নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

ফাইভ গ্রেটেষ্ট স্টার পর্ব ১—যে পাঁচটি ভিন্ন ঘরানার সিনেমা দেখে তাদের উপর ভালো লাগা আরও পাঁচ গুণ বেড়ে গিয়েছিল =p~ =p~ =p~ =p~

৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৪



“There either is or is not, that’s the way things are. The colour of the day. The way it felt to be a child. The saltwater on your sunburnt legs. Sometimes the water is yellow, sometimes it’s red. But what colour it may be in memory, depends on the day.”


সিনেমা এমন একটা মাধ্যম যা মানুষকে যে শুধু বিনোদনই দেয় তা কিন্তু নয়, মানুষের মধ্যে একটা ভালো লাগার জগতও তৈরি করে। ছোটবেলাতে আমরা মোটামুটি ভাবে সবাই আলিফ লায়লা দেখেছি, দেখতে দেখতে কি মনে হত, ইসস যদি আমিও সিন্দাবাদ হতে পারতাম, দুই একটা দৈত্য আমিও ধাক্কা মেরে ফেলার ক্ষমতা অর্জন করতাম...। চিন্তাগুলো হাস্যকর হলেও, রাজ্যটা ছিল কল্পনার, এই রাজ্যে সবাই রাজকুমারীর মত সুন্দর নাহলে রাজপুত্রের মত ক্ষমতাধর হতে চায়... কিন্তু দৈত্য হতে চায় না!!!! কল্পনার রাজ্যের কোন সীমানা থাকে না। এভাবে সিনেমাও আমাদের সেরকম একটা পৃথিবীতে নিয়ে যায়, যে রাজ্যটাতে আমরা অনেক নতুন করে ভাবতে শিখি, অনুভব করতে শিখি, এমনকি সেই আদলে স্বপ্নও বুনে নিতে শিখি। আমি সাধারণত কোন সিনেমার প্রেক্ষাপটের উপর ভিত্তি করে সিনেমা দেখি, কিন্তু হলিউডের ক্ষেত্রে প্রেক্ষাপটের থেকে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক এই তিনটাকে odd one out system এ ফেলে সিনেমা দেখি সাধারণত। আজকে পাঁচটা ভিন্ন অভিনেতার পাঁচটা ভিন্ন ঘরানার সিনেমা নিয়ে পোস্ট দিব। নিজেদের ক্ষেত্রে এরা অনন্য... প্রথম জন James Stewart…যিনি হিচককের অনেক সিনেমার অন্যতম একজন নায়ক, সাদামাটা দেখতে হলেও, অভিনয়শৈলী সেরকম। দ্বিতীয় জন Jack Nicholson…ইনি আমার সব থেকে favorite দের একজন। প্রথম দেখা চরিত্র ছিল Joker…এর পর One Flew over the cuckoo’s nest, Chinatown অতঃপর Kubrick এর বিখ্যাত সেই সিনেমা The Shining…. যে কোন চরিত্র দিয়ে দিতে হবে এই মানুষটিকে...নিজের একটা আলাদা স্টাইলে সেটাকে সজ্জিত করে দিবে। তৃতীয় জন Sean Connery… এই মানুষটিকে প্রথম দেখেছিলাম James Bond রূপে... বুদ্ধিদীপ্ত চেহারা, গুরুগম্ভীর ভাব, আর একটা আলাদা Attitude সম্পন্ন এই মানুষটির সিনেমাগুলো আমার অন্তত চরম পছন্দের। চতুর্থ জন, Tom Hanks...The most versatile actor in Hollywood. এই মানুষটির দ্বারা সব অসম্ভব কাজ সম্ভব...Forrest Gump এর সেই আলাভোলা চরিত্র হোক, আর The Green Mile এর সেই sensitive জেল পরিদর্শক কিংবা হাল আমলের The Da Vinci Code এর Robert Langdon...সবকিছুর জন্য সে perfect. পঞ্চম জন... আমার অন্যতম ভালো লাগা একটা মানুষ... Brad Pitt. Pitt এর তুলনা শুধু Pitt… কিছু কিছু মানুষের সিনেমার নাম দেখে বোঝা যায় এটা একটা আলাদা মাপের এবং উচ্চতার সিনেমা হতে চলেছে...যাদের মধ্যে Brad Pitt একজন। তো আজকে James Stewart এর Vertigo, Jack Nicholson এর The Shining, Sean Connery র Entrapment, Tom Hanks এর Cast Away এবং Brad Pitt এর The Curious Case of Benjamin Button নিয়ে পোস্ট থাকছে। ;)

প্রথম মুভি :

"There is nothing more deceptive than an obvious fact."

Vertigo is a type of dizziness in which people inappropriately experiences the perception of motion. সিনেমার নায়ক John Ferguson aka "Scottie" পুলিশে কর্মরত অবস্থায় এক দুর্ঘটনার সম্মুখীন হয় যার ফলে সে Acrophobia(fear of heights) এবং Vertigo তে আক্রান্ত হয়...ফলে তাকে চাকরির বয়সসীমা শেষ হওয়ার আগেই retirement এ যেতে হয়। তার কলেজের এক বন্ধু Gavin Elster হঠাৎ তাকে একদিন তার অফিসে আসার আমন্ত্রণ জানায় এক অদ্ভুত ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে......সে তার স্ত্রী Madeleine কে follow করার জন্য তাকে private investigator হিসেবে নিয়োগ করে। Gavin এর স্ত্রী Madeleine এক অদ্ভুতুড়ে সমস্যায় জর্জরিত...Gavin সন্দেহ করে তার স্ত্রীর অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে কোন অশরীরী ...Madeleine কে follow করতে থাকে Scottie এবং এক সময় সে Madeleine এর প্রতি obsessed হয়ে পড়ে। Madeleine Scottie র সামনে suicide করে এক অজানা কারণে ...কি করে এরপর Scottie? আসল রহস্য কি সেটা কি বের করতে পারে সে? এই ঘটনার পর থেকে শুরু হয় সিনেমার আসল mystery...Mystery behind Madeleine, deception behind every particular activity !!!! Father of psychological and suspense thriller Alfred Hitchcock এর আর একটা masterpiece এটা । ১৯৫৮ সালে নির্মিত এই মুভি দেখে মনে হয় না সেই মান্ধাতা দশকের মুভি......কত্ত পুরাতন এই ভাব টা কোন অংশেই নেই !!!! অনুসন্ধিৎসু তথ্য অনুযায়ী এই সিনেমার ক্যামেরার গোল চক্কর effect কে এরপর থেকে "Vertigo effect" বলা হয় এবং তা এরপর থেকে অনেক সিনেমায় ব্যবহার হয়েছে। A marvelous movie with the ultimate Hitchcock mystery...... ;)




Vertigo(1958)

IMDB rating: 8.4/10
Genre: Mystery/Thriller/ Suspense
Cast: James Stewart, Kim Novak.




দ্বিতীয় মুভি :

“Birds scream at the top of their lungs in horrified hellish rage every morning at daybreak to warn us all of the truth, but sadly we don't speak bird.”

সিনেমা শুরু হয় Jack Torrance এর এক বিছিন্ন জায়গায় অবস্থানরত luxurious hotel "Overlook"- এর অফ সিজিনে care taker এর চাকুরী নেয়ার মধ্যে দিয়ে। Jack Torrance এই অফ সিজিনে তার লেখালেখির কাজের জন্য সাগ্রহে পরিবার সহ Hotel Overlook এ থাকতে রাজি হয়ে যায় । Jack এর একমাত্র ছেলে Danny কিছু আশ্চর্য ধরনের psychic ক্ষমতার অধিকারী যার ফলে সে অনেক অনাকাঙ্ক্ষিত জিনিস আগে থেকে দেখতে পায় এবং তার ভিতরের এক অশরীরী বন্ধু "Tonny" র কথা সে বার বার mention করে যে সে Danny-র সাথে অহরহ কথা বলে এবং বিপদের পূর্বাভাস দেয় । Danny হোটেল Overlook নিয়ে অদ্ভুত সব জিনিস পত্র তার স্বপ্নে দেখতে পায়...সে দেখে Hotel এর elevator থেকে ক্রমাগত রক্তের স্রোত বেড়িয়ে আসছে , দুইজন যমজ মেয়ে তাকে খেলার জন্য ডাকছে. Hotel এর Manager হোটেল ছাড়ার আগে Jack কে আভাস দেয়- তার আগের care taker হঠাৎ করেই cabin fever এ আক্রান্ত হয় এবং সে প্রথমে তার স্ত্রী এবং দুই যমজ মেয়েকে মেরে ফেলে তারপর নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। Jack,তার স্ত্রী Wendy এবং তাদের ছেলে Danny যখন হোটেল এ থাকার জন্য আসে...হোটেল এর শেফ Dick Hallorann, Danny কে সতর্ক করে দেয় রুম ২৩৭ থেকে দূরে থাকতে। এরপর কিছু দিন যাওয়ার পরে হোটেল এ বিভিন্ন ধরনের সব ভৌতিক ঘটনা শুরু হয় এবং Jack এর স্ত্রী Wendy লক্ষ্য করে Jack এর মানসিক অবস্থার ভয়াবহ পরিবর্তন । একসময় Jack বিকারগ্রস্ত হয়ে পড়ে। Jack কি আগের care taker এর মত তার পরিবার কে খুন করে?? Overlook নামের ভৌতিক সেই হোটেল এ Jack Torrance ও তার পরিবারের কি পরিণতি হয়??? Stephen King এর উপন্যাস "The Shining" এর সিনেমারূপটির কৃতিত্ব সর্বকালের বিখ্যাত পরিচালক Stanley Kubrick এর। Kubrick এর সিনেমার প্রধান বৈশিষ্ট্য প্রত্যেক মুহূর্তের thrill. Jack Torrance এর চরিত্রে যে মানুষটি রয়েছে সে Jack Nicholson যার তুলনা সে নিজেই এবং The Shining এর এই চরিত্রটি সর্বকালের সেরা villain গুলোর মধ্যে অন্যতম জায়গা করে নিয়েছে। Jack Torrance এর এই dialog "Darling, I'm not gonna hurt you. I'm just gonna bash your brains in " গায়ের লোম খাড়া করে দেয়ার জন্য যথেষ্ট। আর শেষে Jack Torrance এর frozen face...!!! :-& তবে আমি ব্যাক্তিগত ভাবে Jack এর স্ত্রী Windy কে দেখেও ভয় পেয়েছিলাম.....প্রথমে আত্মা ধরণের কিছু ভেবেছিলাম...পরে দেখলাম না এটা মানুষ, আত্মা ফাত্তা না.... just peculiar ধরনের face এর একটা নায়িকা......Robin Williams এর Popeye মুভিতে Olive Oil হয়েছিল। এই মুভিতেও Olive Oil মার্কা wardrobe সে ছাড়ে নি...!!!!! :P A great psychological horror and a must watch movie by Stanley Kubrick.... :)



"The Shining(1980)"

IMDB rating: 8.5/10
Genres: Drama/ Thriller/ Mystery/ Horror
Cast: Jack Nicholson, Shelley Duvall, Danny Lloyd.




তৃতীয় মুভি :


"Man is the only kind of varmint sets his own trap, baits it, then steps in it."

Robert "Mac" MacDougal international artifact চুরি করার ক্ষেত্রে এক দক্ষ এবং প্রফেশনাল ধূর্ত চোর...চুরি করার পর সে সন্দেহের দৃষ্টিতে থাকলেও সে সকলের ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়....তাঁর চুরি করার অভিনব এবং সূক্ষ্ম পদ্ধতি ধরতে সক্ষম হয় Waverly Insurance এ কর্মরত এক investigator Virginia "Gin" Baker। Gin গোপনে Mac এর গতিবিধি লক্ষ্য করতে থাকে এবং একসময় Mac তাকে follow করে তাঁর সুচতুর কৌশলে Gin কে ধরে ফেলে....Gin Mac এর চুরি করার পদ্ধতির প্রমাণ হাতে নাতে উদ্ধারের জন্য নিজেকে চোর বলে পরিচয় দেয় Mac এর কাছে এবং সে Mac এর সাথে সমঝোতায় আসে তাঁর পরবতীঁ চুরির mission এ সে তাঁর সহযোগী হবে। পরের mission হিসেবে Mac বলে Chinese একটা antique mask চুরি করার কথা। কে কার ফাঁদে পড়ে শেষ পর্যন্ত? Mac এর ফাঁদে investigator Gin...না Gin এর ফাঁদে Mac?? তাঁদের চুরি করার mission এর ই বা কি হয়?? বন্ড....জেমস বন্ড খ্যাত Sean Connery কোন ভাবেই তাঁর সেই iconic style এবং sophisticated cunning ভাব এখানেও ছাড়েনি Robert MacDougal এর চরিত্রে....আর Virginia Baker এর চরিত্রে Catherine Zeta Jones সেরকমমমমমম তাক লাগিয়ে রাখে....Con based film যাদের পছন্দ তারা এটা দেখে খুব একটা বেশি হতাশ হবেন না। An intelligent cop and con movie !!!! ;)




"Entrapment(1999) "

IMDB rating:6.2/10
Genre:Action/Crime/Caper
Cast: Sean Connery,Catherine Zeta Jones.





চতুর্থ মুভি :

" The weak die out and the strong will survive, and will live on forever.Sometimes even to live is an act of courage. "

Chuck Noland FedEx এর system analyst পদে কর্মরত...সে তাঁর দীর্ঘসময়ের গার্লফ্রেন্ড Kelly Frears এর সাথে Memphis এ থাকে । কিন্তু কাজের প্রয়োজনে তাঁকে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয়। Cristmas eve এর সময়ে Chuck এর উপর কাজের দরুণ Malaysia তে যাওয়ার দায়িত্ব পড়ে। Malaysia তে যাওয়ার পথে তাঁর flight প্রতিকূল আবহাওয়ার শিকার হয় এবং তা southern Pacific এ ভেঙ্গে পড়ে...flight এর সবাই মারা যায় শুধু Chuck ছাড়া....ভাসতে ভাসতে সে পৌঁছায় এক জনমানবহীন পরিত্যক্ত দ্বীপে। সভ্য জগতের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে Chuck কিভাবে survive করে ????? সে কি ফিরে যায় তার সেই রেখে আসা চিরচেনা পৃথিবীটাতে। 143 মিনিটের এই মুভি দেখতে বসে খালি অবাক হয়ে ছিলাম মানুষের জীবনে বাঁচার ইচ্ছা থাকলে শত প্রতিকূলতা পার করে হলেও সে কিভাবে টিকে যায় ঠিক ডারউইনের মতবাদটার মত "Survival for the fittest"। Chuck Noland এর চরিত্রে অভিনয় করেছে versatility র ultimate boss Tom Hanks...এই মানুষ কোন মুভিতে থাকলে, আর কে সেই মুভিতে আছে চোখে পড়তে দেয় না সে except Catch me if u can.....another tremendous performance as ever....অনেক অনেক সুন্দর একটা মুভি, না দেখলে চরম মিস। !:#P




"Cast Away"


IMDB rating: 7.7/10
Genre:Adventure/Drama
Cast : Tom Hanks, Helen Hunt, Paul Sanchez




পঞ্চম মুভি :

“The most unfair thing about life is the way it ends.Life is tough. It takes up a lot of your time. What do you get at the end of it? A Death ! What's that, a bonus? The life cycle is all backwards."

Benjamin Button এক বিস্ময়ের প্রতিমূর্তি ......reverse chronological order এ তার পুরো জীবন বিন্যস্ত । তার জীবনের বর্ণনা শুরু হয় হাসপাতালের বিছানায় শায়িত Daisy র কাছে রেখে যাওয়া Benjamin Button এর এক Diary-র মধ্যে দিয়ে। Daisy তার মেয়ে Caroline কে বলে Diary টা তাকে পড়ে শোনাতে । নভেম্বর ১১, ১৯১৮ এক বিস্ময় বালকের জন্ম হয় যার জন্মের পর পর ই তার মা ইহলোক ত্যাগ করে। তার বাবা Thomas Button তাকে এক নজর দেখার পর একটা Nursing Home এর সিঁড়িতে ১৮ ডলার সহ পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে আসে। Nursing home এর কর্মচারী Queenie এবং Tizzy তাকে সিঁড়ির উপর খুঁজে পায় দলা পাকানো অবস্থায়......পরে Queenie তাকে মানুষ করার দায়িত্ব নেয়। ভালোবেসে সে তার নাম রাখে Benjamin। Benjamin কে দেখে অন্যান্য সকলে মনে করেছিল সে বেশিদিন বাঁচার জন্য দুনিয়াতে আসেনি......সে আর দশটা বাচ্চার মত স্বাভাবিক ছিল না......সে ছিল জরাগ্রস্ত...Arthritis এ আক্রান্ত Benjamin প্রথম হাঁটতে শিখে ১৯২৫ সালে যখন তার বয়স ৭ বছর। এর ৫ বছর পর এক Thanksgiving এর অনুষ্ঠানে Benjamin এর সাথে দেখা হয় Daisy-র। তার পর তারা বন্ধু হয়ে পড়ে। এরপর Benjamin এর জীবনের নতুন সব অধ্যায় শুরু হয়। তার জীবনের চক্র তাকে কোথায় নিয়ে যায় শেষ পর্যন্ত ???? মুভিটাতে সম্পর্ক গুলোর এক অদ্ভুত ধরনের transition দেখানো হয়েছে। একটা অন্য ধরণের ছন্দ আছে এতে, এই ধরণের মুভি one and only হিসেবেই আসে। সব মিলিয়ে মুভিটা mesmerize করে রাখে। আমার সব থেকে ভাল লেগেছিল মুভিটার শেষের ৩০ মিনিট । কেমন জানি আচ্ছন্ন করে রাখে.....এবং শেষের dialog টা তো সেইরকমমম "Some people were born to sit by a river. Some get struck by lightning. Some have an ear for music. Some are artists. Some swim. Some know buttons. Some know Shakespeare. Some are mothers. And some people — dance." Fight Club, Se7en এর মত masterpiece এর creator Davin Fincher এর আর একটা মাষ্টারপিস। A movie with a flawless and enchanted story of a boy, a man and an aged person in a reverse chronological way.





"The Curious case of Benjamin Button (2008)"

IMDB rating: 7.8/10
Genre: Drama / Fantasy / Romance
Cast: Brad Pitt, Cate Blanchett, Tilda Swinton etc.






**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !!!! Happy Movie Watching !!!










মন্তব্য ৫৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২২

লেখোয়াড়. বলেছেন:
সুপার্ব পোস্ট।
অনেক অনেক প্লাস।

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৬

রিকি বলেছেন: মন্তব্যে অনেক অনেক ভালো লাগা রইল লেখোয়াড় ভাই :) :) :) :)

২| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৯

আমি মিন্টু বলেছেন: :)

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৮

রিকি বলেছেন: আমার ভাই, তোমার ভাই, মিন্টু ভাই, মিন্টু ভাই---- সিটি নির্বাচন তো কব্বে শেষ ভাইয়া !!!! ;) ;) ;)

৩| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৮

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট। পুরোটা পড়িনি। :( পরে সময় করে পড়ে নেবো।

The Shining(1980) ছাড়া বাকি সবগুলো দেখা।

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৪

রিকি বলেছেন: " I'm not gonna hurt you. I'm just gonna bash your brains in " এই সিনেমা মিস দিয়েন না দাদা-----চরম মাপের একটা সিনেমা। যদিও এখনকার প্রেক্ষাপটে অনেক কিছু দেখেই ভয় লাগবে না সেভাবে, কিন্তু এই সিনেমার আবহটা তখনও যা ছিল, এখনও তাই--- নিকোলসনের দুর্দান্ত একটা সিনেমা । মন্তব্যে অনেক অনেক ভালো লাগা দাদা :) :)

৪| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২২

জেন রসি বলেছেন: "There is nothing more deceptive than an obvious fact."

সত্য সবসময় আপেক্ষিক। সত্যকে পরম ধরে নিলেই ভ্রান্তির চোরাবালিতে তলিয়ে যাওয়া ছাড়া কোন উপায় থাকে না। আমার নিজেরও Acrophobia আছে। তবে এটাকেও আমি আপেক্ষিক সত্য মনে করি!! :P

“Birds scream at the top of their lungs in horrified hellish rage every morning at daybreak to warn us all of the truth, but sadly we don't speak bird.”



প্রকৃতি তার কাজ করে যায়। আমরাও মানুষ হিসেবে মুই কি হনুরে ভাব না দেখাইলে প্রকৃতি আবার মাথার উপর উইঠা বইসা থাকেতে পারে!!!! ;) :D


"Man is the only kind of varmint sets his own trap, baits it, then steps in it."

কথা সত্য। মানুষ খুব আয়োজন করে ফাঁদ তৈরি করে।তারপর ভাবে বইসা বইসা মজা নিবে।কিন্তু সে যে নিজের তৈরি ফাঁদে নিজেই অবরুদ্ধ এইটা বুঝতে পারে না!!


" The weak die out and the strong will survive, and will live on forever.Sometimes even to live is an act of courage. "



তেলাপোকার টিকে থাকা আর হাতীর বিলুপ্ত হওয়ার ঘটনা কি তবে মিথ্যা?? ডারউইন সাহেব এই মুভি দেখলে খুশী হইতেন!! ;)


“The most unfair thing about life is the way it ends.Life is tough. It takes up a lot of your time. What do you get at the end of it? A Death ! What's that, a bonus? The life cycle is all backwards."

এইটাই সবচেয়ে মজা। অতীত, বর্তমান ভবিষ্যৎ সব মৃত্যুর আলিঙ্গনে একাকার হয়ে যায়।


আপনার পোষ্টে একসাথে মানব জীবনের অনেক আপেক্ষিক সত্যের মহাজাগতিক অবস্থান দেখে পুলকিত হইলাম।পোষ্টে লাইক দিলাম! :)

Hail মানবজীবন!!!

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩১

রিকি বলেছেন:

আহা এত পরাবাস্তব ব্যাখ্যা দেখে খুশিতে দৌড় দিতে মন চাইছে !!!!! ;)

তেলাপোকার টিকে থাকা আর হাতীর বিলুপ্ত হওয়ার ঘটনা কি তবে মিথ্যা?? ডারউইন সাহেব এই মুভি দেখলে খুশী হইতেন!! ডারউইন এই মুভি দেখলে সেই দ্বীপে চলে গিয়ে নতুন আরও কিছু প্রজাতি আবিষ্কার করে, আমাদের বৈজ্ঞানিক নাম উপহার দিতেন, উনি উইলসনের বৈজ্ঞানিক নাম দিয়ে দিতেন। ভাগ্যিস উনি এই মুভি দেখেন নাই !!!!! ;)

৫| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: রিকি ভাইয়ার অতিমাত্রায় ইংরেজী শব্দ সম্বলিত পস্ট পড়া একটূ বেশি কস্টকর, তাই পাচটা মুভির নাম ছাড়া আর কিছু পড়িনাই। যার মধ্যে ৩ টা দেখছি, এবং দেখে ভুলেও গেছি। পিটাইলেও এখন কাহিনীর ধারেকাছে গিয়া কিছু বলার সামর্থ্য নাই। তবে উনি যেন মুভি দেখা চালাইয়া যান। কারন মুভি দেখার সময় মস্তিস্ক নানা ধরনের আবেগের খেলায় বিজি থাকে, মেমোরী সেলগুলা দেখতে থাকা কাহিনী সংরক্ষনে অগোচরেই নিজেদের নিয়োজিত করে। এইভাবে উনি হয়ে ওঠেন একজন ছমদবেশী ব্যস্ত মানুষ যেখানে হাত পা ব্যস্ততা না দেখাইলেও মস্তিস্ক ঠিকই ব্যস্ত থাকে, আসলে উনিই ব্যস্ত রাখেন। আর আমরা জানি অলস মস্তিস্ক শয়তানের আস্তানা। উনি এইভাবে মস্তিস্কের অলসতা দূর কইরা শয়তানের আস্তানা নির্মুলে বিশেষ ভুমিকা রেখে চলেছেন। এই জন্য উনারে এক অলীক সম্মাননা প্রদান করলাম, যেইটা উনি স্বপ্নে পাইলেও পাইতে পারেন। ;)


**** এই মন্তব্য সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন মন্তব্যের সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি মন্তব্যটি ভালো লাগবে !!!! Happy Comment Reading !!!

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৮

রিকি বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: রিকি ভাইয়ার অতিমাত্রায় ইংরেজী শব্দ সম্বলিত পস্ট পড়া একটূ বেশি কস্টকর, তাই পাচটা মুভির নাম ছাড়া আর কিছু পড়িনাই। যার মধ্যে ৩ টা দেখছি, এবং দেখে ভুলেও গেছি। আপনি আমার পোস্ট জীবনেও পড়েন না, ঐ কথা বলে লাভ নাই (আর এভাবে বাংলিশ লিখতে ভালোই লাগে, কিছু কিছু জিনিস বাংলাতে ভালোভাবে বলা যায়, কিছু জিনিস ইংরেজিতে, আর আমি সাধারণত চরিত্রের নাম গুলো ইংরেজিতে লিখি :P )---আপনার কাছে ৩ টা মুভির নাম জানতে আগ্রহী আমরা আপামর জনসাধারণ!!!! ;) ;) ;)

**** এই মন্তব্য সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন মন্তব্যের সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি মন্তব্যটি ভালো লাগবে !!!! Happy Comment Reading !!! B-)) B-)) B-)) B-))

৬| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন: ভার্টিগো, এন্ট্রাপমেন্ট আর কাস্ট এওয়ে টা দেখছিলাম। আসলেই পড়িনা, মিথ্যা বইলা লাভ কি। আমার নীতি হইলো কোন মুভির কাহিনীর সম্পর্কে আগে থাইকা কিছু না জানা। এই নীতি বজায় রাহতে আমি দৃঢ সংকল্পবদ্ধ।

আপনার ভুমিকম্প নিয়া একটা পোষ্ট ছাড়া আর কোনো পোস্টের কথা আপাতত মনে পরতেছেনা।

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৮

রিকি বলেছেন: হ্যাঁ আমি সেটা জানি তো ভাই !!!! ;) আপনারে "The Curious case of Benjamin Button (2008)" দেখার অনুরোধ থাকল, মজা পাবেন :) :)

৭| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩০

হাসান মাহবুব বলেছেন: একটা ছাড়া সব দেখসি। আপনি পোস্টের মধ্যে এত বাংলা ইংরেজি জগাখিচুরি কেন? এইটা ভাল্লাগে নাই।

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৬

রিকি বলেছেন: সত্যি বলতে কি ভাই এই পাঁচটায় আমার অনেক আগে লেখা পোস্ট, তখন এভাবেই লিখতাম। এখন শুধু চরিত্রের নামের ক্ষেত্রে অথবা পরিচালকের নামের ক্ষেত্রে ইংরেজি ব্যবহার দেখেবেন আর শুরুর প্যারাটা :) অনেকটা সংশোধন করে ফেলেছি।

৮| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৮

শতদ্রু একটি নদী... বলেছেন: নামাইয়া ফেলতেছি। আবার টানা এক সপ্তাহের মুভি দিবস ঘোষনা করতে হবে। অনেক জমছে

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৪

রিকি বলেছেন: যে মুভি বললাম, এইটা দেখে ভালো না লাগলে আপনাকে আবারও টিএন্ডটি গিফট দিব !!!!! B-)) কিছুটা স্লো, ধৈর্য নিয়ে দেখলে এরকম মজা সামনে বেশ কয়দিন মনে রাখবেন সিউর !!!! ;)

৯| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৮

এস কাজী বলেছেন: যাক ৪০%। মানে লাস্টের দুইটা দেখা আছে। বাকি দুইটা দেখতে হইবেক। আপনেরে ধইন্যবাদ পোস্টানোর জন্য :)

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৭

রিকি বলেছেন: আপনি তো সেই দুইটা মুভিই আগে দেখে নিয়েছেন ভাই---- চরম মাপের দুইটাই। B-) ভাইয়া আপনার প্রো পিক দেখা যায়না কেন??? আপনারেও অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। :) :) :) :)

১০| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

জেন রসি বলেছেন: তেলাপোকার টিকে থাকা আর হাতীর বিলুপ্ত হওয়ার ঘটনা কি তবে মিথ্যা?? ডারউইন সাহেব এই মুভি দেখলে খুশী হইতেন!! ডারউইন এই মুভি দেখলে সেই দ্বীপে চলে গিয়ে নতুন আরও কিছু প্রজাতি আবিষ্কার করে, আমাদের বৈজ্ঞানিক নাম উপহার দিতেন, উনি উইলসনের বৈজ্ঞানিক নাম দিয়ে দিতেন। ভাগ্যিস উনি এই মুভি দেখেন নাই !!!!! ;)

উনি আপনার এই পোষ্ট দেখলেও খুশী হইতেন। কারন এইখানে উনি মানব মনের অলিতে গলিতে ফসিলের মত পরে থাকা হাজার বছরের আদিম অনুভূতির সন্ধান পাইতেন। সেগুলোর রুপান্তরিত প্রতিক্রিয়া থেকে উনি নিশ্চয়ই বিবর্তিত কিছু একটা খুইজা পাইতেন। তখন আপনিও সেই দ্বীপের মত বিবর্তনের পরিক্রমায় অবিনশ্বর হইয়া যাইতেন!!! ;)

৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২২

রিকি বলেছেন:


তত্ত্ব শুনে এই অবস্থা !!!! /:)

১১| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

জেন রসি বলেছেন: তত্ত্ব শুনে এইটা কি নৃত্য দিলেন!!! :P

হিপহপও না, আবার বেলেও না! আবার বিবর্তিত বান্দর নাচও মনে হইতেছে না! ;)

৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৬

রিকি বলেছেন: এটাকে মাথা নষ্ট ডারউইন তত্ত্ব নৃত্য বলে !!!! শিখতে চাইলে দেখে প্রাকটিস শুরু করে দেন !!! ;)

১২| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৪

ডি মুন বলেছেন: খুব সুন্দর পোস্ট
+++

টম হ্যাংকস আমার সবচেয়ে পছন্দের। টম অভিনীত মোটামুটি সব মুভিই ভালো লাগে।

ব্র্যাড পিটের The Curious case of Benjamin Button মুভিটার কথাও আলাদাভাবে বলা যায়। দুর্দান্ত। আমার দেখা অন্যতম সেরা একটা মুভি।

ভালো থাকুন।

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৪

রিকি বলেছেন: টম হ্যাঙ্কসের কোন সিনেমা প্রিয় নির্দিষ্ট করে বলতে গেলে সত্যি অন্যান্যগুলোর উপর অন্যায় হয়ে যাবে...তবে অধিকতর পছন্দের সিনেমা নিদ্বির্ধায় Forrest Gump...বারবার দেখা মুভিও এটা. আর The curious case of Benjamin Button দেখে এক কথায় 'মুগ্ধ' হয়েছিলাম...Superb মুভি একটা. মন্তব্যে অনেক অনেক ভালো লাগা রইল মুন ভাই. :)

১৩| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৫

দীপংকর চন্দ বলেছেন: কি মন্তব্য করবো???

কত মুখ চোখের সামনে ভেসে উঠছে!!

পুরুষ চরিত্রভিনেতাদের মধ্যে আল পাচিনো, মার্লেন ব্র্যান্ডো, রবার্ট ডি নিরো, গ্রেগরি পেক, নিকোলাস কেজ, মেল গিভসন--- নামের শেষ নেই!!

নতুনরাও অসাধারণ!!

নাহ!!! আমার ভালো লাগে সবাইকে কোন না আঙ্গিকে!!

ভালো লাগা জানবেন।

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:২৭

রিকি বলেছেন: আহ দাদা ডন ভিটো কর্লিয়নিকে মনে করিয়ে দিলেন...মারলন ব্রান্ডো একটা মানুষ. কোন একটা জায়গায় বলেছিলাম এই মানুষটা বিড়ালের গায়ে হাত বুলিয়ে চাহনি দিয়েই শুধু খুন করতে সক্ষম. আমার আবার এদের সাথে ড্যানিয়েল ডে লুইস, ক্লিন্ট ইষ্টউড এদেরকে ভালো লাগে..ইচ্ছা আছে এবার এদের নিয়ে কিছু লেখার..

১৪| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:৪৯

আমি সাজিদ বলেছেন: দ্যা শাইনিং, কাস্ট এওয়ে, কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন তিনটা দেখেছি। এরমধ্যে দ্যা শাইনিং আমার খুব পছন্দের একটা সিনেমা। বার বার দেখি সময় পেলে, একটানা আবার দেখতে পারি না। মাথা ধরে। জ্যাক নিকলসনের সেই বিদ্ঘুটে হাসিটা হেসে পোস্টে একটা বড়সড় প্লাস দিয়ে গেলাম।

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৩

রিকি বলেছেন: তাহলে এই দ্য শাইনিং নিয়ে আমার দেখার অনুভূতি শেয়ার করি যখন হু হু হা হা হাসিই দিয়ে গেলেন....আমি এই সিনেমাটা সন্ধ্যা হবে হবে এই সময়ে একা দেখতে বসেছিলাম...এক ঘন্টা বড় জোর দেখতে পেরেছিলাম...জ্যাক নিকোলসনের Expression আর ওর wife ওয়েন্ডির চেহারা দেখে palpitation এ পড়ে গিয়েছিলাম!! বাকিটুকু শেষ করি পরের দিন সকালে! :P সিনেমাতে আমি কোন কিছু দেখে ভয় পায়নি বিশ্বাস করেন...কিন্তু নিকোলসনের তেড়ে তেড়ে আসাতে আমারই উঠে পালিয়ে যাওয়ার অবস্থা হয়েছিল! দ্য শাইনিং এর আবহটাই ভয়াবহ, গল্পটা যতটা না ..:(

১৫| ৩১ শে জুলাই, ২০১৫ ভোর ৪:৪১

উর্বি বলেছেন: দেখব দেখব। আপনার পোস্ট পড়ে আবার মুভি দেখায় মনোযোগী হচ্ছি আপুমণি :)
মন খারাপ কেটে যায় :) :*

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৯

রিকি বলেছেন: সত্যি মুভি, বই এই দুইটা অনেক অনেক কাজে লাগে মন খারাপ alleviate করতে.আমার ইদানিং এই ব্লগ লেখায় আর মুভি দেখায় অনেক বেশি ঢিল পড়েছে.....False Trail দেখেছিলেন?

১৬| ৩১ শে জুলাই, ২০১৫ ভোর ৬:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এক কথায় অসাধারণ পোষ্ট।চেটেপুটে খেলাম।
ওমর শরিফ আর এন্থনি কুইন সম্পর্কে থাকলে আরো ভালো লাগত

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৪৪

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই. Omar Sharif আর Anthony Queen ও আসবে আশা করি কোন না কোন দিন. :)

১৭| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৯:১১

জুন বলেছেন: They r also my fev ...also Mr Nicholas cage and Pierce brosnan। above all of them Gregory peck,s any movie is my fev

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫৫

রিকি বলেছেন: আপি এবার একটা পাঁচটা অভিনেত্রী নিয়ে পোস্ট বানাব ভাবছি...তারপর আবার নায়কদের নিয়ে...কারণ এখানে দেখছি পছন্দের কিছু কিছু মানুষের অনেক পছন্দের সিনেমা উল্লেখ করা হয়নি! :( Believe me এটা পোস্ট করার পর কাল থেকে আমার অন্যতম পছন্দের সিনেমা Roman Holiday মনে পড়ছে...অড্রে হেপবার্ন আর গ্রেগরী পেক. :D এবার তো তাদের নিয়ে কিছু লিখতেই হয়...কি বলেন :) :) :)

১৮| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৬

শায়মা বলেছেন: হায় হায় !!!!!!!!!!!


Vertigo(1958)


এটার ছবি দেখেই তো আমার মাথা ঘুরছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৪

রিকি বলেছেন: Vertigo(1958) দেখেন মাথা ঘোরা বন্ধ হয়ে যাবে--- আফটার অল হিচককীয় রহস্য !!!! ;)

১৯| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৬

শায়মা বলেছেন: The Shining(1980)"

এটা তো বাপরে!!!!!!!!!!

৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৭

রিকি বলেছেন: Heeere's Johnny! ;)

২০| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১২:১২

প্রবাসী পাঠক বলেছেন: Entrapment বাদে সব কয়টাই দেখা। প্রতিটি মুভিই অসাধারণ।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১:১৯

রিকি বলেছেন: Entrapment এর ধূর্ত ব্যাপারগুলো চরম মাপের...Con movie...আর Sean Connery এবং Katherine Zeta Jones এর পেয়ার টাও অনেক বেশি মজার. নির্দ্ধিধায় দেখতে পারেন এটাও...:)

২১| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ২:০৭

আমি সাজিদ বলেছেন: দ্যা শাইনিং- এ একটা দৃশ্য ছিলো, বাচ্চা ছেলেটা ট্রাই সাইকেল চালায় যখন, তার পিছনের ক্যামেরাটাও সাথে সাথে এগিয়ে যায়। প্রথমবার দেখার সময় মনে হচ্ছিলো, এই বুঝি কিছু হবে,,,, এই বুঝি কিছু হবে... ভয়াবহ !

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৩

রিকি বলেছেন: দ্যা শাইনিং- এ একটা দৃশ্য ছিলো, বাচ্চা ছেলেটা ট্রাই সাইকেল চালায় যখন, তার পিছনের ক্যামেরাটাও সাথে সাথে এগিয়ে যায়। আপনার মনে হয়েছিল ভয়াবহ কিছু আসবে, আর আমি ভেবেই নিয়েছিলাম ভয়াবহ কিছু দেখছি !!!! :D

২২| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৯

শূণ্য মাত্রিক বলেছেন: অসাধারণ পোস্ট মিতা। ক্যারি অন :)

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২১

রিকি বলেছেন: ইয়াপ মিতা B-)

২৩| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৬

অগ্নিপাখি বলেছেন: ৫ টির মধ্যে ৩ টিই দেখা। তবে ভাই আমার দেখা অন্যতম সেরা এবং প্রিয় ছবি- " দি কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন "/ এবং এই ছবির সবচেয়ে প্রিয় দৃশ্য হল যখন বেঞ্জামিন তার বাবাকে সূর্যোদয় দেখাতে নিয়ে যায়। ওই সময় ব্যাকগ্রাউণ্ড এ যে মিউজিক তা এক কথায় অসাধারণ। এই মুভি অনেক আগে দেখা। তবুও মাঝে মাঝে শুধু এই একটা দৃশ্য টেনে দেখি। মাস্টারপিস অফ ফিঞ্চার। ভারটিগো এর নাম অনেক শুনেছি তবে দেখা হয় নি। আজ ডাউনলোড দিলাম। লেখাটা অনেক ভালো লাগলো।
ভালো থাকবেন।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০১

রিকি বলেছেন: দি কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন অনেক অনেক বেশি ভালোলাগা একটা মুভি ভাই---সংলাপ, চিত্রনাট্য, অভিনয় সবই তার অসাধারণ ভাই। ভার্টিগো সেইরকম একটা মিস্ট্রি মুভি, হিচককীয় সাসপেন্স যাকে বলে!!! B-)

২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

লিও কোড়াইয়া বলেছেন: ''দি কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন'' চরম একটা মুভি। কাস্ট এওয়ে সিনেমার ''উইলসন. উইলসন'' দুশ্য দেখে যার চোখে জল আসবে না তার সমস্যা আছে। যদিও টম হ্যাঙ্কস বিখ্যাত তার ফরেস্ট গাম্প চরিত্রের জন্য। এক জরিপে ফরেস্ট গাম্প হলিউডের সেরা চরিত্র হিসেবে নির্বাচিত হয়। Link here। অসাধারণ একটা সিনেমা।
Vertigo(1958) ও Entrapment(1999) দেখা হয়নি। আগের মতন আর সময় পাই না, সময় পেলে দেখে নিবো। আমার প্রিয় চরিত্রগুলো নিয়ে লেখার জন্য ধন্যবাদ।

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

রিকি বলেছেন: ফরেস্ট গাম্প আমি কতবার দেখেছি শুনবেন--৭ বার!!! এত প্রিয় একটা মুভি আমার--আমি পারতপক্ষে একটা সিনেমা একবারের উর্ধ্বে দেখি না, খুব ভালো লাগলে দুই বার। কিন্তু ফরেস্ট গাম্পে কি যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে বলে বুঝাতে পারব না---ওয়ান অফ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন---রান ফরেস্ট রান !!!! :)

২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

লিও কোড়াইয়া বলেছেন: আমি মনে হয় ৫ বার দেখেছি। উপযুক্ত সঙ্গী পেলে আবার দেখবো কারণ অনেকের কাছে এই ধরণের সিনেমাকে বোরিং মনে হয়। আর কত একা একা দেখা যায়!

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

রিকি বলেছেন: এই সিনেমা বোরিং হলে সে সিনেমা বোঝে না, এটা বুঝতে হবে। এত ব্রিলিয়ান্ট একটা মুভির বিকল্প খুব কমই হতে পারে।

২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: টম হ্যাংকস এর অভিনয় সেই টাইপ ভালো লাগে । এই বছর একটা মুক্তি পাইছে ।

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

রিকি বলেছেন: হুম দেখব, ভালো প্রিন্ট আসুক। :)

২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার কাজের পোস্ট, হলিউড এর ছবি অনেক কম দেখা হয়েছে। কিন্তু টম হ্যাঙ্কসের বেশ কিছু মুভি দেখেছি, তার মধ্যে সবচেয়ে পছন্দের ছিল 'কাস্ট এওয়ে' অন্যতম, একাধিকবার দেখা হয়েছে।

০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

রিকি বলেছেন: আমি দিলাম পর্ব ৫, আপনি আসলেন ঐ ৪ মাস আগের পর্বে !!!! :( কাস্ট অ্যাওয়ে আসলেই সেরকম একটা সিনেমা :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.