নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাত মানুষদের অজানা এবং অখ্যাত কিছু কথা....Some infamous facts about some very famous ones...... :-B :-B :-B :-B

০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৩

"Great men are not born great, they grow great . . ."





যুগ থেকে যুগান্তর ধরে মানুষ বিখ্যাত হয়েছে হয় তাঁর কঠোর শ্রমের বিনিময়ে নতুবা বংশানুক্রমিক প্রতিপত্তিতে। আজ বেশ কিছু বিখ্যাত মানুষের জীবনের কম জানা বা lesser known facts নিয়ে পোস্ট শেয়ার করব।



>> রোমের বিখ্যাত শাসক জুলিয়াস সিজারের অটোগ্রাফের মূল্য ২ মিলিয়ন ডলার ধার্য করা হয়... কিন্তু দুর্ভাগ্যক্রমে এখনও পর্যন্ত জুলিয়াস সিজারের কোন স্বাক্ষর কেউ আবিষ্কার করতে পারেনি!!



>> জুলিয়াস সিজার মাথায় এখনকার দিনে যা সন্মাননার প্রতীক হিসেবে পরিচিত “Laurel Wreath” পরিধান করত...টাক লুকানোর জন্য !







>> রাশিয়ার সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথরিন তাঁর রাজত্বে একটি নিয়ম চালু করেছিল... সে নিয়ম অনুসারে তাঁর সভাসদরা কেউ তাঁর আমন্ত্রিত অনুষ্ঠানে রাত ৯ টার পূর্বে মদ্যপ হতে পারত না !







>> ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের শাসনামলে পুরুষদের দাঁড়ির উপর কর ধার্য হত !







>> ইসরায়েল এর শাসক রাজা সলোমন এর প্রায় ৭০০ স্ত্রী এবং ১০০ রও বেশি রক্ষিতা ছিল !









>> নেপোলিয়ন বোনাপার্ট অনেক বেশি খাটো মানুষ হিসেবে পরিচিত ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায়, নেপোলিয়নের সময় ফ্রান্সের পরিমাপের স্কেলে ১ ফুট সমান ১৩ ইঞ্চি বিবেচ্য ছিল যেখানে ইংল্যান্ডের পরিমাপ স্কেল অনুসারে ১ ফুট সমান দাঁড়ায় ১২ ইঞ্চি...ফ্রেঞ্চ পরিমাপ অনুসারে নেপোলিয়ান ৫ ফুট ২ ইঞ্চি লম্বা হলেও সে আধুনিক ১২ ইঞ্ছির পরিমাপ স্কেলে ৫ ফুট ৬ ইঞ্চি লম্বা ছিল !



>> ইটালির বর্তমান কালের জাতীয় পতাকা নেপোলিয়ান বোনাপার্টের নকশা করা !







>> আমেরিকার প্রতিষ্ঠাতাদের অন্যতম থমাস জেফারসন যে বাড়িটিতে “Declaration of Independence” নামে বইটি লিখেছিল বর্তমানে তা বার্গারের ছোট দোকানে রুপান্তরিত হয়েছে!



>> থমাস জেফারসন আমেরিকার প্রেসিডেন্ট প্রায় ৮ বছর যাবত ছিল এবং এই সুদীর্ঘ সময়ে তার মদের বিল দাঁড়িয়েছিল ১১০০০ ডলারে যার বর্তমান মূল্য প্রায় ২০০০০০ ডলারের সমান! জেফারসন মানসিকভাবে মৃত্যুর পুর্বে অনেক বেশি ভেঙ্গে পড়েছিল এবং সে তার সংগ্রহ করা দুর্লভ বই কংগ্রেসের কাছে মাত্র ২৫০০০ ডলারে বিক্রি করে দিয়েছিল ! জেফারসনের সেই বই গুলো নিয়েই সূচনা ঘটেছিল “ Library of Congress” এর !







>> ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি তার প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ চেয়েছিল... কিন্তু তখনকার দিনে বিচ্ছেদের জন্য চার্চের অনুমতি লাগত... চার্চ তাকে অনুমতি দিয়েছিল না। পরে সে বাধ্য হয়ে নিজেকে ইংল্যান্ডের চার্চ গুলোর প্রধান হিসেবে ঘোষণা দেয় এবং রোমের পোপের কোন শাসন তার উপর যেন না খাটে সেই ব্যবস্থা করে... এবং এভাবে সে স্বেচ্ছায় তার প্রথম বিবাহ বিচ্ছেদ ঘটায় !







>> ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার বিয়ের উপহারগুলোর মধ্যে ৩ মিটার ব্যাস সম্পন্ন এবং অর্ধেক টন ওজনের একটি পনীরও ছিল!









>> স্যার আইজ্যাক নিউটন ১৬৪২ সালে বড়দিনে(Christmas) জন্মগ্রহণ করেছিল... ঐ একই দিনে বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও মৃত্যুবরণও করেছিল ! নিউটন জন্মের সময় অনেক বেশি premature ছিল এবং তাঁর মায়ের মতে একটি মগ জাতীয় পাত্রের মধ্যে অনায়সেই তাঁর স্থান হয়ে যেত!



>> নিউটনের অতিলৌকিক এবং জাদুবিদ্যার প্রতি অত্যন্ত ঝোঁক ছিল !







>> আব্রাহাম লিঙ্কন প্রথম প্রেসিডেন্ট ছিলেন যার ফটোগ্রাফ তোলা হয়েছিল তাঁর প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করা অনুষ্ঠানে। এই ছবিটিতে দৈবিকভাবে তাঁর পরবর্তী জীবনের গুপ্তঘাতকও উপস্থিত ছিল যার নাম জন ওয়িল্কিস বুথ !







>> হ্যারি এস ট্রুম্যান ১২ এপ্রিল, ১৯৪৫ সালে আমেরিকার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন... তাঁর নামের এস অংশটির সেরকম কোন বিশিষ্ট অর্থ ছিল না সেই সময়... পরে এর ঘটনার সত্যতা প্রকাশিত হয়। ট্রুম্যান এর নানা এবং দাদা উভয়ের নাম এর আদ্যক্ষর ছিল এস (S) দিয়ে... ট্রুম্যানের মা দুইজনের নামের আদ্যক্ষরকে ছেলের নামে জায়গা করিয়েছিলেন যাতে তার এবং ট্রুম্যানের বাবার পূর্বপুরুষ তাদের মাঝ থেকে হারিয়ে না যেতে পারে !







>> স্যার উইনস্টন চার্চিল প্রতিদিন ১৫ টি করে সিগার খেতেন!







>> এডওয়ার্ড কেনেডিকে স্প্যানিশ পরীক্ষাতে নকল করার অভিযোগে বরখাস্ত করা হয়েছিল... সে ঐ সময় হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল !







>> উইলিয়াম শেক্সপিয়ার অনেক বিখ্যাত ব্যাক্তি হওয়া সত্ত্বেও তাঁর জীবনের ৭ বছর অলিখিত অবস্থায় রয়ে গেছে...১৫৮৫-১৫৯২ সাল... ধারণা করা হয় এই সময়ে তাঁর জীবনে ক্রান্তি অবস্থা নেমে এসেছিল... এর পরে সে লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করে !









>> এডগার অ্যালান পো এর মৃত্যু কিছুটা রহস্যজনক ছিল ! কেউ নির্দিষ্ট করে কোন মতবাদ দিতে পারেনি তাঁর মৃত্যুর পর... আসলে ঠিক কিভাবে পো এর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর ১৪৭ বছর পরে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা পুনরায় ময়না তদন্ত করে বের করেছেন... পো মূলত র‍্যাবিসে আক্রান্ত ছিল এবং এই কারণে তাঁর মৃত্যু ঘটেছিল !







>> চার্লস ডিকেন্স উত্তরমুখী হয়ে শয়ন করত... কারণ তাঁর একটি বদ্ধ ধারণা ছিল এই অভ্যাস তাঁর লেখার উন্নতি সাধনে ভূমিকা রাখে !







>> আগাথা ক্রিস্টি তাঁর লেখিকা জীবনে কখনও চেয়ার বা টেবিলে বসে লিখতেন না... সে কখনও রান্না ঘরে রান্না করতে করতে লেখা পছন্দ করতেন, কখনও ট্রেনে ভ্রমণ করতে করতে লেখা পছন্দ করতেন আবার কখনও কখনও কোন হোটেল রুমে বসে তাঁর লেখালেখির চর্চা করতেন। তাঁর চেয়ার টেবিলে লেখার অভ্যাস যেমন ছিল না, তেমন তাঁর নিজস্ব কোন অফিসও ছিল না !







>> ডিসনি কোম্পানি চালু করার পূর্বে ওয়াল্ট ডিসনি “লাফ- ও –গ্রামস (Laugh-O-Grams)” নামের একটি কোম্পানি খুলেছিল... ওয়াল্ট ডিসনি সেই সময়ে ১৭ বছর বয়সী ছিল এবং কোম্পানিটি অচিরেই দেউলিয়া হয়ে যায়... এর পরে ওয়াল্ট ২০ ডলার আর একটি সুটকেস হাতে নিয়ে হলিউডের পথে তাঁর জীবন পুনরায় শুরুর উদ্দেশ্য নিয়ে যাত্রা করে !







>> ডঃ সিউস যিনি কার্টুনিস্ট হিসেবে অধিক পরিচিত...কখনও মেডিকেলে পড়াশোনা করেননি এমনকি তাঁর পি.এইচ.ডি ডিগ্রি ও ছিল না... যদিও সে তাঁর লেখালেখির সুবাদে অনেক সম্মাননা পেয়েছিলেন... তাঁর ডক্টরেট করার অনেক বেশি অভিপ্রায় ছিল কিন্তু সে তাঁর চিন্তা চরিতার্থ করতে কখনই পেরেছিলেন না ! তাঁর মা সবসময় চাইতেন তিনি যেন বড় হয়ে ডাক্তার হন এবং এই কারণে সে তাঁর নামের আগে সর্বদা Dr. ব্যবহার করতেন!







>> ক্রিস্টোফার কলম্বাসের Indies এর পথ নতুনভাবে আবিষ্কার কিংবা আমেরিকা আবিষ্কার তাঁর দেশে তাকে কখনও বিখ্যাত করেনি... বর্তমান কালে সে অনেক বিখ্যাত মানুষ হলেও তাঁর সময়ে মানুষ তার মূল্য বুঝেছিল না... ১৫০৬ সালে প্রচণ্ড দারিদ্যের শিকারগ্রস্ত কলম্বাস স্পেনে মারা গিয়েছিল অখ্যাত অবস্থাতেই !







>> মেরি কুরি দুইবার নোবেল পুরষ্কার পেয়েছিল...এবং রেডিয়াম মৌল তাঁর অন্যতম আবিষ্কার ছিল। কিন্তু এত কিছু অর্জনের পরেও শুধু নারী হওয়ার কারণে সে ফ্রেঞ্চ অ্যাকাডেমীর সদস্য কখনও হতে পারেননি... !







>> আলবার্ট আইনস্টাইনকে ইসরাইলের প্রেসিডেন্ট হওয়ার জন্য আহবান জানানো হয়েছিল... কিন্তু সে এর প্রত্যুত্তর হিসেবে বলেছিলেন “I have no head for problems” !







>> ১৯৪৪ সালে, ফিদেল ক্যাস্ট্রোকে কিউবার স্কুল পর্যায়ের সেরা অ্যাথলেট হিসেবে ঘোষণা করা হয়েছিল !









*** এই লেখাটি সম্পূর্ণরূপে আমার... ব্লগে এই ধরনের বিষয়ের উপর আগের কোন পোস্ট মিলে গেলে তা co-incidence……no resemblance . আশা করি পোস্টটি ভালো লাগবে ! B-) B-) B-) B-)B-)B-)B-)



















মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পোস্ট ভালো লাগছে

০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৩

রিকি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :) :)

২| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো লাগল!

০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৮

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই :) :) :) :)

৩| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৯

নাইমুল ইসলাম বলেছেন: অনেক কিছু জানলাম। ধন্যবাদ!

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:০১

রিকি বলেছেন: ফিডব্যাকের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই :) :)

৪| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: তথ্যবহুল পোস্ট, বেশ কষ্ট হয়েছে আপনার।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৪

রিকি বলেছেন: পরিশ্রমের ফল মিষ্টি হয় ভাই....ফিডব্যাকের জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)

৫| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন তথ্যবহুল পোস্ট । পরে তৃপ্তি পেলাম । আপনার পরিশ্রম স্বার্থক হয়েছে বলতে পারি ।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৫

রিকি বলেছেন: ফিডব্যাকের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই :) :)

৬| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: বিখ্যাতদের সম্বন্ধে অনেক মজার মজার তথ্যা আছে পোস্টে। উপভোগ্য একটা পোস্ট। ভালো লাগলো।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৭

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই :) :)

৭| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২১

নাহিদ রুদ্রনীল বলেছেন: দারুন পোষ্ট। তবে একটা জিনিস মাথায় ঢুকছে না সলোমন এর ৭০০ স্ত্রী ক্যামনে পসিবল!

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪১

রিকি বলেছেন: ভাই একই প্রশ্ন আমারও মাথায় এসেছে !!! ইহা কিভাবে সম্ভব !! 8-| 8-| 8-| 8-|

৮| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৪

মনিরা সুলতানা বলেছেন: ওরে কত কত আজব রে বরন্য রা
আমাদের মত সাদা সিধে না...
পোস্ট এ +++++++

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪২

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু !:#P !:#P !:#P

৯| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৬

আরণ্যক রাখাল বলেছেন: ভাবছি আমিও ডিকেন্সের মত উত্তর দিকে মাথা করে ঘুমাবো!

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৮

রিকি বলেছেন: ভাই শুভ কাজে দেরি করতে নেই ......আজ থেকেই তাহলে ডিকেন্সের তত্ত্ব বাস্তবায়ন হোক !!! :#) :#) :#) :#)

১০| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৯

শেখ মফিজ বলেছেন: দারুন পোষ্ট।
খুব ভালো লাগল ।

০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩২

রিকি বলেছেন: ফিডব্যাকের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই :) :)

১১| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৫

এম এম করিম বলেছেন: অনেক অজানা মজার তথ্য জানলাম।

ভালো লাগল।

ভালো থাকবেন।

০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৩

রিকি বলেছেন: ফিডব্যাকের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই :) :)

১২| ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪৪

সাফকাত আজিজ বলেছেন: পছন্দ হয়েছে !

০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৪

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই :) :)

১৩| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আরণ্যক রাখাল বলেছেন: ভাবছি আমিও ডিকেন্সের মত উত্তর দিকে মাথা করে ঘুমাবো

আমিও। :)


এধরনের প্রশংসনীয় কাজের জন্য ধন্যবাদ ভ্রাতা।

২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪১

রিকি বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :-B :-B :-B ডিকেন্সের মত উত্তর দিকে মাথা করে ঘুমানোর প্রক্রিয়া তাহলে আজ থেকেই শুরু হোক !!! B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.