নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

“The Italian 2005 (Original Title: Italyanets)”--- সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত রাশিয়ান এই সিনেমাটি অমূল্য অনুভূতিগুলোর এক শৈল্পিক ব্যাখ্যা… B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৩





“Basically, the only thing we need is a hand that rests on our own, that wishes it well, and that sometimes guides us.”



সম্পর্ক... মানুষের জীবনে এই একটি শব্দের মূল্য এবং গুরুত্ব অনেক পরিমাণে বেশি। আর সেই সম্পর্ক যদি হয়, মায়ের সাথে সন্তানের অথবা বাবার সাথে সন্তানের--- এই সম্পর্ক দুইটি উভয়েই নিজ নিজ ক্ষেত্রে পৃথিবীর এই দুর্মুল্যের বাজারে অনেক বেশি মূল্যবান। অপরিমেয় মাত্রার এই সম্পর্ক দুইটির সৌভাগ্য পৃথিবীতে অনেকের ভাগ্যে আসে, আবার অনেকের ভাগ্যেই আসে না......অথবা পায়না । কেউ জন্মের পর ভাগ্যহীন হয় অর্থাৎ মা বাবার সান্নিধ্য হারায়, আবার কেউ ভাগ্যহীন হয়ে জন্মায় অর্থাৎ বিনা কারণে পরিত্যক্ত হয়...। শৈশবের গণ্ডি পেরোনোর আগে তাদের সম্মুখীন হতে হয় অভিভাবকহীন এক কঠিন বাস্তবের দুনিয়ায়...এদের কারও কারও আশ্রয় মেলে অনাথাশ্রমে, কারও কারও সেটাও জোটে না । আজ এরকমই অনাথাশ্রমে বেড়ে উঠা ছোট্ট একটি ছেলের জীবনের গল্পের উপর ভিত্তি করে নির্মিত সিনেমা নিয়ে আলোচনা করব। সিনেমার সেই ছোট্ট ছেলের চরিত্র তার মত আকারে ছোট নয়...... বরং অনেক বড় মানুষের তুলনায় অনেক বেশি দৃঢ়। সিনেমার রিভিউ শুরু করার আগে Vanya চরিত্রের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের “মাতৃবৎসল” নামের কবিতাটা উৎসর্গ করতে চাই-- 8-| 8-| 8-|



“ মেঘের মধ্যে মা গো, যারা থাকে

তারা আমায় ডাকে, আমায় ডাকে।

বলে, "আমরা কেবল করি খেলা,

সকাল থেকে দুপুর সন্ধেবেলা।

সোনার খেলা খেলি আমরা ভোরে,

রুপোর খেলা খেলি চাঁদকে-ধরে।'

আমি বলি, "যাব কেমন করে।'

তারা বলে, "এসো মাঠের শেষে।

সেইখানেতে দাঁড়াবে হাত তুলে,

আমরা তোমায় নেব মেঘের দেশে।'

আমি বলি, "মা যে আমার ঘরে

বসে আছে চেয়ে আমার তরে,

তারে ছেড়ে থাকব কেমন করে।'

শুনে তারা হেসে যায় মা, ভেসে।

তার চেয়ে মা আমি হব মেঘ;

তুমি যেন হবে আমার চাঁদ--

দু হাত দিয়ে ফেলব তোমায় ঢেকে,

আকাশ হবে এই আমাদের ছাদ।

ঢেউয়ের মধ্যে মা গো যারা থাকে,

তারা আমায় ডাকে, আমায় ডাকে।

বলে, "আমরা কেবল করি গান

সকাল থেকে সকল দিনমান।'

তারা বলে, "কোন্‌ দেশে যে ভাই,

আমরা চলি ঠিকানা তার নাই।'

আমি বলি, "কেমন করে যাই।'

তারা বলে, "এসো ঘাটের শেষে।

সেইখানেতে দাঁড়াবে চোখ বুজে,

আমরা তোমায় নেব ঢেউয়ের দেশে।'

আমি বলি, "মা যে চেয়ে থাকে,

সন্ধে হলে নাম ধরে মোর ডাকে,

কেমন ক'রে ছেড়ে থাকব তাকে।'

শুনে তারা হেসে যায় মা, ভেসে।

তার চেয়ে মা, আমি হব ঢেউ,

তুমি হবে অনেক দূরের দেশ।

লুটিয়ে আমি পড়ব তোমার কোলে,

কেউ আমাদের পাবে না উদ্দেশ।”










রাশিয়ার এক প্রত্যন্ত জায়গার এক অনাথাশ্রমে বাচ্চা দত্তক নেয়ার উদ্দেশ্যে সুদূর ইটালি থেকে আসে এক দম্পতি- Roberto এবং Claudia. পথমধ্যে তাদের গাড়ি খারাপ হয়ে যায়... অনাথাশ্রমের প্রধানদের একজন Madam, অনাথাশ্রমে ফোন করে সেখান থেকে সাহায্য চেয়ে পাঠায় । তাদের সাহায্য করতে আগমন ঘটে কিছু ছোট বড় অনাথ, বাবা-মা হারা অথবা বাবা-মা পরিত্যক্ত বাচ্চাদের । অনাথাশ্রমে গিয়ে তারা ৬ বছর বয়সী, ব্লণ্ড একটি ফুটফুটে বাচ্চার সাক্ষাত পায়... বাচ্চাটির নাম অনাথাশ্রম কতৃ্‍‍‌‌‌‌‌পক্ষ জানায় Vanya Solntsev। তারা সিদ্ধান্ত নেয় ছেলেটিকে তারা দত্তক নিবে। এদিকে আইনি কার্যক্রমের বিচারে Vanya কে তার দত্তক পরিবারের কাছে হস্তান্তর করার দিন নির্ধারিত হয় দুইমাস পর। ইটালিয়ান দম্পতিটি যাওয়ার সময় Vanya কে অনেকগুলো চকলেট এবং কিছু ইউরো দিয়ে যায়। Vanya যে অনাথাশ্রমে অবস্থান করে, সে অনাথাশ্রমের নিয়ম অনুসারে প্রাপ্ত সকল জিনিস তার অনাথাশ্রমের বড় ভাইদের কাছে দিয়ে দিতে হয় এবং তারা ই সেগুলোকে ভাগ বাটোয়ারা করে থাকে সাধারণত । Vanya র কাছ থেকে তারা ইউরোগুলি নিয়ে তাকে শুধুমাত্র চকলেটগুলি দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। Vanya কে ইটালিয়ান এক সম্পদশালী দম্পতি দত্তক নিচ্ছে... তার দুর্বিষহ ভাগ্য বদলাচ্ছে, তার ভাগ্য সুপ্রসন্ন হয়েছে যা সেই অনাথাশ্রমের অনেকের ক্ষেত্রেই কল্পনাতীত...এসব কারণে অনেকেই তার এহেন সৌভাগ্য হজম করতে পারে না। তারা বিদ্রুপ করে তাকে “The Italian” বলে ডাকা শুরু করে সেদিন থেকেই, বিশেষত তার খুব কাছের বন্ধু Anton । এর দুই-একদিন পর সেই অনাথাশ্রমে একজন মা তার ফেলে রেখে যাওয়া ছেলে Mukhin কে নিতে আসে। অনাথাশ্রম কতৃপক্ষ কোন কিছু না শুনেই তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয় । এদিকে Vanya সেই সন্ধ্যায় রাস্তায় তার কাজের জায়গা থেকে ফিরে আসার সময় সেই মহিলাটির ডাক পায়... এবং মহিলাটি তার কাছে জিজ্ঞেস করে সে তার ছেলে Mukhin কে চিনত কিনা এবং আরও অনেক কিছু । এর কিছু সময় পর Vanya কে মহিলাটি শহরে ষ্টেশন যাওয়ার রুট জিজ্ঞেস করে বাসে উঠে যায়... Vanya ও যথারীতি তার অনাথাশ্রমে ফিরে যায়। পরের দিন তারা সবাই খবর পায়... Mukhin এর মা আগের সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এই ঘটনা শোনার পর সবার মধ্যে একটা চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়... সব থেকে বেশি যে মানুষটির মনে এর গভীর প্রভাব পড়ে সে ছিল “The Italian”.. ছোট্ট Vanya. এই ঘটনার পর থেকে তার মনে হতে থাকে Mukhin এর মত তার মাও যদি কখনও অনাথাশ্রমে ফিরে এসে তার খোঁজ করে এবং সে যদি ইটালি চলে যায় তাহলে তখন তার মা তার সন্ধান পাবে কি করে? আর তার মায়ের পরিণতিও যদি তাকে খুঁজতে এসে Mukhin এর মায়ের মত হয়ে যায়?? সে নিজেই তার মায়ের সন্ধানে বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেদিন থেকে... সম্পদশালীর দত্তক পুত্র হওয়ার সুযোগ সে ত্যাগের চিন্তা করে, নিজের জন্মদাত্রী মায়ের কাছে ফিরে যাওয়ার উদ্দেশ্যে। সে বড় ভাইদের কাছে জানতে চাই, তার মায়ের ঠিকানা বা কোথায় থেকে সে এসেছে তা কিভাবে জানা সম্ভব... তারা বলে Director এর সিন্দুকে সবার নামে একটি করে ফাইল রয়েছে যাতে সবার পিতামাতার ব্যাপারে অথবা তাদের পূর্ববর্তী ঠিকানার ব্যাপারে তথ্য রয়েছে। কিন্তু Vanya কিভাবে কি করবে প্রথমে কিছু বুঝে উঠতে পারেনা কারণ বড় মানুষদের মত তার অক্ষরজ্ঞান নেই, সারাদিন তার অনাথাশ্রমে কাটে বিভিন্ন কাজ করতে করতে এবং সেই পরিবেশে তার পড়ালেখা শেখার মত কোন সুযোগ হয়ে উঠেনি । এরপর থেকে সে পড়াশোনা শেখার জন্য বিচলিত হয়ে যায়... কারণ মায়ের ঠিকানার কাগজ পেলেও তো তাকে সেটা পড়ে দেখতে হবে। সে তার অনাথাশ্রমের বড় বোন Irka র কাছে আবেদন জানায় তাকে যেন সে কিছুটা পড়তে শেখায়... Irka তাকে শর্ত দেয় এর বিপরীতে Vanya কে তাকে ইউরো দিতে হবে। ছোট্ট Vanya তাতেই রাজি হয়ে যায়... গাড়ি মুছে যে সামান্য ইউরো সে রোজগার করে তার কিছু পরিমাণ পড়া শেখার জন্য সে সরিয়ে রাখে। কিন্তু বিধি বাম... প্রথম দিনেই Vanya তার বড় ভাইদের কাছে ধরা পড়ে যায় যারা সবার পারিশ্রমিক হিসেবে পাওয়া ইউরো নিজেদের কাছে গচ্ছিত হিসেবে রেখে দেয়। ফলশ্রুতিতে Vanya কে সেদিন চরম প্রহার করা হয় বেল্ট দিয়ে... এটা দেখে Irka র কিছুটা দয়া হয় বাচ্চা ছেলেটার প্রতি। Vanya কে সে এবার এমনিতেই পড়াশোনা শেখাতে রাজি হয়ে যায়...Vanya রও স্বাক্ষরতার সফর শুরু হয় এভাবেই...। একটি একটি করে প্রথমে সে অক্ষর চিনতে থাকে, তারপর শব্দ, তারপর বাক্য। যখন সে মোটামুটি ভাবে বাক্য কিছুটা বাধাহীন ভাবে পড়তে শুরু করে, সে এক রাত্রে চুপ করে কাউকে না জানিয়ে Director এর ফাইল পত্রের সিন্দুক থেকে নিজের ফাইল বের করার অভিযানে নেমে পড়ে। সিন্দুক খুলতে গিয়ে সে আবার তার অনাথাশ্রমের বড় ভাইদের সম্মুখীন হয়... কিন্তু এই যাত্রায় তাদেরও দয়া হয় Vanya র প্রতি। সে তার নিজের ফাইল থেকে জন্মদাত্রী মায়ের কাছে যাওয়ার প্রাথমিক ঠিকানা পেয়ে যায় “ 18, Frunze Street”. Vanya কি তার মায়ের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায় কাগজটি হাতে পাওয়ার পর? নাকি অনাথাশ্রম কতৃপক্ষ তার ইচ্ছার বিপক্ষে তাকে ইটালিতে পাঠিয়ে দেয়? কি হয় শেষ পর্যন্ত ছোট্ট Vanya র সাথে? অদ্ভুত সুন্দর রাশিয়ান এই সিনেমাটি কিন্তু একটি বাচ্চা ছেলের জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এর মূল আকর্ষণ এর simplicity...সাদামাটা গল্পের আড়ালে কষ্টের চাপা অনুভূতিগুলোর এক picturesque ব্যাখ্যা... আর সব থেকে মন ছুঁয়ে যাবে যে মানুষটি সে “The Italian” itself Vanya। তার অনুভূতিগুলো শুদ্ধ,নিখাদ... তার কষ্টগুলো ব্যাখ্যাতীত... ছোট্ট একটি ছেলে নিজের জীবনের সব কিছু বিলিয়ে দেয় শুধু একটি সম্পর্কের খোঁজে... নাড়ীর টানে সহ্য করে মানুষের নির্মম ব্যবহারগুলো। যদি কেউ অনুভব ভিত্তিক সিনেমা দেখতে অত্যন্ত অপছন্দ করেন বা এই ধরণের Drama সিনেমা যাদের বিরক্ত লাগে দেখতে, তারা দয়া করে avoid করে যাবেন...আর কিছু হলেও বিরক্তি নিয়ে Vanya চরিত্রটিকে বুঝতে পারবেন না । এর আগেও বলেছি, অনেক সিনেমা হয় শুধু দেখার জন্য, মজা নেয়ার জন্য, বা পয়সা উসুল হয়েছে বলার জন্য... এই সিনেমা উপলদ্ধির এবং গল্পটিকে অনুভবের ক্ষমতা এখানে মুখ্য... The Notebook এক রকমের অনুভূতি দিবে এটা আরেক ধরণের । Vanya একাই ১০০ এই সিনেমাতে...এই টুকু ছেলের অভিনয় দেখে বাকরুদ্ধ হয়ে থেকে যেতে হয় কিছু কিছু সময়... বড় মানুষ খাবি খাবে এর অভিনয়শৈলীর কাছে । অনেক বাচ্চা ছেলের আকুতি তাকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেয়া হয়নি কেন, পক্ষান্তরে Vanya র আকুতি তার মায়ের কাছে তাকে যেতে সবাই বাধা দেয় কেন... অনেক বাচ্চা ছেলের দুঃখ তাদের পড়াশুনা করতে হয় কেন, পক্ষান্তরে Vanya র দুঃখ তার অক্ষরজ্ঞান নেই কেন, যদি থাকত তাহলে অতি সহজেই সে তার জন্মদাত্রী মায়ের ঠিকানাতে পৌঁছে যেতে পারত......অনেক বাচ্চা ছেলের দুঃখ এর থেকে ভালো অর্থাৎ luxurious জীবন তাদের পিতা মাতা তাদের দিতে পারে না কেন, পক্ষান্তরে Vanya র দুঃখ তাকে তার অজান্তে এবং অনিচ্ছায় কিছু স্বার্থান্বেষী মানুষ অন্যের কাছে বিক্রি করে দেয় কেন!!!! অনেক প্রতিকূলতার সামনে পড়েও সে তার একটি ছোট্ট অভিপ্রায়ের হাত ছেড়ে দেয়নি এক মুহূর্তের জন্যও “ আমার মায়ের কাছে আমাকে পৌঁছাতে হবে ” । ৭৮ তম অস্কারে এটি রাশিয়ার হয়ে Academy Award for Best Foreign Film Category তে প্রতিনিধিত্ব করেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তা final list পর্যন্ত যেতে পারেনি । Andrei Kravchuk এর পরিচালনায় নির্মিত এই মুভি একটি ৬ বছর বয়সী ছোট্ট বাচ্চার তার মাকে খোঁজার গল্প যতটা না, তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে “The Italian” খ্যাত Vanya র নিষ্পাপ ,অমূল্য অনুভূতিগুলোর এবং আকুতিগুলোর এক সহজ সরল কিন্তু শৈল্পিক visual interpretation. Vanya Solntsev এর অনুভূতি যদি প্রকাশ করতে হয় নিজের ভাষায় তাহলে আমি এভাবে করতে চাই “Though my mother left me to live in an orphanage because of some unwanted reason but I would never leave her in weal and woe…I will never want to see my mother to die like Mukhin ’s mother…I will want to stand beside my mother now and ever.” A tremendous movie which depicts the quest of a mother by a little boy and his tiny but valuable feelings. !:#P !:#P !:#P







“The Italian 2005 (Original Title: Italyanets)”



IMDB rating: 7.6/10

Genre: Drama

Cast: Nikolay Spiridonov, Mariya Kuznetsova, Nikolay Reutov |

Country of Origin: Russia







**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে ! Happy Movie Watching !:#P !:#P !:#P









মন্তব্য ৯১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৮

এরিসপ্লেটো বলেছেন:

প্রথমেই প্রশ্নটা অদ্ভুত সুন্দর হয়েছে। এই প্রশ্নের লেজুড় ধরে আরো অনেক প্রশ্ন মনে চলে আসলো।

এই ব্লগে আরো কত আগে আগমনের দরকার ছিলো?
এই পৃথিবীতেও আসলে কত আগে আগমনের দরকার ছিলো?
এই পৃথিবীতে কি মানুষের আদৌ আগমনের দরকার ছিলো??
এই পৃথিবীতে এসে মানুষ কি পেলো?
মানুষ যদি কিছু পায়, তবে আমিও পাবার কথা, কিন্তু সেটা কি?
সেটা কি এই ব্লগ আইডি?
এই ব্লগ আইডিটা আসলে কত আগে পাওয়া দরকার ছিলো?

লুপে পড়ে যাচ্ছি বাছা। একটু ভেবে আসি।;)

২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৭

রিকি বলেছেন: ভাই আপনি লুপে পড়ে গেছেন ই যখন--- ফাঁকে ফাঁকে loo তেও ঘুরে এসেন--- মাথা খুলে যাবে !!!! :P :P :P :P :P :P আপনার এত মহান মহান অতলস্পর্শী প্রশ্নের সব উত্তর আপনি সেখানেই পাবেন বলে আশা রাখছি !!!! !:#P !:#P !:#P আমার ব্লগে আপনার চরণধুলি পড়াতে আমি নিজেকে কৃতার্থ মনে করছি !!! :-< :-< :-< :-< :-<

২| ২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৯

এরিসপ্লেটো বলেছেন:


ধন্য করতে পেরে ধন্য রিকি ভাইয়া। ;)

২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫০

রিকি বলেছেন: আহা সাধু........সাধু |-) |-) |-) |-) |-)

৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৬

হাসান মাহবুব বলেছেন: অবশেষে কমন পড়লো একটা মুভি। অনেক আগে দেখসিলাম। বেশ আবেগাপ্লুত হয়েছিলাম দেখে।

২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

রিকি বলেছেন: কেমন আছেন ভাই???? :) :) :) আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছি এটা দেখে আর ঐদিকে Mother of Mine (Finnish: Äideistä parhain) দেখে :( :( :( :( :( বাচ্চাটা কি দারুন অভিনয় করেছে না ভাই এই মুভিটাতে !:#P !:#P !:#P !:#P !:#P

৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২২

শায়মা বলেছেন: এরিসপ্লেটো

হা হা

২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

রিকি বলেছেন: ভ্রাতা দ্বৈত নামের দার্শনিক আপুনি...... ;) ;) ;) ;) ;) ;) আপনিও কিছু শিখে নিতে চাইলে শিখতে পারেন আপুনি , আমি যেমন ভ্রাতার কাছে রিভিউ লেখার শিষ্যত্ব গ্রহণ করেছি B-)) B-)) B-))

৫| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন: এরিস্টটলের হাফ আর ফুল প্লেটো = এরিসপ্লেটো ;)

২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

রিকি বলেছেন: আহা শতদ্রু ভাই আইস্যা পড়ছে রে এ এ এ এ এ এ এ এ এ এ এ এ--- =p~ =p~ =p~ আহা বড়ই সৌন্দর্যের ব্যাখ্যা দিলেন ভাই B-)) B-)) B-)) B-))

৬| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

এরিসপ্লেটো বলেছেন:

হে মানবজাতি,

"সাধু, সাধু!!" জপ যারা বেশি করবে ধরে নিও পারে তারাই অসাধু।

ধিক সেই সাধু, যে অতি সাধু!!

২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১১

রিকি বলেছেন: ভ্রাতা আমি তো চলিত সাধুর কথা বলছিলাম... সাধু সন্ন্যাসী ভাবলে তো আর করার কিছু নাই! ভন্ড সাধু হওয়ার থেকে কি অসাধু উত্তম নয় ভ্রাতা....!!??!!

৭| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

জেন রসি বলেছেন: হে এরিসপ্লেটো দার্শনিক!!!!!!!!

আপনি কি?

সাধু????

অসাধু????

অর্ধেক সাধু????

নাকি অর্ধেক অসাধু?????

২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

রিকি বলেছেন: ভ্রাতা এরিসপ্লেটো সাধু চলিত মিশ্রিত কনফুসিয়াস Confusing দার্শনিক জেন রসি ভাই... :-P :-P

৮| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২০

এরিসপ্লেটো বলেছেন:

ব্যকরনের সাধু একটু বিরক্তিকর। চলিতকে ধারন করে সময়ের সাথে বহমান হতে পারো।

আর বাছা,

আমি এই রহস্যময় মানব জাতির অংশ। তাই আমার মধ্যেও বর্তমান সাধু, আমার মধ্যেই বর্তমান অসাধু। কখন সাধু, কখনো অসাধু, কিন্তু দুটো একসাথে কখনোই নয়।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০১

রিকি বলেছেন: ভ্রাতা বৈয়াকরণবিদ আপনার বাণী নিয়ে একটা বই লেখেন...হেমায়েতপুরে চলবে ভালো!

৯| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২২

শায়মা বলেছেন: ভ্রাতার দ্বৈত নিকখানি আমি আমার দ্বৈতসত্তায় দেখিতে পাইতেছি আপুনি!!!


কাজেই উনার কাছে আমার শিখিবার কিছু নাই !!!!!!

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৫

রিকি বলেছেন: আপুনি লক্ষ টাকার কথা একেবারে :)

১০| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: ভ্রাতার দ্বৈত নিকখানি আমি আমার দ্বৈতসত্তায় দেখিতে পাইতেছি আপুনি!!!


কাজেই উনার কাছে আমার শিখিবার কিছু নাই !!!!!!

এইটা একটা কাজের কথা হইছে।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৬

রিকি বলেছেন: হুম একেবারে B-)

১১| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

এরিসপ্লেটো বলেছেন:

কারো কাছেই কারো শিখবার খুব বেশি কিছু নেই। শিক্ষা নিজের উপলব্ধিতে।

আর সত্ত্বাও দ্বৈত নয়, সত্তা এক, এবং অভিন্ন। কিন্তু রুপ ভিন্ন ভিন্ন। নিজেদেরই করে ছিন্ন ভিন্ন।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৯

রিকি বলেছেন: ভ্রাতা ছিন্ন ভিন্ন, ভিন্ন ছিন্ন...আপনি একা আমরা অভিন্ন.

১২| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

মনিরা সুলতানা বলেছেন: হায়রে পুলাপান পোস্ট রাইক্ষা বাকি সব বিষয় নিয়া কথা কইতাছে।

ইয়ে মনে হয় মুভি টা ভালই

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৩

রিকি বলেছেন: আপু এরিসপ্লেটো ভ্রাতার অমৃত (!!) কনফুসিয়াস বাণী জোয়ারে ভাসছি আমরা! ইয়ে মানে আমি কি কোন রিভিউ দিয়েছি আজ...! ;) ;)

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০০

শতদ্রু একটি নদী... বলেছেন:

এইডা কি কইলেন মনিরা আপা? পোষ্ট একটা হইলেই হইলো। গ্যাজানোই আসল বিষয়। :P :P

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৫

রিকি বলেছেন: এক্কেরে হাসা কথা কইছেন ;) ;)

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৮

বদিউজ্জামান মিলন বলেছেন: ভাই এই সিনেমার ডাউনলোড লিঙ্কটা কি দেওয়া যায়?

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২২

রিকি বলেছেন: ভাই ডাউনলোড লিঙ্ক টরেন্ট সাইট হওয়ায় শেয়ার করি নি...আপনি ভাই The Italian 2005 torrent লিখে গুগলে সার্চ দিবেন...kickass বা bitsnoops এর লিঙ্ক চলে আসবে..2005 না লিখলে The Italian Job আসে! ব্লগের নিয়ম মতে টরেন্ট লিঙ্ক শেয়ার মানা আছে...আর ডিরেক্ট লিঙ্ক এই মুভিগুলোর আমি অন্তত খুঁজে পায়না :( মন্তব্যের জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ :)

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৭

দীপংকর চন্দ বলেছেন: বরাবরের মতো অনেক ভালো লাগা থাকছে।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৩

রিকি বলেছেন: কেমন আছেন দাদা? অনেকদিন পর আমার ব্লগে আসলেন :) :) অনেক অনেক ধন্যবাদ দাদা.....ভালো থাকবেন এবং অনেক শুভকামনা :) :)

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৩

এরিসপ্লেটো বলেছেন:

অভিন্ন সত্ত্বার ব্যাপারটি এখনো ত্বাত্তিক পর্যায়েই আছে। হয়তো একসময় মানবজাতি নিজেদের অভিন্নসত্ত্বায় উন্নীত করতে সক্ষম হবে। হয়তো তখন শত বর্ষ পুরোনো কবি রবী ঠাকুরের মতো করে হাজার বছর পরের অভিন্ন সমন্বিত সত্তার কবি "টবি মাগুর" আবার লিখবেন,

"আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে!"

তখন অবশ্য তার মানে ভিন্ন হবে। অভিন্ন হয়ে সবাই সেই সমন্বিতভাবে এই পৃথিবীর রাজা হয়ে থাকবে। থাকবেনা রাজায় রাজায় রাগারাগি।

আহ! ভাবতেও ভালো লাগছে! ;)

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৩

রিকি বলেছেন: ভাই আপনার সকল বাণী আপনার ব্লগে লিখেন...আমার ব্লগে এসে আর মাথা নষ্ট করেন না. আপনার মাথায় যথেষ্ট সমস্যা আছে....ফালতুমির সীমা অনেক আগেই আপনি পার করে ফেলেছেন.

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৮

নীল জানালা বলেছেন: বহুদিন আগে দেখসিলাম.... ইতালিয়ানেৎ্স্

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৪

রিকি বলেছেন: কেমন লেগেছে ভাই মুভিটা ? :)

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০২

নীল জানালা বলেছেন: https://www.youtube.com/watch?v=dZW2CGdWTkk

কেউ দেখবার চাইলে ইউটিউবে আছে ফিলিমডা। তবে রাশিয়ান ভাষায়। ইংলিশও থাকতে পারে.... জানিনা...।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৬

রিকি বলেছেন: ভাই ইউটিউব লিঙ্কটা শেয়ারের জন্য অনেক অনেক ধন্যবাদ...ফেসবুকে কিছু আগেই একজন লিঙ্ক চেয়েছে. So many many thanx again :) :) :)

১৯| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৩

নক্ষত্রচারী বলেছেন: দেখি নাই :(

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮

রিকি বলেছেন: দেখেন ভাই...সত্যি ঘটনা অবলম্বনে অনেক অনেক দারুণ একটা মুভি. :) :) :)

২০| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫১

শায়মা বলেছেন: হা হা রুকমনি আপু তুমি দেখছি মহা রাগী আপুনি!!!!!!!!!!! :P


যাক দরকারে খড়গ হস্ত ধারিনীকে আমি ভালোবাসি!!!!!!!!!:)

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৭

রিকি বলেছেন: আপু একটা সত্যি কথা বলি...আমি ব্যাক্তিগতভাবে অত্যন্ত short tempered ছোট থেকেই...তবে সবক্ষেত্রে রাগ উঠে না. মহাশয় অত্যন্ত বাড়াবাড়ি রকমের বিরক্তিকর...আমি অবশেষে বাধ্য হয়েছি কড়া ভাষায় কথা বলতে. তার নিজস্ব বয়ান ঝাড়ার জন্য কি আমার, আপনার ব্লগ পেজ খোলা হয়েছে নাকি...টবি মাগুর, সাধু অসাধু..তাই শেষ মেষ আর মেজাজ ধরে রাখতে পারিনি আপুনি. মনে কিছু করেন না আপনারা :(

২১| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০১

জেন রসি বলেছেন: হা হা হা.........

কোন এক দার্শনিক বলেছেন রাগ করা ভালো না।অনুরাগ করতে হবে :P

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১০

রিকি বলেছেন: ভাই অনুরাগের ছোঁয়া এইসব বিরক্তিকর public এর ক্ষেত্রে applicable নয়...ভালভাবে তার সাথে কথা বলা হয়নি এখানে বলেন ? আমাদের ব্লগে একটা friendly environment সবাই maintain করে...আমরা ইয়ার্কি করি,ফাজলামো করি, একে অপরের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছি ভার্চুয়াল জগতে....কিন্তু আমার মনে হয়না মানসিক ভারসাম্যহীন তত্ত্ব কেউ কখনও ঝেড়েছি কারও উপর?? তাকে দুই লাইনে উত্তর দিলেও প্যাঁচাল পারে, তাকে পাঁচ লাইনের মারপ্যাঁচ দিলেও সে দর্শন তত্ত্বের লিমিট ক্রস করে...রাগ করব না তো কি করব বলেন তাহলে !?! কিছুক্ষণ আগে দেখলাম শায়মা আপুর পেজেও সে একি কাজ করেছে...

২২| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৬

শায়মা বলেছেন: জেন রসি বলেছেন: হা হা হা.........

কোন এক দার্শনিক বলেছেন রাগ করা ভালো না।অনুরাগ করতে হবে :P


হা হা বাট রিকি আপুর রাগ দেখে আমি হাসতে হাসতে মারা গেছি।

দার্শনিকের দর্শন ছুটে গেছে!!!!!!!!!!!!!


হাহাহাহাাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা


৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১২

রিকি বলেছেন: দর্শন কোথায় ছুটেছে দেখেন নীচে মাকড়সা তত্ত্ব দিয়েছে :-/

২৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৫

এরিসপ্লেটো বলেছেন:

বাছা,

ফালতুমি শব্দটা অভিধানে অনুপস্থিত। শব্দটা নিয়ে ভাবনার অনেক ব্যাপার আছে। এটা কি আঞ্চলিক শব্দ নাকি মস্তিস্কে সাময়িক গন্ডগোলের ফলে উদ্ভুত কোন অর্থহীন শব্দ এটা নিয়ে গবেষনার দ্বায়িত্ব ভাষাবিদিদের দেয়া উচিত নাকি মনোবিদদের সেটা আগে ঠিক করা যেতে পারে। যেমন, রবার্ট ব্রুস মাকড়সাদের থেকেও শিক্ষা নিয়েছিলেন। মাকড়সাও আপাত দৃষ্টিতে সামান্য সাইজের ভীতিকর একটি প্রানী ছাড়া কিছু নয়।

হে মানব জাতি, তোমরা ভাবো এবং ভাবতেই থাকো। ভাবতে ভাবতেই বুঝতে পারবে জীবন নিয়ে খুব বেশি ভাবারও কিছু নেই। ;)

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৬

রিকি বলেছেন: ভাই দয়া করে ভালো মনোবিদ দেখান...আপনার একটা ভালো ইলেকট্রিক ট্রিটমেন্টের খুব দরকার

২৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৪

শায়মা বলেছেন: হা হা ফালতু দার্শনিক!!!!!!!!!!!!!!

রুকমনি আপু তোমাকে একটা এ্যওয়ার্ড দেবো!!!!!!!!!:)


লাভ ইউ আপুনিমনি!!!!!!!!!!!!!


সত্যবাদীতার জন্য নোবেল !!!!!!!!!! :P

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৮

রিকি বলেছেন: আপুনি award এর দরকার নেই...আপাতত ভালো কোন মনোরোগ বিশেষজ্ঞের নাম suggest করেন এরিসপ্লেটোকে

২৫| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন:

কে বলছে??

গোপনে সে এখনো মজা নিচ্ছে। ;)

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৯

রিকি বলেছেন: হ্যাঁ আমি এই চক্করে কি পোস্ট দিয়েছিলাম সেটাই ভুলতে বসেছি :(

২৬| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
মনঃমুগ্ধকর ছবিটি দেখার সৌভাগ্য ঘটেছিল ৷সবারই দেখা উচিৎ ৷

স্মরণের জন্য ধন্যবাদ আপনাকে ৷

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৪

রিকি বলেছেন: ভাই প্রথমত আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাকে আমার পোস্টের কথা স্মরণ করিয়ে দিয়েছেন "এটা একটা মুভির পোস্ট" .... :( এক শব্দে superb একটা মুভি...দেখেছি সাথে Vanya র ছোট্ট মনের আকুতিগুলো অনুভবও করেছি :) :)

২৭| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৭

শায়মা বলেছেন: লেখক বলেছেন: আপু একটা সত্যি কথা বলি...আমি ব্যাক্তিগতভাবে অত্যন্ত short tempered ছোট থেকেই...তবে সবক্ষেত্রে রাগ উঠে না. মহাশয় অত্যন্ত বাড়াবাড়ি রকমের বিরক্তিকর...আমি অবশেষে বাধ্য হয়েছি কড়া ভাষায় কথা বলতে. তার নিজস্ব বয়ান ঝাড়ার জন্য কি আমার, আপনার ব্লগ পেজ খোলা হয়েছে নাকি...টবি মাগুর, সাধু অসাধু..তাই শেষ মেষ আর মেজাজ ধরে রাখতে পারিনি আপুনি. মনে কিছু করেন না আপনারা :(


আপুনি!!!!!!!!!!!!!!


থাক থাক ছোট মানুষ!!!!!!!!


ভুল করেছে!!!!!!!!!!!!!!!


মাফ করে দাও !!!!!!!!!!!!!!!!!!!

দেখোনা আমাকে মানে আমার মত বিশ্ব সুন্দরীকে এই অবার্চীন বালক বলে আমি নাকি পেত্নী!!!!!!!!!! মোটি!!!!!!!!!!!! আবার আজ বলেছে ডাইনীিও!!!!!!!!!!!

B:-) B:-) B:-)

কি আচানক কথাবার্তা!!!!!!!!!!!


আমাকে তো এইসব বলা দেখে কত মানুষ যে বললো( আল্লাহর কসম বলেছে কিন্তু) এই সব বলে আর তুমি সহ্য করো!!!!!!!!!!!!!

তারাও অবাক!!!!!!!!!


তবুও আমি কিছু বলিনা দেখোনা!!!!!!!


তার বয়স কম !!!!!!!!!!! কি বলে না বলে !!!!!!!!!!!


থাক থাক আর রাগ করোনা আপু!!!!!!!!!!!!


আমি জানি তুমি টবি মাগুর বলায় আর উল্টা পাল্টা বুজরুগীতে এমনিতেই খেপছিলে!!!!!!!!!! :P


লাভ ইউ আপুনিমনি!!!!!!!!!!!


আর রাগ করোনা!!!!!!!!!!! প্লিজ প্লিজ প্লিজ!!!!!!!!!!!!!!

:) :) :) এই বার হাসো!!!!!!!!!!!!!!

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৮

রিকি বলেছেন: আপুনি দুপুর থেকে দর্শন তত্ত্ব পড়ে পড়ে আমার দাঁতগুলো ধর্মঘটে গেছে! :( এরিসপ্লেটো বিদায় না হলে ধর্মঘট অব্যাহত থাকবে :-| :-| :-|

২৮| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৪

জেন রসি বলেছেন: হে মানব জাতি,

মুসোলিনি নামক এক মহান দার্শনিক বলেছিলেন "যুদ্ধই জীবন"।তাই তোমরা যুদ্ধের দিকে ধাবিত হও।শায়মা নামক আগুনে পানি ঢালা দার্শনিকের কথা তোমরা শুনিও না।প্রচণ্ড রাগের ভিতরেই আছে সৃষ্টির উল্লাস।তাই তোমরা রাগের তীব্রতা বড়াতে থাকো। মুক্তি সুনিশ্চিত।

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩১

রিকি বলেছেন: ভাই হিটলার বলেছিল না এই কথা ? যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন :-/

২৯| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৭

শায়মা বলেছেন: জেন রসি বলেছেন: হে মানব জাতি,

মুসোলিনি নামক এক মহান দার্শনিক বলেছিলেন "যুদ্ধই জীবন"।তাই তোমরা যুদ্ধের দিকে ধাবিত হও।শায়মা নামক আগুনে পানি ঢালা দার্শনিকের কথা তোমরা শুনিও না।প্রচণ্ড রাগের ভিতরেই আছে সৃষ্টির উল্লাস।তাই তোমরা রাগের তীব্রতা বড়াতে থাকো। মুক্তি সুনিশ্চিত।



ঐ জেন ভাইয়া!!!!!!!!!!

তোমরা কি দার্শনিককে ক্রুশবিদ্ধ করে মারতে চাও নাকি!!!!!!!! জন গন পিছে পিছে এমনিতেও খেপিয়া উঠিয়াছে। আমি বিশস্থ সুত্রে খবর পাইয়াছি। তুমি আর অগ্নিতে ঘৃত ঢালিওনা!!!!!!!!!


শেষে কান্না করবে বাচ্চাটা!!!!আহালে!!!!!!!:(

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩২

রিকি বলেছেন: কে কাঁদবে আপুনি ??? :o

৩০| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৫

জেন রসি বলেছেন: নিখাদ বিনোদনের মধ্যে জনগণ কোন আনন্দ খুঁজে পায় না। :(

আফসোস :(

আমিত মজা করছিলাম :)

আইচ্ছা, অফ গেলাম :)

রিকি আপু রাগ কইরেন না :)

আপনিও কোন একদিন শতদ্রু ভাইয়ের সাথে মজা নিয়েন :)

অপেক্ষায় থাকলাম :)

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৯

রিকি বলেছেন: ভাই একজন এসেই তো মজার লেবু তেতো করে দিল...মহান দার্শনিক এরিসপ্লেটো :-| আমার তো রাগ ঐ public এর উপর হয়েছে...আপনারা কি করলেন, আর আপনাদের উপর রাগ করবই বা কেন! :o :O যদি কোনরূপ অন্যায় করে থাকি ভাই তাহলে সত্যিই দুঃখিত... :( তবে trust me এরিসপ্লেটো public এর উপর আমার ভীষণ মেজাজ চটেছে. Polite থাকার চেষ্টা করেছিলাম কিন্তু সে থাকতে দিল না :-|

৩১| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৫

জেন রসি বলেছেন: রিকি আপু, ভাই সহজ সরল মনে ফান করেছেন।

আপনার রাগের কারন বুঝতেছি।

রাগ কন্ট্রোল করুন।

তখন সব কিছু মজা মনে হবে।

বেশী রাগ হলে কমেন্টগুলো মুছে দেন।



৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০১

রিকি বলেছেন: এবার তাই করব জেন রসি ভাই...উনার অন্যান্য জায়গায় মন্তব্য দেখেন সব একই ধরনের...সে ফান করছে, না আমাদের কষ্ট করে লেখা পোস্টের ফান বানাচ্ছে..বলেন ভাই ? আপনি শায়মা আপুর পোস্ট দেখেন, কঙ্কণা নিকের পোস্ট দেখেন...একই কাজ করেছে সে. তাহলে এগুলো কি ভাই ? ব্লগে আমরা একটা ভালো মানসিকতা নিয়ে আসি কিনা...আপনার কি মনে হয়না তার মাথায় মণ খানেক ছিট আছে? ওনার পোস্টে সকালে আমি আর মনিরা আপু উভয়েই মন্তব্য করেছিলাম...একটু দেখেন প্রত্যুত্তর দিয়েছে কি!

৩২| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: হায়রে পুলাপান পোস্ট রাইক্ষা বাকি সব বিষয় নিয়া কথা কইতাছে।

ইয়ে মনে হয় মুভি টা ভালই।




যা হোক 'বাছা' শব্দটি আমার অপছন্দ হয়েছে।


৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৯

রিকি বলেছেন: রাজপুত্র ভাই আমরা নার্সারী স্কুলের student আর মহাশয় এরিসপ্লেটো দর্শনতত্ত্বে সক্রেটিসের সাথে পাশ করেছেন তো তাই আমি বা আমরা বাছা ! কেন তাহলে রেগে গেছি হঠাত্‍ তাহলে একটু ভেবে দেখুন ভাই...

৩৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৩

শতদ্রু একটি নদী... বলেছেন:

কে? কে আমারে, থুক্কু, এরিসপ্লেটোরে ইলেকট্রিক ট্রিটমেন্ট দিতে চাইলো?? X(

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১২

রিকি বলেছেন: ভাই আমি এরিসপ্লেটোকে ইলেকট্রিক ট্রিটমেন্ট দিতে চেয়েছি....আপনি আমার ইলেকট্রিক ট্রিটমেন্টের ব্যবস্থা করেন....কিন্তু দয়া করে ঐ পাবলিককে আর এনেন না...মাথা পুরাই আউলিয়ে দিয়েছে উফফফ

৩৪| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৭

রঙতুলি বলেছেন: মুভি টা দেখতে হবে ;)

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১৫

রিকি বলেছেন: হ্যাঁ হ্যাঁ অবশ্যই...এটার সাথে Mother of mine টাও দেখতে পারেন...অদ্ভূত সুন্দর গল্প দুটোরই :) :) :)

৩৫| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৬

শতদ্রু একটি নদী... বলেছেন:


বাছা,
যদি কখনো রেগে গিয়ে এমন মনে করো যে কাপছো নাকি কাদছো। ধরে নিও, তবে রাগটা আর রাগে সীমাবদ্ধ নেই। তোমার অবস্থা সেই দিশেহারা বেকারের মত, যার প্রেমিকাও চলে গেছে আর সেই সাথে চাকরী! ;)

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৫৬

রিকি বলেছেন: ভাই কান্না আমার এখন খুব কম সময়ই আসে...হারানোর মত কিছুই নাই so ভয় পায় না কিছুতেই...চাকরী নাই, প্রেমিকা আমার কখনও হওয়া সম্ভব নয়.....আমার মনে হয় আর কিছুই ব্যাখ্যা করার দরকার নেই. পুরোটা দিন সাড়ে সর্বনাশ করার জন্য আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই..

৩৬| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:০০

শতদ্রু একটি নদী... বলেছেন: সরি, কোনভাবেই আর কোনদিন বিরক্ত করা হবেনা। ভুল হইছে।

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৮

রিকি বলেছেন: ব্যাপার না ভাই

৩৭| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৮

জনাব মাহাবুব বলেছেন: দারুন একটি মুভির রিভিউ দিছেন। রিভিউ পইড়াই চোখে পানি আইসা গেল। :(

রবীন্দ্রনাথের কবিতাখানি ব্যাপক লাগছে। এর আগে উনার এই কবিতাখানি পড়া হয়নি।

মুভি অলরেডি ডাউনলোড শুরু হইয়া গেছে B-))

৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০২

রিকি বলেছেন: এই মুভি আমি ৭ দিনে ডাউনলোড করেছি ভাই !!!!! :(( :(( :(( :(( রবীন্দ্রনাথের এই কবিতাখানি শিশু কাব্যে রয়েছে । দেখে জানিয়েন ভাই কেমন লাগল। :) :) :) :)

৩৮| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৮

শায়মা বলেছেন: Vanya কথা পড়ে মাসুমভাইয়ার রুমাল গল্পের কথা মনে পড়লো।

৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৪

রিকি বলেছেন: নীচের লিঙ্কে পড়ছি আপু :)

৩৯| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪১

শায়মা বলেছেন: Click This Link


এই যে সেই এতিম ছেলের গল্প রিকি আপুনি।

৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৫

রিকি বলেছেন: :( :( :( :( :(

৪০| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৫

আমি সাদমান সাদিক বলেছেন: ঝুড়িতে নিয়ে নিলুম :D ধন্যবাদ ।।

০১ লা মে, ২০১৫ রাত ১:০২

রিকি বলেছেন: আহা বেশ বেশ বেশ ;) ;) ;)

৪১| ০৩ রা মে, ২০১৫ রাত ১:৩০

সুমন কর বলেছেন: চমৎকার রিভিউ, দেখার লিস্টে রাখলাম।

৭+।

০৩ রা মে, ২০১৫ দুপুর ১:০৮

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা--- সিনেমাটা দেখেন, অনেক্কক্কক্কক্কক্ক ব্যাপক :-B :-B :-B

৪২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

সাহসী সন্তান বলেছেন: এই লেখাটা যখন প্রকাশিত হয় তখন আমি ব্লগেই ছিলাম না। অথ্যাৎ এটি আমার ব্লগে আইডি খোলার ৬ দিন আগে প্রকাশিত একটি পোস্ট। আপনাকে অশংখ্য ধন্যবাদ পোস্টটা শেয়ার করার জন্য। পোস্টটা দারুন হইছে তবে সব থেকে বেশি মনযোগ ছিল কমেন্ট গুলোর দিকে। কমেন্ট পড়ে আমি হাসতে হাসতে................... B-)) B-)) কি আর কমু................... :#) :#) বোধ হয় এই জন্য নদীভাই ঐখানে আমারে বলছে যে 'রিকি ভাইয়ার মেজাজ কিন্তু সবসময় বর্ডারে প্রস্তুত থাকে। এইটা এক গোপন ভুক্তভোগী আমারে কানে কানে বলছে।' :P

-হুম বিষয়টা বুঝছি। তাইতো বলি, উনি আপনার থেকে এত সাবধান থাকেন কেন! আপু নদী ভাইয়ার মত আমার ও কি সাবধান থাকতে হবে?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

রিকি বলেছেন: না ভাইয়া পোস্টে কমেন্ট দেয়ার পরে দেখি, শতদ্রু ভাই আমাকে MTV Bakra বানিয়েছিল!!! X(( X(( না না, আমার মেজাজ বর্ডারে থাকে না, ঐ দিন রেগে গেছিলাম আর কি একটু একটু। আমি খুব একটা খারাপ মানুষ না ভাই (নিজের হয়েই advocacy করছি)!!! :( :( সাবধানে থাকার দরকার নাই !!!! :-B

৪৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন: সাবধান, খুব সাবধান সাহসী ভাই। ;)

রিকি ভাইয়ার হলিউডের পোস্টটায় একটা মুভির স্ক্রিপ্ট আছে। দেখতে পারেন। ক্যারেক্টারগুলা চিনলেও চিনতে পারেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

রিকি বলেছেন: সাবধানতার দরকার নাই--আপনার এরিসপ্লেটোর ক্ষেত্রে এই নিয়ম চলবে, আর কারও ক্ষেত্রে না !!!! ;)

৪৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

সাহসী সন্তান বলেছেন: ভাবতাছি ঢালিউড, হলিউড কিংবা বলিউড কোন সিনেমাই আর দেখুম না। এবার নিজেই একটা সিনেমা বানামু।

তাতে নদী ভাইরে দিমু দার্শনিকের পাটে, শায়মা আপু দাদীর পাটে (উনি শুধু রান্নার মেনু শিখাবেন)। সুমন কররে দিমু পুলিশ পোস্টে, অপু ভাই থাকবে নায়ীকার বডিগার্ড। আপাতত নায়িকা খুঁজে পাচ্ছি না। কেউ থাকলে আওয়াজ দিয়েন!!

আর সেই সিনেমার মুভি রিভিউ করবে সাংস্কৃতিক মন্ত্রী জনাবা 'রিকি' আপু।

ছবির নাম হবে "ছাড়ে দে মা কেন্দে বাঁচি"......!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

রিকি বলেছেন: নায়িকা উর্বি আপুরে বানান !!!!! ;) অপু ভাই বডিগার্ডের রোল পেলে সুমন দার কাছ থেকে বন্দুক ধার নিয়ে আপনার খুলি উড়িয়ে দিবে !!! B-)) এই সিনেমার রিভিউ লিখলাম আগেই 'নামেই সুপার ফ্লপ' !!!!! :P :P :P

৪৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

সাহসী সন্তান বলেছেন: আপনি উর্বি আপুর লগে যোগাযোগে করেন, 'কত পাইলে উনি এই সীনেমায় অভিনয় করবেন'?

টাকা নিয়ে ভাববেন না! মানি ইজ নো প্রবলেম! ফকির ব্যাংকের একটা চেক লিখে দিলেই কাম খতম!

অসুবিধা নেই মাথায় আমি সব সময় বুলেট প্রুফ হেলমেট পরে থাকব। কারন এত ডেঞ্জারাস ক্যারেকটার দের নিয়ে সীনেমা করবো আর আগেই সাবধান থাকবো না, তাই কি কখনো হয়????

সীনেমার স্ক্রিপ্ট লেখার দ্বায়িত্ত্ব টা আপাতত 'বোকা মানুষ বলতে চায়' ভাইকে দিতে চাচ্ছি! আপনি কি বলেন??

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

রিকি বলেছেন: সীনেমার স্ক্রিপ্ট লেখার দ্বায়িত্ত্ব টা আপাতত 'বোকা মানুষ বলতে চায়' ভাইকে দিতে চাচ্ছি! আপনি কি বলেন??

বোকা ভাই সহজ সরল মানুষ, আপনার এরকম ত্যানা প্যাঁচানো সিনেমার গল্প লিখতে দিলে ভাইয়ার মাথায় পানি দেয়া লাগবে। এগুলো জেন ভাই ভালো লিখতে পারবে--- মহাকাল, পরাবাস্তব যা আছে, সব দিয়ে দিবে !!! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.