নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

“The Girl by the Lake 2007 (Original Title: La ragazza del Lago)”—চলুন দেখে আসা যাক ইটালিয়ান Alpine Mystery র সাপ-সিঁড়ি খেলার মত গল্পের এক সিনেমা.... B:-/ B:-/ B:-/ B:-/

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৫







“Every human life involves an unfathomable mystery, for man is the riddle of the universe, and the riddle of man in his endowment with personal capacities.”



সত্য এবং মিথ্যার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। মিথ্যা কোন বিষয়ের সবথেকে বড় impact, তাকে ঢাকা দেয়ার প্রয়োজন পড়ে কিন্তু এর counter part সত্য উন্মুক্ত হয়েই যায় কোন না কোন সময়। এক মিথ্যা ঢাকতে আরও ১০ টা মিথ্যার আশ্রয় নিতে হয়... কিন্তু সত্য জিনিস একটাই যথেষ্ট... তার ১০টার ভার কেউ বহন করতে পারে না বা কেউ সেটা হজম করতে পারে না। রহস্য জিনিসটাও ঠিক তাই... রহস্য সৃষ্টি হয় মিথ্যার আশ্রয়ে... অবমুক্তি লাভ করে সত্যের সাহায্যে। আজকের সিনেমার বিষয়টাও ঠিক তাই সত্য আর মিথ্যা সম্বলিত মানুষের কিছু অস্বচ্ছ চরিত্রের আবডালে এক Alpine Mystery র গল্প। :|:|







ইটালির এক সুনসান নৈসর্গিক শহর...Martá নামের একটি ছোট্ট মেয়েকে তার মা তার বান্ধবী Lucia র বাড়িতে রেখে যায় night duty র কারণে। Martá সকালে সেই মহিলাটির বাসা থেকে বের হয়ে তার নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে কিন্তু পথমধ্যে তাকে কিছুটা পাগলাটে স্বভাবের এবং উদ্ভট চরিত্রের অধিকারী Mario গাড়িতে করে Martá কে তার বাড়িতে খরগোশ দেখাতে নিয়ে যাওয়ার জন্য পীড়াপীড়ি করে। Martá কিছু না ভেবেই Mario র গাড়িতে উঠে যায়। এদিকে Martá র মা Paula তাকে খুঁজে না পেয়ে Lorenzo র কাছে যায়... এবং সে তাকে বলে তার night shift ডিউটির কারণে আগের রাত্রে Martá কে সে তার বান্ধবী Lucia র কাছে রেখে গিয়েছিল। উধাও Martá কে খোঁজার দায়িত্ব পড়ে Inspector Giovanni Sanzio র উপর যে ব্যাক্তিগত ভাবে খুব কড়া স্বভাবের একজন মানুষ এবং সহধর্মিণীর সঙ্কটাপূর্ণ মানসিক অবস্থায় সে কিছুটা বিচলিত। এদিকে Martá কে Mario তার বাড়িতে নিয়ে গিয়ে তার সব থেকে প্রিয় এবং অসুস্থ খরগোশ “Hercules” এর সাথে পরিচয় করিয়ে দেয়। কিছু সময় পরে Martá র Bathroom এ যাওয়ার প্রয়োজন পড়লে সে Mario কে জিজ্ঞেস করে এবং Bathroom এ যায়। Mario…এর কিছু সময় পরে অস্বাভাবিক ভাবে তার নিজের বাড়িতে ফিরে আসে এবং তার বদরাগী বাবা তাকে জিজ্ঞেস করে “Martá কোথায়” ? সে বলে সে এখানে নাই...এবং সাথে তার বাবা এটাও জিজ্ঞেস করে তার পরিহিত সকালের নীল রঙের জ্যাকেটটি তার গায়ে নাই কেন? এই ব্যাপারে Mario বলে সে জ্যাকেটটি হারিয়ে ফেলেছে! এদিকে Inspector Sanzio শহরটি ঘুরে ঘুরে দেখে এবং Martá র নিখোঁজ হওয়ার ব্যাপারটি খতিয়ে দেখার চেষ্টা করলে কিছু সময়ের মধ্যে সে খবর পায় Martá ফিরে এসেছে...Lorenzo, Paula এবং Inspector Sanzio তাকে তার এত সময়ের অনুপস্থিতির কথা জিজ্ঞেস করলে সে বলে সে Mario র সাথে তার বাড়িতে গিয়েছিল খরগোশ দেখতে... কিন্তু আসার পথে Mario এবং Martá একটি অস্বাভাবিক ঘটনার সামনে পড়ে...। Martá আর Mario উভয়েই Mario র বাসা সংলঘ্ন লেকের ধারে একটি মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে...Mario Martá কে বলে সেই লেকে অনেক সাপের উপস্থিতির কথা এবং বছরের এই সময়ে কেউ লেকের পানিতে নামলে সাপগুলি তাদের বশীভূত করে অজ্ঞান করে দেয়...এই মেয়েটিও হয়ত সেইরকম অজ্ঞান অবস্থায় রয়েছে ! Inspector Sanzio সব ঘটনা শোনার পর আর দেরি না করে, ঘটনাস্থলে আসে Lorenzo কে নিয়ে এবং লেকের ধারে একটি মেয়ের নিথর অবস্থায় পড়ে থাকা দেহ তারা দেখতে পায়... এবং দৈবাতক্রমে মেয়েটির দেহ একটি নীল রঙের জ্যাকেট দিয়ে আবৃত ! পুলিশের পুরো টিম ডাকে Sanzio……মেয়েটির পরিচয়ও পায় তারা...Anna…স্থানীয়দের একজন। পুলিশ আবিষ্কার করে তার ঘাড় চেপে ধরে লেকের পানিতে ডুবিয়ে কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পুলিশ Anna র বাড়িতে যায়, তার পরিচিত মানুষের কাছে তার ব্যাপারে খোঁজ খবর নেয় এবং তার ব্যাপারে সকল তথ্য যোগাড় করতে তৎপর হয়ে উঠে। আস্তে আস্তে বেড়িয়ে আসতে থাকে Anna র খুনের বিষয়ে চাঞ্চল্যকর সব তথ্য। শহরের প্রত্যেকটি মানুষ একবার একবার করে হলেও পুলিশের নজরবন্দীতে পড়ে... কিন্তু জটিল এই কেসের সহজ কোন সমাধানে তারা কোন মতেই পৌঁছাতে পারেনা। এদিকে তার খুনের পিছনে জড়িয়ে থাকে লুক্কায়িত এক গভীর সত্য। কি সেই ঘটনা? কেন খুন হয় Anna? খুনির খুনের পিছনে উদ্দেশ্যই বা কি? কে খুন করে Anna কে? লেকের পাশে নিথর ভাবে পড়ে থাকা Anna র জীবনের এই প্রশ্ন গুলোর জবাব পেতে চাইলে ইটালিয়ান Mystry/Thriller/Drama ঘরানার এই মুভি দেখতে হবে। প্রথমত, বলতে চাই Inspector Sanzio র কথা...... দুর্দান্ত এক অভিনেতা...অল্পভাষী লোকটা চরম মাপের সূক্ষ্ম বুদ্ধির অধিকারী...সব থেকে যেটা ভালো লেগেছে তার কথা বলার ধরণ...গভীর দৃষ্টিতে সামনের মানুষের দিকে তাকিয়ে কথা শুনে যে প্রত্যুত্তর সে দেয়, সামনে অবস্থান করা মানুষ পুরো “Bowled out”!! ;) কিছুটা মেজাজি স্বভাবের কিন্তু রসবোধ সম্পন্ন... Inspector এরকম ধরণের না হলে Mystery সিনেমা ঠিক মানায় না!! :P তার বিশ্লেষণী ক্ষমতার মধ্যে নিজস্বতার একটা ছাপ রয়েছে... যেটা আমার ব্যাক্তিগত ভাবে অনেক ভালো লেগেছে। আর Alpine Italy র নৈসর্গিক কোন শহরে লেকের ধারে একটি অপ্রত্যাশিত খুনের ঘটনা কিছুটা হলেও লেকের ঐ সাপের গল্পের মতই রহস্যমিশ্রিত। প্রাঞ্জল, লেকের পানির মত পরিষ্কার গল্পের প্রেক্ষাপট অথচ রহস্যময়তার জটিল আবরণে বেষ্টিত বলতে যা বোঝায় এই সিনেমাটা ঠিক তাই......সাপ সিঁড়ির মত গল্প... একবার সিঁড়ি দিয়ে উঠে Mario খুনি পরক্ষণে সাপে খেয়ে সেই অপশন বাদ... আবার সিঁড়ি দিয়ে উঠে Anna র boyfriend খুনি... পরক্ষণেই আবার সাপে খেয়ে কেস মাটিতে ! ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই সিনেমা একটা ঠাণ্ডা আবহের থ্রিল দিবে...একবার করে প্রত্যেককেই খুনি লাগবে... কিন্তু যে খুনি তাকে চোখে পড়বেই না শেষ অবধি guaranteed!!!! :P খুব সূক্ষ্মভাবে উপস্থাপনার ভঙ্গি সিনেমাটার, বিশেষত মূল অভিনেতা নিজের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখবে ! আর তার Dialog delivery style মারাত্মক... সব মিলিয়ে হতাশ করবে না। ;) নরওয়ের বিখ্যাত লেখিকা Karin Fossum এর Glass Key award প্রাপ্ত বই “Don’t Look Back( Original Norwegian Title: Se deg ikke tilbake! )” অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে...। এই লেখিকাকে নরওয়েতে ক্রাইম-ফিকশনের রাণী বলা হয়ে থাকে। La ragazza del Lago সিনেমাটি ডিরেক্টর Andrea Molaioli প্রথম সিনেমা ছিল...এবং এই সিনেমাটি দিয়েই তিনি অনেক পুরষ্কার জিতে নিয়েছেন। Italian scenic beauty র সাথে murder mystery র delighted “Ice-cream cake” এর স্বাদ নিতে এই সিনেমার বিকল্প হতে পারে না। A very well crafted movie about a murder mystery which has done because of “one” concealed truth that is totally unpredictable. :|:|:|:|:|







“The Girl by the Lake 2007 (Original Title: La ragazza del lago)”



IMDB rating: 6.6/10

Genre: Mystery/Thriller/Drama

Cast: Toni Servillo, Denis Fasolo, Nello Mascia

Country of Origin: Italy









**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে ! Happy Movie Watching !:#P !:#P !:#P

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: দেখার অপেক্ষায় রইলাম । অনেকদিন ধরে মুভি দেখি না । :(

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৯

রিকি বলেছেন: ভাই আপনি যে গতদিন বললেন ইদানিং যুদ্ধের মুভি দেখছেন! :O :0 তবে এই মুভিটা দেখেন ভাই...Detective টা সেই মাপের :)

২| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ইদানিং মানে গত কয়েক মাসের কথা বললাম । গত কয়েক মাস যুদ্ধের মুভিই বেশি দেখা হইছে :) কেন জানি যুদ্ধের মুভির প্রতি আগ্রহ জন্মাইছে বুঝলাম না । অনেক আগে যুদ্ধের মুভি দেখতাম । রোমান্টিক মুভি অফ !!! কোরিয়ান মুভি দেইখ্যা অবস্থা খারাপ :)

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪২

রিকি বলেছেন: কোরিয়ান মুভি কতকালে আগে দেখেছিলাম ভাই! :( ইউরোপ ভ্রমণ চলছে আমার...ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেলে আবার কোরিয়াতে ফিরব বলে আশা রাখি...peaceful জায়গা তো ! B-) B-)

৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: রিভিউ ভাল লেগেছে। মুভিটা দেখা হয় নি।

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৯

রিকি বলেছেন: দেখে ফেলুন সময় করে.... !:#P !:#P !:#P

৪| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

সানজিদা আয়েশা সিফা বলেছেন: রিভিউ পড়ে ছবিটা দেখতে ইচ্ছে করছে , রিভিউ এর ক্লাইম্যাক্সও সেই রকম , জানতেই পারলাম না আসল খুনি কে ।

সুন্দর রিভিউ এর জন্য ধন্যবাদ ।

২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

রিকি বলেছেন: সিনেমাটা ইটালিয়ান হলেও গল্পটা কিন্তু নরওয়ের...আর আমার ব্যাক্তিগত উপলদ্ধি স্ক্যান্ডিনেভিয়ানরা ঠান্ডা জায়গার মানুষ যেমন হয়, খুনী গুলোকেও চরম ঠান্ডা স্বভাবের গড়ে তোলে এরা নিজেদের ঠান্ডা মনস্তত্ব দিয়ে...কোনভাবেই এদের চিন্তা চেতনা আপনার আমার prediction এর মধ্যে পড়বেই না. এই মুভির কাহিনীও ব্যতিক্রম নয়... B-) অনেক অনেক ধন্যবাদ আপু ফিডব্যাকের জন্য :) :)

৫| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৫

রিকি বলেছেন: আপুনি এতগুলো বিস্ময়সূচক চিহ্ন যে !!!!! :o :o

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.