নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

The Hunters 1996 (Original Title: Jägarna )—সুইডিশ এই মুভিটি ভিন্নধর্মী প্লটের ভিন্নরকম থ্রিলার ঘরানার সাথে পরিচয় করিয়ে দিবে...

২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৮



“There is not a crime, there is not a dodge, there is not a trick, there is not a swindle, there is not a vice which does not live by secrecy.”

মানুষের জীবনে অবক্ষয়ের মূল কারণ কি হতে পারে? মূল্যবোধের স্বল্পতা, আর্থ সামাজিক অবস্থা নাকি ঘুণে ধরা অস্তিত্ব? যদি বলি, তিনটাই সমান মাত্রার প্রভাবক অবক্ষয়ের ক্ষেত্রে। জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো...কথাটার সার্থকতা অনেকটা এটায়। Whatever you are, your karma have to be good for your own sake. অপরাধের পিছনের কারণগুলো যদি আমরা খতিয়ে দেখতে যায় তাহলে সহজেই সমীকরণটা পেয়ে যেতে পারি... অপরাধ সংগঠনের মূল কারণ অবক্ষয়, সেটা মানসিক হোক, সামাজিক হোক, আর মূল্যবোধের অবক্ষয়ই হোক না কেন। আজকে এরকমই এক সিনেমা নিয়ে আলোচনা থাকছে যেখানে সব ধরণের অবক্ষয়ের ব্যাপারগুলো খুব সূক্ষ্মভাবে উপস্থাপন করা হয়েছে..।



Erik Stockholm Police এ কর্মরত...... বেশ কিছুদিন পূর্বে তার স্ত্রীর সাথে ডিভোর্স হওয়াতে এবং কর্মরত অবস্থায় একজনকে গুলি করার অভিযোগে তাকে তার নিজের জন্মস্থান সুইডেনের উত্তরাংশের Alvsbyn, Norrland এর পুলিশ ষ্টেশনে বদলি করা হয়। প্রায় ২০ বছর পর নিজের জন্মস্থানে ফিরে Erik প্রফুল্ল মনেই থাকে। একটা পার্টির মাধ্যমে তাকে স্থানীয় সকলে আবার জায়গাটিতে এ স্বাগত জানায়। Erik এর ছোট ভাই Leif কিছুটা পাগলাটে স্বভাবের, ছোটবেলাতে বাবার শাসন এবং অত্যাচারের বশবর্তী হয়ে Leif নিজের opera singer হওয়ার স্বপ্ন অকালেই হারিয়ে ফেলে, বাবার রেখে যাওয়া সম্পত্তির দেখভাল করেই তার দিনকাল কাটে। Erik তার নিজের জায়গায় আসার পর কিছু অসংলগ্ন ঘটনার সম্মুখীন হয়। স্থানীয় যে পুলিশ স্টেশনে তার বদলি হয় সেখানে বারবার একই কেস ঘুরে ফিরে আসে---পশু অপহরণকারীরা(poacher) স্থানীয় জঙ্গলে কিছুদিন পর পরই বেশ কিছু Reindeer এর অন্ত্র, খুর, মাথা প্রভৃতি ফেলে রেখে যায়...(বলা বাহুল্য সে দেশের পশু আইনে বছরের যে কোন সময় Reindeer নামের এক ধরণের বিশেষ ধরণের শীতপ্রধান দেশের হরিণ শিকার দণ্ডনীয় অপরাধ)। Erik ঘটনাস্থলে পৌঁছলে মেলাগুলো Reindeer এর ফেলে যাওয়া অংশ আবার পায় এবং সাথে পায় একটি চাকুর ভাঙ্গা অংশ। Erik এই ঘটনার তদন্তে নেমে যায়... কারা এই চক্রের সাথে জড়িত তা খুঁজতে। স্থানীয় জড়িত না বহিরাগত প্রথম প্রথম সে এবং তার পুলিশ ফোর্স বুঝে উঠতে পারে না। দিনের আলোতে লক্ষ্যণীয় জিনিসগুলো ভাবের আড়ালে অলক্ষ্যেই থেকে যায়! একদিন বনের ধার ঘেঁষা রাস্তা দিয়ে যাওয়ার সময় Erik বনের পথে একটি গাড়ি দেখতে পায়.....গাড়ির সব কিছু খতিয়ে দেখার পর তার Tomme নামের একজনের উপর সন্দেহের দৃষ্টি গিয়ে পড়ে। প্রয়োজনের তুলনায় অনেকবেশি উগ্র স্বভাবের এই Tomme… আর তার সাথের সাঙ্গ পাঙ্গ প্রয়োজনের অতিরিক্ত united! কোনভাবেই Erik Tomme র পশু অপহরণের পিছনের সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারে না। এদিকে বনের মধ্যে একদিন সে একটি warehouse আবিস্কার করে, যেখানে প্রবেশের পর সে দেখে সারি সারি করে Reindeer ঝুলিয়ে রাখা হয়েছে। কিছু আলামত খোঁজার চেষ্টা করলে কিছু মানুষের আসার শব্দ পেয়ে Erik লুকিয়ে পড়ে। এবং লুকিয়ে থাকা জায়গা থেকেই লক্ষ্য করে তার ধারণা অবান্তর নয়, বরং Tomme ই হোতা এই সব কিছুর পিছনে। বিধি বাম, সে Tomme আর তার সঙ্গীদের হাতে ধরা পড়ে যায় এবং তাদের সাথে মারামারিতে জড়িয়েও পড়ে... কিন্তু কেউ একজন পিছন থেকে তাকে হঠাৎ মাথায় প্রচণ্ড জোড়ে আঘাত করে। প্রথম পয়েন্ট......কে সে? এরপর কিছুদিন যাওয়ার পর বাইরে থেকে আসা কিছু মানুষের লাশ খুঁজে পাওয়া যায়। দ্বিতীয় পয়েন্ট...... কারা এই খুনি? কেন হয় খুনগুলো? সিনেমাটি একই গল্পের অনেক শাখাপ্রশাখা ধরণের অংশ নিয়ে তৈরি এবং এক বিষয় নিয়ে শুরু হয়ে পুরো অন্য বিষয়ে গিয়ে শেষ হয়......এর থ্রিল অন্য সিনেমার থ্রিলের মত নয়, আগেই বলে দিলাম। অনেকে মনে করতে পারেন, Reindeer মেরে ফেলাতে আর অপহরণে আবার কি থ্রিল থাকতে পারে......জানতে হলে এই মুভি দেখুন বুঝতে পারবেন, জঙ্গলে কত মানুষ মঙ্গলসূচক মাথা নিয়ে থাকে!!! সিনেমা শুরু করে ভেবেছিলাম, কি সব Reindeer মারে, এটারও আবার পুলিশ কেস সম্ভব... কিন্তু আস্তে আস্তে মুখোশের অন্তরাল থেকে যে ভয়াবহ চেহারাগুলো বের হয়...শেষ করে অবাক হয়েছি, কোন গল্প কোথায় নিয়ে গেছে ঠাণ্ডা জায়গার ঠাণ্ডা মাথার মানুষগুলো!!! কে ভালো, কে খারাপ...... এক সময় প্রশ্নটা নিজের কাছেই উঠে। আর সিনেমার মূল যে ভিলেন পুরো নিকৃষ্টতম ব্র্যান্ডের.....যেমন তার চেহারা, তেমন তার কাজ!! সিনেমাতে অনেক অবাঞ্ছিত বিষয় আছে যেগুলো দেখে কিছুটা মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু সুইডিশ মিস্ট্রি after all এমন তেমন না... শেষ না হওয়া পর্যন্ত বসিয়ে রাখবে এটা surety দিলাম...এদের রহস্যের বৈশিষ্ট্যই মনে হয়... কি হয়, কি হয় ভাব !!!! Kjell Sundvall এর পরিচালনায় এই মুভিটির সব থেকে মুখ্য বিষয় বলে যেটা মনে হয়েছে...এর ভিন্নধর্মী প্লট...No one can predict about the thrill of the movie.....কোন দিকে প্লট এগোচ্ছে চিন্তা করতে করতে এক ধাপ এগিয়ে গল্প চলে যায় …. On what particular thing this film is being made of....it is the ultimate thing!!!! এটি সুইডেনের ইতিহাসে সব থেকে ব্যবসাসফল মুভিগুলোর একটা এবং হলিউড এর remake করতে আগ্রহ প্রকাশ করেছিল তাও আবার Cowboy প্লটে, moderation করে Nevada মরুভূমিতে (ভাগ্যিস সিনেমাটা এখনও হলিউড remake করে নি, এটা সিনেমাটার সৌভাগ্য বলতে হয় !!!) !!!!! ভিন্নধর্মী থ্রিল, ঘুণেধরা সমাজের আইনি ব্যবস্থা, unlimited crime কি নেই এতে...মুভিটা এক বাক্যে সময় নষ্ট করবে না!!!



The Hunters 1996 (Original Title: Jägarna )

IMDB rating: 7.1/10
Genre: Crime/Thriller/ Drama
Cast: Rolf Lassgård, Lennart Jähkel, Jarmo Mäkinen
Country of Origin: Sweden





**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !!!! Happy Movie Watching !!!

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৮

নূপুর হাসান বলেছেন: আপনি মুভিটা না দিলে দেখতে পারছিনা :) লিখেছেন বেশ :)

২১ শে জুন, ২০১৫ বিকাল ৫:৫৩

রিকি বলেছেন: জ্বি আজ্ঞে ডিয়ার আপা...মন্তব্যে ধন্যবাদ ;)

২| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৫

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।

(ভাগ্যিস সিনেমাটা এখনও হলিউড remake করে নি, এটা সিনেমাটার সৌভাগ্য বলতে হয় !!!)

রি-মেইকে সমস্যা কি??

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৯

রিকি বলেছেন: দাদা হলিউড স্বতন্ত্র সিনেমাতে সেই মাপের ইন্ডাস্ট্রি হলেও ইউরোপীয়ান সিনেমা রি মেক করতে বসলে তারা বলিউডের বড় ভাই হয়ে যায়....ইউরোপীয়ান সিনেমার ধরণ কিন্তু আলাদা, এদের মধ্যে বানোয়াট গাঁজাখোরি element কমই পাওয়া যায়..এদের সাহিত্য, সিনেমা, সংস্কৃতি Raw element..ওদের সমাজ যেমন ওরা সেটাই তুলে ধরে, কে কি ভাবে তাতে তাদের কিছু যায় আসে না...মোটকথা Two faced না...এদের সিনেমা হলিউড নিয়ে রি-মেক বানালে আর কিছু না হলেও তাদের গাঁজাখোরি element দিয়ে দেয়...যেটা আসলটাতে নাই ওরা সেটাও উর্বর মস্তিস্কের ফসল হিসেবে দিয়ে দেয় ! রি-মেক সিনেমা আর আসল সিনেমা দেখলে জিনিসগুলো খুব সহজেই চোখে ধরা পড়ে যায়....এ কারণেই বললাম...ভাগ্যিস হলিউড রি মেক করেনি! :)

৩| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৯

ডার্ক ম্যান বলেছেন: ভাইয়া, মুভিটার ডাউনলোড লিঙ্কটা কোথায় পাব?

২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৮

রিকি বলেছেন: আমি সাধারণত খুব কম সিনেমা ডাইরেক্ট লিংক পায়...আর পেলেও তার পঞ্চাশ ক্যাঁচাল সহ্য করে নামানোর গর্হিত অপরাধ করি না! ;) সিনেমাটার টরেন্ট ফাইল Kickass, Piratebay দুইটাতেই পাবেন...তবে Kickass এর সিডার কম, ডাউনলোড দিতে গেলে বিরক্ত হয়ে যাবেন...Piratebay র Magnet file দিয়ে নামাবেন...সার্চ অপশনে Jägarna 1996 piratebay torrent লিখলে পেতে সহজ হবে. মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ. :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.