নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ--চতুষ্কোণ (২০১৪).....সৃজিতের চতুর্ভুজের যে কোণ মাথা ১৮০ ডিগ্রি বরাবর ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট B-)B-)B-)B-)B-)B-)B-)

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯

সৃজিত মুখার্জি....বর্তমানে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির এক বিচক্ষণ এবং অত্যন্ত talented পরিচালক....আজকে তাঁরই সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত সিনেমা চতুষ্কোণ দেখার পর নিজস্ব অনুভূতি এবং সাথে এই মুভির রিভিউ শেয়ার করব ... B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/



"Keep your friends close and enemies closer..Some things and some people have to be approached obliquely, at an angle." চার বিখ্যাত ডিরেক্টর দীপ্ত,শাক্য, তৃণা ও জয়...এক অখ্যাত কিন্তু সম্পদশালী প্রোডিউসারের কাছ থেকে এদের মধ্যে একজন-জয় একটি সিনেমা তৈরীর কন্ট্রাক্ট পায়....কিন্তু তাঁর শর্ত ২টি...প্রথমত সিনেমাটি চারটি ভিন্ন পরিচালকের তৈরী শর্ট ফিল্মের সমন্বয়ে একটি complete ফিল্ম হতে হবে এবং দ্বিতীয়ত সিনেমাটির প্রত্যেক গল্পের মূল থিম হতে হবে একই "মৃত্যু"....তারা রাজি হয়ে যায় এবং তারা রওয়ানা হয় প্রোডিউসারের বাংলোর পথে, বকখালি থেকে অদূরবতীঁ এক আইল্যান্ডে প্রোডিউসারকে গল্প বলার উদ্দেশ্যে...পথে যেতে যেতে তারা এক এক করে নিজেদের স্ক্রিপ্ট অন্য তিনজনকে শোনাতে থাকে...প্রথম গল্পটি বলে শাক্য...দ্বিতীয়টি দীপ্ত এবং তৃতীয়টি তৃণা...সর্বশেষ গল্পটি বলে জয়..."নেমেসিস"....এই গল্পটির মধ্যে তাদের সবার ফেলে আসা অতীতের কালো অধ্যায় লুকিয়ে থাকে...কি সেই অতীত? চারজনের সেই সিনেমার প্রজেক্টে সংশ্লিষ্ট হওয়ার কারণ ই বা কি? চতুষ্কোণ কথাটার মাঝেই এই সিনেমার সকল রহস্যের মারপ্যাঁচ লুকিয়ে রয়েছে....every particular character is edgy in that type of way...সিনেমার সাথে linear style এ ৩টি character নীলাঞ্জনা, ঋত্বিক আর অমিতাভের একটি grayscale motion work দেখা যায়.....যা সিনেমার শেষে গিয়ে সূর্যের আলো পায়...সৃজিত মুখার্জি twisted pair cable ধরনের একজন ডিরেক্টর...চতুষ্কোণকেও সে তার আগের সিনেমার মানগুলো থেকে বিচ্যুত করেনি....আমার কাছে সিনেমার শেষ twist টা চরমমমমম লেগেছে....অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কিছু বলার নেই...চিরঞ্জিতের ইহজীবনে সে কোন মুভিতে একটা ভাল রোল করেছে....তাছাড়া ৯০ এর দশকে যেগুলো সিনেমা করত OMG হলুদ রঙের শার্ট পড়ে...পুরোই লুল! সবথেকে ভাল লেগেছে অপর্ণা সেনকে...৭০ বছর বয়স ছুঁইছুঁই কিন্তু তাঁর attitude,glamour মিনিমাম ম্লান হয়নি...সেই সত্যজিত্‍ রায়ের তিনকন্যা থেকে শুরু করে আজ পর্যন্ত কোন মুভিতে সে নিজের perfectionist সত্ত্বা ছাড়েনি...পরমব্রত as usual excellent...গৌতম ঘোষকে আমার এই সিনেমার থেকে বেশি বাইশে শ্রাবণে ভাল লেগেছে...পরিচালক সৃজিত মুখার্জির character synchronization আগেও অসাধারণ দেখেছি তাঁর অন্যান্য সিনেমায়, এটাতেও হতাশ করেনি সে...সবশেষে বলব অনুপম রায়ের "বোবা টানেল" এর কথা....বাক-less করে দিয়েছে.... B-)B-)B-)



"চতুষ্কোণ (2014)"

IMDB rating: 8.3/10

Cast: Aparna Sen,Chironjit Chakraborty,Goutam Ghosh,Parambrata Chatterjee,Payel,Indrasish,Rahul,Kaushik Ganguly,Debolina,Kaninika

Genre: Thriller....





Happy movie watching.. :)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালো অভিনেতারা অভিনয় করছে এখানে দেখি ।

আশা করি অনেক মুভি রিভিউ পাবো আপনার কাছ থেকে ।

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

রিকি বলেছেন: আশা করা যায় পোস্ট চলতে থাকবে...গত দুই দিন ধরে ব্লগে ল্যাপটপ via লগ ইন করতেও পারছিলাম না...পোস্টটা দিতে পারছিলাম না...আজকে সবশেষে মোবাইল দিয়ে পোস্ট করেছি! নেটের অবস্থা শোচনীয়... :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.