নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ-- Memoirs of a Geisha---সৌন্দর্য মানেই কিন্তু একটি সুন্দর মুখ নয়....প্রকৃত সৌন্দর্য মানে একটি সুন্দর মন, একটি সুন্দর হৃদয় এবং সর্বোপরি একটি সুন্দর আত্মা..... a beautiful movie which portrays the mesmerize side of Japanese culture B-)B-)B-)B-)B-)B-)

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২১







"A person often meets his/her destiny on the road he/she took to avoid it.Sometimes the dreams that come true are the dreams you never even knew you had. "



Geisha.....Japanese tradition এ যাদের এক ধরনের entertainment আর্টিস্ট রূপে আখ্যায়িত করা হয়ে থাকে.....যারা তাদের মনোমুগ্ধকর সৌন্দর্য ,আতিথেয়তা এবং বিভিন্ন traditional art যেমন classical dance,music,game এমনকি আলাপচারিতা দিয়েও তাদের কাছে আসা মানুষকে এক অন্য জগতে নিয়ে যাওয়া enchanted quality সম্পন্ন । মুভিতে এক জায়গায় এই সংলাপের মাধ্যমে Geisha সম্প্রদায়কে তুলে ধরা হয় "Remember Chiyo...geisha are not courtesans. And we are not wives. We sell our skills, not our bodies. We create another secret world, a place only of beauty. The very word "geisha" means artist and to be a geisha is to be judged as a moving work of art." এবার আসা যাক একজন Geisha র আত্মস্মৃতিচারণামূলক একটি গল্প নিয়ে...Chiyo এবং Satsu নামের দুই বোনকে Geisha হওয়ার জন্য Okiya(Geisha দের boarding school) তে বিক্রি করে দেওয়া হয় অভাবের তাড়নায়...মত্‍স্যজীবী সম্প্রদায়ভুক্ত এই দুই বোনের আত্মীয় বলতে থাকে মূর্মুষু অবস্থাপন্ন মা এবং হতদরিদ্র পিতা...Okiya তে শুধু Chiyo কে রাখা হয় ভবিষ্যত্‍ Geisha হওয়ার জন্য এবং তার বোন Satsu কে Hanamachi র "Pleasure district" এ পাঠিয়ে দেওয়া হয়...নিঃসঙ্গ ৯ বছর বয়সী Chiyo র বন্ধু হিসেবে এগিয়ে আসে একই Okiya র Pumpkin...Okiya র কর্ণধার Mother অত্যন্ত কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে Okiya র বাসিন্দা মেয়েগুলোকে শাসন করে রাখে...শুধুমাত্র Geisha Hatsumomo এর নিয়ম বহির্ভূত, কারণ তার উপার্জন করা Yen দিয়েই Okiya পরিচালিত হয় । Hatsumomo র তথ্যে Chiyo তার বোনকে খুঁজে পেতে সক্ষম হয় এবং Satsu এবং Chiyo তাদের দেখা হওয়ার পরের দিন এই সব কিছু থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে । পরিকল্পনা মোতাবেক Chiyo, Okiya থেকে পালাতে গিয়ে ধরা পড়ে যায় এবং শাস্তিস্বরূপ তাকে Geisha হওয়ার পরিবর্তে যতদিন তার ঋণ শোধ না হয় তদবধি Slave করে রাখার ঘোষণা দেয় Okiya র Mother. একদিন ছোট Chiyo তার slave দশায় Bridge এর সামনে মন খারাপ করে বসে থাকাবস্থায় এক আগন্তুকের সাথে পরিচয় হয়....এই আগন্তুকের কথাবার্তা, তার প্রতি সদয় আচরণ এবং মার্জিত চরিত্র Chiyo কে আবার নতুনভাবে তার জীবন শুরু করতে অনুপ্রেরণা দেয় এবং সেই নিষ্পাপ বাচ্চা মেয়েটি একসময় "Sayuri" নামের Geisha তে রূপান্তরিত হয় এবং মনে মনে খুঁজতে থাকে সেই আগন্তুককে তার সাখে পুনরায় সাক্ষাত হওয়ার প্রতিক্ষায় । Sayuri কি পায় তার মনের মানুষটার দেখা ? Geisha সম্প্রদায়ের নিয়মলঙ্ঘন করে সে কি আপন করে নিতে পারে তার সেই ভালবাসার আগন্তুককে? পড়ে মনে হতে পারে আরে এটা তো আর দশটা হলিউড, বলিউড বা বাংলা সিনেমার Shakespearean ট্রাজেডি মার্কা কাহিনী....নতুনত্ব কি এতে ?!? এর গল্প বলার ধরন, চরিত্রগুলোর গভীরতা,intensity একে আলাদা করে রাখবে আর সবার থেকে...৬টা ক্যাটাগরিতে অস্কার নমিনেশন পাওয়া এই মুভি Best Cinematography,Best Art direction এবং Best Costume design এই তিন ক্যাটাগরিতে অস্কার জিতেছিল ।স্বয়ং স্টিভেন স্পিলবার্গ এর Producer দের মধ্যে একজন ছিলেন...Arthur Golden এর একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই মুভি দেখতে দেখতে মনে হয়েছিল ছোট Chiyo র সাথে জাপানী tradition,রহস্যেঘেরা সৌন্দর্য আর soothing একটা nature এর মধ্যে হারিয়ে গেছি....আর Director ছোট Chiyo টাকে যে কোথায় থেকে যোগাড় করেছিল....too much cute with beautiful rainy eyes.. 8-| 8-| 8-| 8-|









"Memoirs of a Geisha(2005)"



Genre: Drama/Romance

IMDB rating: 7.3/10

Cast: Zhang Ziyi,Ken Watanabe,Gong Li,Michelle Yeoh,Youki Kudoh,Suzuka Ohgo.



You tube link: https://www.youtube.com/watch?v=qD1hY60SPzM









মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪

সোহানী বলেছেন: ছবিটা দেখেছি মনে হয়......

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

রিকি বলেছেন: আমার অনেক পছন্দের একটি মুভি এটা :-B

২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫

যোগী বলেছেন:
দেখেছি, অসাধারন!

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

রিকি বলেছেন: সেইরকম মুভি. =p~ =p~ =p~ =p~

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:১১

জুপিটার মুহাইমিন বলেছেন: দেখি নাই........ দেখে ফেলব

৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৪

রিকি বলেছেন: হ্যাঁ অবশ্যই :)

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২

ডি মুন বলেছেন: দেখা হয় নি
রিভিউ এর জন্যে ধন্যবাদ।

+++++

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৫

রিকি বলেছেন: অসাধারণ একটা মুভি...সময় পেলে দেখার request থাকল B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.