নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

“Marshland 2014 (Original Title: La Isla Minima)”--- স্প্যানিশ এই সিনেমাটি মানব চরিত্রের দুর্বোধ্য সমীকরণের সুনিপুণ এক প্রতিপাদিত রহস্যের ব্যাখ্যা B:-/ B:-/ B:-/

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮



“Ordinary matter is much more complex stuff than dark matter.”


মানুষ...যতটা না জটিল এর বহির্ভাগ, তার থেকে অনেক বেশি জটিল এর অন্তঃস্থ সত্ত্বা। জটিল সংখ্যার সাথে মানুষের চরিত্রের কিছু সাদৃশ্য রয়েছে...কখনও মূলদ, কখনও অমূলদ আবার কখনও বাস্তব, অবাস্তব রূপে চিহ্নিত হয় সেটা... কিন্তু ‘জটিল’ তার বিশেষত্ব। চিন্তার সুবিশাল জগতে কেউ বিভ্রম সৃষ্টি করে, কেউ বিভ্রমে পড়ে। কি চিন্তা করলাম, কি হলো, আসল ব্যাপারটাই বা কি??? আমি যা বুঝেছি, ব্যাপারটা কি তাই? আজকে ঠিক এরকম একটা স্প্যানিশ সিনেমা নিয়ে আলোচনা থাকছে যার প্রথম থেকে শেষ পর্যন্ত এই ‘বিভ্রম’ নামের জিনিসটা থাকবেই।




স্পেনের শহরাঞ্চল থেকে অদূরবর্তী এক জায়গা যেখানে কারো পদচিহ্ন পড়ে না সহজেই, লোকালয় থাকলেও সেখানে গুটিকয়েক মানুষের বাস। সিনেমার মূল ক্ষেত্র এরকম একটি জায়গা...চারিদিকে যা ছোট ছোট মার্শল্যান্ড অর্থাৎ জলাভূমি দিয়ে বেষ্টিত। মার্শল্যান্ড...যেসব এলাকাতে একটু বৃষ্টি হলেই পানি জায়গায় জায়গায় আবদ্ধ হয়ে ছোট ছোট বিল জাতীয় অংশের সৃষ্টি করে, এরকম জায়গাতে এক গভীর রহস্যের সূত্রপাত ঘটে। ২০ সেপ্টেম্বর, ১৯৮০ গুয়াড্যালকুয়িভার মার্শ...এই জায়গাতে আগমন ঘটে দুইজন পরস্পর বিপরীতধর্মী ডিটেকটিভ জুয়ান এবং পেড্রোর...জায়গাটিতে দুইটি মেয়ের হঠাৎ করে নিরুদ্দেশ হওয়ার ঘটনা তদন্ত করতে আসে তারা। জুয়ান এবং পেড্রো একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, যেখানে জুয়ান কিছুটা উদ্ধত স্বভাবের, পেড্রো ঠাণ্ডা মাথার ।একই হোটেলে উঠে তারা। পরের দিন নেমে পড়ে কাজে, দুই বোনের নিরুদ্দেশ হওয়ার ঘটনা তদন্ত করতে...প্রথমে মেয়ে দুইটির বাবা-মায়ের সাথে কথা বলতে তাদের বাসায় যায় তারা। বাসায় যাওয়ার পরে, তারা দেখে বাবা আর মা আলাদা তথ্য দিচ্ছে মেয়ে দুইটির নিখোঁজের ব্যাপারে। তার বাবা যেখানে মেয়েদের নিরুদ্দেশের ঘটনাকে বলে বাড়ি ছেড়ে চলে গেছে কাজের সন্ধানে, সেখানে তাদের মা বলে মেয়ে দুইটির নিখোঁজের পিছনে নিশ্চয় কোন রহস্য রয়েছে। তাদের বাবা এও বলে যাওয়ার সময় মেয়ে দুইটি নিজেদের আকাউন্টের কাগজপত্র এবং কাপড় চোপড় বেঁধে নিয়ে গেছে। মেয়ে দুইটির ঘর তল্লাশি করতে গিয়ে পেড্রো ‘লেবার মার্কেট’ এর একটি লিফলেট ব্যতীত আর কিছু পায়না। বাসা থেকে বের হয়ে আসার সময় তাদের মা জুয়ানের হাতে একটি ফিল্মের নেগেটিভ দেয় এবং বলে তাদের মেয়ে দুইজন তাদেরকে এমনিতেই অনেক লজ্জার মধ্যে ফেলে গেছে। তাদের নিরুদ্দেশের কারণ সেই নেগেটিভ হলেও হতে পারে। এদিকে একজন প্রত্যক্ষদর্শী বলে, মেয়ে দুইটিকে তারা তিনদিন আগে এক সন্ধ্যাবেলায় একটি সাদাটে গাড়িতে উঠে যেতে দেখেছে এবং তাদের কেউ জোরজবরদস্তি নিয়ে যাচ্ছিল না, বরং হাসতে হাসতেই তারা গাড়িটিতে উঠেছিল। গাড়িটির ধরণ জিজ্ঞেস করা হলে সে বলে, তা ভয়েস ছিল কিন্তু নম্বর প্লেট বা মডেল নম্বর বলতে পারবেনা সে। স্থানীয় একজন ভবিষ্যৎ দ্রষ্টা জেলেনী বলে, তার মৃত মা তাকে আগের রাতে স্বপ্নে বলে গেছে যে মেয়ে দুইটির সন্ধান পুরাতন ফার্মহাউজে গেলে মিলতে পারে। সেখানে রাতের বেলা স্থানীয় পুলিশের সদস্য সহ ডিটেকটিভদ্বয় গেলে একটি পরিত্যক্ত কুয়াতে তাদের মধ্যে একজনের একটি ব্যাগ পায়। স্থানীয় দুইটি লোকের খবরের সাপেক্ষে, পরের দিন সকালে, মেয়ে দুইটির লাশ পরিখাতে (Ditch) পায় তারা। তাদের দুইজনকেই অস্বাভাবিকভাবে খুন করা হয়....মিউটিলেশন বা অঙ্গহানির চরম পর্যায় বলে যাকে। ময়নাতদন্ত রিপোর্টে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। জুয়ান এবং পেড্রো খেয়াল করে, একই ধরণের ঘটনা বছরের পর বছর ধরে ঘটছে ঐ এলাকাটিতে এবং স্থানীয় কারোও কোন মাথা ব্যথা নেই তাতে। স্থানীয় ফেয়ারের সময়টাতে যখন শহর থেকে কিছু লোকের আগমন ঘটে সেই অঞ্চলে, সেপ্টেম্বর মাসেই একটি নির্দিষ্ট সময় পর পর কৈশোর উত্তীর্ণ মেয়েদের নিরুদ্দেশ হওয়ার ঘটনাগুলো ঘটে থাকে। তারা শিকারে পরিণত হয় বিকৃত মানসিকতার কোন নারীবিদ্বেষীর। এদিকে মেয়ে দুইটির লাশ পাওয়ার সময় এক ফটোগ্রাফার জুয়ানকে দেখে পেড্রোকে তার অতীত সম্পর্কে কিছু একটা ইঙ্গিত দেয়ার চেষ্টা করে। কি উদেশ্য খুনির? কে সেই নারীবিদ্বেষী ব্যাক্তি? জুয়ান আর পেড্রো নিজেদের বিপরীতধর্মী স্বভাব এক ধারে রেখে কি পারে এই ভয়াবহ অপরাধীকে খুঁজে বের করতে? জুয়ানের অতীতই বা কি? সিনেমার সব থেকে মনোমুগ্ধকর দিক, এর সিনেমাটোগ্রাফি..... প্রকৃতির রহস্যময়তার সাথে গল্পের অপরাধটা কোথায় যেন সুন্দরভাবে নিজেকে মিশিয়ে ফেলেছে। সিনেমা শুরু হয়, কিছু বিক্ষিপ্ত মার্শল্যান্ডের স্যাটেলাইট ভিউ দিয়ে...যার সাথে অনেক ক্ষেত্রেই মানুষের মস্তিষ্কের স্নায়ুসমূহের জটিল পথগুলোর সাদৃশ্য রয়েছে...অসম্ভব সুন্দর উপস্থাপন। মানব চরিত্রের গোলকধাঁধাঁ যেন মিলে যায় প্রকৃতির নিম্নভূমি তথা জলাভূমির নিজস্ব সজ্জার সাথে...যেন ব্যক্ত করে ‘আমরা কেউ সহজবোধ্য নই’!!! অস্তাচলে যাওয়া সূর্যটার সাথে ঘটনাটাও যেন দিনের পর দিন একই নিয়ম মেনে চলে...ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়...সকাল বেলা উদিত হয়ে, সন্ধ্যা বেলা মিলিয়ে যায়!!! সিনেমাটি ৯০ দশকের প্রেক্ষাপটে তৈরি, পোস্ট ফ্রাঙ্কো যুগ বলে যেটাকে। নিও-নয়্যের গোত্রের মুভি হওয়াতে খুব স্লো পেসে এগোয়। কিন্তু থ্রিলারের এই সাব ডিভিশনের নিজস্বতা বরাবরই আলাদা মাপের, একটা আলোছায়ার মত বিভ্রান্তিকর রহস্য রেখেই দেয় শেষ পর্যন্ত !!! দেখে মনে হতে পারে হতে পারে, True Detective এর সাথে মিল রয়েছে তো..!!! ওরকমই মনে হবে প্রথম প্রথম চরিত্রগুলো...কিন্তু দুইটা দুই মেরুর, কিছু কিছু দিক ব্যাতিরেকে। প্রধান দুইটি চরিত্রকে আলাদা আলাদা ভাবে ভালো লেগেছে, বলতে দ্বিধা নেই। যেখানে জুয়ান রগচটা...সেখানে পেড্রো সূক্ষ্ম মনস্তত্ত্বের, ঠাণ্ডা মাথার মানুষ। জটিল সংখ্যার সংখ্যারেখাটা কোথায় গিয়ে মিলবে...জানতে হলে দেখতে হবে মার্শল্যান্ড। অনেক অনেক পুরষ্কারে ভূষিত এই সিনেমা সময় নষ্ট করবে না আর কিছু হলেও...ক্রাইমের সেই মাপের ট্রিট। A great neo-noir movie which may enchant you not only by its story but also by its entice cinematography. :) :) :)




“Marshland 2014 (Original Title: La Isla Minima)”

IMDB rating: 7.4/10
Genre: Crime/ Thriller
Cast: Javier Gutiérrez, Raúl Arévalo, María Varod
Country of Origin: Spain






**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !!!! Happy Movie Watching !!!

মন্তব্য ১৪০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

জুন বলেছেন: এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !!!! Happy Movie Watching !!!
কি বলেন ! ঠিক ঠিক এমন একটি লাইন আমি ব্লগার রিকির আগের একটা পোষ্টে দেখেছিলুম :-*

পড়বো একটু পরে , ইট রেখে গেলুম :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

রিকি বলেছেন: কি বলেন ! ঠিক ঠিক এমন একটি লাইন আমি ব্লগার রিকির আগের একটা পোষ্টে দেখেছিলুম :-*

পড়বো একটু পরে , ইট রেখে গেলুম।


আপি শতদ্রু ভাইয়ের মত আপনিও ওটাই ধরেছেন !!!! :(( :(( :(( এই লাইন এখন ট্রেন্ড হয়ে গেছে (কারণ ছাড়াই দেই)--- না দিলে ফাঁকা ফাঁকা লাগে !!!! B-)) B-)) ঐ একটা জিনিসই প্রত্যেক পোস্টে কমন--- ভেজা ফ্রাইয়ের আইটেম ধরে নেন !!!! =p~ =p~

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

সাহসী সন্তান বলেছেন: আসলেই মানুষের জীবনে কিছু কিছু সময় আসে যখন সে ভাবে এক আর হয়ে যায় আর এক! আবার অনেক সময় যেটা সে ভাবে না সেটাও হয়ে যায়! নিজের ভাবনার সাথে মিল রেখে সব সময় সব কিছু করা যায় না।

পোস্টটা আগের গুলোর তলনায় একটু ছোট তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পেরেছি। নইলে আমারও ঐ নদী ভাইয়ের মত অবস্থা হয়। মাঝ পথে 'টি' ব্রেক! সম্ভাবত ছবিটা দেখেছি। তবে সঠিক ভাবে মনে করতে পারছি না! তবে আপনার রিভিউ অসাধারন। যদি জীবনে কোনদিন সিনেমা বানাই তাহলে আপনাকে দিয়েই রিভিউ লেখাবো। সমালোচনায় রাখবো নদী ভাইকে! সিনেমার স্ক্রিপ্ট লিখবে শ্রদ্ধেয় শায়মা আপুনি, ঠিক যেভাবে উনি খাবারের মেনু তৈরি করেন, সেভাবে!!

"ঐ একটা জিনিসই প্রত্যেক পোস্টে কমন--- ভেজা ফ্রাইয়ের আইটেম ধরে নেন !!!!"

-আইটেমটা আপনি তৈরি করলে খুব বেশি মুখরোচক হবে বলে মনে হয় না, ওটার দ্বায়িত্ত্ব আপুনি কে দেওয়া যায়!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

রিকি বলেছেন: এখানে মেনগেলিকে পাইনি তো তাই ছোট হয়ে গেছে !!!! ;) ;) ;) চার- পাঁচ দফা টি ব্রেকে যাবেন, সামনে এমন পোস্ট দিব (দিনক্ষণ বলব না, যদি না দেয় তাহলে তো হল্লা হয়ে যাবে) !!!! :P :P এই সিনেমা দেখেছেন, আমি সিওর--- এটা একটা মোস্ট কমন স্প্যানিশ সিনেমা। ঐ যে লাল গাড়ি আছে, মনে পড়েছে ?????? ;) ;)

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

হাসান মাহবুব বলেছেন: ভালো পুস্ট রিকি আপু :-B তয় আমি এখন আর সিনেমা দেখি না। লাস্ট দুই মাসে মাত্র একটা সিনেমা দেখসি। জানি সিনেমার ওপর এই অনাগ্রহটা চলে যাবে একসময়। তখন হয়তো এই সিনেমাটা দেখা হবে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

রিকি বলেছেন: আমারও ভাইয়া এখন সিনেমা দেখা কমে গেছে মেলা আআআআআ !!!! :( কিছু আগে দেখেছিলাম, ওগুলোই দিয়ে দেয়। দেখতে পারেন এটা কখনও সময় করে । :) :) :)

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০২

শায়মা বলেছেন: :(


১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১২

রিকি বলেছেন:

আপুনি এটা দেখবেন--- হাসতে হাসতে যদি 'কান্দাইলছি' অবস্থা না হয়েছে তাহলে মিনিওন ফেরত ব্যাক গ্যারান্টি !!!! ;)

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: এতো ছোট রিভিউ। এটা পড়ার চেস্টা করএই পারি লাস্টের কিছু লাইন বাদ দিয়ে। :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

রিকি বলেছেন: হ্যাঁ হ্যাঁ পড়েন (আজকে সূর্যগ্রহণ নাকি চন্দ্রগ্রহণ, নদী ভাই রিভিউ পড়বে বলছে) !!!!! ;) ;)

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

সাহসী সন্তান বলেছেন: আপনি যেভাবে মনে করাই দিলেন তাতে মনে না পড়ে কি উপায় আছে! তবে পরবর্তি চার পাঁচ দফা টি ব্রেকের কোন পোস্ট দিলে সাথে টিও পাঠাই দিতে হবে কিন্তু? নইলে এত চা কিনতেও টাকা লাগে, বানাইতেও কষ্ট লাগে! সুতরাং আগে এই বিষয়টির সমাধান, তারপর পোস্ট!!

আপনার পোস্ট পড়ে মনে হয় আপুনির ভয় লাগছে। নইলে এভাবে কেউ ইমো দেয়? চট জলদি নদী ভাইরে খবর দেন! উনি এসে একটু ঝাড়াই দিয়ে যাক!! ভয় জিনিসটাই একটা সাংঘাতিক বিষয় কিন্তু??

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

রিকি বলেছেন: ঠিক আছে পাঠিয়ে দিব (আগে পোস্টই দেই) !! ;)

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

শায়মা বলেছেন: আমার ভয় লাগেনি। আমার মেজাজ খারাপ সাহসীভাইয়া! এই X(( ইমো দিতে হত সেটা বুঝাতে কিন্তু এটা দিলে তো রিকিমনি নিজেই ভয় পেয়ে যাবে।



আর নদীভাই আমাকে ঝাড়াই দিবে!!!!!!!!!!!!!!!!!! মেজাজ কিন্তু আরও খারাপ হয়ে যাচ্ছে!!!!!!!!!!!! সাবধান হুশিয়ার!!!!!!!!! X((

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

রিকি বলেছেন: আপুনি আপনার এই ইমো দেখলে X(( X(( দেখলে আমার আরও বেশি হাসি পায়-- কেন তাও বলি !!!! অ্যাঙ্গরি বার্ডের বোম্বকে মনে পড়ে !!! B-)) B-)) B-)) হ্যাঁ অ্যা অ্যা করতে করতে স্লিংশটের মাধ্যমে গিয়ে পিগের উপর পড়লে লাল হয়ে যায় না !!! ;) ;)

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

শায়মা বলেছেন: আমি কোন পিগের উপর পড়বো ভাবছি!!!!!!!!!!!!!:)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

রিকি বলেছেন: অ্যাঙ্গরি বার্ড রিও অথবা রিও ২ খেলেন--- মাঙ্কি আছে মাঙ্কি !!!! ওদের মারতে আরও মজা লাগে। ঘোঁত ঘোঁত করে না-- চ্যা চ্যা করে (আমি দেখেছি, আপনার অ্যাঙ্গরি বার্ড পছন্দের খেলা) !!!!! আপনার ব্লগে ছবি আছে !!!! ;) ;)



৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

শায়মা বলেছেন: B:-)

কেমনে জানলে!!!!!!!!!!!!!


টেম্পল রান আরও আরও পছন্দের!!!!!!!!!!!! ঐ যে পেছনে দৌড়ায় ভুতগুলা ঐগুলাকে পুষবো ভাবছি!!!!!!!!:)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

রিকি বলেছেন: একটা ছবি অপু ভাইয়ের আপনাকে নিয়ে লেখা পোস্টে দেখেছিলাম--- আপনিই তো মনে হয় হাতে ট্যাব নিয়ে আছেন--- সেখানে অ্যাঙ্গরি বার্ডের স্লিংশট দেখা যাচ্ছিল তো !!!! ;) ;) টেম্পেল রান সর্বনেশে খেলা, আমি খালি মুখে বাড়ি খাই !!!! :((





১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

সাহসী সন্তান বলেছেন: শায়মা আপু বলেছেনঃ- আর নদীভাই আমাকে ঝাড়াই দিবে!!!!!!!!!!!!!!!!!! মেজাজ কিন্তু আরও খারাপ হয়ে যাচ্ছে!!!!!!!!!!!! সাবধান হুশিয়ার!!!!!!!!! [/sb

-আপনি যে ভয় পাইছেন এটাই তার গুরুত্বপূর্ন লক্ষন। কোথায় যেন পড়েছিলাম মানুষ ভয় পাইলে, 'রেগে যায়, চোখ বড় বড় হয়ে যায়, মাথা ঝিমঝিম করে সব সময় পলানোর যায়গা খোঁজে ইত্যাদী ইত্যাদী। আচ্ছা আপুনি আপনার কি মাথা ঝিমঝিম করছে? আপনি এখন কোথায় আছেন একটু বলবেন? রিকি আপু ঠিকই বলেছেন, আমারও ঐ ইমোটা দেখলে ভীষন হাসি পায়। তবে এখন আরও হাসি পাচ্ছে আপুনির জন্য। বেচারী............!! কি ভয়টাই না পেয়েছে.........!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

রিকি বলেছেন: আপুনি কি ডরাই নাকি আপনারে বা কাউকে---খালি কক কক কক কক করেন !!!!! :P :P আপনার উপরে আমি অ্যাঙ্গরি বার্ডের এটাকে ফেললাম --- পা্ওয়ার বুস্টার রেড !!!! ;) ;) ;)

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

শায়মা বলেছেন:
রিকিমনি!!!!!!!!!!!!!! তখন আইপ্যাডটা নিউ নিউ গিফ্ট পাইসিলাম.......:) :) আর এটা মনে হয় ফয়সালভাইয়ার সামু ব্লগে ব্লগাদের হাতিয়ার পোস্টের জন্য তোলা। পরে অপুভাইয়ার সাথে ষড়যন্ত্রমূলক পোস্টে এই ছবি দেওয়া হইছিলো। রুমি বলছিলো আইপ্যাডটা তাকে দিতে!!!! আহারে কত স্মৃতি কত গান মনে পড়ে গেলো..........:(

কত মজার দিন ছিলো কত মজার যুগ ছিলো যুগে যুগে যুগান্তকারীব্লগারগণ ছিলো। এখন সামু যুগে চলছে কাদের যুগ??? হাহা এই নিয়ে একটা পোস্ট লিখতে হবে এবারের ঈদে!:০

সাহসী তোমার সাহস বেশি বাড়ছে!!!!!!!!!!!!!!!!! # ঈঈঈঈঈঈঈঈঈ#সাবধান কিন্তু করল্লার জ্যুস খাওয়ায় দেবো!!!!!!!!!:)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬

রিকি বলেছেন: আমি অপু ভাইয়ের পোস্টটা দেখেছিলাম, ফয়সাল ভাইয়ের পোস্ট দেখিনি। :( :( সাহসী ভাইয়ের মাথায় রেডকে ফেলে দিয়েছি তো আপুনি--- ভালো করিনি বলেন???????????????? ;) ;)

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

সাজিদ আল সাহাফ বলেছেন: খুব ভালো লাগলো! ভালো থাকা হয় যেন!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

রিকি বলেছেন: অনেক অনেক অনেক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক ধন্যবাদ ভাইয়া। :) :) :) :)

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

সাহসী সন্তান বলেছেন: ক্যান আপুনি কক কক করবেন ক্যান? তাইলে কি আপুনি................? :P আর আপুনি ডরায় কি না ডরায় সেটা আমি জানি! আপনি কিন্তু আস্তে আস্তে আপুনির পক্ষ নিয়ে কথা বলছেন? আর বলবেনই না কেন? স্বজাতী প্রেম যে!! :-/ মুরুব্বিদের মুখে একটা কথা শুনেছিলাম 'সব মেয়েরাই সমান! যখনই বেকায়দায় পড়বে, তখনই স্বজাতীর পক্ষ নেবে'!!

তার চেয়ে আমার নদী ভাই ভাল। এতদিনে বুঝলাম উনিই আমার একমাত্র পক্ষের লোক!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

রিকি বলেছেন: নদী তুমি কার--- দু কূলেরই--- মনে রেখেন কিন্তু !!!! ;) কক কক কক আপনাকে বলেছি, আপুনিকে না--- আপনাকেও তো একটা চশমা দেয়া লাগে-- চোখে ধুন্দল দেখছেন লালশাককে, ওয়েটান আপনাকেও একটা দেয় চশমা!!!! ;)



এই চশমা দিয়ে সব কথা ঠিক ঠিক লাইন বাই লাইন দেখতে পাবেন বলে আমার বিশ্বাস--- দুপুর বেলা শতদ্রু ভাইকেও একটা দিয়েছি--- আজকে চশমা দিবস !!!! ;) ;) :-B

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

সাহসী সন্তান বলেছেন: শায়মা আপু বলেছেনঃ- সাহসী তোমার সাহস বেশি বাড়ছে!!!!!!!!!!!!!!!!! # ঈঈঈঈঈঈঈঈঈ#সাবধান কিন্তু করল্লার জ্যুস খাওয়ায় দেবো!!!!!!!!!

-অসুবিধা নাই! জেন ভাই আপনার জন্য শামুক নিয়া ওয়েট করতাছে। আর আমি টিকটিকির স্যুপ!! :P করলার জুস আনলেই টিকটিকির স্যুপ খাওয়াই দেবো!! রিকি আপু ওনার পক্ষ নিলে কিন্তু আপনারও ছাড় হবে না!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

রিকি বলেছেন: এই খুশিতে এবার আপনাকে অরেঞ্জ মারলাম যান !!!! আপনি আমাকে টিকটিকির স্যুপ খাওয়াবেন !!!! :-P :-P



১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

সুমন কর বলেছেন: আপনি খুব পচা !!! খালি ভিনদেশী মুভির রিভিউ দেন। :( (ফান, ফান...)

আসলে ইংরেজি মুভি দেখতেই টাইম লাগে, তার মধ্যে আবার ভিনদেশী হলে ডাবল টাইম !! তাই বলছিলাম।
সারাদিনের কাজ শেষে বা ফাঁকে যেটুকু সময় পাই, সামুতে থাকি। পিসিতে অনেক মুভি জমে আছে। দেখার সময় পাচ্ছি না।

রিভিউ চমৎকার হয়েছে। দেখার লিস্টে থাকবে।

আমি কিন্তু ২য় লাইক দিলাম। !:#P

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

রিকি বলেছেন: দাদা ইদানিং আমিও সিনেমা সেভাবে দেখিনা--- মনে করে করে আগের গুলোই সেই কবে থেকে চালাচ্ছি। অন্য কিছু নিয়ে লিখব, সেটাও হয়ে উঠছে না। :( :( :( ভিনদেশি মুভি দেখতে শুরু করেন, সমস্যা হবে না । সাবটাইটেল আছে না দাদা--- এদের সিনেমা কিন্তু হলিউডের থেকে কিছুটা হলেও আলাদা হয়--- মেকি নাই কিছু !!!! :) :) :) :)

১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

শায়মা বলেছেন: সব্বাইকে বিষ মেশানো খানা খাওয়ানো হবে!!!!!!!!!!!!:) ( রিকিমনিকে ছাড়া:) )

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

রিকি বলেছেন: আহা বড়ই খুশির কথা---- শুনেই মরে গেলাম!!!! B-))

১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন: রিভিউ ভালো হইছে। যদিও ক্রাইম রাইম আমার ভাল্লাগেনা। ভাসা ভাসা রিভিউ ভালো। আবার সিনেমা ফাস্ট নাকি স্লো গোয়িং এইটা জানা থাকলেও সুবিধা। আমার নিজের পছন্দ রোমান্টিক কমেডি। কান্নাকাটির গুলি না, মজার রোমান্টিক, আর সায়েন্স ফিকশন মুভি।

মুভি রিভিউ পড়িনা যে তা কিন্তু না, অল্প দুই চার লাইন পড়ি। আর মুভি মাঝে মাঝে দেখিনা, যখন দেখি টানা ১৫-২০ টা দেখি কয়দিন ধরে। একটা দেখে ভালোলাগলে আরেকটা দেখতে ইচ্ছা মনে। মুভি দেখার মুড চলে আসে, তখন আর অন্য কিছু ভাল্লাগেনা। এমনিতে মুভি দেখতে বসার প্রপারেশন নেয়াটাই ঝাএলার, বসে গেলে আর সমস্যা হয়না।

এই কমেন্ট সম্পূর্ণ রূপে আমার… আমার অথবা অন্য কারো পূর্বের কোন কমেন্টের সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি কমেন্টটি ভালো লাগবে !!!! Happy Comment Reading !!! Ya Ya Yo!!! ;)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

রিকি বলেছেন: সব্বাইকে একটা একটা অ্যাঙ্গরি বার্ড দিচ্ছি, আপনাকে না দিলে কেমন হয় বলেন ভাই--- আপনার এই কমেন্টে খুশি হয়ে হ্যালকে দিলাম (ধনেশ পাখি) যান !!!!! ;) এটাকে নিয়েও একটা কবিতা লিখতে পারেন !!!! ;) ;) ;) ;)


১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: নদী তুমি কার--- দু কূলেরই--- মনে রেখেন কিন্তু !!!!

-কিন্তু যখন ভাঙে তখন তো এক কুলই ভাঙে? দু'কুল কি এক সাথে ভাঙে? ক্যান ঐ গানটা শোনেন নি নদীর একুল ভাঙে ওকুল গড়ে..........??

আচ্ছা চশমাতো দিছেন তার জন্য থেঙ্কু!! কিন্তু চশমাটা চোখে একটু ঢিলা হয়ে গেছে, পিছনে দড়ি বাঁধা লাগছে!! :P ক্যামেনে কি হইলো??

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

রিকি বলেছেন: দড়িটাও কি আমি দিব ???????????????????????????????? /:) /:) /:) /:) /:)

১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

শায়মা বলেছেন: https://www.youtube.com/watch?v=PtdxfC7PQqY


শতদলুভাইয়ু তোমার জন্য এই সিনেমা পারফেক্ট!!!!!!!!এই বালিকার চেহারাটা একদম তোমার গজদন্ত বালিকার মত দেখো!!!!!!!!!:)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

রিকি বলেছেন: ১৯৬৮ সালের রোমিও জুলিয়েট দিয়েছেন, ২০১৫ সালের নদী ভাইরে !!!!! :|| আর গজদন্ত পেলেন না কোথাও--- ডিসকভারিতে তো এর থেকে বেশি গজদন্ত দেখায় !!! B-)) B-)) B-)) শতদ্রু ভাই রোমিও জুলিয়েট ডি ক্যাপ্রিওর টা দেখবে (ধারণা আর কি----নায়িকাটা কেমন ভাই ই বলতে পারবে) !!!! ১৯৬৮ সালের সিনেমাতে তো " ও.............রোমিও" করতে করতেই সিনেমা শেষ !!!!! |-) |-) |-)

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

সাহসী সন্তান বলেছেন: বিষেও আজকাল ভেজাল পাওয়া যাচ্ছে আপুনি! :P শেষ কালে আপনার বিষ কেনা টাকাটাই বৃথা যাবে। মাঝখান থেকে আমাদের একটা নতুন অভিজ্ঞতা হবে। সুতরাং বেশি কিছু না বলে আসেন হাতে হাত মেলাই.............!! আগামীর পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ!! :||

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

রিকি বলেছেন: হ্যাঁ ইদুর মারা বিষে তেলাপোকাও মরে না আমি দেখেছি !!!! X(( X(( X(( আসল বিষ আশীবিষ থেকে নিয়ে আসা হবে নাহ-ই--- কি বলেন???? B-)) B-))

২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

হাসান মাহবুব বলেছেন: একটা জিনিস দেহাই, :-B



কিতা বুজলাইন? ;)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

রিকি বলেছেন: ছবি আপলোডে কোন সমস্যা হয়েছে ভাই--- দেখতে পায়নি কিছুই!!! পিক্স দেখা যাচ্ছে। আবার দেন নাহই।

২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: দড়িটাও কি আমি দিব ????????????????????????????????

-পাঠাইলে ভাল হয়। তবে পাশে ছাগল বান্ধা দড়ি আছে আপাতত সেইটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি! আপুনি কি এক সিনেমার লিংক দিল হেই তো চলতে চলতে গরুর গাড়ির মত থমকে দাড়াচ্ছে!! হেইডা শতদলুভাইয়ুর লাইগা চইলতো না!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

রিকি বলেছেন: আপনিই বলেন ১৯৬৮ সালের এই সিনেমা চলতেছেই না, তো দৌড়াবেক ক্যামনে??? /:) /:) ছাগল বান্ধা দড়ি পারফেক্ট, ওটা দিয়েই চশমা বেঁধে রাখেন !!!! :-B :-B

২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

হাসান মাহবুব বলেছেন: ছবি আপলোড হৈলো না ক্যান! ধুর! /:)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

রিকি বলেছেন: আবার দেন নাহই ভাইয়া।

২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন:

আমার একটা ধনেশ পাখিও দরকার ছিলো,
সাদা নয়, সোনালী ঠোঁটের ধনেশ পাখি।
হালকা হলুদ হলেও চলবেনা-
কালো, সবুজ লালও না...

ওই যে সবাই চেয়ে থাকে, ওরকম;
একদম নির্ঘাত সোনালী দরকার!!

তাকে পেলে খাচাতে ভরতাম না,
মনবেড়িও ধনেশকে অন্তত মানায়না!

হয়তো ভাবছেন কি দরকার এমন ধনেশে এতো?
ওর ঠোঁট কেটে কি গয়না বানাবো নাকি জামার বোতাম
তাই হয়তো ভেবে নিচ্ছে আঁতেল গোত্রের মানুষরা!!
ভাবুক! আমার কি যায় আসে এর তার কল্পনাতে??

আমি ওই ধনেশটাকে প্রতিদিন এত্ত এত্ত উড়চুঙ্গা এনে দিতাম,
আর কিছু তেলাপোকা, এরপর বলতাম, "মন ভরে খা!!'

গায়ে সেটে দিতাম ট্যাগ-
"মুখ তোমার যতই সোনা হোক, স্বভাব তোমার ওই একই,
তুমিও কীট পতঙ্গভুক, বুঝতে হয়নি একদম ভুলচুক।"

;)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

রিকি বলেছেন: আপনাকে সকালে একটা ভোম্বল বিলাই দিয়েছিলাম না, ওটা নিয়েও লেখেন--- "আমার একটা ভোম্বল বিলাইয়ের দরকার ছিল" !!!!! B-))

২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: আপনিই বলেন ১৯৬৮ সালের এই সিনেমা চলতেছেই না, তো দৌড়াবেক ক্যামনে???

-সেটাই তো কথা! আপুনির শুধু বয়স হইছে, কিন্তু বুদ্ধ সুদ্ধি হয়নি!! ক্যামনে যে সে ব্লগ চালায় হেইডা বুঝি না!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

রিকি বলেছেন: আপনাকে এবার ব্লু অ্যাঙ্গরি বার্ড দিলাম-- জে, জেক, জিম !!!! ;)



২৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

হাসান মাহবুব বলেছেন:

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

রিকি বলেছেন: এটাও দেখা যাচ্ছে না।

২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

হাসান মাহবুব বলেছেন: নাহ। ইস্তফা দিলাম। একটা স্ক্রিনশট নিসিলাম। নতুন একটা জিনিস শিখসিলাম। সেটা হলো, আপনার ব্লগের শেষে ভালো লাগা বাটনের বামে একটা সংখ্যা দেখতে পাবেন, মোট ভালো লাগার সংখ্যা (আপনার পোস্টে এটা আপাতত ৩)। ঐখানে ক্লিক করলে কারা কারা পোস্টে লাইক দিছে তা দেখতে পারবেন B-))

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

রিকি বলেছেন: দেখেছি--- একটা আপনারও আছে B-))

২৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

কাবিল বলেছেন: ভাল লেগেছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

রিকি বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই :) :) :) :) :)

২৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

দীপান্বিতা বলেছেন: এটিও দেখার ইচ্ছে রইল ...

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬

রিকি বলেছেন: :) :) :) :) :)

৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

সাহসী সন্তান বলেছেন: নদী ভাইয়ের কবিতায় কইস্যা লাইকান!! আহাহা কবতে তো নয় যেন কাঁক মরিচের ঝাল! লাগলেও জ্বলবে না লাগলেও জ্বলবে!!

আমি ওই ধনেশটাকে প্রতিদিন এত্ত এত্ত উড়চুঙ্গা এনে দিতাম,
আর কিছু তেলাপোকা, এরপর বলতাম, "মন ভরে খা!!'


শুধুমাত্র এই লাইনটার জন্য কবতেই পিলাচ!! ভাই তেলাপোকা লাগলে কইয়েন আমি লাখ খানিক দিতে পারবোনো। শুধু সময় মত ট্রাক পাঠাইয়া দিয়েন!

রিকি আপু ধনেশ চাইলো কে আর আপনি দিলেন কারে? এটা যেন নদী ভাইয়ের কবিতার সাথে হুবহু মিল খাচ্ছে? আপনার চশমা ফেরত নিয়ে নিজে চোখে লাগান!! আর যে যেটা চাচ্ছে তারে তাই দেন! এমনিতেই কিন্তু মিজাজ হট আছে। তার উপ্পর অ্যাঙ্গরি দিয়েন না। তাইলে কিন্তু অন্যরকম হই যাইবোনে!!

(কানে কানে কই মেজাজ কিন্তু আমার না আপুনির হট আছে)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

রিকি বলেছেন: সাহসী ভাই আপনাকে উৎসর্গ করে এই গানটা না দিয়ে পারলাম না !!!!! ;) ;) ;) ;)


https://www.youtube.com/watch?v=oeLmEubebI8

৩১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন: মুভি দেখি কিন্তু ভালো মুভি দেখার ধৈর্য পায় না /:) নির্ভেজাল মুভি দেখে বিনোদন নেই :)

লিঙ্ক পাইলে আরাম পাইতাম। নীতিমালায় আরমটারে খাইলো :((

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

রিকি বলেছেন: আপনি কিকঅ্যাসে বা পাইরেট বে তে Marshland 2014 লিখলেই পেয়ে যাবেন---- অনেক লিঙ্ক আছে। যেটা খুশি ডাউনলোড দিয়ে নিবেন। মন্তব্যে অনেক অনেক ভালো লাগা জানবেন ভাইয়া। :) :) :) :) :) :)

৩২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: বিয়ের পর নাকি দুলাভাইদের মাঝে কেউ কেউ ভোম্বল ম্যাওয়ে পরিনত হয়। রিকি ভাইয়া যেই কঠিন টাইপের ভাইয়া, আমিতো ভাবছিলাম রিকি দুলাভাই আসলে না হইলেও উপরে উপরে ভোম্বল ম্যাও ভাব নিবে। নেয়নাই নাকি? বিস্তারিত জেনে ব্যবস্থা নিতে হবে। ;)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

রিকি বলেছেন: B-)) B-)) B-)) B-)) মজা পেলাম চরম।

৩৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১

জেন রসি বলেছেন: মানুষ...যতটা না জটিল এর বহির্ভাগ, তার থেকে অনেক বেশি জটিল এর অন্তঃস্থ সত্ত্বা। জটিল সংখ্যার সাথে মানুষের চরিত্রের কিছু সাদৃশ্য রয়েছে...কখনও মূলদ, কখনও অমূলদ আবার কখনও বাস্তব, অবাস্তব রূপে চিহ্নিত হয় সেটা... কিন্তু ‘জটিল’ তার বিশেষত্ব। চিন্তার সুবিশাল জগতে কেউ বিভ্রম সৃষ্টি করে, কেউ বিভ্রমে পড়ে। কি চিন্তা করলাম, কি হলো, আসল ব্যাপারটাই বা কি??? আমি যা বুঝেছি, ব্যাপারটা কি তাই? আজকে ঠিক এরকম একটা স্প্যানিশ সিনেমা নিয়ে আলোচনা থাকছে যার প্রথম থেকে শেষ পর্যন্ত এই ‘বিভ্রম’ নামের জিনিসটা থাকবেই।


সবকিছুর সাথেই মানুষের সম্পর্ক দ্বান্দিক। ;)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১

রিকি বলেছেন: ওয়েল-ক্যাম ব্যাক (Oil come back)...ভাই আপনার জন্য একটা ম্যাকাও পাখি রেখেছি..কাল সকালে দিব (Angry bird পর্ব চলছে আজ)...আপনার জন্যও একটা আপনার মত পরাবাস্তব পাখিকে রেডি করেছি..ল্যাপটপে আছে বিধায় আজকে দিতে পারছি না..:(

৩৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২

জেন রসি বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: বিয়ের পর নাকি দুলাভাইদের মাঝে কেউ কেউ ভোম্বল ম্যাওয়ে পরিনত হয়। রিকি ভাইয়া যেই কঠিন টাইপের ভাইয়া, আমিতো ভাবছিলাম রিকি দুলাভাই আসলে না হইলেও উপরে উপরে ভোম্বল ম্যাও ভাব নিবে। নেয়নাই নাকি? বিস্তারিত জেনে ব্যবস্থা নিতে হবে। ;)

অমূলদ সংখ্যার মূলদ সম্ভাব্যতার অসীমে সসীম জটিলতা দেখিতে পাইলাম!!! ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

রিকি বলেছেন: অমূলদ সংখ্যার মূলদ সম্ভাব্যতার অসীমে সসীম জটিলতা দেখিতে পাইলাম

এই পাখির বিশেষত্ব---এটা এর সাথে আরও অতিলৌকিক, পারলৌকিক, আধিভৌতিক জিনিসপত্র নিয়ে আসে !!! ;)

৩৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৭

শতদ্রু একটি নদী... বলেছেন: মজা পাইছি বইলা উড়াইয়া দিলে হইবেনা রিকি ভাইয়া। জনতা প্রকৃত অবশা জানতে আগ্রহী ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

রিকি বলেছেন: জেন ভাইয়ের তত্ত্ব--- প্রকৃত সত্য বলে কিছু নেই, সব আপেক্ষিক !!!! ;)

৩৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো উপস্থাপনা!!

সাবলীল কথন!!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা মন্তব্যে :) :) :) :)

৩৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১

উর্বি বলেছেন: দেখুম...... যাই। ডাউনলোডাই

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

রিকি বলেছেন:

বুবু আপনি এই অ্যাঙ্গরি বার্ড !!! ;) দেখা হলো মুভি??

৩৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৭

অপু তানভীর বলেছেন: উখে লিস্টে রাখলাম!! দেখা লাগবো!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

রিকি বলেছেন: উখে কি জিনিস অপু ভাই??? :-0

৩৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৮

কোলড বলেছেন: Strong David Fincher influence. It is a political allegory telling us to forget Franco's crime and move along. You can draw parallel to opposition to the war crimes trials in Bangladesh. Your review should have dug deeper.

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

রিকি বলেছেন: ভাই এত দিক ভেবে তো রিভিউ লিখিনি---নেক্সট টাইম দেখবো নি। মন্তব্যে অনেক অনেক ভালো লাগা জানবেন !! :) :)

৪০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

সাহসী সন্তান বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: মজা পাইছি বইলা উড়াইয়া দিলে হইবেনা রিকি ভাইয়া। জনতা প্রকৃত অবশা জানতে আগ্রহী

-নদী ভাইয়ের লগে একমত! ;) আমার ভাই তোমার ভাই; নদী ভাই, নদী ভাই!! :P ভাই আপনি আগাইয়া যান, আমি পিছে আছি।

-জেন ভাই কি এত্তদিন ফ্রিজের ভিতরে ছিল নাকি? :`> ভাই হঠাৎ আইলো কইত্থ্যন?

রিকি আপু গানটা দেইখা ভীষন রাগ হইছে! এত সুন্দর গান কেও দেয়?? ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

রিকি বলেছেন: B-)) B-)) B-)) B-)) এরকম মাইরালা গান দিয়ে কিন্তু আপনার আরও আরও ভেজা ফ্রাই করব ভাই, সো কক কক করেন না !!!! ;) ;) ;)

৪১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

শতদ্রু একটি নদী... বলেছেন: সাহসী ভাই, রিকি ভাইয়া আপনারে বলছে আপনি কক কক করেন। মালাঙ্কেলের মতো উনিও আপনারে পরোক্ষভাবে মুরগী বানায় দিলো। এই মন্তব্যেরও তীব্র প্রতিবাদ জানাই। ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

রিকি বলেছেন:

৪২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

সাহসী সন্তান বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: সাহসী ভাই, রিকি ভাইয়া আপনারে বলছে আপনি কক কক করেন। মালাঙ্কেলের মতো উনিও আপনারে পরোক্ষভাবে মুরগী বানায় দিলো। এই মন্তব্যেরও তীব্র প্রতিবাদ জানাই।

অবশ্যই প্রতিবাদ জানাই। এজন্য আগামী ৫৬ ঘন্টা ব্লগের সমস্থ কার্যক্রম বন্ধ ঘোষনা করা হলো! প্রয়োজন হইলে রাজ পথে নামুম, তয় এর একটা বিহিত হওন চাই! আমি মোরগী হইমু ক্যান, মুরগি হইলে রিকি হইবে। :P আমি তো মোরগ!! :`>

রিকিপু, আমারে ফ্রাই করনের আগে নিজেই ফ্রাই হয়ে যাইয়েন না। শুধু আপুনির একটু মেজাজ খারাপ বইলা আজ আসতে পারতেছে না, নইলে তার একমাত্র ভাইয়ের এই অপমান শুনলে যে অপমান করছে তারেই আগে ফ্রাই করতো!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

রিকি বলেছেন:

৪৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

আহমেদ জী এস বলেছেন: রিকি ,




সুন্দর এই রিভিউটা পড়তে পড়তে একটু বিভ্রমে পড়ে গেলুম আমিও ।

মানব চরিত্রের দুর্বোধ্য সমীকরণের সুনিপুণ এক প্রতিপাদিত রহস্যের ব্যাখ্যা এই শিরোনামের প্রতি সুবিচার হলো কি ?
ব্যাখ্যা তো দেখলুম না কোথাও । মানব চরিত্রের দুর্বোধ্য সমীকরণ -ই বা কোনটি আর তার ব্যাখ্যাই বা কি সেটা এখানে পেলুম না ।
তাহলে চিন্তার সুবিশাল জগতে কেউ বিভ্রম সৃষ্টি করে, কেউ বিভ্রমে পড়ে। এরকম কোনো বিভ্রম হলো কি আমার ?

ভালো লেগেছে সরল বর্ণনা ।
শুভেচ্ছান্তে ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

রিকি বলেছেন: “Marshland 2014 (Original Title: La Isla Minima)”--- স্প্যানিশ এই সিনেমাটি মানব চরিত্রের দুর্বোধ্য সমীকরণের সুনিপুণ এক প্রতিপাদিত রহস্যের ব্যাখ্যা আমি কিন্তু এটা লিখেছি ভাইয়া। মানব চরিত্রের দুর্বোধ্য সমীকরণের সুনিপুণ এক প্রতিপাদিত রহস্যের ব্যাখ্যা কেন বলেছি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন--- যেখানেই মনে করবেন, এই চরিত্র বুঝে গেছি, জটিল থেকে জটিলতর হবে তাদের কাজগুলো। সাধারণত আমি সিনেমার পোস্টে শিরোনামগুলো দেয়ার চেষ্টা করি ভাইয়া--- পুরো ঘটনার সারমর্মটা। একটা ছবি দিলাম ভাইয়া, জিনিসটা একটা মার্শল্যান্ডের স্যাটেলাইট ইমেজ--- আপনি আরও কিছু কি দেখতে পাচ্ছেন না এতে??? দ্য কমপ্লেক্স চেম্বার অফ ব্রেন, মাঝখানে একটা মিয়েন্ডারিং চ্যানেল--- মস্তিষ্কের সংগঠন কি এমন নয়?? আর মানব মস্তিস্ক কি সহজবোধ্য কোন জিনিস?? এখানে অনেক চ্যানেল রয়েছে, যার কাজ আপনি আমি ভেদে একেবারেই আলাদা। সিনেমাতে ঘটনা একটা, চরিত্রের কমপ্লেক্সিটি অনেকগুলো আছে ভাইয়া---আবার কিছু কিছু চরিত্রের এহেন সত্ত্বা সমীকরণের মত প্রতিপাদন ও হয়ে যায়--'আমি অবশেষে প্রমাণিত, আমি এরকম'। তাই " মানব চরিত্রের দুর্বোধ্য সমীকরণের সুনিপুণ এক প্রতিপাদিত রহস্যের ব্যাখ্যা " লিখেছি---আমি কিন্তু মূল ঘটনার চার ভাগের এক ভাগও বলিনি পোস্টে !!!! ;) ;) সিনেমাটা দেখবেন-- কথার সাথে ঘটনার কিছুই মিলে না গেলে পোস্টের নাম পরিবর্তন করে ফেলব !!!! :D :D :D :D :D



তাহলে চিন্তার সুবিশাল জগতে কেউ বিভ্রম সৃষ্টি করে, কেউ বিভ্রমে পড়ে। এরকম কোনো বিভ্রম হলো কি আমার ?

আমি যে ব্যাখ্যাটি দিলাম তারপরেও কি আপনি বিভ্রমে আছেন??????? ;)





৪৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর রিভিউ ।মুভিটি দেখার আগ্রহ হচ্ছে ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

রিকি বলেছেন: অবশ্যই দেখে ফেলেন ভাইয়া। :) :) :) :) :) এখানে ফিজিক্যাল জিওলজির মার্শল্যান্ডও কিন্তু আছে-- শুধু খুনের বা নিরুদ্দেশের গল্প কিন্তু না। ভাইয়া ভালো লাগবে আশা করি :) :)

৪৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

আলোরিকা বলেছেন: 'U r the best movie reviewer ' অবশ্যই আমার মতে , অন্য কারো সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয় ! প্রতিবার রিভিউ পড়ি আর ভাবি এক কথা আর কত ভাবে বলা যায় !? So this is the absolute confession for ur movie reviewing & to be cont...... :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

রিকি বলেছেন: আহা জটিল খুশি খুশি লাগছে আপু উউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ----- থ্যাঙ্কু B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

৪৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

আলোরিকা বলেছেন: পুনশ্চ : শতদ্রু একটি নদী - র ধনেশ বিষয়ক কবিতাটি চমতকার ++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

রিকি বলেছেন: শতদ্রু ভাইকে আপনি যায় দিবেন--- কবিতা লিখে দিবে। গণ্ডার, ওরাংওটাং, ক্যাঙ্গারু। ;) ;) ;)

৪৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

এস কাজী বলেছেন: রিকিপুভাই, অনেক মুভি জমে গেসে আপনার রিভিউ পড়ে পড়ে :( কবে যে দেখব!!!! এইডা ভাল্লাগসে। ভাবসিলাম পুরাটা শেষ করে দিবেন। আমি তো ভ্যিজুয়ালাইজ করতেসিলাম B-) রাখলাম নাম টা। দেখি আগামী ঈদে সময় হয় কিনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

রিকি বলেছেন: ভাউ ইহা কি কহিয়াছেন--- একটু বুঝাইয়া কইলে, ঝাতি (জাতি !) বুঝতে পারত !!!! :((

আমি তো ভ্যিজুয়ালাইজ করতেসিলাম B-) রাখলাম নাম টা।

হ্যাঁ ঈদের সময় মেলা ছুটি পাবেন---সময় করে দেইখ্যা নিয়েন !!! ;)

৪৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

ডি মুন বলেছেন: আপনার রিভিউ সবসময়ই চমৎকার।

+++

ডিটেকটিভ ঘরাণার মুভি খুব একটা দেখা হয় না। বেশি ভালো লাগে সায়েন্স ফিকশন টাইপ।
আচ্ছা, আপনার দেখা ইংরেজি সেরা পাঁচটা মুভির নাম বলেন দেখি, একটাও আমার কমন পড়ে কিনা !!! [ সেরা পাঁচ বলা খুবই মুশকিল, তবুও বলেন দেখি ! ]

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

রিকি বলেছেন: সেরা পাঁচ বলা খুব খুব কঠিন একটা কাজ---তারপরেও পাঁচটা র‍্যান্ডমলি বলি (মনে পড়ছে আর কি)।

The Shawshank Redemption, One Flew Over the Cuckoo's Nest, Forrest Gump , The Pianist, The Godfather ---আমার একটু অন্য ধাঁচের মুভি পেলেই ভাল লাগে। আর ফাইভ গ্রেটেস্ট স্টার তো পছন্দের মুভি নিয়েই লিখি ভাইয়া :) :) :) :) :) :) :) :)

৪৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

শতদ্রু একটি নদী... বলেছেন:



ভোম্বল ম্যাও জানে,
তার নখের ভাঁজে লেখা আছে বিষাদ তৃষ্ণা!!

চামড়ার চাঁদরে মোড়া থাকে লাল মাংস,
সেখানেই সব লালসা, টগবগে উন্মাদনা...
এখানে সেখানে মৃত্যুগুঁড়া বসে থাকুক,
কেউ থাবারটা খাবলারটা কেড়ে নিলেও
জেনে রেখো, সে হতাশায় ভুগছেনা!!

ক্ষিদেয় হন্যে হলেই কিচকিচ খুঁজে পাবে এমন নয়,
বরং ম্যাওদের ক্ষুধা আরো, অনেক আরো জমুক;
এখানে সেখানে কিচিকিচদের জ্বর বাড়লে, বাড়ুক!
কব্জির দেয়ালে হলুদ পোকা কুঁটকুঁট করলে, করুক!!

বেঁচে থাকাটাই যখন বড় কথা-
তামাল মাতাল খেতে খেতে সেও বুদবুদ গিলে নিক!
সময় কখনো মরেনা, তবুও জোনাকিরা আমৃত্যু নাঁচে,
হলুদ আর সবুজ সিগনালে দুলতে থাকে ঝিঁকিঝিঁক
-দপদপে বসন্তরাত!!

ভোম্বল ম্যাও জানে,
তার নখের ভাঁজেই লেখা আছে বিষাদ তৃষ্ণা!


লিখে ফেললাম একটা ভোম্বল ম্যাও ও। ডেডিকেটেড টু রিকি দুলাভাই। ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

রিকি বলেছেন:

:P :P :P

৫০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

এস কাজী বলেছেন: হাহাহাহাহা। আসলে আমি পড়তে পড়তে সিনেমা টা ভ্যিজুয়ালাইজ করছিলাম। আর নাম টা রাখলাম মিন্স সিনেমার নাম টা কোট করে রাখলাম। যাতে করে পড়ে ভুলে না যায়। B-)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

রিকি বলেছেন: ভাউ ভুলে যাওয়ার সমস্যা থাকলে ট্যাটু করিয়ে নিতে পারেন কব্জিতে গজিনীর আমির খানের মত...! ;) ;) ;)

৫১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৬

এস কাজী বলেছেন: রিকিপুভাই, আপনে কি মুভি একা একা দেখেন? এইটা কিন্তুক একটা বিষয়। আমি মুভি দেখার পার্টনার চুজ করি আমার মেজ ভাইয়া কে। সব ছবি তো আর ভাইকে নিয়ে দেখা যায়না B-) তবে বেশির ভাগ হাসির ছবি ওর সাথে দেখলে ডাবল মজা। মনে আছে আমার, গত ঈদে আমি আর ভাইয়া বসে চেন্নাই এ 'কিক' নামক মুভি টি দেখছিলাম। পিছনে বসেছিলাম আমরা দুভাই। তবে হাসির কোন দৃশ্য আসলে সবাই মাল্টিপ্লেক্স এর স্ক্রিন বাদ দিয়ে পিছনে আমার ভাইকে দেখত। ব্যাপারটা বুইঝা নেন B-)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৫

রিকি বলেছেন: ভাই কোন মুভি আমার পূর্বে পাঁচ ছয় বার দফা দেখা থাকলে, আমি সেটা কারও সাথে দেখতে বসি, otherwise কাভি নেহি। প্রথম বার দেখতে বসি না কারণ সাথে যে মানুষই থাকুক না কেন বকবক করলে পাঁচ মিনিটে মুভি দেখার ইচ্ছা নষ্ট হারিয়ে যায় আমার...! :( :( তবে exception তো অবশ্যই আছে...হরর দেখতে বসলে যারা সিনেমা দেখে না তাদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসি...যত বেশি মানুষ হয় আরও ভালো (হরর সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর ভাউ খুব খুব ভালো লাগে তো তাই!) !! ;) ;) ;)

৫২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

শতদ্রু একটি নদী... বলেছেন: এইটা কি আমাদের রিকি দুলাভাই?? মানে রিকি দুলাভাইয়ের প্রতীকি ছবি?? ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

রিকি বলেছেন: আমার প্রো পিক বিলাই হলে, সে কি ক্যাঙ্গারু হবে নাকি...(আমরা সবাই ম্যাও শতদ্রু ভাইয়ের ম্যাঁও য়ের রাজত্বে...)! ;) ;) ;) ;)

৫৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২

শতদ্রু একটি নদী... বলেছেন: এই রেইনবো যুগে কিছুই অসম্ভব না রিকি ভাইয়া। বিলাইয়ের জামাই ক্যাঙ্গারু, বেবুনের জামাই আত্তি, এনিথিং... এনিথিং... ;)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৬

রিকি বলেছেন: এনিথিং নয় বলেন এভরিথিং পসিবিল...! ;) ;)

৫৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪

আহমেদ জী এস বলেছেন: রিকি ,




জ্বী , বুঝেছি মাথা বড়ই জটিল ।
দ্য কমপ্লেক্স চেম্বার অফ ব্রেন, মাঝখানে একটা মিয়েন্ডারিং চ্যানেল--- মস্তিষ্কের সংগঠন কি এমন নয়?? আর মানব মস্তিস্ক কি সহজবোধ্য কোন জিনিস?? এখানে অনেক চ্যানেল রয়েছে, যার কাজ আপনি আমি ভেদে একেবারেই আলাদা।
এটা লেখা দেখে মনে হলো আসলেই তো - মানব মস্তিস্ক কি সহজবোধ্য কোন জিনিস ??
মোটেও না । তাই তো বিভ্রমও যায়না । আসলে এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে মাথার তেমন মাথা ব্যথা নেই । মাথা যে কতো জটিল আর ঘোরপ্যাচের তা এখানের লেখায় দেখতে পারেন ---
ভুতের আছর……………..নার্ভাস কথাবলী
১৫ ই সেপ্টেম্বর, ২০১১
http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/29448442

শুভেচ্ছান্তে ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

রিকি বলেছেন: ভাই আমি কি আগের মন্তব্যে আরও বিভ্রান্ত করলাম? ভূতের আছর পড়াচ্ছেন শেষ পর্যন্ত! :( :(

৫৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

সাহসী সন্তান বলেছেন: নদী ভাই যে বিরল প্রতিভার অধিকারী সেইটা উনার কবিতা রচনা দেখলেই বোঝাই যায়। তবে ভাই ম্যাওরা কিন্তু কিচিকিচ নিয়া খেলাও করে। তেলাপোকাও ওদের খেলা করার অন্যতম প্রধান সঙ্গী! সুতরাং কবিতাকে আবারও আবডেট করে সাথে তেলাপোকা জুড়ে দেওয়ার আকুল আবেদন রইলো। :P

তয় আপনার কবিতা পইড়া আপাতত গোলাপী ম্যাডামের অবস্থাটা জানবার মুন চায়! :P হেই আবার মেজাজ বর্ডারে প্রস্তুত রাখছে কিনা কে যানে??

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

রিকি বলেছেন: গোলাপী, বেগুনী কে হু?

৫৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১

সাহসী সন্তান বলেছেন: হেইডা কইবার গেলে তো এহন আমার দৌড়ানোর রাস্তা কিল্লার রাখোন লাগে! পিছনে বডিগার্ড ও লাগবার পারে। তাই এহন কইবার চাইতাছি না! পরে সময় মত ফস কইরা কইয়া ফেলমুনে!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬

রিকি বলেছেন: আপনে স্পিকিং সিস্টেম অফ রাখেন..সেটাই বোধ করি ভাল হবে!

৫৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

সাহসী সন্তান বলেছেন: আপনার কথা মত রাতে স্পিকিং সিস্টেম অফ রাখছিলাম, তবে এখন খোলার অনুমতি দিলে আপাতত খুলতে পারি?? :P

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২২

রিকি বলেছেন: |-) |-) |-)

৫৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

সাহসী সন্তান বলেছেন: আচ্ছা অনুমতি লাগবে না, আপাতত একটু হেল্পান!! এটা কোন সমস্যা না শুধুমাত্র আমি জানি না তাই জিজ্ঞাসা করছি?

আপনারা কোন পোস্ট পর্ব আকারে দিলে দ্বিতীয় পোস্ট প্রকাশের সময় প্রথম পোস্টের নাম সহ লিংক দেন কিভাবে একটু বলবেন? অথ্যাৎ আপনার এই কবিতা দিয়েই উদাহরন দিই। ধরেন আমি একটা পোস্ট করছি 'বিয়ের আগে বলে ছিলে'! এখন এটা হলো প্রথম পর্ব। এবার আমি যখন দ্বিতীয় পর্বটা দেবো তখন প্রথম পর্বের লিংক (শুধু লিংক নয় নাম সহ লিংক) দেবো কিভাবে? যেমন প্রামানিক ভাই যখন সেন্ট মর্টিন দ্বীপের শেষ পোস্টটা দিছেন তখন উপরে তার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দিয়ে দিছেন, এইটা কিভাবে দেন যদি একটু বলতেন?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

রিকি বলেছেন: প্রথম পর্বের নাম লিখে--- পোস্টের লিঙ্কটা কপি পেস্ট করে দিবেন। যদি দ্বিতীয়, তৃতীয় থাকে--- একই কাজের পুনরাবৃত্তি করবেন। অ্যাড লিঙ্ক বলে একটা বাটন আছে (টাইটেল আর ইউআরএল চাইবে দেখবেন), প্রয়োজনে সেটার সাহায্যও নিতে পারেন !!! :) :) :) :)

৫৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

প্লাবন২০০৩ বলেছেন: সিনেমা বা টিভি আমি দেখিনা বললেই চলে। কিন্তু এই সিনেমা টা দেখতেই হবে।

ধন্যবাদ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

রিকি বলেছেন: মন্তব্যে অনেক অনেক ভালো লাগা জানবেন প্লাবন ভাই। :) :) :) :) :) :) :)

৬০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

জেন রসি বলেছেন: saw কিংবা final destination টাইপ মুভি দেখতে কেমন লাগে???আমার কেন যেন মনে হইতেছে হরর মুভি আপনি চোখ বন্ধ কইরা দেখেন!!!! :P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

রিকি বলেছেন: saw দুইটা দেখে আর দেখার মত রুচি হয়নি---final destination চোখ খুলেই দেখেছি। :P ভাই ভয় পায়না, ব্যাক গ্রাউন্ড স্কোরে রাগ ধরে যায় !!!! X(( আর উল্টা পাল্টা ফেস আসলে ভয় লাগে---অস্বীকার করব না !!! :|

৬১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রিভিউ ভালো হয়েছে। ধন্যবাদ। ভালো থাকবেন

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬

রিকি বলেছেন: মন্তব্যে অনেক অনেক ভালোলাগা রইল আপু :) :) :)

৬২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক আছে দেখবো সময় করে । পৃথিবীতে বাস করলে জিওলজির গন্ডিতে আবাস মাস্ট । :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৮

রিকি বলেছেন: পৃথিবীর বাইরে গেলেও জিওলজি পাওয়া যাবে..Meteorite, Meteoroids..:) :) :)

৬৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৮

কালীদাস বলেছেন: ভালই হৈছে রিভিউ।
ইয়ে, কয়েকটা প্যারা করলে পড়তে সুবিধা হইত :``>> বয়স হৈছে, চোখেও কম দেখি ইদানিং রাইত হৈলে :P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩

রিকি বলেছেন:

ভাই রাত হলে এটা পড়ে নিবেন, আর সমস্যা হবে না-- টা টা আআআআআআআআআ রা !!!!! B-))

৬৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: পৃথিবীর বাইরে আমি মৃত বুঝিয়েছি ।তখন তো জিওলজির দরকার নেই । ;)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫

রিকি বলেছেন: মৃত হলে কিছুটা Palynology র কাজে আসবে ভাই...ফরেনসিক পোলেন আনালাইসিস! ;) আর Decomposed organic matter তো কত কাজেই লাগে! মুনীর চৌধুরীর ঐ কথাটার মত, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়...কারণে অকারণে বদলায়! ;)

৬৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: বুদ্ধিদীপ্ত উত্তর । কিন্তু মরে গেলে তো গেলো । মৃতদেহ কিছু ভাবতে পারে না । পচা গলাতে তার কিছু যায় আসেনা । বেচে থাকলে বদলানোর ব্যাপারটি অর্থবহ । তাই বেচে থাকাটা এত জরুরী । :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১

রিকি বলেছেন: :) :) :) :)

৬৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

জাহাঙ্গীর.আলম বলেছেন:
চরিত্রগুলোর দুর্বোধ্যতা বা ঘটনার থ্রিলারের ক্লাইমেক্স আনতে গিয়ে পরিচালকের ধীরে চলা নীতির ফলে ঘটনা প্রবাহকে ভীষণরকম স্লো ৷ অনেক সময়ই বেশ বিরক্তিকর ৷পুরানো ঘটনা আনতে গিয়ে এর ফলে ঝুঁলে গিয়েছে ছবিটা ৷ তবে শেষের রাজনৈতিক অমিমাংসিত রহস্য দর্শকের মনে প্রশ্ন জাগিয়ে রাখবেই অনেকটা ৷নিঃসন্দেহে অন্যতম দিক এলেক্স কাতালানের চমৎকার সেভিয়ার লোকেশনের লংশটের সিনেমাটোগ্রাফি ৷

আপনার উপস্থাপনা ভিন্নরকমের ৷

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

রিকি বলেছেন: নিঃসন্দেহে অন্যতম দিক এলেক্স কাতালানের চমৎকার সেভিয়ার লোকেশনের লংশটের সিনেমাটোগ্রাফি ৷

অসাধারণ সিনেমাটোগ্রাফী, Picturesque বলে যাকে. মন্তব্যে অনেক অনেক ভালো লাগা জানবেন । :) :)

৬৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

কাবিল বলেছেন: ঈদ মোবারক

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১২

রিকি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া :) :) :)

৬৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৬

অপু তানভীর বলেছেন: দেখে ফেলেছি ! চমৎকার একটা মুভি ছিল ! :)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৯

রিকি বলেছেন: অভিনন্দন ভাই B-)) B-)) B-)) B-)) B-))

৬৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

অভ্রনীল হৃদয় বলেছেন: ভালো লাগলো..... :) :) :)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১১

রিকি বলেছেন: ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো ভাইয়া :) :) :) :)

৭০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

প্রোফেসর শঙ্কু বলেছেন: নয়্যার এম্নিতেই ফেবারিট জিনিস, এটা দেখতেই হয়। ভাল লাগল রিভিউ!

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩১

রিকি বলেছেন: শঙ্কুদা কেমন আছেন??? :) মেলাদিন পর দেখলাম আপনাকে B-) নয়্যর আমারও অনেক পছন্দের একটা genre.....এই ধরণের মুভির একটা মজা আছে......তুলির শেষ টানটা দারুণ হয় !! :-B মন্তব্যে অনেক অনেক ভালোলাগা জানবেন :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.