নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

আমার ডিজিটাল আঁকিবুঁকি….. ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

২১ শে মে, ২০১৫ সকাল ১১:২৫

আজকে সকালে উঠে চিন্তা করলাম... আজকে একটা ছবি ব্লগ দিব... আহা রঙ্গিন রঙ্গিন ছবি দিতে মন চাই!!! বেড়াতে যেহেতু কালেভদ্রে যাওয়া হয় সুতরাং এই বিষয়ে তো দাওয়া সম্ভব না আমার পক্ষে... তাহলে কি নিয়ে দিব??? বিষয় খুঁজতে খুঁজতে মাথায় এলো, বহুকাল আগে নিজের কিছু খেয়াল আর কাজের বশেই ফটোশপ দিয়ে অনেক গুলো ছবি তৈরি করেছিলাম... আজকে সেইসব ছবি দিয়ে একটা ব্লগ বানালে কেমন দাঁড়ায় !!!!! যদিও amateur হাতের কাজের প্রচুর দোষ ত্রুটি রয়েছে... তারপরেও শেয়ার করার চেষ্টা করলাম আমার ভার্চুয়াল জগতের ভাইয়া আপুদের সাথে। Adobe Photoshop এর tutorial গুলো সেইসময় অনেক সাহায্য করত। আগে এটা শুধু আমার কাজই না, সখের জিনিসও ছিল। সখের দাম লাখ টাকার মত... এই আঁকিবুকিগুলো যেমনই দেখতে হোক না কেন, আমার কাছে অনেক অনেক valuable. বিষয়ের ঠিক নেই, অনেকের দেখে হাসি পাবে, অনেকের মেজাজ খারাপ হবে... তারপরেও শেয়ার করার সাহস করলাম... আমার Adobe Photoshop দিয়ে আঁকিবুঁকি করা সেই পুরাতন জিনিসগুলো। :P

১। বাংলাদেশের puzzled পতাকা (বিজয় দিবসের জন্য বানিয়েছিলাম):



২। Galaxy and Nebula :



৩। Ice Planet (বরফের কোন কাল্পনিক গ্রহ আর কি) :



৪। Solar Eclipse (Twilight সিরিজের Eclipse টার ছবি দেখে inspired হয়েছিলাম) :



৫। Color Swirling :



৬। Abstract Maze (ধাঁধার রাস্তা) :



৭। Pulse and Beat :



৮। Necklace of Pearl :



৯। The Chameleon Puzzle :



১০। Save the Planet :



১১। Ring…ring…ring :




১২। Solar Flare :



১৩। My Pen Drive :



বি.দ্র. ভাইয়েরা এবং আপুরা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন :(

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৫ দুপুর ১২:০৩

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: অসাধারণ ছবি একেঁছেন।।
অভিন্দন :-B :-B :-B :-B :-B

২১ শে মে, ২০১৫ দুপুর ১২:১২

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা :D

২| ২১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

দীপংকর চন্দ বলেছেন: মুগ্ধতা আপনার ডিজিটাল আঁকিবুঁকিতে!

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২১ শে মে, ২০১৫ রাত ৯:২৪

রিকি বলেছেন: আগে খুব খুব আগ্রহের কাজ ছিল এটা দাদা...6-7 ঘন্টা বসে থেকে এগুলো করতেও ক্লেশ বোধ হত না, কতটুকু perfection আনা যায়...দিন গেছে,হঠাত্‍ ই সখটা বিভিন্ন চিন্তার ভিড়ে হারিয়ে গেছে...এখন খালি ফাঁকিবাজি ছবি edit এর কাজ করি... মন্তব্যে ভালো লাগা রইল দাদা :(

৩| ২১ শে মে, ২০১৫ রাত ৮:৪৩

হাসান মাহবুব বলেছেন: ফাটাফাটি হৈসে।

২১ শে মে, ২০১৫ রাত ৯:৪৩

রিকি বলেছেন: ভাই আমার প্রথম ড্রয়িং, পেন্সিল আর রকেট ম্যাচের cover এর ছবি তো দেইনি, চালাকি করেছি....আহা সে কি পেন্সিল !! :P :P

৪| ২১ শে মে, ২০১৫ রাত ৯:৪৮

ইস্কান্দার মীর্যা বলেছেন: Long Live Bangladesh- টা ভালো হয়েছে বেশী ।

২১ শে মে, ২০১৫ রাত ৯:৫৬

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইস্কান্দার ভাই...:)

৫| ২১ শে মে, ২০১৫ রাত ১০:৩৯

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: আপনি ক্রিয়েটিভ ভাই। ছবিতে ভাল লাগা।

২১ শে মে, ২০১৫ রাত ১১:৫৭

রিকি বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা :) :)

৬| ২২ শে মে, ২০১৫ সকাল ৯:২০

পেন আর্নার বলেছেন: সুন্দর ছিলো। :-)

শুরুর দিকের সৃষ্টি যেমনই হোক, তা হাতেখড়ি। কেউ ভোলে না। ভালো লেগেছে। বেশি ভালো লেগেছে 'কয়েকটা'।
ভালো থাকুন।

২২ শে মে, ২০১৫ সকাল ১০:৪৩

রিকি বলেছেন: শুরুর দিকের সৃষ্টি যেমনই হোক, তা হাতেখড়ি। কেউ ভোলে না। আসলেই হাতেখড়ির জিনিসগুলোর প্রাধান্য আলাদা. :) ভালো থাকবেন...ধন্যবাদ :D

৭| ২২ শে মে, ২০১৫ দুপুর ১:৪৪

জেন রসি বলেছেন: Pulse and Beat এর মাঝখানে লাভ সাইন কেন?

The Chameleon Puzzle জিনিসটা কি?

২২ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৩

রিকি বলেছেন: Pulse কিন্তু মূলত Heart beat rate/min...ঐটা Heart sign :P...Pulse and beat নামকরণ এর কারণও তাই..It is associated with heart not love! :P আর Chameleon মানে গিরগিটি...যে পরিবেশের সাথে তার গায়ের চামড়ার রঙ ভিন্ন shade এ পাল্টে ফেলে...Puzzle এর প্রত্যেকটার chunk কিন্তু তিনটা shade পেয়েছে...from warmer to cooler গিরগিটি যেমন করে...Color combination টা এই চিন্তা করেই করা হয়েছিল...তাই Chameleon puzzle হয়েছে এর নাম! ;)

৮| ২২ শে মে, ২০১৫ বিকাল ৫:০১

জেন রসি বলেছেন: বুঝলাম :)
Chameleon puzzle ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হইতেছে। ;)

২২ শে মে, ২০১৫ বিকাল ৫:০৫

রিকি বলেছেন: Chameleon দ্য গিরগিটি puzzle!!!! ;)

৯| ২২ শে মে, ২০১৫ বিকাল ৫:২৪

প্রভাষ প্রদৌত বলেছেন: অসাধারণ :)

২২ শে মে, ২০১৫ বিকাল ৫:৩০

রিকি বলেছেন: অনেক অনেকককককককককককক ধন্যবাদ :)

১০| ২৬ শে মে, ২০১৫ রাত ১২:২২

সুমন কর বলেছেন: প্রতিটি চমৎকার হয়েছে।

কেন যে Photoshop পারি না !! |-)


অ.ট.: আপনার কিছু ছবির সাইজ ছোট আর কিছু ছবির সাইজ বড় হয়েছে কেন? যেমন, ৩,৪, ৫নং ছবির সাইজ কত ছিল?

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা :D ছবিগুলোর ফ্রেম সাইজের তারতম্যের কারণে এই রকম হয়েছে...একেক টার resolution সেই সময় একেক রকম fix করতাম...এই কারণে কোনটা ছোট, কোনটা বড় দেখতে... :(

১১| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৩:২৮

তুষার কাব্য বলেছেন: চমৎকার অঙ্কনশিল্প ! ভালো লাগছে ।

২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১১

রিকি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই :D

১২| ৩০ শে জুন, ২০১৫ রাত ২:৪৯

উর্বি বলেছেন: অস্থির ভালো

৩০ শে জুন, ২০১৫ সকাল ৯:২৪

রিকি বলেছেন: অস্থির ধন্যবাদ B-)

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

সাহসী সন্তান বলেছেন: ছবি গুলো যে আপনার আঁকা সেইটা ভাবতেই বড় কষ্ট হচ্ছে! তবে প্রথম পাঁচটার কোন তুলনা হয়না। আর শেষের টা মনে হলো AutoCAD দিয়ে আঁকছেন। যদিও আপনি বলেছেন সব গুলেই ফটোশপ দিয়ে আঁকা!! তিন নং ছবিটার অস্তিত্ত্ব যেখানে আছে সেখানে কি সূর্যের কোন অস্তিত্ত্ব আছে? কিংবা এমন কোন উত্তপ্ত গ্রহ বা নক্ষত্র??

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

রিকি বলেছেন: ছবি গুলো যে আপনার আঁকা সেইটা ভাবতেই বড় কষ্ট হচ্ছে!
কেন ভাই ??? আমাকে কি ভাংরি পট্টির টিনের ঠকঠক কৌটা লাগে !!!! :( :( ওয়েব ডিজাইনিং শিখেছি (কাজে লাগাইনি চিন্তা নাই--- তবে শিখেছি সখে) !!!! ;) ;) অনেকের যেমন এটা সখ থাকে, ওটা সখ থাকে--- আমার নতুন কিছু শেখা সখ !!!! :) :) :)

আর শেষের টা মনে হলো AutoCAD দিয়ে আঁকছেন।

জি না, সবটাই ফুডুশপ---ওটা গ্রাফিক্সের সফটওয়ারের দাদা লাগে ভাইজান (আব্বাও না) !!!! আর ইলাস্ট্রেটর নানা!!! ;)

তিন নং ছবিটার অস্তিত্ত্ব যেখানে আছে সেখানে কি সূর্যের কোন অস্তিত্ত্ব আছে? কিংবা এমন কোন উত্তপ্ত গ্রহ বা নক্ষত্র??

সূর্য না থাকলে ওটা দেখতাম কি করে, আঁকতাম ই বা কি করে ??????????????????? দেখছেন না পরিষ্কার স্নো গুলো দেখা যাচ্ছে। :P :P


১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

দর্পণ বলেছেন: উরে বাপ।
এই জ্ঞানীগুনীদের মাঝে কই মুখ লুকাই?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

রিকি বলেছেন: ভাই জ্ঞানী কে, জ্ঞানী কই !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ??????????????????? :|| :|| :|| :|| :|| :|| ভয় পাইসি !!!! :( :(

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

সাহসী সন্তান বলেছেন: ফটোশপের কাজ তো আমার নাতী নাতীনরাও পারে। :P নিজে অটোকার্ডের কাজ পারেন কিনা তাই কন? আর তিন নাম্বার ছবিটার ব্যাপারে সূর্যের কথা এই জন্য জিজ্ঞাসা করেছি কারন, সূর্যের তাপে কিন্তু আপনার ঐ বরফ গ্রহ গলে গলে আপনার মাথায় পড়বে!! :P সুতরাং সব সময় মাথায় হেলমেট পরে থাকবেন। কারন ঐ বরফ গ্রহের পানি কিন্তু বিষাক্তও হতে পারে...........!! ;) ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

রিকি বলেছেন: না ভাই অটোক্যাড ইঞ্জিনিয়ার গো লাগে---আমি কি করব সেটা দিয়ে। কন্সট্রাকশন সাইট বানামু!!!! :|| আমি যতটুকু জানি, এটা জটিল ডিজাইনে লাগে---সরল-ই পারি না, আবার কয় (ব্যবহার করিনি কখনও, লাগেনি সোজা কথায়) !!!! ;) আপনার তো চোদ্দ জেনারেশন মাইক্রোসফট, আডোবি, ইউনিক্স এগুলোর মালিক ছিল--- কিছু আক্কাইমা পোলাপান সেগুলো আপনাগো কাছ থেকে ছিনতাই করে নিয়েছে এগুলো--- তাইনা ভাই!!!! এই অন্যায়ের দাবী জানায় !!!! :P

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

সাহসী সন্তান বলেছেন: আপনার তো চোদ্দ জেনারেশন মাইক্রোসফট, আডোবি, ইউনিক্স এগুলোর মালিক ছিল--- কিছু আক্কাইমা পোলাপান সেগুলো আপনাগো কাছ থেকে ছিনতাই করে নিয়েছে এগুলো--- তাইনা ভাই!!!!

-ঘরের কথা পরে জানলো ক্যামতে? :(( ভাই আপনি কি সিআইএর কেউ? :P বিষয়টাতো সিন্ট হচ্ছে না!! আমার কাছ থাইক্কা ছিনতাই কইরা কি ফডুশপটা আপনার কাছে বিক্রি করছে ঐসব আক্কাইমা পোলাপান? :`>

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

রিকি বলেছেন: না ওটা কেনার টেহা নাই ভাই, নাহলে কিনে এমএস পেইন্টরে লিজ দিতাম !!!! :(( এত জটিল ক্যারে !!! :(( :((

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১০

সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: না ওটা কেনার টেহা নাই ভাই, নাহলে কিনে এমএস পেইন্টরে লিজ দিতাম !!!! :((

-টেহা নাই তো কি হইছে, ম্যাহু না........!! :P খালি কত লাগবে কন? সার পৃথিবী টাকা দিয়া ভইরালামুনা!! :P আপনি কইলে ফকির ব্যাংকের একটা চেক লিখে দিতে পারি। শুধু টাকার অঙ্কটা আপনি বসাইয়া নিবেন!! :P

এত জটিল ক্যারে !!!

-অনেক জঠিল বিষয়ও তো আপনার কাছে সহজ মনে হয়। আর এই সামান্য বিষয়টা জঠিল মনে হলো? কি আর কমু...........!! :P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১২

রিকি বলেছেন: আপনার মত তো ভাই এত জিনিয়াস না আমি--- তাই জটিল লাগে, সব কিছু সহজ করে নেয়া তো অনন্ত-র ভাই জ্বলন্ত-র কাজ--- যেটা আপনি !!!! :P

১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৬

জেন রসি বলেছেন: আপনারা সাবধানে থাইকেন!!!!

কিছুক্ষন পর নাসা আর সিআইএ আইসা আপনাদের উপর হুলিয়া জারি করতে পারে!!!!

তখন কিন্তু উত্তর কোরিয়ায় নির্বাসনে চইলা যাইতে হবে!!! ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

রিকি বলেছেন: ভাই নাসার কি নাসারন্ধ্রে (Nostril) শামুক চলে গেছে!! ;)

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৯

সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: আপনার মত তো ভাই এত জিনিয়াস না আমি--- তাই জটিল লাগে, সব কিছু সহজ করে নেয়া তো অনন্ত-র ভাই জ্বলন্ত-র কাজ--- যেটা আপনি !!!!

-হ, আমি তো জ্বলন্ত, আর আপনি...........না থাক কমু না!! :P তবে আপনি যে এই বিষয় গুলো এত দেরিতে বোঝেন এ জন্যই মেজাজ খারাপ লাগে!! অনন্ততো মুবাইলে ঝাকি মাইরা টাকা আনে, আর আমি মুবাইলে ঝাকি দিয়া চার্জ আনি এইটা আপনি জানেন?? না জানলে জেনে রাখেন, কবে বাঁচি কবে মরি কওন তো যায় না!! :`>

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫০

রিকি বলেছেন: আমি মোবাইলে ঝাঁকি মেরে গুঁড়ো মসলা বানাতে পারি...আহা আমাদের কত প্রতিভা ভাই! ;)

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: আমি মোবাইলে ঝাঁকি মেরে গুঁড়ো মসলা বানাতে পারি...আহা আমাদের কত প্রতিভা ভাই!

-আপনার কথাতে আমার একটা তামিল ছবির কথা মনে পড়ে গেল। অবশ্য নামটা কিছুতেই মনে করতে পারছি না। নায়ক অর্জুন। আর যে নায়িকা থাকে সে প্রায়ই রাগে এ জিনিস সে জিনিস আছাড় দিয়ে ভাঙে। অবশেষে কমিডিয়ান কারীর মোবাইলও আছাড় দিয়ে ভেঙে ফেলে। নামটা মনে পড়লে বইলেন................???? :P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪

রিকি বলেছেন: তামিল তেলেগু দেখিনা ভাই...অসহ্য লাগে কেন জানি. দশ মিনিটও দেখতে পারি না...সে যতই ভাল, নামকরা অং বং হোক না কেন. :(

২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪

জেন রসি বলেছেন: লেখক বলেছেন: ভাই নাসার কি নাসারন্ধ্রে (Nostril) শামুক চলে গেছে!! ;)

নাসার নাসারন্ধ্রে অনেক কিছুই যাইতে পারে! দুএকটা ufo গেলেও অবাক হওয়ার কিছু নাই!!! তবে সিআইএ যেকোনো চিত্রকর্ম কিংবা ডিজিটাল চিত্রকর্মকে conspiracy theory ভাইবা বসতে পারে!!! তাদের আবার কোন কারন ছাড়াই ভূতের মধ্যে সর্ষ দেখার অভ্যাস আছে!!!! ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

রিকি বলেছেন: তাদের আবার কোন কারন ছাড়াই ভূতের মধ্যে সর্ষ দেখার অভ্যাস আছে আপনার কাজিন লাগে নাসা গোপন তথ্য পেলাম !!!! ;)

২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪

সাহসী সন্তান বলেছেন: জেন রসি বলেছেন: নাসার নাসারন্ধ্রে অনেক কিছুই যাইতে পারে! দুএকটা ufo গেলেও অবাক হওয়ার কিছু নাই!!! তবে সিআইএ যেকোনো চিত্রকর্ম কিংবা ডিজিটাল চিত্রকর্মকে conspiracy theory ভাইবা বসতে পারে!!! তাদের আবার কোন কারন ছাড়াই ভূতের মধ্যে সর্ষ দেখার অভ্যাস আছে!!!!

-হ ভাই সেদিন তো পড়লাম যে হেতেরা নাকি ঘড়িরে টাইম বোমা ভাইবা একজনরে গ্রেপ্তার করছে। তয় আমাগো কোন চিন্তা নাই। আমরা শামুকও না, হেই জন্তুর খাইও না!! :P যারা এইসব খাই তারাই চিন্তা করুকগা!! :P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

রিকি বলেছেন: B:-)

২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম , তাই দেখতে দেরি হল ।
এত্ত চমৎকার পেইন্টিং , আমারতো লজ্জাই লাগছে !!
Ice Planet টা অসাধারণ ! রীতিমত থ্রিডি ।
নাহ ! যাই , ডিলিট বাটনটার খোঁজ করি B-)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

রিকি বলেছেন: যাই , ডিলিট বাটনটার খোঁজ করি

ভাই আপনি প্রতিদিন কোন না কোন বাটন খুঁজেন কেন??????????? :-* :-* এর আগের দিন শরমিন্দা বাটন খুঁজছিলেন, আজ ডিলিট !!!! :( তবে সত্যি কথা, এম এস পেইন্ট দিয়ে আঁকা রীতিমত কঠিন ( চেষ্টা করে ডাব্বা মেরেছি ভাই, ছবি এডিট ছাড়া কিচ্ছু করিনা)। ইউ এন্ড জুন আপি ডু দ্যাট---হ্যাটস অফ টু বোথ অফ ইউ :) :) :) :) :)

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

জুন বলেছেন: ওহ রিকি আমি মুগ্ধ আর বিস্মিত হোলাম আপনার পার্ফর্মেন্স দেখে । সত্যি অসাধারন । হ্যাটস অফ টু ইউ রিকি। বিশেষ করে ২, ৩, ৪, ৫ । করে আনবো
আজই ইন্সটল করবো , ছেলে ছেলের বাবা না করলে দোকান থেকে করে আনবো ।
মাইক্রোসফট আর স্মুদ ড্র এ আঁকা আসলেই কষ্টের :(
+

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

রিকি বলেছেন: অনেক অনেক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক ধন্যবাদ আপি। আগে করতাম, এখন অনেক অনেক বেশি ফাঁকিবাজ হয়ে গেছি--করি না কিছুই। খুব খুব ভালো লাগত এগুলো আঁকতে। আপনি একটা অ্যাডোবি মাস্টার কালেকশনের সিডি কিনে নিবেন আপি, অত ঝামেলা হয়না----এবং এর সাথে আরও অনেক কিছু পাবেন। অনেক কাজের অ্যাডোবির সফটওয়ার গুলো। ইলাস্ট্রেটরে আরও সূক্ষ্মভাবে আঁকা যায় (যদিও পেন টুল এখানেও সেই পাগলা ঘোড়া )। ওটাও দেখবেন আপি। :) :) :) :) :) :) :)

২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রচেষ্টায় ভাল লাগা । :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.