নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ---Gone Girl (2014) >>> চলে গেল মাইয়্যা আমার...ফাঁইস্যা গেল প্রাণ...মাইয়্যার কাম কাজ দেইখ্যা শেষে....উইড়্যা গেল জান B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৪

ডেভিড ফিঞ্চারকে কে চিনে না বলতে পারেন?Se7en,Fight club,Zodiac,The Curious case of Benjamin Button...এইসব masterpiece গুলোর ডিরেক্টর যিনি...সাম্প্রতিক সময়ে তাঁর আরেকটি সিনেমা মুক্তি পেয়েছে যার নাম Gone Girl..আলোচনা যেমন হয়েছে একে ঘিরে, সমালোচনাও কম হয়নি..আজকে তাঁর সিনেমা নিয়ে নিজস্ব কিছু মতামত উপস্থাপন করব- !:#P !:#P !:#P !:#P !:#P



"Just because something isn't a lie does not mean that it isn't deceptive. A liar knows that he/she is a liar, but one who speaks mere portions of truth in order to deceive is a craftsman of destruction."



Nick Dunne আর Amy Dunne...পাঁচ বছর ধরে তারা happily(!!) married...Dunne দম্পতির পঞ্চম বিবাহ বার্ষিকীতে Amy Dunne উধাও হয়ে যায়...পুলিশকে ডাকলে তারা Nick এর বাড়িতে এমন কিছু evidence খুঁজে পায় যা Nick কে ধর্তব্য suspect বানিয়ে দেয়...পুলিশ তদন্ত শুরু করলে একের পর এক থলের বেড়াল বের হয়ে আসতে থাকে! কোথায় যায় Amazing Amy? কি ঘটে তার সাথে? Nick এর ই বা কি হয়? Gillian Flynn এর একই নামের উপন্যাস অবলম্বনে সিনেমাটি তৈরী হয়েছে, তবে স্ক্রিপ্ট এর প্রয়োজনে Flynn, এর আসল গল্পের কিছু পরিবর্তন করেছেন...এই বছরের সব থেকে বেশি চর্চিত মুভিগুলোর মধ্যে এটি অন্যতম ছিল...তার প্রথম কারণ David Fincher...এবং দ্বিতীয় কারণ Rosamund Pike...অনেক আগে এই অভিনেত্রীকে পিয়ার্স ব্রসনানের সাথে বন্ড সিরিজের Die Another Day সিনেমাতে বন্ড গার্ল হিসেবে দেখেছিলাম...Gone Girl এ অন্য এক Rosamund Pike কে দেখলাম...ঠান্ডা চাহনি দিয়ে সে পুরো সিনেমাতে thundered করে রেখে দিল...! অস্কারের দৌঁড়ে,গোল্ডেন গ্লোবে সে already নমিনেশন পেয়ে গেছে...Gone Girl থেকে প্রাপ্ত লুক্কায়িত বার্তা থেকে বলতে চাই "Marriage is a mysterious thing....and Marital life is a psychological thriller..." সিনেমার সব থেকে ব্যতিক্রমী দিক হচ্ছে...সিনেমার একটা চরিত্রও positive না...বিশেষত প্রধান দুই চরিত্র...frequency curve এর মত তাদের চলন বলনে 2 মিনিট পর পর মানুষ confuse হয়ে পড়বেই পড়বে "Actually who is good and fair"...! 149 মিনিটের সিনেমা পুরোটাই pressure cooker এর উপর বসিয়ে রাখবে....A total Fincherivorous treat!!!



"Gone Girl(2014)"



IMDB rating:8.3/10

Cast: Ben Affleck,Rosamund Pike,Neil Patrick Harris, Carrie Coon, Kim Dickens

Genre: Mystery/Thriller

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রিভিউটা বড় তাড়াহুড়া করে লিখেছেন ভাই। অথচ আপনার বেশ ভালো কিছু রিভিউ পড়েছিলাম।

২| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬

রিকি বলেছেন: হ্যাঁ ভাই কিছুটা তাড়াহুড়ো করেই লেখা...আর বেশ কয়েকদিন ধরে ল্যাপটপ দিয়ে ব্লগে log in করতে পারছি না বিধায় কিছুটা সমস্যা face করছি...একবার লিখে অনেক বার edit করা লাগছে...সাজিয়ে একেবারে লেখা হয়ে উঠছে না.. :(

৩| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭

নতুন বলেছেন: ছবির শেষটা ভাল লাগেনাই..

৪| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০

এহসান সাবির বলেছেন: Rosamund Pike খুব সুন্দর অভিনয় করেছে।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪০

সুমন কর বলেছেন: Se7en,Fight club,Zodiac,The Curious case of Benjamin Button...এগুলো সব দেখা হয়েছে এবং অবশ্যই এটা দেখবো।

রিভিউ মোটামুটি লাগল।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২

রিকি বলেছেন: Review পড়ার জন্য ধন্যবাদ থাকল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.