাঁড়াবে Nur awesome kaj hipnotizante (Just awesome and mesmerizing they are).... ^_^ ^_^











তৃতীয় মুভিঃ



El Orfanato (English: The Orphanage 2007)



IMDB rating: 7.5/10

Genre: Drama/ Mystery/Thriller

Cast: Geraldine Chaplin, Montserrat Carulla, Fernando Cayo, AndréS GertrúDix, Blanca MartíNez, Mabel Rivera, BeléN Rueda, Edgar Vivar, Enric Arquimbau, Jordi Cardus





“Without mysteries, life would be very dull indeed. What would be left to strive for if everything were known?”





ছেলেবেলায় Laura অন্যান্য অনেক অনাথ বাচ্চাদের মত একটি special child দের অনাথালয়ে থাকত যেখান থেকে তার পালক পিতা মাতা তাকে দত্তক নেয় । বড় হওয়ার পর Laura তার স্বামী Carlos এবং সন্তান সহ সেই অনাথালয়ে বসবাসের সিদ্ধান্ত নেয় এবং সেখানে সে পুনরায় অনাথ বাচ্চাদের জন্য থাকার ব্যবস্থাও করতে আগ্রহ পোষণ করে। Laura এবং Carlos দম্পতির একমাত্র সন্তান Simon…… যে কিছুটা অস্বাভাবিক প্রকৃতির ... সে তার কিছু অদৃশ্য বন্ধুর কথা তার মাকে বলে। একদিন Laura, Simon কে beach এ বেড়াতে নিয়ে যায় এবং সেখানে Simon ঘুরতে ঘুরতে একটি গুহার মধ্যে ঢুকে পড়ে এবং কিছুক্ষণ পর তার আর কোন খোঁজ খবর থাকে না... Laura ও তাকে খুঁজতে খুঁজতে গুহার মধ্যে যায় এবং সেখানে দেখে Simon তার চিরাচরিত ভঙ্গিতে কারও সাথে কথা বলছে......Simon কে জিজ্ঞেস করলে সে বলে যে, সে তার নব্য পরিচিত বন্ধুর সাথে কথা বলছে বন্ধুটি তার সাথে খেলতে চাই কিনা সেটা নিয়ে ......Laura তার ছেলের কথা গ্রাহ্য না করে তাকে নিয়ে চলে আসে......এদিকে Simon Beach এর সেই গুহা থেকে ফেরার পথে ঝিনুক ছড়াতে ছড়াতে আসে......Laura আর Carlos তাকে জিজ্ঞেস করলে সে বলে তার নতুন বন্ধুটি যেন তাদের বাড়ির পথ সহজে খুঁজে পায় তার ব্যবস্থা সে করে যাচ্ছে। এদিকে Laura র সাথে এক অদ্ভুত প্রকৃতির বৃদ্ধা দেখা করতে আসে যে তাকে Simon এর পরিচয় সম্বলিত কাগজ পত্র দেয়......যার ফলে Simon- Laura আর Carlos এর adopt করা সন্তান হিসেবে প্রকাশিত হয়। Simon তার মা কে বলে তার নতুন বন্ধুটি মানে Tomas তাকে একটি নতুন খেলা শিখিয়েছে...... সেই খেলার দরুণ Simon এর কাছে তার প্রতিপালনের সত্যতা এবং সে AIDS আক্রান্ত হওয়ার ফলে মৃত্যুপথযাত্রী তা উন্মোচিত হয়...যা তার মতে তার বন্ধু Tomas আগেই জানিয়েছিল......অন্যান্য বাচ্চাদের জন্য অনাথালয়টি উন্মুক্ত করার দিনে Laura কে Simon বলে সে Tomas এর ছোট্ট বাড়িটিতে তার মাকে নিয়ে যেতে চাই......কথা বার্তা হতে হতে Simon এর উপর রাগ করে Laura তাকে প্রহার করে এবং ঘর ছেড়ে চলে যায়......পরে যখন আবার ডাকতে আসে সে Simon কে.........সে Simon কে খুঁজতে ব্যর্থ হয় এবং অবশেষে সবার অনেক খোঁজাখুঁজির পর ও প্রতিপন্ন হয় তার আকস্মিক নিরুদ্দেশ হওয়ার সত্যতা। কোথায় হারিয়ে যায় Simon হঠাৎ করে ?? কে তার সেই বন্ধু Tomas?? কি গভীর রহস্য লুকিয়ে রয়েছে Laura র সেই অনাথালয়ে??? স্প্যানিশ এই মুভি সর্বসাকুল্যে ১ ঘণ্টা ৪৫ মিনিটের.........কিন্তু ১ মিনিটের জন্য মনোযোগ ভ্রষ্ট হওয়ার সুযোগই দিবে না...... a puzzle like movie……একটা একটা করে রহস্যের block পাশাপাশি বসলে movie একটা পূর্ণ রহস্যের সমাধান করে দেয়...... Mystery র পর Mystery…… Thrill এর blackforest pastry র সাথে mystery র vanilla ice cream এর ১-২ টা scoop এর আস্বাদ যদি কেউ চান......সাথে Paranormal activity র expresso তাহলে undoubtedly এই মুভি হতাশ করবে না......বরং শেষে কিছুটা চমকিয়ে দিবে.









চতুর্থ মুভিঃ



"La Cara Oculta 2011 ( English: The Hidden Face 2011) "



IMDB rating: 7.3/10

Genre: Mystery/Drama/Thriller

Cast:Quim Gutiérrez, Clara Lago,Martina García





"Tragedy in life normally comes with betrayal and compromise, and trading on your integrity and not having dignity in life. That's really where failure comes. It's hard to tell who has your back, from who has it long enough just to stab you in it...." ভালবাসার মধ্যে সন্দেহ দানা বাঁধে তখনই যখন ভালবাসার মানুষের উপর রাখা অগাধ বিশ্বাসে প্রতারণা নামের উত্তুরে বাতাসের হলকা লাগে....Adrian একজন স্প্যানিশ orchestra conductor...হঠাত্ একদিন তার গার্লফ্রেন্ড Belen একটি video clip রেখে তাকে ছেড়ে চলে যায়....এই ঘটনার দরুণ সে কিছুটা বিষন্নতায় ভুগে এবং ড্রিংক করার জন্য বারে যায়...সেখানে তার সাথে বারের ওয়েট্রেস Fabiana র সাক্ষাত হয়...দুঃখ ভারাক্রান্ত Adrian কে দেখে Fabiana তার প্রতি উত্সাহী হয় এবং ক্রমান্বয়ে তার সাথে Adrian এর সর্ম্পক তৈরী হয়...Volatile substances can be easily catched by fire যাকে বলে...! একদিন Adrian এর বাসায় পুলিশ তার girlfriend Belen এর নিরুদ্দেশ এর খবর নিয়ে আসে এবং তাকে সন্দেহভাজন হিসেবে তালিকাতে ফেলে...যদিও video clips টাতে Belen বলে, Adrian কে ছেড়ে সে তার নিজের দেশ Spain চলে যাচ্ছে Columbia থেকে...কিন্তু পুলিশ Adrian কে জানায় immigration এর নথিপত্রে Belen এর Columbia ছেড়ে যাওয়ার প্রমাণ নাই...কোথায় হারিয়ে যায় Belen? Adrian কি জড়িত তার নিরুদ্দেশের পিছনে? আর তার অন্তর্ধানের রহস্যই বা কি ? Bollywood এর মার্ডার সিরিজের তিন নম্বর কিস্তি এর ৯৯.৭৫% নকল..০.২৫% কেন বাদ রাখলাম আসল Columbian টা দেখলেই বোধগম্যে আসবে....Bollywood যে কত খারাপভাবে নকল করে আরও একবার তার প্রমাণ পেলাম.....Adrian এর জায়গাতে কার্টুন মার্কা একটা hair style সম্পন্ন Randeep Hooda কে cast করা হয়েছিল, Belen এর ভারতীয় সংস্করণ Aditi Rao Hydari...আর Fabiana র ভারতীয় copy টার নাম wikipedia থেকে জানলাম Sara Loren...!! খালি Bollywood version এর credit হল তারা বেবুন মার্কা face এর Randeep Hooda কে orchestra conductor এর স্থলে animal photographer এবং Aditi কে shoe designer এর পরিবর্তে যত দূর মনে পড়ে architect বানিয়েছিল আর Randeep Hooda কে কয়েকটা stylish torn jeans কিনে দিয়েছিল...! ! >_< স্প্যানিশ ভাষার এই মুভি দেখে মনে হল এবার Murder 4 এর কাহিনী কোন দেশ থেকে আগমন হতে চলেছে...Murder 1: Unfaithful (UK) , Murder 2 : The Chaser(South Korea), Murder 3: The Hidden face/ La Cara Oculta (Columbia,Spain)...What's next to copy??? এই মুভিতে আরও একবার Clara Lago কে সেইরকমমমমম পরিমাণ ভাল লেগেছে....Spanish butterfly like beauty with sugary honey bunny smile.....যদিও মুভিটি Columbia র কিন্তু ভাষা স্প্যানিশ হওয়ার দরুন একে স্প্যানিশ category তে ফেললাম.











Happy Movie Watching....আশা করি পোস্টটি ভাল লাগবে...;);););)





মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০

যোগী বলেছেন:
অনেক মুভি দেখার ইচ্ছা।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯

আন্ধার রাত বলেছেন:
আরো দিয়েন। ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬

রিকি বলেছেন: Sure sure.....Thanx for comment..:)

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

আমিনুর রহমান বলেছেন:



মুভি রিভিউ ভালো হয়েছে কিন্তু ইংলিশ সাব টাইটেল না থাকলেও দেখে ভালো লাগবে না।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫

রিকি বলেছেন: ভাই সব গুলোরই সাব টাইটেল আছে....সমস্যা হবে না আশা রাখছি। :)

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২

তূর্য হাসান বলেছেন: কাল ডাউনলোড দেব আশা করছি। শেয়ার করার জন্য ধন্যবাদ। লিস্ট চলতে থাকুক।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮

রিকি বলেছেন: ধন্যবাদ :)

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৫

ইমিনা বলেছেন: পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৩য় এবং ৪র্থ মুভিটা দেখেছি আর প্রথম ২টি মুভি দেখা হয় নি। দু'এক দিনের মধ্যে তা দেখে ফেলবো।

আরো আরো মুভি পোস্টের অপেক্ষায় রইলাম।
শুভকামনা।।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০

রিকি বলেছেন: অবশ্যই আপু. এভাবে ফিড ব্যাক পেলে পোস্ট চলতে থাকবে আশা করা যায় :)

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২২

ডি মুন বলেছেন: বাহ, দারুণ।

প্রিয়তে নিয়ে রাখলাম। একটা একটা করে দেখে ফেলতে হবে সব

ধন্যবাদ আপনাকে :)

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪১

রিকি বলেছেন: ফিড ব্যাক দাওয়ার জন্য ধন্যবাদ ভাই :)

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৬

সুমন কর বলেছেন: একটিও দেখিনি, তবে রিভিউ ভাল হয়েছে।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮

রিকি বলেছেন: Thanks :)

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার আয়োজন ।+

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯

রিকি বলেছেন: Thanx :)

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

নীল বরফ বলেছেন: একটিও দেখেনি!!! :-& :-& । রিভিঊগুলো পড়লাম। ভালো রিভিউ লিখেন। লেখার ধরনে রয়েছে নূতনত্ব। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ভাল ভাল মুভিগুলো কস্ট করে খুজে আমাদের সাথে শেয়ার করার জন্যে। :)

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৩

রিকি বলেছেন: ধন্যবাদ :)

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দারুন কাজ করেছেন।++++++


অনেক ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৪

রিকি বলেছেন: Hope to write more in the near future....:) Just give feedback.

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৬

সপ্তম৮৪ বলেছেন:
The Hidden Face কাহিনী টা ভাল মনে হয়েছে। নামিয়ে দেখব।
তবে আপনার লিংকে টরেন্ট ফাইলের সাইজ বেস বড়। সাবও নাই।
আমি নিচের লিংক থেকে নামাচ্ছি।

ভালো কিছু মুভির সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ।


http://goo.gl/aSoHWp

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫

রিকি বলেছেন: I have downloaded The hidden face from that link....So I give that... সামনে আরও পোস্ট দিব আশা রাখছি।। :)

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০২

তুষার কাব্য বলেছেন: প্রিয় একটা কবিতা দিয়ে শুরু করেছেন ।দারুন রিভিউ হয়েছে।মুভি গুলো দেখা হয়নি এখনো।দেখতে হবে ।

ধন্যবাদ আপনাকে...

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৭

রিকি বলেছেন: কবিতা টা আমারও অনেক পছন্দের.....সিনেমা টা দেখেন তাহলে বুঝবেন কেন এর সাথেই আমি এই কবিতা কে যুক্ত করেছি :)

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১১

ঠকচাচা বলেছেন: সুন্দর।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬

রিকি বলেছেন: B-)) B-)) B-))

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
আপনার পোষ্টটি খুব চমৎকার। সাম্প্রতিক সময়ে আপনার দারুন সব মুভি সংক্রান্ত রিভিউ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আশা করি সামনেও আপনার কাছ থেকে বিভিন্ন ভাষার ভালো ভালো মুভি গুলো সম্পর্কে জানতে পারব।

তবে একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষন করছি - এখন থেকে মুভি রিভিউ দেয়ার ক্ষেত্রে অনুগ্রহ করে টরেন্ট লিংক দেয়া থেকে বিরত থাকুন। কেননা কপিরাইটের একটি বিষয় জড়িত থাকায় এই ধরনের টরেন্ট লিংক দেয়ার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আমরা অনেক অভিযোগ পাচ্ছি।

তাই অনুরোধ রইল এখন থেকে মুভি রিভিউ দেয়ার সময় টরেন্ট লিংক দেবেন না। এই ক্ষেত্রে ভিন্ন কোন কৌশলের আশ্রয় নেয়া যেতে পারে। এবং এই পোষ্টে উল্লেখিত টরেন্ট লিংক অনুগ্রহ করে সরিয়ে নিন।


ধন্যবাদ। অনেক শুভেচ্ছা রইল।







আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.