নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

‘False Trail 2011 (Original Title: Jägarna 2)’—সুইডিশ এই মুভিটি বুনো পরিবেশের twisted mystery এবং suspense এর এক অনন্য ট্রিট

১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৭



“Crime is a fact of the human species, a fact of that species alone, but it is above all the secret aspect, impenetrable and hidden. Crime hides, and by far the most terrifying things are those which elude us.”

অপরাধ এমন একটা জিনিস বর্তমানে যা অহর্নিশের সঙ্গী হয়ে গেছে প্রত্যেকটা মানুষের জীবনে। অপরাধী নামের মানুষগুলো সব থেকে মহৎ যে গুণটি দিয়ে আচ্ছাদিত তা হল বিবেকহীনতা। নিজেদের স্বার্থসিদ্ধির কারণে তারা যে কোন নিম্ন থেকে নিম্নতর ধাপে নামতেও নুন্যতম কুণ্ঠাবোধ করে না। ভালো মন্দের পার্থক্যের মানে তাদের কাছে শুধু এই- ‘আমি যা করি তাই ভালো, আমার বিপরীত শক্তির নাম মন্দ’ !!! আজকে এরকম একটা ঘটনার উপর নির্মিত সিনেমা নিয়ে আলোচনা থাকছে- স্বার্থান্বেষী অপরাধী, বিবেকহীন অপরাধ এবং সর্বোপরি অপরাধকে অবগুণ্ঠনে রাখার আখ্যান এটি।




ঘটনার সূচনা হয় আবারও সুইডেনের উত্তরাংশ Alvsbyn, Norrland এলাকার বনাঞ্চলে। সেখানকার শিকারী দলের একজন মহিলা Elin, Hunting camp থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দলের অন্যান্য সদস্যরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তাকে বনের বিভিন্ন দিকে খুঁজতে থাকে এবং শেষ পর্যন্ত দলের একজন সদস্য এবং স্থানীয় পুলিশ Torsten বনের মধ্যে তার পরিত্যক্ত গাড়ি পায়। কিন্তু আশেপাশে পায়ের ছাপ এবং রক্তের দাগ থাকলেও Elin এর দেখা পায় না।গাড়িতে কিছু আঙ্গুলের ছাপ এবং চুলের নমুনা পায় তারা। তদন্তে নামলে Torsten সন্দেহভাজন হিসেবে স্থানীয় সন্ত্রাসী Jari কে গ্রেফতার করে এবং দৈবিকভাবে গাড়িতে পাওয়া আঙ্গুলের ছাপ এবং চুল যে তারই তা প্রমাণিতও হয়। সাথে Jari র বাড়িতে তার গার্লফ্রেন্ডের কাছে পুলিশ Elin এর পার্সও পায়। Jari কে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে, তার কোন ধারণা নেই Elin এর ব্যাপারে, সে শুধু পরিত্যক্ত গাড়িটি বনের মধ্যে দেখেছিল এবং গাড়িটির মধ্যে নিজের কৌতূহল বশত ঢুকেছিল। সে নিজের উল্টোদিকে একটা মানুষের শিকারি বেশে আবছায়া দেখতে পেয়েছিল এবং গাড়ি থেকে নেমে পড়লে সে মানুষটিকে উধাও হয়ে যেতেও দেখে। এদিকে গাড়িসহ Elin এর বিভিন্ন জিনিস পুলিশের হাতের নাগালে আসলেও Elin ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায়। ঘটনা গিয়ে পৌঁছায় সুইডেনের Stockholm এ, সেখানে এই কেসটির দায়িত্ব ন্যস্ত হয় Detective Erik Bäckstörm এর উপর। Erik এই কেসটি নিজের এলাকায় হওয়ার কারণে নিতে অস্বীকার করে প্রথমে, কারণ বহু বছর পূর্বে ফেলে আসা ক্রুর অতীত তাকে প্রতিদিন তাড়া করে ফেরে। এরপরেও ঊর্ধ্বতন কর্তাব্যাক্তির চাপে পড়ে সে দায়িত্ব নিয়ে নিজের এলাকায় পৌঁছায় এবং Elin এর নিখোঁজ হওয়ার তদন্ত শুরু করে। প্রথমে সে স্থানীয় পুলিশের ধরে নিয়ে আসা আসামী Jari র কাছে যায় এবং জানতে পারে সে সেখানে গিয়েছিল ঠিকই কিন্তু Elin কে দেখেনি। এরপর Erik নিজেই জায়গাটিতে তদন্ত করতে আসলে গুলির খোসা খুঁজে পায়, যা স্থানীয় কারও শিকারী বন্ধুক থেকে নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করে সে। ফলে পুরো এলাকার সব মানুষের বন্দুক জব্দ করে গুলি একে একে পরীক্ষা করে তারা, এমনকি এই তদন্ত থেকে Torsten ও বাদ যায়না। Erik আসার পর থেকে খেয়াল করে জায়গাটির মানুষগুলো কিছু জিনিস লুকাচ্ছে বা ঘটনাটি সাজানো! নির্ভেজাল চরিত্রের Elin এর বয়ফ্রেন্ডকে ধরে আনলে তারা জানতে পারে, অনেকদিন আগেই Elin এর সাথে তার বিচ্ছেদ হয়ে গেছে। নিখোঁজ হওয়ার পূর্বে Elin কারও সাথে দেখা করত মাঝে মধ্যেই, কিন্তু কে সে তা কারোই জানা নেই। এদিকে Erik র সাথে সাক্ষাৎ হয় তার ছোট ভাই Leif এর সাবেক প্রেমিকা Karin এর... যাকে Torsten বিয়ে করে এবং Karin এবং Leif এর ছেলে Peter কেও সে নিজের ছেলের মত করে আপন ভাবে Torsten. এভাবে ঘটনা এগোতে থাকলে একদিন বনের মধ্যে পুলিশ Elin এর লাশ খুঁজে পায় এবং তাও বিকৃত অবস্থায়। ফরেনসিক টিম এসে বলে যে তিনদিন আগে থেকে তাকে সেখানে ফেলে রাখা হয়েছে; তার দেহে পাওয়া ম্যাগটগুলো এর প্রমাণ হিসেবে ধরা হয়। কে খুন করে Elin কে? কেন ই বা খুন হয় সে? পুরো ঘটনার পিছনে লুকিয়ে থাকে কোন রহস্য? Jägarna মানে The Hunters এর sequel এটি এবং এই প্রথম দেখলাম কোন sequel তার পূর্বের গল্পের আমেজটা বাড়িয়েছে বৈ কমায় নি। সিনেমার শুরু থেকে শেষের ১০ মিনিট অবধি টানটান রহস্য সেই মাত্রার এবং মানুষের ছলের এক অন্যরকম বহিঃপ্রকাশ রয়েছে এতে। প্রথমে মনে হবে ঘটনার গল্প কি সাধারণ, বুঝতে পেড়ে গেছি... কিন্তু সিনেমা যত এগোবে জট বাঁধবে আরও। সুইডিশ এই দুইটা সিনেমার যেদিক আমার সব থেকে ভালো লেগেছে তা হল, একদিকে বনের শান্ত এবং রহস্যেঘেরা পরিবেশের মধ্যে কেমন যেন একটা ভূতুড়ে ভাবের সাথে তালে তাল মিলিয়ে মানুষের জীবনের রহস্যগুলোও যেন এক জটিল সংখ্যার সমীকরণে গিয়ে দাঁড়ায়। প্রথম পর্বের তুলনায় এই পর্বের গল্পের প্লট আরও বেশি chilling mystery সম্পন্ন… প্রথম সিনেমা নির্মিত হয়েছিল ১৯৯৬ সালে এবং এটি ২০১১ সালে... ১৫ বছরের ব্যবধানে অনেক অনেক পরিবর্তনও লক্ষ্যণীয়। Mystery, Thriller genre যারা দেখতে ভালবাসেন তারা এই সুইডিশ Mystery দেখে হতাশ হবেন না আশা করি। নৈসর্গিক পরিবেশের সাথে যখন রহস্যের প্যাঁচানো প্লটের flavor মিশে যায়... তখন সেটা একটা অন্য জায়গায় পৌঁছায়... এই সিনেমার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। Kjell Sundvall এর পরিচালনাতে আবারও সুইডেনের বুনো পরিবেশের twisted mystery র আস্বাদ পেতে চাইলে এর বিকল্প নেই। A good film which depicts the suspension of suspense and mystery !!!



‘False Trail 2011 (Original Title: Jägarna 2)’

IMDB rating: 6.5/10
Genre: Crime/ Mystery/ Thriller
Cast: Rolf Lassgård, Peter Stormare, Annika Nordin
Country of Origin: Sweden




এই সিনেমার প্রথম পর্বের লিঙ্ক :

The Hunters 1996 (Original Title: Jägarna )—সুইডিশ এই মুভিটি ভিন্নধর্মী প্লটের ভিন্নরকম থ্রিলার ঘরানার সাথে পরিচয় করিয়ে দিবে...

http://www.somewhereinblog.net/blog/Ricks007/30048489

**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !!!! Happy Movie Watching !!!

মন্তব্য ৫২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৬

জেন রসি বলেছেন: এই মুভিটাও দেখি নাই!!!

আপনি কি অপরাধ বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন??

অপরাধ, রহস্য, মনের অন্ধকার দিক এগুলোর ব্যাপারে আপনার রহস্য টের পাওয়া যাচ্ছে।

আপনি নিজেও একটা রহস্য হইতে পারেন!!! ;)

++

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৮

রিকি বলেছেন: /:) আপনি কি অপরাধ বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন?? না ভাই- সেই সৌভাগ্য হয়ে উঠেনি !!!! আমি যেটা নিয়ে পড়ালেখা করেছি সেটা পড়াই আমাদের এখানে সব থেকে বড় অপরাধ (জিওলজি অ্যান্ড মাইনিং) !!!! B-)) B-)) অপরাধ, রহস্য, মনের অন্ধকার দিক এগুলোর ব্যাপারে আমার আগাগোঁড়া চরম পরিমাণের আগ্রহ কাজ করে ভাই-- এই কারণে থ্রিলার, ক্রাইম, মিস্ট্রি এটা আমার সব থেকে পছন্দের ঘরানা সিনেমা, বই উভয় ক্ষেত্রেই !!!! :``>>

আপনি নিজেও একটা রহস্য হইতে পারেন!!! /:) /:) /:) রহস্যও একটা বিরাট রহস্য, তাতেও লুকিয়ে থাকে ছোট ছোট আরও রহস্য, সেটাকে ভাঙ্গলে পাবেন রহস্যের অণু পরমাণু--- নেন আপনার মহাকাল প্যাটার্নে উত্তর দিয়ে দিলাম !!!! B-))

২| ১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৯

জেন রসি বলেছেন: এই দেশে এখন সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকার ইচ্ছেটাই একটা বিশাল অপরাধ!!!

দেশের বাইরে চইলা যান.........

কোন টাইপ রহস্য বেশী পছন্দ???

ভিঞ্চি কোড না গন গার্ল???

মহাকাল প্যাটার্নে না হইয়া কোয়ান্টাম মেকানিক্স হয়ে গেছে!!!! ;)

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫০

রিকি বলেছেন: আমার The Da Vinci Code, The Eight,Dante Club এর মত সিম্বোলিক এবং মিথিক্যাল মিস্ট্রি থ্রিলার যেমন ভাল লাগে, তেমন The silence of the lambs, Tell me your dreams এর মত Psychological থ্রিলার আবার The Bone collector,Cat and mouse এর মত ডার্ক থ্রিলার ও. Gone girl সিনেমা দেখেছি...বইটা এখনও পর্যন্ত পড়া হয়ে উঠেনি ! :P

৩| ১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৪

শতদ্রু একটি নদী... বলেছেন: মারামারি কাটাকাটি টানটান উত্তেজনা এইসবের চেয়ে আমার হাসি তামাশা আনন্দের বোধ পাইতে ভাল্লাগে। সাইফাইগুলাও ভালোলাগে। এমনিতে সব রিভিউর প্রথম আর শেষ দিকের কিছু লাইন পড়ি, গল্প জাইনা যাইতে ভাল্লাগেনা। অবশ্য রম্য রিভিউ গুলা পড়ি। এইখানেও তাই করলাম। তাই রিভিউ কেমন হইছে ঠিক জানিনা। কিন্তু কস্ট কইরা এতোকিছু লেখার জন্য ভালোলাগা। :P

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৯

রিকি বলেছেন: Slasher দেখি না, অত কাটাকুটি রক্তারক্তি আজাইরা ভালো লাগে না !!! :-P ক্রাইমের ক্ষেত্রে হলে সেটা ঠিক আছে নাহলে বাদ। No mercy যেমন !! আমার চাওয়া একটায়-- 'একটু নতুনত্ব' প্লট। একই ধরণের প্যানপ্যানানি গল্পের সিনেমা দেখতে চরম বিরক্ত লাগে !!! :-< :-< :-<

৪| ১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

সুমন কর বলেছেন: আরে ভিনদেশী মুভি দেখতে প্রচুর টাইম লাগে !! চমৎকার রিভিউ পড়ে দেখতে ইচ্ছে হলো।

এমনিতেই ১+১=১ এক দেখলাম ২ দিন আগে। রেশ কাঁটেনি।
আবার কাল দেখলাম The Fugitive (1993) & The Humbling (2014) . রেস্ট নিয়ে নেই।

প্লাস।

১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

রিকি বলেছেন: Incendies... ১+১=১ এর অংকের রেশ কাটতে সময় লাগবে-- যে জটিল অংক !!!! ;) সিনেমাটা প্রথম দিকে খুব স্লো---আমি দুইদিনে দেখেছিলাম !!! :-< হ্যারিসন ফোর্ড এবং বস অ্যাল প্যাচিনো র মুভি The Fugitive, The Humbling !!! B-) আমার মুভি দেখাতেও ঢিল পড়েছে--- একটা সিরিজ দেখতে নিয়েছি গত সপ্তাহ থেকে ৪ পর্বের, দুইটা দেখেছি-- দুইটা বাকি !!!! ৪-২=২ !!! :( অনেক অনেক ধন্যবাদ দাদা মন্তব্যের জন্য :) :)

৫| ১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: এক সময় একশন মুভি দেখতাম , এখন রোমান্টিক মুভি দেখি ।

সুইডেন এর পরিচালক ইংমার বার্গম্যান এর মুভি দেখতে পারেন । চমৎকার মেক ।

১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

রিকি বলেছেন: সুইডেন এর পরিচালক ইংমার বার্গম্যান এর মুভি অনেক অনেক বিখ্যাত। দেখার ইচ্ছা রয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য :)

৬| ১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৪

নতুন অভিনেতা বলেছেন: অসাধারণ ! আপনার ব্লগ পড়েই আমার সিনেমা ব্লগ করার ইচ্ছে হয়েছে । 12 Angry Men নিয়ে আমার লেখাটি বেশী ভালো হয়নি । আশা করি একই সিনেমা আপনি একটি লেখা লিখবেন । অনেক কিছু শিখতে পারব তাহলে । আপনাকে আবারো ধন্যবাদ ।

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৯

রিকি বলেছেন: আপনার ব্লগ পড়েই আমার সিনেমা ব্লগ করার ইচ্ছে হয়েছে আন্তরিকভাবে অসংখ্য কৃতজ্ঞতা ভাই।

12 Angry Men নিয়ে আমার লেখাটি বেশী ভালো হয়নি । আপনাকে কে বলেছে ভাই, কেউ এসে সমালোচনা করেছে ??? ভালো খারাপ বিষয়টি পরে আসে, প্রথমে মূল ব্যাপার আপনি শেয়ার করে খুশি কিনা ?? কোন কিছু নিয়ে লেখা কিন্তু একটা মনের খুশিও তাইনা?? লিখে যাবেন, ভালো খারাপ সেটা ভাবার দরকার নাই-- আপনার নিজের পরিচয়ও হয়ত কখনও সেই লেখনিগুলো হয়ে যেতে পারে, এবং এই খুশিটা একেবারেই অন্যরকম। :) 12 Angry Men আর রসি ভাইয়ের Blood Diamond নিয়ে অচিরেই লিখব, আশা করি। শুভকামনা। ভালো থাকবেন। :)

৭| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৪

শায়মা বলেছেন: সারাদিন ম্যুভি দেখলে ঈদ শপিং হবে কখন রিকিমনি!!!!!!!!!!!!

আর এই রিপলাই দেখে কি ভাবছি জানো???????

আপনি নিজেও একটা রহস্য হইতে পারেন!!! /:) /:) /:) রহস্যও একটা বিরাট রহস্য, তাতেও লুকিয়ে থাকে ছোট ছোট আরও রহস্য, সেটাকে ভাঙ্গলে পাবেন রহস্যের অণু পরমাণু--- নেন আপনার মহাকাল প্যাটার্নে উত্তর দিয়ে দিলাম !!!! B-))


শতদ্রুভাইয়া বা এরিস দার্শনিকের ভুত তোমার ঘাড়েও চাপলো নাকি!!!!!!!!!!!

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪১

রিকি বলেছেন: জেন ভাইয়ের উত্তর জেন ভাইয়ের মত করে না দিতে পারলেও, একটু আধটু চেষ্টা করেছি আরকি-- ঐ যে কোয়ান্টাম তত্ত্ব হয়ে গেছে !!!! :P দার্শনিক, আমি !!!! না না, ভাইয়েরাই থাকুক। B-)) আমি এই মুভি গত সপ্তাহের আগের সপ্তাহে দেখেছি, বুঝেন তাহলে- কি হাল আমার মুভি দেখার, সময় পায়না !!! :(

৮| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: হা হা

শপিং এ যেতে হবেনা রিকিমনি!!!!!!!!!!!!!

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৮

রিকি বলেছেন: ঈদের পরের দিন যাব !!!! B-))

৯| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

শায়মা বলেছেন: হায় হায়!!! :||

১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৩

রিকি বলেছেন: B:-) B:-/ :-B B-) B-))

১০| ২০ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৬

জুন বলেছেন: রহস্য গল্প আমার সব সময় প্রিয় সাথে কিছু ভৌতিক আবহাওয়া । যার জন্য এক্স ফাইলস এর এক মনযোগী দর্শক ছিলাম ।
কিন্ত রিকি রিভিউ বলেন আর যাই বলেন লিখেছেন দারুন, টান টান উত্তেজনা নিয়ে পড়লাম। কিন্ত শেষে কি হলো এলিনের তা তো বললেন না ? নাকি ম্যুভি দেখার উপর ছেড়ে দিলেন ?
+

২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৫

রিকি বলেছেন: শেষে কি হলো এলিনের তা তো বললেন না ? বলব না তো আপি--- এটাই তো গল্পের রহস্য !!!! ;) এক্স ফাইলস এর আমিও একনিষ্ঠ ভক্ত ছিলাম-এবং নতুন সিজন টাও দেখার আগ্রহ রয়েছে(নতুন সিজনের দুই এক মাসের মধ্যে এসে যাবে)--- বিশেষ করে Gillian Anderson কে তো আমার চরম চরম ভালো লাগে--- সে আবার হ্যানিবাল ও সেরকম অভিনয় করে। রহস্য গল্প আমার সব সময় প্রিয় সাথে কিছু ভৌতিক আবহাওয়া । এরকম সিনেমা ভালো লাগবে আশা করি--দেখতে পারেন আপি। মন্তব্যে অনেক অনেক ভালোলাগা রইল :)

আর এটা আমার এক্স ফাইলসের অত্যন্ত পছন্দের চরিত্র-- স্কালি। :)

১১| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫২

দীপান্বিতা বলেছেন: দেখার ইচ্ছে রইল ...

২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৫

রিকি বলেছেন: :-B B-) B-))

১২| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৪

জুন বলেছেন:

স্কালির সাথে সাথে ফক্স মোল্ডারও আমার অনেক প্রিয় চরিত্র রিকি ।
আরেক জন হলো রেমিংটন স্টিলের পিয়ার্স ব্রসনান ।

২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৬

রিকি বলেছেন: আমার আবার ফক্সের থেকে স্কালিকে বেশি ভালো লাগে আপি :) চালাক অনেক। ;)

১৩| ২০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৩

দর্পণ বলেছেন: বন্দুক দেইখা ভয় পাইসি আপা। খুনাখুনির ছবিতে আমি নাই।

২১ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৭

রিকি বলেছেন: তাহলে আপনাকে ভ্যাম্পায়ার মুভি সাজেস্ট করব নি...খাড়ান...ভ্যাম্পায়ার রা রাতের বেলা প্রেমিক আর দিনের বেলা বিরহী হয়ে যায়! ;)

১৪| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৮

শায়মা বলেছেন: রিকিমনি!!!!!:)

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৫

রিকি বলেছেন: হ্যাঁ হ্যাঁ বলেন ????????????????????????????????????? B-)

১৫| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৭

শায়মা বলেছেন: তোমাকেও ওদের সাথে বান্ধবো কিনা চিন্তা করছি!!!!!!!!!!!!

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৮

রিকি বলেছেন: কেন কেন আমি কি করলাম ????? :-*

১৬| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২১

শায়মা বলেছেন: ডোন্ট ফরগেট তুমি আমার বইন!!!!!!!! ওদের কেউ না !!!!!!!!!! নো বেঈমানী!!!!!!!!!!!!!!!! X(

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৮

রিকি বলেছেন: আমি বেঈমানি করলাম কখন???? :-/

১৭| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪১

শায়মা বলেছেন: করার গন্ধ পাচ্ছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! হাউ মাউ খাউ .......:)

আই লাভ ইউ সো মাচ আপুনিমনি!!!!!!!!!!!!!!!!!!!!! :) :) :) কাজে ই ............. X((

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৭

রিকি বলেছেন: হুঙ্কার !!!! না না আমি কিছু করছি না--- ভাইয়েরা মজা করছে এমনি এমনি, ওটা আপনাকে নিয়ে মনে হয় না। খালা খালা বলছে তো!!! /:) /:) /:)

১৮| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫২

শায়মা বলেছেন: ওহ তাই বলো। আমি ভাবছিলাম ......... X((


তাইলে ঠিক আছে আমি নাতো তাইনা???? :) :) :)

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৩

রিকি বলেছেন: মনে তো হয়না । বাকি টুকু ভাইদের জিজ্ঞেস করে দেখেন !!!! :-B

১৯| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ২:২০

জেন রসি বলেছেন: রিকি আপু, পরী খালা উপায় না পাইয়া এখন আপনাকে বইন বানানোর ষড়যন্ত্র করতেছে!!!

উনি নিজে তৃতীয় মাত্রায় থাকলেও সবাইকে পঞ্চম মাত্রায় ঘুরপাক খাওয়ানোর চেষ্টায় নিমজ্জিত আছেন!!!! ;)

দর্পণ ভাই অলরেডি কলেরা হাসপাতাল থেকে স্বর্গের দিকে যাত্রা করেছেন!!!

খালার পাল্লায় পড়লে আপনিও স্বর্গ না হইলেও চাঁদের দিকে চইলা যাইতে পারেন!!! ;)

২৩ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০৫

রিকি বলেছেন: B-)) B-)) B-))

২০| ২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৩

কাবিল বলেছেন: এই মুভিটা দেখা হয়নি। দেখতে হবে।

২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৫

রিকি বলেছেন: কাবিল ভাই সেরকম--- টবে প্রথম পর্বটা আগে দেখে নিয়েন কারণ প্রথমটা একটা ঘটনার মাধ্যমে শেষ হয়, সেখান থেকেই দ্বিতীয়টা শুরু হয়। :)

২১| ২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০০

উর্বি বলেছেন: দেখুম ই দেখুম :D

২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

রিকি বলেছেন: হ বহিন, দেইখ্যা কইয়ো হাসা আছিল না ভাসা ভাসা !!!! ;)

২২| ২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

উর্বি বলেছেন:
এলা ডাউনলোড দিতি দিতি ইয়ে এ এ এ এ এ এ এ এ

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৬

রিকি বলেছেন: দ্য হান্টার দেখেছিলেন?????????????????????????? সামনে আরও আসছে এ এ এ এ এ এ এ ;)

২৩| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:০১

শতদ্রু একটি নদী... বলেছেন: ফক্স চাচ্চুরে দেখলেই মনে হইতো ঘুম ভাঙ্গেনাই এখনো। এতো ম্যান্দা মারা ক্যান?

স্কালিরে আমারও পছন্দ। সৌন্দর্য্যে মুগ্ধতা না দেখাইলে পৃথিবী আমারে ক্ষমা করবেনা, বলবে, আমার রুচি বিকৃত ;)

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৪

রিকি বলেছেন: সৌন্দর্য্যে মুগ্ধতা না দেখাইলে পৃথিবী আমারে ক্ষমা করবেনা--- ভাই বুদ্ধিও রাখে সেরকম। হ্যানিবাল দেখেন, বয়স হয়ে গেছে, কিন্তু এখনও ১০ জন চেংরা নায়িকাকে ফুঁ দিয়ে উড়িয়ে দিবে !!! ;)

২৪| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৮

দীপংকর চন্দ বলেছেন: ‘আমি যা করি তাই ভালো, আমার বিপরীত শক্তির নাম মন্দ’ !!! [/sb

ভালো লাগা থাকছে।

এবং দ্যা এক্স ফাইলস!!!

ডানা স্কালি অনেক সপ্রতিভ!

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৪

রিকি বলেছেন: দাদা ফক্স আর স্কালিকে নিয়ে এক্স ফাইলস আবারও আসছে এই বছরেই...স্কালির তুলনা শুধু স্কালি ই..:-D মন্তব্যে অনেক অনেক ভালোলাগা রইল দাদা..:)

২৫| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩১

দীপান্বিতা বলেছেন: খুব মুভি দেখা হয়! :)

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৬

রিকি বলেছেন: না দিদি এখন আর সেভাবে দেখা হয়ে উঠে না !!!! :((

২৬| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:


গোলাগুলির জ্বালায় বাচ্ছাদের জন্য তৈরি করা মুভি দেখার শুরু করেছি।

ভালোবাসার মুভি কেউ বানাটে চাচ্ছে না।

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৪৫

রিকি বলেছেন: ভালোবাসার মুভি আমিও মেলাদিন দেখা বাদ দিয়েছি ভাই, ঐ একই প্যানপ্যানানি ভালো লাগে না!!! কিছু সিরিয়াস ইস্যু নিয়ে মুভি নামিয়ে রেখেছি, দেখাও হয়ে উঠছে না, শেয়ার ও না !!!! তার মধ্যে ৩ টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে (এই থিমের মুভি খুব খুব পছন্দ আমার) :) মন্তব্যে ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.