নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

হলিউডের সিনেমা নয় বরং আসুন হলিউড জায়গাটি এবং এর সম্পর্কে কিছু unusual তথ্য জেনে নিই ;) ;) ;) ;)

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:১২



"Fame is a bee.
It has a song--
It has a sting--
Ah, too, it has a wing. "



Hollywood....বিশ্বখ্যাত মুভি industry গুলোর একটি...সেই মান্ধাতা আমল থেকে আজ পর্যন্ত এটির খ্যাতি আকাশচুম্বী শিখরে রয়েছে....কিন্তু Los Angeles এ অবস্থিত এই Hollywood জন্মলগ্ন থেকেই কি মুভি নগরী,হাজারো তারকার জন্মস্থান ছিল ?? উত্তর... ছিল না। আজ Hollywood নিয়ে unusual কিছু তথ্য শেয়ার করব ----

>> Harvey and Daeida Wilcox এর ownership এ Hollywood এর এলাকাটি পূর্বে গবাদি পশুচারণশালা ছিল!!




>> এতে প্রথম মুভি তৈরী হয়েছিল ১৯১০ সালে যার নাম ছিল "In Old California" এবং এর ব্যাপ্তি ছিল মাত্র ১৭ মিনিট ! এই শর্ট ফিল্মের নির্দেশনা করেছিল legendary director D. W. Griffith.. !!!



>>১৯১০ সালের পূর্বে Hollywood এর সকল মুভি থিয়েটার banned হয়ে গিয়েছিল !




>>Nestor Studio Hollywood এর প্রথম studio যা ১৯১১ সালে প্রতিষ্ঠা পেয়েছিল !



>>১৯১৮ সালে চার ভাই যারা basically সাবান ব্যবসায়ী এবং বিক্রেতা ছিল Ohio রাজ্যের... তারা একটি studio প্রতিষ্ঠা করে Hollywood এর বুকে এবং তাদের এই সম্মিলিত উদ্যোগের নামটাই ছিল "Warner Brothers" !



এবং তাদের সেই সম্মিলিত উদ্যোগটি--



>>"The Jazz Singer" ১৯২৭ সালে Alan Crosland দ্বারা নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র ছিল যা নির্মাণে সেই সময় $422000 ব্যয় হয়েছিল এবং এর ব্যাপ্তি ছিল ৮৯ মিনিট!




>> প্রথম অস্কার অনুষ্ঠিত হয়েছিল ১৯২৯ সালে Hollywood Roosevelt Hotel এ যাতে ২৭০ জন নিমন্ত্রণ রক্ষা করেছিল মাত্র এবং ১৫ টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছিল। সেই আমলের অস্কার এবং এখনকার আমলের অস্কারের মধ্যে একটি মিল বর্তমান...celebration party after Oscar ceremony!




>> Hollywood Studio তে তৈরী হওয়া প্রথম মুভি ছিল Cecile B. DeMille এর ১৯১৪ সালে নির্মিত মুভি 'The Squaw Man' !!




>>Hollywood এর নামকরণ করেছিল এক Real Estate developer Hobart Johnstone Whitley তাঁর Honeymoon উপলক্ষ্যে… ১৮৮৬ সালে!



>>Hollywood প্রাথমিক পর্যায়ে মুভি ইন্ডাষ্ট্রি বা glamorous তারকা তৈরীর কোন জায়গা ছিল না....এটি হয়েছিল real estate business কে ত্বরান্বিত করার জায়গা বা যাকে বলে advertising spot । Developers S. H. Woodruff and Tracy E. Shoults এই জায়গাতে একটি নতুন neighborhood develop করে যাকে বলা হত Hollywoodland. পরবর্তীকালে এই Hollywoodland....Hollywood নামের বিশ্বখ্যাত সিনেমা ইন্ডাষ্ট্রিতে রূপান্তরিত হয়!



>> ১৯৭৩ সালে "HOLLYWOOD" sign কে রং করা হয়েছিল যা পাঁচ বছর পর নষ্ট হয়ে যায়...এর জন্য ব্যয়বহুল repairing এর চিন্তা করা হয় যার ফলে Chamber of Commerce "HOLLYWOOD" ৯ অক্ষর বিশিষ্ট শব্দের প্রত্যেক অক্ষরের জন্য $28000 করে auction ঘোষণা করে এবং ইতিবাচক সাড়া পায় তারা । যে নয়জন auction এ অক্ষরগুলোর renovation এর সহায়তায় অংশীদার হয়েছিল তারা ছিলেন--


H- Terrence Donnelly ( newspaper publisher)
O- Alice Cooper (rock star)
L- Les Kelley (businessman and creator of the Kelley Blue Book)
L- Gene Autrey (singer and actor)
Y- Hugh Hefner (founder of Playboy magazine)
W- Andy Williams (singer)
O-Giovanni Mazza (Italian movie producer)
O- Warner Bros. Studios
D-Thomas Pooley....





এই ছিল আপাতত কালের সংক্ষিপ্ত ইতিহাস :) :)

**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে ! B-) B-) B-) B-)

মন্তব্য ১৯২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৯২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:২৬

জুন বলেছেন: জানা ইতিহাসটা আবার একটু ঝালিয়ে নিলাম রিকি । সাথে আমার একটি পিক তবে আমেরিকার হলিউড নয় কিন্ত :``>>

:)

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:৫৭

রিকি বলেছেন: এটা কোথায় তাহলে? :-* :-* :-* :-*

২| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:৩৮

যোগী বলেছেন:
প্রতিদিন এত তথ্য সমৃদ্ধ পোষ্ট কেমনে দেন? অবাক লাগে।
আপনি আসলে করেনটা কী?

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:০৫

রিকি বলেছেন: যোগী ভাই আমি নঞ বহুব্রীহি সমাস--- কর্ম নেই যার= বেকার !!!! B-)) B-)) B-)) B-)) এটা অনেক আগের লেখা--- আজকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ডকুমেন্টে-- তাই শেয়ার করলাম। :) :) যা মন চাই শেয়ার করে দেই ভাই... মন্তব্যে অনেক অনেক ভালোলাগা । :) :)

৩| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:৫০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: পোস্টটি ভালো লাগলো, ধন্যবাদ।

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:০৬

রিকি বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ :)

৪| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:২১

কাবিল বলেছেন: জানলুম। :D

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:২২

রিকি বলেছেন: বুঝলুম :D

৫| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:৩৮

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো পোস্ট রিকি ভাইয়া।

কিন্তু শেষের ছবিটায় হালকা রেইনবো সেড আছে বইলা মনে হইলো।ইহা কি এলজিবিটির প্রতি মৌন কিংবা পরোক্ষ সমর্থন? ;)

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:৫৪

রিকি বলেছেন: হলিউড লেখাটার রং সাদা বিধায় ঘুরে ঘুরে ঐ একই নীল আকাশের নিচে হলিউড নাহলে গ্রে স্কেল ভার্সনটা পাচ্ছিলাম...লেখাটা ফোকাস করার জন্য এইটা দিলাম অবশেষে..!আপনি খুঁজেও পান ভাই...LGBT---আবার সেই রংধনু! :D তুস্সি গ্রেট হো ভাই ! :P :P :P

৬| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:৪৪

জেন রসি বলেছেন: অজানা কিছু তথ্য জাইনা মজা পাইলাম। :)

এইবার আপনি একটা মুভি বানাইয়া ফেলেন।

আমারা রিভিউ দিমু। :P ;)

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:০০

রিকি বলেছেন: আপনি প্রযোজক হবেন শতদ্রু ভাই পরিচালক....ভাইয়ের মাথায় মেলা idea কিলবিল করে so ভাইয়ের থেকে ভাল পরিচালনা পারবে না কেউ...সিনেমা রিলিজ হলে আমি সিনেমার রিভিউ লিখে দিব নি...না দেখেই ! ;) ;)

৭| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:৫৯

সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। চমৎকার শেয়ার।

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:০৪

রিকি বলেছেন: মন্তব্যে অনেকককককককক ধন্যবাদ দাদা :)

৮| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:০৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ছোটবেলায় মুভি অফ দ্য উইক দেখতাম শনিবারে । তখনই প্রথম হলিউড মুভির সাথে পরিচয় । সেই সময় থেকেই মুভির প্রতি ভালোবাসা । আর প্রতিটা মানুষের জীবনই একটা সিনেমা ।

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:১৩

রিকি বলেছেন: আমি সিনেমা সিরিজ কোনটাই বাদ দেয়নি কোনকালে...তবে হলিউড বা Western culture এর সাথে প্রথম পরিচিতি আমার সিরিজগুলো দিয়েই, সিনেমা দেখার ধের্য্য পেতাম না :(...Batman,Three Stooges, I dream of Ginnie, Small Wonder etc etc regular দেখতাম...আর বাল্যকালের প্রিয় মুভি ছিল Danish the Menice,Richie Rich..:D

৯| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:১০

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর তথ্য । জেনে ভাল লাগলো ।

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:২০

রিকি বলেছেন: অনেক অনেকককককক ধন্যবাদ ভাই :) :) :)

১০| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:১৬

শতদ্রু একটি নদী... বলেছেন: শায়মা আফা প্রযোজনা করুক, রসি ভাই পরিচালক। আমি দর্শকই ভালো, সবকিছুতেই মজা পাই। অখাদ্য হইলেও পাই। প্রযোজনা শায়মা আফা করুক, কারন উনি ট্যাকা ধরা খাইলে কস্ট নাই, চিন্তাও নাই। গলাবাজি কইরা ঠিকই উঠাইয়া নিতে পারবে। ;)

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:২৪

রিকি বলেছেন: :D :D :D :D হাসতে হাসতে ক্যাত...ক্যায়া বাত, ক্যায়া বাত!

১১| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:২৪

জেন রসি বলেছেন: আমি প্রযোজক হইলে এমন বিমূর্ত কিছু বানাইতে হবে যেখানে মূর্ত অর্থের প্রয়োজন হয়না।তখন আপনাকে বিমূর্ত রিভিউ লেখতে হবে। ;)

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩০

রিকি বলেছেন: এই কথা শুনে আমি মূর্ত আর বিমূর্তের মাঝে পেন্ডুলাম হয়ে গেলাম ভাই....!! ;) আপনি যে সিনেমাই বানান...আমি শিরোনাম আপনারটা দিয়ে গোলাপী এখন ট্রেনের রিভিউ লিখব for sure :D

১২| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩০

জেন রসি বলেছেন: শায়মা আফা প্রযোজনা করলে কোন মানুষ সেই ছবি পরিচালনা করতে পারবে না।কারন বিভ্রান্ত পরীর সাথে বিদগ্ধ মানবের সংঘাত অনিবার্য! ;)

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:১৩

রিকি বলেছেন: বিভ্রান্ত পরীর সাথে বিদগ্ধ মানবের সংঘাত অনিবার্য B-))

১৩| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩২

শতদ্রু একটি নদী... বলেছেন: রসি ভাই, বিমুর্ত সেই রাত্রি তোমার গানটা ঢুকাইয়া দিয়েন, ভোটকী বাধনের কন্ঠে।পারলে আমি আকাশ পাঠাবোর রিমেকও। রাত্রি ও আকাশ আমিও ভালোবাসি, যেইখানে রাত্রি এক মনকাড়া বালিকা আর আকাশ হইলো ফেক চ্যাটিং নিক। কাহিনী লিখবে কে এইটা ভাবতেছি, অপু ভাইরে কইলে কেমন হয়? ;)

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:১৪

রিকি বলেছেন: অপু ভাই এই স্ক্রিপ্ট লেখার আগে কম্বোডিয়াতে পালানোর ব্যবস্থা করবে !!!! ;)

১৪| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৫

জেন রসি বলেছেন: মূর্ত আর বিমূর্তের মাঝে পেন্ডুলাম হয়ে গোলাপি এখন ড্রোনে, এই শিরোনামে একটা মুভি বানাইয়া ফেলেন।নেক্সট অস্কার পাইলেও পাইতে পারেন!! ;)

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:১৫

রিকি বলেছেন: এই সিনেমা অস্কার পাক আর না পাক--- কিছু কোমাতে চলে যাওয়া রুগীর সংখ্যা বাড়াবে !!! :P

১৫| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৩

জেন রসি বলেছেন: অপু ভাইরে কইলে ভালোই হয়।তবে সে ক্ষেত্রে ভালোবাসা আর বিমূর্ত থাকবে না। চরম ভাবে মূর্ত হইয়া যাইতে পারে। মনকাড়া বালিকা আর ফেক চ্যাটিং নিক দেখা যাবে ভালোবাসার টানে মূর্ত হয়ে নিজেরাই হলে বইসা হাতধরাধরি করে মুভি দেখা শুরু করবে।তখন মুভি দেখতে গিয়ে দর্শকদের হবে hallucination! ;)

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:১৭

রিকি বলেছেন: অপু ভাইরে অভিনন্দন জানায়--- আর কোন কিছু বলার নাই !!!! :D

১৬| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৮

এরিসপ্লেটো বলেছেন:


চলচ্চিত্র অর্থ করা যায় চলমান চিত্র। মানবজীবনও একটি চলমান চিত্র ছাড়া আর কিছু নয়, কেবল তাতে কিছু সাউন্ড এফেক্ট আর গতি স্থিতি যোগ হয়!

"হে মানবজাতি,
তোমরা মাঝে মাঝে নিজেকেই নিমগ্ন হয়ে দেখো, তাহলে তোমরা চলচিত্র দর্শন করবে, একেবারে ঘোর বাস্তব থেকে উঠে আসা চলমান চিত্র। সেই চিত্রে তোমরা নিজেকেই খুঁজে পাবে, আবার খুজতে খুজতে বেহুদাই হারাবে!"


;)

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:০৯

রিকি বলেছেন: এরিসপ্লেটো ভ্রাতা বহুদিন পরে দেখা, তা ভাল আছেন তো !!!! ;) চলচ্চিত্রের definition টা চলমান চিত্রের, চিত্রের চলমানের মত মনে হল !!!! ভাল থাকবেন ভ্রাতা :D

১৭| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:১১

জেন রসি বলেছেন: হে মানব্জাতি,
ঘোর বাস্তব থেকে উঠে আসা চলমান চিত্র দেখে মাঝেমাঝে তোমরা রেগে যেতে পার! তবে মনে রেখো, রাগের পাশেই বসে থাকে হেমলকের পাত্র যার সাথে দর্শনচর্চার আজন্ম কলহ। তাই তোমরা রাগের মাঝেও কমেডির অনুসন্ধান করিও। ;)

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:১৫

রিকি বলেছেন: হ্যাঁ ভাই অবশ্যই নাহলে হেমলকের পাত্রের সন্ধান করিব !!! :P

১৮| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:১৪

এরিসপ্লেটো বলেছেন: তোমরাও ভালো থেকো, ভালো থাকুক অবারিত চাঁদ, ভালো থাকুক প্রিয় নদী। দেখা হয়তো হবে আবার, পথে নয়তো বিপথে। ;)

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:১৬

রিকি বলেছেন: অমাবস্যার দিন দেখা হলে কি করবেন ??? :P

১৯| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:২২

জেন রসি বলেছেন: হে মানবজাতি,

পূর্ণিমাতে চাঁদ যেমন বর্তমান, অমাবস্যাতেও তেমনি তা বর্তমান থাকে। যদি তোমরা দেখিতে না পাও তবে বুঝিবে সেটা তোমাদের সীমাবদ্ধতা। ;)

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৩

রিকি বলেছেন: অমাবস্যাতেও তা বর্তমান থাকে ইহা জ্ঞাত ভাই আমার---Midnight এ বের হয় !!! ড্রাকুলার নিমিত্তে !!!! :D

২০| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৫

রূপা কর বলেছেন: পোসটের চেয়ে কমেনট মজার B-)

০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২১

রিকি বলেছেন: মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ :)

২১| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০২

জেন রসি বলেছেন: রাতের আঁধার মানেই কিন্তু ড্রাকুলার সমাবেশ নয়!তাই তোমরা তারার নিমিত্তে বেড় হও। তারা না দেখিলেও জোনাকি পোকার আলো দেখিতে পাইবে। সেখানে সন্ধান করিয়া দেখিও।পাইলেও পাইতে পার কোন ভবিষ্যৎ অস্কার জয়ী মুভির নিভু নিভু আলো। ;)

০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

রিকি বলেছেন: অস্কার জয়ী মুভির নিভু নিভু আলো--- ভাই আলো তো আগেই নিভায় দিলেন, এই মুভি কি কুপি দিয়ে দেখে অস্কার দিবে মানুষ!!!! কি আজব কি আজব :P

২২| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন: রিকি ভাইয়াই স্ক্রিপ্ট লেইখা ফেলুক, স্ক্রিপ্ট জানা থাকলে রিভিউ লিখতে সুবিধা হবে। ;)

০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

রিকি বলেছেন: ভাই তাহলে কিন্তু আপনি নায়ক, শায়মা আপু ভিলেন আর নায়িকা নাই সিনেমাতে--- নায়িকা আলা সিনেমাতে মজা নাইক্যা--প্যান প্যান করে দুই মিনিট পর পর !!!! :P সিনেমা থ্রিলার হবে !!!! ক্রিমিনাল কেস গেমের মত একটা থিম ধরে নেন !!!! :-B

২৩| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

জেন রসি বলেছেন: আলো নিভে যাওয়া এবং নিভুনিভু করার মধ্যে পার্থক্য রয়েছে।নিভুনিভু আলোতেও কিন্তু আলো বিদ্যমান থাকে। তোমাদের কাজ হচ্ছে এই আলোকে সেই আলোর কাছে নিয়ে যাওয়া যা তোমাদেরকে রিভিউ লেখার মত আলোর কাছে নিয়ে যাবে। ;)

০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

রিকি বলেছেন:

২৪| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

শতদ্রু একটি নদী... বলেছেন: সবই ঠিক আছে, কিন্তু নায়িকা না দিলেও বাল্যপ্রেমের কিছু ব্যাপার রাইখেন। পুরা গল্পটাই হইতে পারে বাল্যপ্রেমের স্মৃতিচারন। তখন ছিলো এখন নাই এমন নায়িকা নয় কিন্তু বালিকা চরিত্র, শায়মা নামের অত্যাচারী হবু শ্বাশুড়ির আশু নির্যাতনের ভয়ে আগেই সুইসাইড খাইছিলো যেই বালিকা। যার হাত ছুয়ে এক বালক বলছিলো সেই এক স্পর্শের স্মৃতি নিয়া সারাজীবন কাটাইয়া দেয়া সম্ভব। ;)

০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

রিকি বলেছেন: ভাই শুনে তো সুজন সখী মনে হল !!!! :D

২৫| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার পোস্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য।

০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২২

রিকি বলেছেন: মন্তব্যে অনেক অনেক ভাল লাগা রইল প্রবাসী ভাই :)

২৬| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০২

জেন রসি বলেছেন: মুভিতে নায়কের জয় হয় এবং ভিলেনের পরাজয় হয়। ক্রিমিনাল কেস গেমেও ভিলেনকে পরাজিত হতে হয়। শায়মা আপুকে ভিলেনের চরিত্র দিয়ে পরাজিত করলে তিনি পরিচালক এবং স্ক্রিপ্ট লেখককেই ভিলেন বানিয়ে মুভির গতিপথ পরিবর্তন করে দিতে পারেন। তাই এ ব্যাপারে স্ক্রিপ্ট রাইটারকে পূর্বেই ক্রিমিনাল কেস গেমের ভিকটিম হওয়া থেকে বাঁচার জন্য আত্মগোপনে যাওয়ার পরামর্শ দিচ্ছি। :)

তবে নদী ভাই নায়ক হলে অস্কার নিশ্চিত। :)

০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

রিকি বলেছেন: ভাই ক্রিমিনাল কেসের পটেটো চিপস শেষ !!!! ;)

২৭| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১১

শতদ্রু একটি নদী... বলেছেন: এরপর বালিকা মইরা ভুত হওয়ার পর হইলেও হইতে পারতো ক্যাটাগরির সেই শাশুড়িরে না করা কিন্তু করতে চাওয়া অত্যাচারের শাস্তি দিতে ছলে বলে কৌশলে বাশবাগানের মধ্যে থাকা কাঠালগাছটার নীচে নিয়া মাথায় কাঠাল ভাইঙ্গা মাইরা ফেলার পরিকল্পনা করতে পারে। এরপর কাহিনী কোন দিকে গড়ায় তা এখন রিকি ভাইয়ার হাতে। ;)

০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

রিকি বলেছেন: নাহ আমি তো মাথায় জাম ফেলে মারতে চেয়েছিলাম--- কাঁঠাল তো সবাই ফেলতে চাই!!! একটু নতুনত্বের দরকার না ভাই--- জামে ছোট সার্কিটের টাইম বোম্ব ফিট করা থাকবে !!!! ;)

২৮| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: কমেন্ট পড়ে মজা পাচ্ছিলাম বেশি ;-) যাই হোক ভালো পোস্ট :-D

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:২৪

রিকি বলেছেন: ভাই সব জেন ভাই আর শতদ্রু ভাইয়ের কৃপা আর কি !!!! ;) মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ :)

২৯| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৮:০৩

শতদ্রু একটি নদী... বলেছেন: ভুত আবার বোমা ম্যানেজ করবে ক্যামনে? অপার্থিব জগতে বোমের কাজকারবার শুরুর আইডিয়া অবশ্য খারাপ না। অবশ্য জামের বিচির ভিতরে সরিষা সাইজের এটমবোমও ফিট করা যায়। যদিও একটা পটকা হইলেই যথেষ্ঠ ছিলো। ;)

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:২৮

রিকি বলেছেন: জেরির একটা ভাতিজা আছে না Nibble , ওইটা যে পটকা মারে---- ওটার কথা বলছিলেন কি? ;)



৩০| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৮:৫৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো।

ডি ডব্লিউ গ্রিফিথ।

তাঁর নির্মিত বিখ্যাত চলচ্চিত্র বার্থ অব এ নেশন, ইনটলারেন্স

প্রিয়তে থাকলো।

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:২৯

রিকি বলেছেন: অনেক অনেকককককককককককককক ধন্যবাদ দাদা :)

৩১| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:০৪

জেন রসি বলেছেন: ঘটনা দেখি আফগানিস্থানের দিকে আগাইতেছে! ভূতের হাতে বোম জিনিসটা খারাপ না। এইটা মুভির নামও হইতে পারে। তবে শাশুড়ির হাতে কোন ভাবেই বোম দেওয়া যাবে না। তার হাতে বরং একটা খেলনা পিস্তল দেওয়া যাইতে পারে। ;)

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৩৩

রিকি বলেছেন: ভূতের হাতে বোম এটা সিনেমার নাম !!!!!! :-* এই নামের সিনেমা শুনলে প্রযোজক টাকা দিবে না বোম্ব মারবে বলেন তো ভাই !!!! আপনাকে তো এভাবে পটকার সাথে বেঁধে স্পেসে পাঠিয়ে দিবে !!! :P




৩২| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৪৩

দর্পণ বলেছেন: ম্যুভি রিভিউ এর সাথে আপনাদের মন্তব্যগুলা বেশি মজার।
ভুতের হাতে বোম সিনেমার নামটা খারাপ না। তো প্রযোজক কি মেইন চরিত্রে থাকবেন মানে ভুত? এই প্রযোজকের মাথার সমস্যা বহু আগে থেকেই আমার জানা আছে। সাবধানে প্রস্তাব দিয়েন ভাই।

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৪৯

রিকি বলেছেন: পরিচালক জেন রসি ভাই জানেন দর্পণ ভাই !!! আমার তো সিনেমার নাম শুনে মনে হচ্ছে প্রযোজক না popeye এর Bluto র মত না রেগে যায় !!!! B-))

৩৩| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৪৯

জেন রসি বলেছেন: ভূতের হাতে বোম নামটা পছন্দ না হইলে শাশুড়ি কেন পান চাবায় এই নামটা বিবেচনা কইরা দেখতে পারেন। ;)

০১ লা জুলাই, ২০১৫ রাত ৯:৫৪

রিকি বলেছেন: শাশুড়ি কেন পান চাবায় এটা কিন্তু এপিক নাম!!!! শাশুড়ির কিন্তু দাঁত আসল হওয়া চলবে না, false হওয়া লাগবে !!!! এটাই থ্রিল মূল গল্পের--- কিভাবে সে পান চিবিয়ে ছিবড়া বানায় !!!! :D খুন টুনের থ্রিল বস্তা পচা হয়ে গেছে---গল্প কিন্তু মারাত্মক রহস্যের ভাই যায় বলেন--- false দাঁতে পান চিবাই ক্যামনে !!!! :P

৩৪| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:০১

দর্পণ বলেছেন: প্রযোজককে তো আজকাল দেখা যায় না। পান চাবাইতে চাবাইতে দাঁত খোয়াইলো নাকি রাগে নিজের মাথায় নিজেই বোম ফাটাইলো?

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:০৩

রিকি বলেছেন: মাঝে মাঝে আসে ভাই :) এই তো দুই তিন আগেই এসেছিল- আপুনির মন ভাল নেই :(

৩৫| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:০৫

দর্পণ বলেছেন:
পান চিবাইয়া শ্বাশুড়ির দাঁতের অবস্থা হইসে কি

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:০৬

রিকি বলেছেন:

৩৬| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন: হ্যা, লাল রঙের পিচ্চি পটকা। :P

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:২৫

রিকি বলেছেন:

৩৭| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন: রিকি ভাই, স্ক্রিপ্টে একটা ওরাঙ্গওটাং ঢুকাইয়া দিয়েন। পান খাইয়া শাশুড়িরও ঠোট লাল, শাশুড়ির প্রধান উপদেস্টা এবং ব্যক্তিগত সহচর ওরাংওটাং হইতে পারে। ওদেরও অনেক প্রজাতির ঠোট মুখ টকটকা লাল। ;)

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:২৮

রিকি বলেছেন: পরিচালক ভাইকে বলেন, আমিতো সিনেমা রিলিজ হওয়ার পরে দেখে রিভিউ লেখার কাজে আছি !!!

৩৮| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:৩৭

শতদ্রু একটি নদী... বলেছেন: না রিকি ভাইয়া, এইসব হবেনা। রিকি নামের মধ্যেই একটা রক সলিড ভাব আছে, এইটা কাজে লাগিতে হবে। স্ক্রিপ্ট আপনেই লিখবেন। তাইলে হাত ভাঙ্গার ভয়ে কেউ ঘুষা মারা তো দূর, ঘুষা মারার ভঙ্গীও করবেনা।;)

অঃটঃ সামুতে বামচোখ মারার ইমো চাই, ডানচোখে বেশি চাপ পরতেছে। :(

০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:০৫

রিকি বলেছেন: নেন ভাই আপনার চোখের ব্যবস্থা আমিই করে দিলাম !!! ;)

৩৯| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:২৫

জেন রসি বলেছেন: শাশুড়ির আসল দাঁত আছে বইলা মনে হয়না।দাঁত আছে কিনা এইটাই একটা রহস্য। তাই শাশুড়ি কেন পান চাবায় নাম না দিয়া শাশুড়ি কেমনে পান চাবায় এই নামটাও দেয়া যাইতে পারে। নায়ক নদী ভাই যখন গাছতলায় বইসা বংশী বাজাবে তখন বালিকা আইসা বলবে তোমার শাশুড়ি আম্মা আমাকে পান খাইয়া ঠোঁট লাল করতে দেয় নাই। তারপর পান খাইয়া ঠোঁট লাল করার অধিকারে নায়ক নদী ভাই শুরু করবে আন্দোলন। তারপর সব লালে লাল হয়ে যাবে। ;)

স্ক্রিপ্ট রাইটার, কিছু আইডিয়া দিলাম। এইবার আপনি গান শুরু করেন, ভয় কি মরনে........... ;) :P :)

০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:০৯

রিকি বলেছেন: শাশুড়ি কেন পান চাবায় থেকে<< শাশুড়ি কেমনে পান চাবায় হল<<< এবার শাশুড়ি কেন কাঁঠাল পাতা চাবায় নাম দিবেন না তো আপনি ভাই !!!! :-* নায়ক নদী ভাইয়ের বিদ্রোহের নাম হবে খয়ের আর জর্দা বিদ্রোহ !!! :P মরনে ভয় পাচ্ছি না, সিনেমার কাহিনী কল্পনা করে ভয় পাচ্ছি !!!! ;)

৪০| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জ্ঞান বিতরণের পোস্টে ভালোলাগা রিকিমনি। অনেক নতুন তথ্য জানতে পারলাম +++

ভালো থাকুন সবসময়, শুভকামনা।

০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:১২

রিকি বলেছেন: বোকা ভাই, বোকা ভাই<<< আপনাকে আমাদের সিনেমাতে কোন পার্ট দেয়া যায়--- স্ক্রিপ্ট রাইটার (আমি বাঁচতে চাইছি আর কি, জেন রসি ভাই যা আইডিয়া দিচ্ছে ) !!!! ;) মন্তব্যে অনেক অনেকককককককক ধন্যবাদ ভাই :D

৪১| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ১০:১৭

শতদ্রু একটি নদী... বলেছেন: ছিঃ! এইটা কি কইলেন? রসি ভাইয়ের একটা বিবেচনা আছেনা? কাঠালপাতা তো অন্য গোত্রের জাতীয় খাদ্য, ওইটা ওদেরই থাক। উনার জন্য চিকন দুর্বাঘাস বরাদ্ধ দেয়া যাইতে পারে। কাহিনী ভয় পাইয়া লাভ নাই, এই কাহিনীর কারনেই ইতিহাসে লেখা থাকতে পারে আপনার নাম। ইতিহাস বইটাও আপনিই লিইখেন। ;)

০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১:১৬

রিকি বলেছেন: ইতিহাস বই লিখে অবস্থা নিম্নরূপ :((


৪২| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ১০:২৮

আমিনুর রহমান বলেছেন:


পোষ্টে ভালো লাগা।

০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১:১১

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

৪৩| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৫৩

মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার পোস্ট!

০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১:১৩

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই :) :)

৪৪| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৪৭

দর্পণ বলেছেন: এই ম্যুভিতে শ্বশুরের রোলটা কারে দেওয়া হবে?

০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৫১

রিকি বলেছেন: দেখেন তো দর্পণ ভাই শ্বশুর হিসেবে এইটা চলবে কিনা ??? যদিও আমি কাস্টিং ডিরেক্টর না তবুও একটা কল্পনা থেকে দিলাম আর কি !!!! ;) বাকিটুকু পরিচালক জেন রসি ভাইয়ের ইচ্ছা :P

৪৫| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:১৬

আরণ্যক রাখাল বলেছেন: দারুণ পোস্ট। জানি তথ্যগুলো মনে রাখতে পারবো না কিন্তু মজা পেলাম অনেক।
++++++

০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৭

রিকি বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া :)

৪৬| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:০৫

দর্পণ বলেছেন: ইয়ে মানে আমার বহুদিন যাবৎ অভিনয়ের শখ। কলেজ জীবনে করেছিও একটু আধটু। আপনারা একটু আমাকে বিবেচনায় রাখতে পারেন। একটু চিন্তা করেন দেখবেন প্লিজ?

০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১১

রিকি বলেছেন: ঠিক আছে ভাই ;)

৪৭| ০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: এই ব্যাপারে আমারও সম্মতি আছে দর্পন ভাই। তবে আপনি আগে বউ পিটানোর বাস্তব অভিজ্ঞতার সনদ সাবমিট করতে পারলে নির্দিধায় আপনার জন্য শ্বশুর চরিত্র তৈরী করা যাবে। সেই সাথে শ্বশুর কতৃক শাশুড়ি পিটানোর কয়েকটা দৃশ্য ঢুকাইয়া দেয়ার জোর দাবী জানাইলাম। ;)

০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

রিকি বলেছেন: ভাই এত সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে আপনি ঘুমান ক্যামনে ??? ;)

৪৮| ০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

দর্পণ বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: এই ব্যাপারে আমারও সম্মতি আছে দর্পন ভাই। তবে আপনি আগে বউ পিটানোর বাস্তব অভিজ্ঞতার সনদ সাবমিট করতে পারলে নির্দিধায় আপনার জন্য শ্বশুর চরিত্র তৈরী করা যাবে। সেই সাথে শ্বশুর কতৃক শাশুড়ি পিটানোর কয়েকটা দৃশ্য ঢুকাইয়া দেয়ার জোর দাবী জানাইলাম।


আমার বউ বড় ভালামানুষ। এই ঈদে ১৫০০ টাকার মধ্যে একখানা তাঁতের শাড়ি আর ৩০০ টাকার একখানা স্যান্ডেল হইলেই তার চলবে বলছেন। এমন লক্ষীমন্ত বউ থাকতে আপনি বউ পিটানোর বদ পরামর্শ দিতেছেন কেন ভাই? আপনাকে তো ভালো মানুষ মনে করছিলাম। আমি কবি মানুষ । মনোদৌর্বল্য আছে আমি কাউকে মাইরপিট করতে পারবোনা। না অভিনয়ে না বাস্তবে মানে দুস্বপ্নেও এই কাজ আমারে দিয়া হবেনা তবে ভালোবাসা দিতে পারি। আমার জন্য একজন আদর্শ প্রেমিক শ্বশুরের চরিত্র সৃষ্টি করা যায়না ভাই?

০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:০০

রিকি বলেছেন: দর্পণ ভাই শতদ্রু ভাইয়ের কথা শুনে যান--- জি জি করে (যত রকমের সোয়া সর্বনেশে বুদ্ধি ভাইয়ের কাছে এক্কেরে মুফত ;) ) !!!! হ্যাঁ হ্যাঁ আপনি একটা ঐরকম সার্টিফিকেট নিয়ে আনেন(হওয়ার দরকার নাই, খালি সার্টিফিকেট :P )--- দেখি পরিচালক ভাইকে বলে শ্বশুরের চরিত্র প্রেমিক প্রেমিক করা যায় কিনা !!!! B-))

৪৯| ০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

জেন রসি বলেছেন: দর্পণ ভাই, আপনার মত সহসী চরিত্রই খুঁজতেছিলাম! এই মুভিতে শশুড়ের চরিত্রে অভিনয় করার জন্য কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।সবাই শাশুড়ি চরিত্রের অভিনেত্রির নাম শুইনা ভয়ে ভাগা মারছে!!! তবে আপনার ভয় নাই। মুভিতে আপনি পান খাইয়া ঠোঁট লাল করতে দেওয়ার পক্ষে কিছু বিদ্রোহী কবিতা লেইখা ফেলবেন!!সেই কবিতা পইড়া নদী ভাই এবং বালিকা বিদ্রোহের আগুনে ঝাঁপাইয়া পড়বে। ;)

০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:০১

রিকি বলেছেন: মারহাবা মারহাবা ;)

৫০| ০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, এইখানে দজ্জাল শাশুড়ির হাড্ডিগুড়া করা শ্বশুর দরকার। আপনে আর ভাবী তো মানুষ না, পুরাই পলিমাটি। আপনাদের নায়িকার নিরহ বাপ মা কিংবা ভাই বোনের ক্যারেক্টার দেয়া যায়। এই চরিত্রে ভয়ঙ্কর বিশু ভাইরে দেয়া যায় নাকি ভাবতেছি। ;)

০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:০৩

রিকি বলেছেন: সিনেমার প্রথম সিনে বিশু ভাই এরকম করে এন্ট্রি নিবে !!!! ;) (বিশু ভাই আবার মাইন্ড খেয়েন না)

৫১| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:১৩

শতদ্রু একটি নদী... বলেছেন: দর্পন ভাইরে ছুপা বিদ্রোহী শ্বশুরের রোলও দেয়া যায়। উপরে নরম হইলেও বিদ্রোহের আগুন জালাইতে অনুঘটক হিসেবে কাজ করবেন। বিশু ভাইরে আপাতত ব্লক মারেন, নাইলে চরিত্র পাওয়ার আগেই ডায়লগ শুরু কইরা দিলে খবর আছে। ;)

০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:০৯

রিকি বলেছেন:

৫২| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:২১

শার্লক_ বলেছেন: In Old California মুভির যে পোস্টারটা দিয়েছেন সেটা ১৯৪২ সালের। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম John wayne এর জন্ম হলো ১৯০৭ সালে আর এই মুভি মুক্তি পায় ১৯১০ সালে। ক্যামনে কি!!

০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:০৭

রিকি বলেছেন: ভাই In Old California লিখে সার্চ দিয়ে ওটাই পেয়েছিলাম---আপনার সংশোধনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ--- ১৯১০ সালের টা ডকুমেন্টারি শর্ট ফিল্ম ছিল এটা মুভি--- আমি খেয়াল করেছিলাম না। আপনার বলার জন্য আবারও ধন্যবাদ- আমি ঠিক করে দিয়েছি :)

৫৩| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:২২

জেন রসি বলেছেন: শশুড় অত্যাচারী হইলে পাবলিক শাশুড়ির ব্যাপারে সেন্টিমেন্টান হইয়া যাইতে পারে।তখন কিন্তু মুভির থিম পরিবর্তিত হইয়া যাবে।
তাই আমাদের দরকার কবি স্বভাবের অমায়িক শশুড়।দর্পণ ভাই এই চরিত্রের জন্য এক্কেবারে উপযুক্ত!! বিশুরে আনা যাবে না।উনারে নিলে উনি সানডে মানডে ক্লোজ কইরা দিতে পারেন! ;)

০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:০৮

রিকি বলেছেন:

৫৪| ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:২৮

দর্পণ বলেছেন: জেন রসি বলেছেন: দর্পণ ভাই, আপনার মত সহসী চরিত্রই খুঁজতেছিলাম! এই মুভিতে শশুড়ের চরিত্রে অভিনয় করার জন্য কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।সবাই শাশুড়ি চরিত্রের অভিনেত্রির নাম শুইনা ভয়ে ভাগা মারছে!!! তবে আপনার ভয় নাই। মুভিতে আপনি পান খাইয়া ঠোঁট লাল করতে দেওয়ার পক্ষে কিছু বিদ্রোহী কবিতা লেইখা ফেলবেন!!সেই কবিতা পইড়া নদী ভাই এবং বালিকা বিদ্রোহের আগুনে ঝাঁপাইয়া পড়বে। ;)


ওহ শুনে কলিজা ঠান্ডা হইলো। আমার তাইলে প্রতিদ্বন্দি আর কেউ নাই। আমি শ্বাশুড়িরে ম্যানাজ কইরা ফেলবো ইনশাল্লাহা। ইনারে একটু উলটা ঔষধ মানে মেডিসিন মানে একটিং দিতে হবে। উনারে কিছু কবতে উপহার দিয়াও চিন্তা ভাবনা অন্য দিকে ঘুরাই দেওয়া যায়। জানেন তো এইটাই কবিদের মহাস্ত্র, আগ্নেয়াস্ত্র। তবে নদীভাই ভালোনা আমারে কবুদ্ধি দিসে এতে এত কষ্টে ম্যানাজ করা শ্বাশুড়ির মাথা আউলায়া যাইতে পারে। আর বালিকার চরিত্রে কে আছেন? বালিকা কি সদয়া, শুশীলা, লজ্জাবতী কলমী লতা? নাকি নদী ভাই এর মতনই ।

০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৩

রিকি বলেছেন:

৫৫| ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৩১

দর্পণ বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, এইখানে দজ্জাল শাশুড়ির হাড্ডিগুড়া করা শ্বশুর দরকার। আপনে আর ভাবী তো মানুষ না, পুরাই পলিমাটি। আপনাদের নায়িকার নিরহ বাপ মা কিংবা ভাই বোনের ক্যারেক্টার দেয়া যায়। এই চরিত্রে ভয়ঙ্কর বিশু ভাইরে দেয়া যায় নাকি ভাবতেছি। ;)

না না আমি শ্বশুরের চরিত্র ছাড়া আর কোনো চরিত্র করতে আগ্রহী নই। ভয়ংকর বিশু ভাইরে ডাইকেন না ভাই । উনার ভাঁটি মার্কা চোখ দেইখা আমার কইলজা কাঁপে। আমার তাইলে প্রেম প্রেম কবিতা দিয়ে আর কোনো দজ্জালনীর দিল জয় করা হবেনা। এমন কাজ কইরেন না ভাই। প্লিজ লাগে।

০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৩

রিকি বলেছেন:

৫৬| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন: দর্পন ভাই, আপনের আর ভাবীর ভালোমানুষী আমার পছন্দ হইছে। দুইজনরেই চরিত্র দেয়া যায় ক্যামনে ভাবতেছি। গল্পে শাশুড়ি দুইজনও থাকতে পারে, একজন গুপ্ত ভালো শাশুড়ি (অরিজিনাল ভাবীর মতো) আরেকজন প্রকাশ্য দজ্জাল শাশুড়ি যিনি মুভির শেষে মাথায় জামের বিচির ভিতরের লুকানো সরিষাদানা সাইজের এটম বোমার আঘাতে মারা যাইবেন। এরপর গুপ্ত ভাবীও প্রকাশ্যে আসবেন, এবং আপনাদের গল্পের শেষেও লেখা হবে, " এরপর রাহুমুক্ত হইয়া তাহারাও সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলেন!" ;)

০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

রিকি বলেছেন:

৫৭| ০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

জেন রসি বলেছেন: দুই শাশুড়ির থিমটাও খারাপ হয় নাই।দজ্জাল শাশুড়ি পানপড়া দিয়া শশুড় এবং ভালো শাশুড়ির পান খাইয়া ঠোঁট লাল করার অধিকার কেড়ে নিবে। তখন শ্বশুড় রোমান্টিক কবিতা লেখা ছাইড়া বিদ্রোহী কবিতা লেখা শুরু করবে। সেই কবিতা নদী ভাই এবং বালিকার হৃদয়ে প্রতিফলিত হইয়া রোমান্টিক বিদ্রোহের আগুন জ্বালাইয়া দিবে। ;)

নদী ভাই, বালিকা চরিত্র কাকে দেওয়া যায়?আপনি এই মুভির নায়ক, তাই আপনার বিবেচনায় নায়িকা ঠিক করা হবে।কাকে নেওয়া যায় এইটার একটা শর্টলিস্ট দিয়া দেন! :P ;)

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৮:৪৪

রিকি বলেছেন: বালিকার চরিত্রে কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত মৌসুমিকে বলে দেখতে পারেন !!!! ;)

৫৮| ০৩ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

টয়ম্যান বলেছেন: লেখার বিষয়ডা জানি কি আছিল #:-S

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৮:৪৫

রিকি বলেছেন: ভাই এটা আমিও ভুলে গেছি-- এটা কিসের উপর পোস্ট আছিল জানি !!!! /:)

৫৯| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৮:১৬

শতদ্রু একটি নদী... বলেছেন: বালিকা তো আবার ভুত, অন্য জগতের বাসিন্দা। এইটা একটা বিশাল ঝামেলা হইলো। একটা র‍্যান্ডম আইডি পিক কইরা নেয়া যায় দৈবচয়নের ভিত্ততে। পরে মডুগো দিয়া ব্যান দিয়া মাইরা ভুত বানাইয়া ফালাইলেই হইবো। ;)

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৮:৪৭

রিকি বলেছেন: ভাই আপনারা লৌকিক, অতিলৌকিক, পারলৌকিক, অলৌকিক আর কি কি আনবেন একটু শুনে দেখি !!!! :||

৬০| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৮:৫৬

শতদ্রু একটি নদী... বলেছেন: বালিকা চরিত্র নিয়া কোনো চুদুরবুদুর চইলতোনা। আমি যা দেখি তুমি তা দেখোর ঘোড়ায়চড়া রাজকন্যা দেখা চশমাওয়ালী মাইয়াডারে একটা একাউন্ট খুইলা দ্যান, ওরে নায়িকা বানাইতে মুন চায়। ;)

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:১৪

রিকি বলেছেন: :||

৬১| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:৩০

দর্পণ বলেছেন: ইয়ে মানে আমার ভালোমানুষ বউডারে এইসবের বাইরে রাখলে ভালো হয়না? সুখে থাকতে ভুতের কিল খাইতে রাজি না আমি। আমার উনি বড় ভালো মনের নম্র ভদ্র সংসারী আপনাদের খপ্পরে পড়লে তো আমার সুখের জীবন কবিতা লেখার নিশ্চিন্ততা, নির্বিঘ্নতা ঘুচে যাবে।

০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১৫

রিকি বলেছেন: :D

৬২| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:৩৪

দর্পণ বলেছেন: বাই দ্য ওয়ে, শ্বাশুড়ি এখনও কুনো খবর পাইলোনা ? কেমনে কি? তারে একটা খবর পাঠান যায়না? তার সন্মতিটাও তো সমুহ প্রয়োজন।

০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৫:১৯

রিকি বলেছেন: হ্যালো শাশুড়ি বলছিলেন--- দর্পণ ভাইরে একটা জরুরি ভিত্তিতে ফোন দিয়েন তো !!!! :P

৬৩| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: তাইলেতো ভাই কাহিনীতে আমুল পরিবর্তন লাগবে মনে হয়। শাশুড়িরেও মাইরা ভুত বানাইয়া দেয়া যায় নাকি ভাবতেছি। হত্যার কামটা গোপনে আপনেই করতে পারেন। ভুত বউয়ের ভুত শাশুড়ি, অবশ্য শায়েস্তা করার সরিষা বোম ফেলার পরিকল্পনা বদলের দরকার নাই। সরিষা এমনিতেই ভুতেদের লাইগা এটম বোম। ;)

০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:২৬

রিকি বলেছেন: :P

৬৪| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:৪৯

ফা হিম বলেছেন: ভালোই তো আড্ডা চলতেছে।

০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:২৭

রিকি বলেছেন: হ্যাঁ ভাই ;)

৬৫| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:৫৯

দর্পণ বলেছেন: কি যে কন নদীভাই? শ্বাশুড়ীরে মাইরা ভুত বানাইলে সিনেমা চলবে কেমনে? ভুতের সাথে প্রেম প্রেম অভিনয়ে আমি রাজি নই।আমি কবি মানুষ সব দজ্জালনী কবিতা দিয়ে কাবু করাই আমার কাজ।না আপনারে দিয়া হবেনা।

০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:২৮

রিকি বলেছেন: :-*

৬৬| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:০১

জেন রসি বলেছেন: দর্পণ ভাই, আপনি এত ভীতু হইলে বিদ্রোহ করবেন কেমনে? আমাদের ভালোমানুষ ভাবীরে বাইরে রাখলে বিপদ ঘটে যেতে পারে। তিনি যদি মুভিতে আপনাকে দজ্জাল শাশুড়ির সাথে দেখে তবে রিয়েল লাইফ এ বিদ্রোহ শুরু করে পারে!তখন আমাদেরকে মুভি ফালাইয়া চন্দ্রদেশে যাওয়ার জন্য নভোযানের অনুসন্ধান করতে হবে।

নদী ভাই, বালিকা নিয়া ভালো বিপদে ফালাইয়া দিলেন।আপনার মন মত শ্যামা সুন্দরী কিংবা ধলা সুন্দরী কিছুই খুইজা পাওয়া যাইতেছে না। সালমা হায়েক আপারে ধইরা আনমু কিনা চিন্তা করতেছি। ;)

০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:২৮

রিকি বলেছেন: সালমা হায়েক আপারে ধইরা আনমু কিনা চিন্তা করতেছি। বাজেট কত শুনি-- আপনি হায়েক রে আনবেন !!!! /:)

৬৭| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:৫০

দর্পণ বলেছেন: না না আপনাদের ভালোমানুষ ভাবী কি আর আপনাদের এই রওশন জামিল মারকা ভিলেইন অভিনেত্রীর মত নির্দয়া? তিনি বড় পতিপ্রেমী। ম্যুভিতে কেনো বাস্তবেও দজ্জালনীর সাথে পার্কে বসে একটু আধটু পান বাদাম চিবাইতে দেখলে কিছু মনে করবেন না। আর বিদ্রোহ করলে তো আপনাদেরই লাভ ভাই। বিনা শ্রমে, বিনা ব্যায়ে চন্দ্রদেশ ভ্রমন। মন্দ কি? তবে আমারেও সাথে নিতে ভুইলেন না ভাই। দজ্জালনীরেও সাথে নিয়েন। উপরে নিয়া নভোযান থেকে ফালানোর ভয় দেখাইয়া যদি তারে শায়েস্তা করা যায় আর কি। হে হে
সোজা আঙ্গুলে তো আর ঘি উঠেনা এখন যদি মৃত্যু ভয় দেখায়া তারে কাবু করা যায় আর কি ...

একটা প্রস্তাব আছে। নদী ভায়ের জন্য মুনলাইট লায়ন বা স্টারস্পার্কল টাইগার টাইপ কোনো নায়িকা খুজে বাইর করলে কেমন হয়। না হয় নতুন মুখের সন্ধান চালানো হবে।

০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:৩২

রিকি বলেছেন: ওহ নায়িকার নাম শুনে মাথা ব ব কইরা ঘুরতেসে রে !!! |-)

৬৮| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন: রসি ভাই, হায়েক আপার প্রস্তাব মন্দ না। বাজেট নিয়া প্রডিউসার খালা ভাববে। উনার কাছে তো কিছুই ব্যাপার না। এইটাও ব্যাপার হবেনা আসা করি।

সাইড প্রেমিকা খুজ্জতে নতুন মুখের সন্ধানও চালান যাইতে পারে। জীবনে প্রেম একবারই আসবে এমন তো কোন কথা নাই। ফাইনাল সর্বনাশের আগে টূকটাক সেকেন্ডারী প্রেমের দৃশ্যও রাখা যাইতে পারে। একটা জানি পেনিলোপ ক্রুজ টাইপও হয়। ;)

০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৫:২৩

রিকি বলেছেন: ভাই আরও কেউ থাকলে তাও বলেন--- তৃতীয় নায়িকা হিসেবে ইভা গ্রিন (অবশ্যই তা পেনি ড্রেডফুল লুকে) !!!! :P আপনি তো দেখছি ককেশীয় আর মেডিটেরানিয়ান সুন্দরীদের বেছে বেছে নিয়ে আসছেন !!!!! ;)

৬৯| ০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০২

রাসেলহাসান বলেছেন: চমৎকার পোষ্ট!

০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) ভাল থাকবেন :)

৭০| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৫

দর্পণ বলেছেন: ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৫:১৯ ০
লেখক বলেছেন: হ্যালো শাশুড়ি বলছিলেন--- দর্পণ ভাইরে একটা জরুরি ভিত্তিতে ফোন দিয়েন তো !!!! :P


কে ফোন দিবে? আপনি?

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪২

রিকি বলেছেন: না পরিচালক মহাশয় :P

৭১| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:২২

অপ্‌সরা বলেছেন: রিকি আপুনি!!:(

তুমি আমাকে শ্বাশুড়ির চরিত্র কোন আক্কেলে সাজেস্ট করলা??? আমি নায়িকা ছাড়া কিচ্ছু হতে পারি বলো????:( :( :(


বুড়া হাবড়া শত্দ্রুর বাচ্চা হবে শ্বশুর আর দর্পনভাইয়াজান হবে তার বেয়াই আর দুইজনেরই বউ মেরে ফেলবা। :):):)


আমি হবো নায়িকা । :):) :) শতদ্রুকে অবশ্য আমাদের বাবার বা দাদার চরিত্রায়ন করিতে দেওয়া যাইতে পারে।উর্বি আপুনি হবে আমার বোন তুমি আমার আরেক বোন আমরা তিন বোন হবো আচ্ছা?:):):)

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩২

রিকি বলেছেন: আপুনি আমি আপনাকে শাশুড়ি বানায় নি, শতদ্রু ভাই আর জেন রসি ভাইয়ের সম্মিলিত বুদ্ধি এটা !!! :D আমি তো পরিচালক না আপুনি--- জেন রসি ভাই !!!! :-B

৭২| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৫

শতদ্রু একটি নদী... বলেছেন: রিকি ভাইয়া, এই প্রস্তাবে রাজী হইলে এরিসপ্লেটোরে এইখানে ২৪/৭ নিয়োগ দেয়া হবে। ;)

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৪

রিকি বলেছেন: না এত বড় টর্চার করতে পারেন না আপনি ভাই !!!

৭৩| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৬

অপ্‌সরা বলেছেন: ভাগ বুইড়া শত্দ্রু!!!!!!!!!!!!!!!!!!!!!! X((

এইখানে আসলে ঠ্যাং ভেঙ্গে দেবো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আমার হাঁটাহাঁটির লাঠি দিয়ে!:)

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৫

রিকি বলেছেন: আপনি লাঠি নিয়ে হাঁটাহাঁটি করছেন কেন?? আপনার কি হয়েছে ?? :|

৭৪| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন: কে কারে কি বলে? আমরা মানবোনা হার ঝারি পট্টির কৌশলে। ;)

করিতে পারেনা কাজ,
কপালেতে সদা ভাঁজ
ভয়ে থাকে। প্রাণ সদা টলে,-
পাছে কেউ কিছু বলে। ;)

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৫

রিকি বলেছেন: :||

৭৫| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩২

জেন রসি বলেছেন: মুভির থিম পরিবর্তন করার গভীর ষড়যন্ত্র চলতেছে। নায়িকা রোলের জন্য সালমা হায়েক আপাকে খবর দেওয়া হইছে।

নদী ভাই, শ্বশুড় শাশুড়ি রোল থেকে এদের দুইজনকে বহিষ্কার করা হইলো। ;)

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৬

রিকি বলেছেন: নদী ভাই ক্যামেরন ডায়াজ কে নিতে চাই, জিজ্ঞেস করে দেখেন ;)

৭৬| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৭

জেন রসি বলেছেন: লেখক বলেছেন: আপনি লাঠি নিয়ে হাঁটাহাঁটি করছেন কেন?? আপনার কি হয়েছে ?? :|

এপিক প্রশ্ন। ;)

জাতি জানতে চায়! ;)

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৯

রিকি বলেছেন: :||

৭৭| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৮

অপ্‌সরা বলেছেন: ঝারি পট্টি না মানিস, বাড়ি পট্টি মানবি ঠিক
কাজ করা তোর মাথায় উঠুক বুঝবি তখন ঠিক বেঠিক
কুটনাবুড়া আধামরা তোর কথাতে ভয় কি পাই?
মগজভুনা মুড়িঘন্ট বানাবো দিয়ে তোমার মাথাঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈ!:):):)

@ শত্দ্রু সোনামনি বুইড়াহাবড়া ভাইয়াজান!:)

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৬

রিকি বলেছেন: শতদ্রু ভাইয়ের তো সেই কবে থেকে নদী আর গাছ মার্কা একটা প্রো পিক দেখছি...আপুনি ভাইয়ের প্রো পিক দেখে তো বুইড়া মনে হয়না ! :P

৭৮| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৯

শতদ্রু একটি নদী... বলেছেন: ঠিকাছে, এদের বাদ দিয়া আগে একটস স্যাটায়ার লিখা যাইতে পারে সম্মিলিত ভাবে, এক প্যারা আমি, আরেক প্যারা আপনে। অতি অবশই ওই পোষ্ট কমেন্ট মডারেটেড থাকবে। এরপর ফাইনাল হইলে পাত্তির ব্যবস্থা হবেই। আগাম স্ক্রিপ্টে আমার পূর্ন আস্থা আছে, আপনের উপরেও আছে। ;)

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩০

রিকি বলেছেন: ভাই কষ্ট করে স্যাটায়ার লিখা লাগব না...শাশুড়ীর স্ক্রিপ্ট যেখান থেকে শুরু হয়েছে কমেন্টগুলোতে একটা Word file এ নিয়ে চরিত্র চিত্রায়ন করেন ':' দিয়ে স্যাটায়ার হয়ে যাবে! ;)

৭৯| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪২

অপ্‌সরা বলেছেন: জেনভাইয়াজান তোমার কি জিনির মত বোতলবন্দী হইবার সাধ হইয়াছে? তোমার মিচকামি আমি জানিনা?? বুঝিনা ভাবো??????????

তোমার মিচকা কলকাঁঠি নাড়াতেই এই আধা শয়তান শতদ্রু আমাকে বুড়ি বানাতে চায়!!!!!!!!!!!!!!!! তোমাকে এক্কেবারে বুড়াংমন্ত্রং তন্ত্র মন্ত্র দিয়ে এক্কেবারে যক্ষিবুড়া বানায় যক্ষ পাহারায় বসায় দেবো তুতান খামেনের পাতালপুরিতে।

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৩

রিকি বলেছেন: তুতেন খামেন এখন মিউজিয়ামে থাকে না আপনি পাতালপুরী পেলেন কই. জেন ভাই আর শতদ্রু ভাই কিন্তু আপুনি অনেক বেশি Creative..."শাশুড়ি কেন পান চাবায়"...! :D

৮০| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৪

জেন রসি বলেছেন: অপ্‌সরা বলেছেন: ঝারি পট্টি না মানিস, বাড়ি পট্টি মানবি ঠিক
কাজ করা তোর মাথায় উঠুক বুঝবি তখন ঠিক বেঠিক
কুটনাবুড়া আধামরা তোর কথাতে ভয় কি পাই?
মগজভুনা মুড়িঘন্ট বানাবো দিয়ে তোমার মাথাঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈ!:):):)

@ শত্দ্রু সোনামনি বুইড়াহাবড়া ভাইয়াজান!:)

অপ্‌সরা আপা দেখি আসলেই শাশুড়ির মতই খেপছে যার বালিকা মেয়ে নায়কের সাথে পালাইয়া যাওয়ার সম্ভাবনা আছে!!! :P ;)
নদী ভাই, তারাতারি বিদ্রোহ শুরু করেন। দর্পণ ভাইরে দিয়া কিছু হবে না। উনি হারমাসিসের মত আত্মসমর্পণ কইরা ফেলতে পারে। ;)

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৬

রিকি বলেছেন: আপনি গেঞ্জি বিপ্লব করবেন আর ভাইরে দিয়ে শাশুড়ি বিদ্রোহ...কি যুগ এসেছে হায় হায়! :P

৮১| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৪

অপ্‌সরা বলেছেন: কে কে লিখবে ততদলুভাইয়ামনি?? তুমি আর আমি?? তাইলে জিনিভাইয়া বুইড়া হবে ওকে??????? :) ( তার বাড় বেশি বাড়ছে X(( )

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৮

রিকি বলেছেন: আপুনি দর্পণ ভাইরে জেন রসি ভাইয়ের রোলটা দেওয়া যায়...প্রেমিক পুরুষ আহা দর্পণ ভাইয়া, শাশুড়ি নাচবে কোমর দুলাইয়া! ;)

৮২| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৬

অপ্‌সরা বলেছেন: আমার বালিকা কন্যা কার সাথে পালাবে? ঐ বুইড়া শতদ্রুর সাথে নাকি!!!!!!!!!! তওবা তওবা!!!!!!!!!!! ইন্নানিল্লাহ, আস্তাগফিরুল্লা!!!!!!!!!!! B:-) নাউজুবিল্লাহ

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪০

রিকি বলেছেন: হ্যাঁ একটু কল্পনা করেন শতদ্রু ভাই আপনার সিনেমাতে জামাই...এখন কি করবেন জামাইয়ের আপনার ব্যাপার! ;)

৮৩| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন: আপা ক্যামনে, উনি তো খালা ;)

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪২

রিকি বলেছেন: শেষ পর্যন্ত খালা বলে রে !! :D

৮৪| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৮

জেন রসি বলেছেন: বুড়িরে বুড়ি বানাবে নাতো কি বানাবে!!! :P

বুড়িরে ইয়ং বানানোর চেষ্টা করা যাইতে পারে!!! :P

কিন্তু আমরা বাস্তবভিত্তিক মুভি বানাইতেছি!!

নো রুপকথা!!! ;)

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৩

রিকি বলেছেন: পরাবাস্তব বলেন :D :D

৮৫| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:০২

শতদ্রু একটি নদী... বলেছেন: আমি আর রসি ভাই লিখমু, খালি দেইখেন, গল্প আর মুভি দুইটাই হিট। ;)

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৫

রিকি বলেছেন: এই মুভি হিট না হলেও সামনে মাসে আপনাদের দোয়ায় অপু ভাইয়ের লিস্টে আমার পোস্ট হিট! ;) ;)

৮৬| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৬

অপ্‌সরা বলেছেন: থু থু তোমরা চিড়া মুড়ি পান্তাবুড়ি কি লিখবা জানা আছে। যাও মরো আস্টাকুড়ে গিয়ে।

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৯

রিকি বলেছেন: পান্তাবুড়ির পান্তা খেয়ে Date expired হয়ে গেছে...ওরকম ঘাটের মরা বুড়ি নেয়া যাবে না যেখানে নায়িকা সালমা হায়েক অথবা ক্যামেরন ডায়াজ! আরে একটু ভেবে দেখেন তো সিনেমা তো পান্তাবুড়িকে নিলে সিনেমা থাকবে না...অযান্ত্রিক মার্কা ঢরঢরে গাড়ি হয়ে যাবে! :P পান্তাবুড়ি বাদ..

৮৭| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৭

শতদ্রু একটি নদী... বলেছেন: রিকি ভাইয়া, আপনারে আমাদের ছদ্মবেশী বোন খেতাব দিলাম। আপনার উত্তরগুলা পছন্দ হইছে। ;)

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫১

রিকি বলেছেন: আবেগে কান্দাইলছি!! ;)

৮৮| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫২

অপ্‌সরা বলেছেন: তোমারা সবাই শত্তুর। তোমাদের সাথে নো মোর কথা! আমি একা একা ম্যুভি বানাবো কাউকে নেবোনা! আলবিদা! ওহ দর্পন কবিভাইয়াকে নিতে পারি!:(

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৭

রিকি বলেছেন: আপুনি আমি তো সিনেমার দর্শক ছিলাম তাহলে আমি কি করব? :(

৮৯| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:
চার সাবান ব্যবসায়ী ভাইদের "Warner Brothers" কাহিনী জেনে ভালো লাগলো ।
দারুণ পোস্ট ...প্রিয়তে রাখলাম ।

শুভকামনা রইল, রিকি ।

০৮ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১৬

রিকি বলেছেন: অনেক অনেককককককককক্কককক্কক ধন্যবাদ আপু :)

৯০| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৯:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৯:১৭

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু :)

৯১| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

গেম চেঞ্জার বলেছেন: পোস্টটা চোখে পড়ে নাই, পোড়া চোখ আমার! :|| আপনার হলিউড নিয়া আগ্রহ ও পোস্ট ভাল্লাগছে। + :)

০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

রিকি বলেছেন: আপনার চোখ পোড়া হবে কেন, সকালে, বিকালে, রাতে, দুপুরে, অমাবস্যা, পূর্ণিমাতে একখানা তো কাল্লু গগলস দিয়ে রাখেন---কেমনে দেখবেন বলেন !!!! ;) ;) ;) ;) আপনাকে একটা ইন্টারন্যাশনাল চশমা দিচ্ছি এবার থেকে এটা পরেন !!!! B-))



৯২| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

গেম চেঞ্জার বলেছেন: আপনার ইন্টারন্যাশনাল চশমিশ পরে কিছুই দেখি না। :-/ :-/

০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

রিকি বলেছেন: আহা এই চশমা তো লাইট ঝিরঝিরে দেখাবে প্রথমে, ওটা অ্যাডজাস্ট করতে যেটুকু সময় লাগে আরকি !!!!! ;)

৯৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ :D :D

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

রিকি বলেছেন: B-))

৯৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

পুলহ বলেছেন: "Harvey and Daeida Wilcox এর ownership এ Hollywood এর এলাকাটি পূর্বে গবাদি পশুচারণশালা ছিল!!"
গরু-ছাগল থেকে যদি দারুণ কিছু হয়, তবে তো গরু-ছাগল ই ভালো :)
ইন্টারেস্টিং পোস্ট আপু! ভালো লাগা রইলো ++

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। অগ্রিম হ্যাপি নিউ ইয়ার :) :) :)

৯৫| ০১ লা মে, ২০১৬ বিকাল ৫:১৪

রাঙা মীয়া বলেছেন: দারূন পোস্ট :D

০১ লা জুন, ২০১৬ সকাল ১০:৪৮

রিকি বলেছেন: ধন্যবাদ :)

৯৬| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১১

আরমিন বলেছেন: সুপার্ব!! ++

০২ রা জুন, ২০১৬ সকাল ৯:২৮

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.