নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

বিরিয়ানির পরে ডেসার্ট ...ভালো তো, ভালো না---আসুন ঈদের আনন্দ ডাবল করতে চারটি ভিন্ন রেসিপির, ভিন্ন স্বাদের মুভি দেখে ফেলি :) :) :) :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪১




পোস্টের শুরুতে আমার সকল ভাইয়া এবং আপুদের পবিত্র ঈদ-উল-আযহার অনেক অনেক শুভেচ্ছা রইল। খুশি ভাগাভাগি করলে বাড়ে, দুঃখ কমে। তাহলে চলুন আমরা সবাই নিজেদের মত করে, ঈদের খুশি ডাবল, ট্রিপল করার কাজে নেমে পড়ি। ঈদের প্রথম দিনটা সাধারণত কর্মব্যস্ততার মধ্যে দিয়েই যায়। দিন যেতে থাকলে কর্মব্যস্ততাটা কমে ফ্রি সময়ের একটা অবকাশ আসে। এই সময়টুকুতে এখনও আমরা পরিবার পরিজনদের সাথে অথবা বন্ধুবান্ধবদের সাথে কয়েকটা মুহূর্ত একটু নিজেদের মত করে কাটাতে পছন্দ করি। এর মধ্যে কেউ হয়ত আমরা বেড়াতে বের হয়, কেউ আড্ডা দেয়, আবার কেউ বিনোদন হিসেবে বেছে নেয় বিভিন্ন জিনিসকে তার মধ্যে নাটক, সিনেমা, ম্যাগাজিন উল্লেখযোগ্য। তাহলে চলুন আজ এই ঈদের ছুটিতে চার ঘরানার চারটি সিনেমা দেখে নেয়া যাক।

প্রথম মুভি :


"Vintery, mintery, cutery, corn,
Apple seed and applethorn;
Wire, briar, limber lock,
Three geese in a flock.
One flew east,
And one flew west,
And one flew over the cuckoo's nest."


সাল ১৯৬৩ র‍্যান্ডেল প্যাট্রিক ‘ম্যাক’ ম্যাকমার্ফি নামের একজনকে ধর্ষণের কেসে মেন্টাল ইন্সটিটিউশনে পাঠানো হয় তার মধ্যে কোন মানসিক অসঙ্গতির লক্ষণ না থাকা সত্বেও। ম্যাকমার্ফি সেখানে খেয়াল করে ইন্সটিটিউশনের অন্যান্য রুগীগুলো নার্স মাইল্ডরেড র‍্যাচেডের ভয় এবং অপশাসনে জর্জরিত। ম্যাকমার্ফি সহজেই ইন্সটিটিউশনের রুগীগুলোর বন্ধু হয়ে পড়ে এবং মেন্টাল ইন্সটিটিউশনের বাইরেও যে একটা সুন্দর পৃথিবী আছে তার সাথে তাদের সবার পরিচয় করায়। তাদের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণের দায়িত্ব পড়ে আধপাগল ম্যাকমার্ফির উপর। ফলশ্রুতিতে ম্যাকমার্ফি আর র‍্যাচেড একে অপরের প্রতিপক্ষ হয়ে পড়ে এবং একসময় এর ফলস্বরূপ ম্যাকমার্ফিকে চরম মূল্য পরিশোধ করতে হয়। কি হয় ম্যাকমার্ফির সাথে? মেন্টাল ইন্সটিটিউশনের অবস্থা কি সে পরিবর্তন করতে পারে? কেন কেসির একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই মুভি আইএমডিবিতে সর্বকালের সেরা মুভিগুলোর একটি হয়ে রয়েছে। অস্কারেও এর ইতিহাস রয়েছে...মেইন ৫ টি ক্যাটেগরিতে ৫ টি অস্কার জয়ের রেকর্ড এই পর্যন্ত ৩ টি মুভির ক্ষেত্রেই ঘটেছে যার মধ্যে একটি One flew over the cuckoo's nest. র‍্যান্ডেল প্যাট্রিক ‘ম্যাক’ ম্যাকমার্ফি চরিত্রে রয়েছে বস জ্যাক নিকোলসন । এর অ্যাডাপ্টেশনে বলিউডের প্রিয়দর্শন সাহেব ‘Kyun ki’ নামের একটি মুভি তৈরী করেছিল যা নিয়ে মন্তব্য নিষ্প্রয়োজন... শুধু একটা কথায় বলবো এটার ধারে কাছেও যায়নি তা !! One flew over the cuckoo's nest দেখলে কিছুটা হলেও ধারণা করা যায় কোন মেন্টাল ইন্সটিটিউশনে মানসিক রোগীর চিকিৎসার নামে কি হয়!! সুস্থ হওয়ার জায়গাতে তাদের উপর যে টর্চারের সীমা থাকে না তার জলজ্যান্ত প্রমাণ এই মুভি।পাগলের সিনেমা, পাগলদের সিনেমা বলে উপলক্ষ্য করে যাওয়ার কোন সুযোগ নাই। A phenomenal movie with a deep inscribed social message.





One flew over the cuckoo's nest (1975)

IMDB rating: 8.7/10
Genre: Drama
Cast: Jack Nicholson, Louise Fletcher, Michael Berryman




দ্বিতীয় মুভি :

"War always reaches the depths of horror because of idiots who perpetuate terror from generation to generation under the pretext of vengeance."

সাল ১৯৪১, প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধ....ফ্রান্স থেকে দূরবর্তী এক ডেয়ারি ফার্মে "দ্য জিউ হান্টার" খ্যাত এসএস কর্নেল হ্যান্স ল্যান্ডা, পেরিয়ার লাপাদিতে নাম্নী এক কৃষককে জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়িতে আসে। তার সেখানে আসার উদ্দেশ্য, সেই এলাকায় বসবাসরত ইহুদি জনগোষ্ঠী নিধন।পেরিয়ারের কথোপকথনের ধরনে হ্যান্স তাকে সন্দেহ করে এবং তার বাড়ির বেজমেন্টে এক ইহুদি পরিবারের সন্ধান পায়। হ্যান্সের সশস্ত্র বাহিনীর লোকজন সঙ্গে সঙ্গে তাদের গুলি করে। কিন্তু সেই পরিবারের একটি মেয়ে বেঁচে যায় এবং পালিয়ে বাঁচতে চাইলে হ্যান্স তাকেও লক্ষ্য করে গুলি করার জন্য উদ্যত হয় কিন্তু ভাগ্যলক্ষ্মীর সহায়তায় তার বন্দুকে গুলি না থাকাতে পলায়নরত মেয়েটি বেঁচে যায়। বেঁচে যাওয়া মেয়েটির নাম স্কোসচানা। এরপরের ঘটনা ১৯৪৪ সালের....ফার্স্ট স্পেশাল সার্ভিস ফোর্স লেফটেন্যান্ট আলডো রাইন একটা স্পেশাল মিশনের জন্য ৮ জন ইহুদী আমেরিকান সৈনিককে নিয়োগ দেয় জার্মান সৈন্য নির্মূলের অঙ্গ হিসেবে। এদের সাথে আরও একজন যুক্ত হয় যার নাম হিউগো স্ট্রিগলিৎজ, যে নিজে জার্মান সার্জেন্ট হয়ে ১৩ জন গেস্টাপো অফিসারকে হত্যার অভিযোগে অভিযুক্ত। শুরু হয় আলডো রাইনের তত্ত্বাবধানে ‘বাস্টার্ডস’ খ্যাত ডেয়ারডেভিল সেনাদের নাত্‍সী হত্যাযজ্ঞ।অপরদিকে স্কোসচানাও জাল বুনে নাত্‍সী হত্যার ষড়যন্ত্রের...কি হয় শেষ পর্যন্ত ?? তারা কি ইহুদি নিধনের প্রতিহিংসা স্বরূপ জার্মান বাহিনী নিধনের প্রতিশোধ নিতে সফল হয় ?পাল্প ফিকশন ,কিল বিল খ্যাত পরিচালক কোয়েন্টিন ট্যারান্টিনোর আরেকটি অনবদ্য পরিচালনার নিদর্শন এই মুভি। কোয়েন্টিন ট্যারান্টিনো একজন ভার্সেটাইল মানুষ, যারা তার সিনেমা দেখেছেন তারা জানেন তার গল্প বলার ভঙ্গি অন্য অনেকের থেকে আলাদা...অনেকটা স্যান্ড আর্টিস্টদের মত। বালুতে হাত দিয়ে এই সেই করে, সামনে পিছনে ঘুরিয়ে শেষ পর্যন্ত এক অদ্ভুত শিল্পকর্ম দাঁড় করায় এই আর্টিস্টরা...ট্যারান্টিনোও ঠিক তাই। তিনি নন-লিনিয়ার স্টোরিলাইনে মুভি এগিয়ে নিয়ে যেতে পছন্দ করেন। এই মুভিতে আমি ব্যাক্তিগতভাবে হ্যান্স ল্যান্ডা চরিত্রটিকে দেখে মুগ্ধ হয়েছি.....ঠান্ডা স্বভাবের পটাসিয়াম সায়ানাইড মার্কা চরিত্র...ভিলেন বলেছে আর কাকে !!! এরপরের কাতারে আসে আলডো রাইন...জার্মান সেনাদের কপালে চাকু দিয়ে স্বস্তিকা চিহ্ণ মার্কিং আর অভিনব ভঙ্গিতে কথা বলার স্টাইল সেইইইইরকমমম ভাবে চরিত্রায়ন করেছে ব্রাড পিট। ২ঘন্টা ৩৩ মিনিটের সিনেমা এক মুহূর্ত উঠে যাওয়ার সময় দিবে না। মহান(!!) ব্যাক্তি হিটলার বলেছিলেন "যুদ্ধই জীবন,যুদ্ধই সর্বজনীন"...কিন্তু যুদ্ধের ফলস্বরূপ কি প্রভাবগুলো জন্ম নেয় সেটা বলে যাওয়ার সে সময় পেয়েছিলেন না...তার আগেই ট্যাংকারে আত্মহত্যা করেছিলেন দূর্ভাগ্যক্রমে!! বাংলাতে একটা প্রবাদ রয়েছে ঢিল মারলে পাটকেলটি খেতেই হয়...এই মুভির সারমর্ম এই কথাটার সাথে একেবারে মিলে যায়।A must watch movie for those who want something else.




Inglourious Basterds (2009)


IMDB rating: 8.3/10
Genre:War/Adventure/Drama
Cast:Brad Pitt,Mélanie Laurent,Christoph Waltz,Michael Fassbender,Eli Roth,Diane Kruger,Daniel Brühl,Til Schweiger.




তৃতীয় মুভি :

“ Real obstacles don't take you in circles. They can be overcome. Invented ones are like a maze .”

কেলার ডোভার এবং তাঁর স্ত্রী গ্রেস থাঙ্কসগিভিং অনুষ্ঠানে প্রতিবেশী ফ্রাঙ্কলিন এবং নান্সি বার্চের বাসায় ডিনারে যায়। কেলারের মেয়ে অ্যানা এবং ফ্রাঙ্কলিনের মেয়ে জয় সেই সন্ধ্যায় হারিয়ে যায় খেলতে খেলতেই নিজেদের বাড়ির আঙিনা থেকে। ডিটেকটিভ ডেভিড লোকি গাড়িচালক অ্যালেক্সকে গ্রেফতার করে সন্দেহভাজন হিসেবে, কিন্তু প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে পুলিশের আওতামুক্ত হওয়ার পরেও কেলার তার পিছনে লেগে থাকে...সে বিশ্বাস করে অ্যালেক্স- ই বাচ্চা দুইজনের অপহরণকারী। কেলার কোন আইনি সাহায্য ছাড়াই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় নিজে নিজেই। অপরদিকে ডিটেকটিভ লোকির সান্নিধ্যে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য এবং সেই এলাকার বেশ কিছু অল্প বয়সী ছেলে মেয়ের অপহরণের ঘটনাও সামনে আসে। কি পদক্ষেপ নেয় কেলার? কে দায়ী এই সব কিছুর পিছনে ? তার উদ্দেশ্যই বা কি ?? অ্যানা এবং জয়কে কি তাদের মা বাবা ফিরে পায় ? ডিটেকটিভ লোকি কতদূর যেতে পারে এই রহস্যের? ডেনিস ভিলেনেভ্যূ এর নির্দেশনায় ১৫৩ মিনিটের এই মুভি কিছুটা স্লো ধাঁচের হলেও শেষ না হওয়া অবধি থ্রিল ধরে রাখে। হিউ জ্যাকম্যানের চিরাচরিত রাগীরাগী ভাব এখানেও রয়েছে, কেলারের চরিত্রে সে যে এক হাল না ছেড়ে দাওয়া প্রতিবাদী বাবাকে তুলে ধরেছেন এক শব্দে তা অসাধারণ, আর জেক জিলেনহ্যালের চোখ পিটপিটে ঠাণ্ডা ডিটেকটিভের চরিত্রটা বাড়তি পাওনা এখানে। সিনেমাটা দেখে মনে হয়, ওর সত্যি ঘন ঘন চোখের ফেলা সমস্যা রয়েছে বাস্তবে। ‘Pray for the best, but prepare for the worst.’... গভীর রহস্যের, শীতল থ্রিলের এই মুভিটি শেষে গিয়ে অবাক করবেই করবে।



Prisoners (2013)

IMDB rating: 8.1/10
Genre:Crime/Drama/Thriller
Cast:Hugh Jackman,Jake Gyllenhaal,Viola Davis,Maria Bello,Paul Dano





চতুর্থ মুভি :

"There are more things in Heaven and Earth Horatio, than are dreamt of in your philosophy.”

সিনেমা শুরু হয় ২০১০ সালে ইরাকে এক যুদ্ধের ঘটনার মধ্যে দিয়ে, তিনজন সৈন্য গুলিবর্ষণ করতে করতে জঙ্গলের মধ্যে চলে যায় এবং সেখানে তারা একটি অন্ধকার গুহার মত অংশ আবিষ্কার করে। তাদের সাথে থাকা একজনের হেলমেটের ভিডিও ক্যামেরাতে এই পুরো ঘটনাটি রেকর্ড হয়। তারা যেতে যেতে একটি দেয়ালের কাছে গিয়ে হঠাৎ তাকিয়ে আর্তনাদ করে উঠে এবং সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে গেলে, ক্যামেরার ধারণকৃত ভিডিওতে আর কিছু দেখা যায় না। এরপরের ঘটনা ২০১৩ সালে ব্রনক্সের, এনওইয়াইপিডি অফিসার রাল্ফ সার্চি একটা বদ্ধ অ্যালেতে একটি নবজাত শিশুর লাশ খুঁজে পায়। সে এবং তার পার্টনার বাটলার ঘটনাস্থল থেকে ফেরার পথে রেডিওতে একটা ডোমেস্টিক ডিস্টার্বেন্সের ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায়। সার্চি ঠিকানা খুঁজে বের করতে গিয়ে দেখে এই লোকটি সেই ইরাক থেকে ফেরত আসা তিন সৈন্যের একজন। সৈন্যটির নাম জিমি ট্রাটনার যে বলে তাদের বাড়িতে কোন সমস্যা নাই এবং তার স্ত্রী ঠিকঠাক আছে। কিন্তু সহধর্মিণীটি নত হয়ে থাকা মাথা উঠালে তারা উভয়েই দেখতে পায় তাকে খুব খারাপভাবে প্রহার করা হয়েছে। তারা খেয়াল করে মেঝেতে কিছু খামচানোর চিহ্নও রয়েছে। তারা জিমিকে গ্রেফতার করার জন্য প্রস্তুত হলে, সে তাদের চাকু দেখিয়ে লুকিয়ে পড়ে। সার্চি তারপরেও তাকে খুঁজে বের করে গ্রেফতার করার পর দেখে তার হাতের নখগুলো ভাঙ্গা এবং সেখানে রক্ত জমাট বেঁধে রয়েছে। তারা ধারণা করে, হয় সে মানসিকভাবে অসুস্থ অথবা সে নেশাসক্ত। কিন্তু সেই বাড়ির কিছু জিনিস তাদের দুইজনের কাছেই স্বাভাবিক বলে মনে হয় না। এই ঘটনার দুই তিন দিন পরে, সার্চি এবং বাটলারের কাছে একটি কেস আসে যেখানে একটি মহিলা তার সদ্য হাঁটতে শেখা বাচ্চাকে বিনা কারণে ব্রনক্স চিড়িয়াখানায় সিংহের খাঁচার ভিতরে ফেলে দেয়। তারা মহিলাটিকে একটি ঝোপের কাছে পায়। এদিকে সার্চি সিংহের খাঁচায় একজন রহস্যময় পেইন্টারকেও পায় যে দেয়ালে কিছু একটা অন্ধকারে আঁকছিল এবং তড়িঘড়ি চোখের সামনে সে সিংহের আক্রমণে মারাও যায়। মহিলাটির পরিচয় খুঁজতে গেলে মেলে, তার নাম জেন ক্রেনা, যাকে একটা মেন্টাল হেলথ ফ্যাসিলিটিতে পাঠানো হয়। তার পরিবারের অনুরোধে জেনকে সেখানে দেখতে যায় পাদ্রী মেনডোজা এবং সেখানে অনেক কিছুই সে অস্বাভাবিক দেখতে পায়। এরপর সার্চি আরও একটি পরিবার থেকে ফোন পায়, যেখানে পরিবারটির প্রত্যেক সদস্য বেশ কিছুদিন যাবত অস্বাভাবিক কিছু ঘটার কথা জানায় এবং এও বলে তারা ভয়ে একসাথে ড্রয়িং রুমে অবস্থান করছে দুইদিন ধরে। স্বাভাবিক জীবনের অস্বাভাবিকত্বের শুরুটা এখানেই। মানুষগুলোর মানসিক ভারসাম্যহীন হওয়ার পিছনে লোমহর্ষক কারণটা কি? শহুরে জীবনে হানা দিতে চলে কোন অশনি সংকেত? সিনেমার সব থেকে উল্লেখযোগ্য দিক, এটার বাস্তব ঘটনা... বেসড অন ট্রু ফ্যাক্টস ট্যাগলাইন। ইন্সপেক্টর সার্চি কোন কাল্পনিক চরিত্র নয়। তারই লেখা বই থেকে এর চিত্রনাট্য তৈরি করা হয়েছে। সার্চি এবং মেনডোজার জীবনের বাস্তব অভিজ্ঞতাই এই সিনেমার প্রেক্ষাপট। অনেকে এতে ভয়ের কিছুই পাবে না, আবার অনেক কিছুই পাবে...হরর সিনেমাতে সাধারণত সম্মুখদিকে বা আশেপাশে খেয়াল করতে হয়, এই বুঝি উল্টাপাল্টা কিছু আসলো। এটা কোথায় থেকে আসবে, সেটা আর বলে দিলাম না...ঐ ঘটনাতে আমি সব থেকে ভয় পেয়েছিলাম, মনে আছে!!! আমার মতে, হরর সিনেমাকে হরর কোয়ালিটি দেয় তার ব্যাকগ্রাউন্ড স্কোর, যতটা না কাহিনীতে এর ভয়াবহ কিছু থাকে। এটার ব্যাকগ্রাউন্ড স্কোরও হতাশ করবে না।সিনিস্টার, দ্য এক্সোরসিজম অফ এমিলি রোজ খ্যাত স্কট ডেরিকশনের নির্দেশনায় এই সিনেমা যেন তেন হরর না, বরং কিছুটা ভিন্ন অন্যান্যদের থেকে। হররের সাথে কোন একটা সাধারণ বার্তাও অপেক্ষা করে আছে সিনেমাটিতে। The treat of real horror waiting for you.



Deliver us from Evil (2014)

IMDB rating: 6.3/10
Genre:Horror/Thriller
Cast: Eric Bana,Édgar Ramírez,Olivia Munn,Sean Harris, Joel McHale




**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !!!! Happy Movie Watching !!! !:#P !:#P !:#P !:#P !:#P


মন্তব্য ৮০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

শায়মা বলেছেন: ও মাই গড!!!!!!!!!!!!!!!!


আবারও ম্যুভি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:(

বিরিয়ানির পরে ডেসার্ট ...ভালো তো, ভালো না---আসুন ঈদের আনন্দ ডাবল করতে চারটি ভিন্ন রেসিপির, ভিন্ন স্বাদের মুভি দেখে ফেলি :) :) :) :)

আমি তো ভাবলাম এইবার বুঝি রিকিমনি ধোকলা, ছক্কা, ডোসা এ্যান্ড ছেচকীর রেসিপি দেবে চার রকমের। ঈদের মাংস খেয়ে হয়রান হয়ে গেলে এইসব মজাদার মেনু রাঁধা যাবে!!!!!!!
:(

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫০

রিকি বলেছেন: হ্যাঁ সিনেমা আআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ------ আপনি এবার আর থ্রি ডি গ্লাস পরে যাবেন না????????????? আমাকে আপনার গুজরাটি লাগে---ধোকলা, ছক্কা, থেপলা কি বলেন!!! /:) বিরক্ত হয়ে গেলে, আমাকে বলেন পঞ্চ ব্যাঞ্জনের রেসিপি দিবনি (মাস্টার রাঁধুনিকে রেসিপি দিব আমি, ভাবা যায়) !!!! ;) :P

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনি ইংলিশ মুভি দেখেন এটা আমার খুব ভাল লাগে। আপনার রিভিউ গুলো একসেপশনাল ।সুন্দর পোস্ট । বেশ দীর্ঘ ।


"There are more things in Heaven and Earth Horatio, than are dreamt of in your philosophy !:#P

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

রিকি বলেছেন: ভাইয়া ওটা হ্যামলেটের সংলাপ । হ্যাঁ আলবত দেখি ইংরেজি সিনেমা, আসলে আমি বেছে বেছে দেখি সব ভাষারই ভাইয়া। :) কিন্তু এখন ইউরোপিয়ান সিনেমার দিকে ঝোঁকটা বেশি চলে গেছে। :) :) :) :) :)

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

সুমন কর বলেছেন: গুড, ভেরী গুড....... !:#P

ঈদ সংকলনে সংযুক্ত করে দেবো। এখন ব্যস্ত আছি, পোস্টের কাজে !!

প্লাস দিলাম গেলাম, পরে আসছি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

রিকি বলেছেন: ওকে :) :) :) :)

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

শতদ্রু একটি নদী... বলেছেন: প্রথম আর শেষটা দেখা হইছে। দুইটাই দারুন। যদিও আমার কাছে সবই দারুন মনে হয়। প্রথমটা সবারই দেখা উচিত, যারা ইংরেজী বুঝেনা তাদের কিউকি হইলেও দেখা উচিত। একেবারে কিছু না দেখার চেয়ে ধারেকাছ দিয়ে যাওয়া কিছু হইলেও দেখা ভালো। দেখা বলে প্রথম আর শেষটার রিভিউটাই পড়োলাম। ভালো হইছে।

রিকি ভাইয়া কালকে কয়টা জবাই দেখবে কে জানে, যেই নৃশংস টাইপ মানুষ উনি!! ;)

ঈদ মুবারাক!! :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩

রিকি বলেছেন: কিউ কি দেখে আমি কেঁদে কূল ভাসিয়েছিলাম (আগে দেখেছিলাম তাই)----কিন্তু One flew over the cuckoo's nest দেখে মনটা মেলাদিন খারাপ ছিল, বিশেষ করে শেষ দৃশ্য অনেকদিন ভুলতে পারিনি !!! :( আমি থ্রিলার পছন্দ করি, তাই বলে নৃশংস টাইপও না---আমি ব্লাডি কোন কিছু দেখতে পারিনা একদম। :( :( :(

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

শায়মা বলেছেন: বুঝছি!!!!!!!!! ফাঁকিবাজি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আহালে আমাদের দুলাভাইয়াটাকে মনে হয় না খাইয়ে রাখেরে!!!!! :( সারাদিন ম্যুভি আর পড়ালেখা করলেই চলবে???????
শিঘ্রী পঞ্চ, সপ্ত, নবম, দশম সব বাঞ্জনের রেসিপি দাও! গরু খেয়ে খেয়ে নইলে নিজেরাই কখন গরু হয়ে যাই তার আগে শিঘরী শিঘরী রেসিপি নিউ নিউ মাছ, সব্জী!!!!!!!:)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯

রিকি বলেছেন:
শিঘ্রী পঞ্চ, সপ্ত, নবম, দশম সব বাঞ্জনের রেসিপি দাও! গরু খেয়ে খেয়ে নইলে নিজেরাই কখন গরু হয়ে যাই তার আগে শিঘরী শিঘরী রেসিপি নিউ নিউ মাছ, সব্জী!!!!!!!:)


একটা কড়াই নিবেন, সেটাকে চুলাতে উঠাবেন----মেলাক্ষণ সেটাকে গরম হতে দিবেন। ধুঁয়া উঠলে সেখানে কয়েক মিজারিং স্পুন তেল দিবেন, একটা আণ্ডা আনবেন ফ্রিজ থেকে---তারপর ওটাকে ফাটাবেন। একটু লবণ দিবেন, কিছুক্ষণ পর চুলা বন্ধ করে ডিমটা প্লেটে সার্ভ করবেন----হয়ে যাবে আণ্ডা ফ্রাই !!!! ;) ;) ;) আণ্ডাও একটা ব্যাঞ্জন ধরে নেন। B-))

আহালে আমাদের দুলাভাইয়াটাকে মনে হয় না খাইয়ে রাখেরে!!!!! :( সারাদিন ম্যুভি আর পড়ালেখা করলেই চলবে???????


জি না, রান্নাও করি, আপনি যা যা বললেন সবই করি। রান্না করতে করতে লিখি, লিখতে লিখতে রান্না করি !!!! :P :P



৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

উর্বি বলেছেন: ঈদ মোবারক

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩

রিকি বলেছেন: ঈদ মোবারক বুবু :) :) তা এবার ঈদেও কি নানুবাড়ি গেছেন?

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬

সাহসী সন্তান বলেছেন: শিরনাম দেখেতো প্রথমে একটু অবাকই হচ্ছিলাম। ভাবলাম আপুনির পরিবর্তে আবার রিকি আপুকি রেসিপি নিয়ে আসলো নাকি? পরে অবশ্য বিষয়টা বুঝতে পারলাম।

যাহোক রিভিউ বরাবরের মত চমৎকার! তো আছুইন কেমন?

আপুনি, আপনার খবর কি??

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩১

রিকি বলেছেন: শেষ পর্যন্ত রেসিপি দিব, তাও আমি (আপনার মাথায় বেল পড়েছে, বেড়াতে গিয়ে )...যে দুইটা না রান্না জানি তার আবার রেসিপি! :P আপুনি দিবে মোগলাই খানা...জেন ভাই আর শতদ্রু ভাই গাইবে মোগলাই গানা...আমি সিনেমাতেই থাকি! ;) পোস্টের শিরোনাম সুমনদার সংকলন পোস্টের রেসিপি দেখে বানিয়েছি...কুকিং দ্য টাইটেল আর কি! ;) আছুইন মোটামুটি...:) :) :)

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৭

কালীদাস বলেছেন: ইনগ্লোরিয়াস বাসটার্ডস খুব পছন্দের একটা মুভি। আমার জার্মান সুইটহার্ট আছে ঐ মুভিতে ;)
ঈদ মুবারক :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

রিকি বলেছেন: ইনগ্লোরিয়াস বাস্টার্ডস চরম চরম ভালো লেগেছিল। :) কালিদাস ভাইয়ের তাহলে ওখানে জামার্ন শকুন্তলম আছে! ;) ;)

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

সাহসী সন্তান বলেছেন: অসুবিধা নেই জেন ভাই আর নদী ভাইয়ের গানার লগে মুই ঢোল তবলা বাজামু! তয় খানাডা কিন্তুক মাশাআল্লাহ ভাল হওন লাগবো! আগেই আপুনির লগে কন্ট্রাক্ট কইরা নিয়েন!

লবণ কম হইলে চলবো, মরিচ একটু কড়া লাগবো, হলুদ পরিমান মত তয় লাস্ট একটু জিরে-মারানি দেওন লাগবো!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩১

রিকি বলেছেন: খুলনাগো মাইয়া পুলা (পোলা) লবণ খাইতে পারে না কেন...পানির সাথে এত এত লবণ খায় তাই (বি. দ্র. এখানে টু টা আ উ করতে পারবেন না, কারণ আমি খুলনার পুলার বৌ লাগি)!! ;) লবণ না দিলেও এরা ক্যামতে ক্যামতে লবণ খুঁজে বের করে! ;) আর জিরে গুঁড়ো উফফফ...! এবার বলেন পার্শে মাছ আর ভেটকি মাছ থাকাই লাগবো! :P :P আপুনি ঢাকাই রান্না করবে...আর ঢাকাই রান্না কিন্তু সেইরকমমম delicious হয়...ওসব জিরে বেশি, হলুদ কম থাকবে না গ্যারান্টিড (আমি ব্যক্তিগতভাবে ঢাকাইয়া নন ভেজ খানার বিশাল ভক্ত) ! :) :) :)

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০০

সুমন কর বলেছেন: আপনার রিভিউ মানেই ভিন্ন এবং চমৎকার।

মাত্র একটি মুভি দেখা। বাকিগুলো ঈদের পরেই নামাবো। !:#P

২দিন আগে My Sister's Keeper (2009) দেখলাম। ভালো লেগেছে।

ঈদ সংকলনে সংযুক্ত করে দিয়েছি। ঈদ মোবারক।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৪

রিকি বলেছেন: অনেককককককক ধন্যবাদ দাদা :) :) :) :) My sister's keeper খুব খুব senti করেছিল..দুইবার দেখেছিলাম...দুইবারই! :(

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪১

সাহসী সন্তান বলেছেন: রিকি বলেছেন: খুলনাগো মাইয়া পুলা (পোলা) লবণ খাইতে পারে না কেন...পানির সাথে এত এত লবণ খায় তাই (বি. দ্র. এখানে টু টা আ উ করতে পারবেন না, কারণ আমি খুলনার পুলার বৌ লাগি)!! লবণ না দিলেও এরা ক্যামতে ক্যামতে লবণ খুঁজে বের করে!

-ঘরের কথা এইভাবে পরেরে কেউ কয়? তাইলে মাইনষে শুইনা ফেলবো না? তয় কথা কিন্তু মচতকার(চমৎকার) বলছেন! আসলেই লবণ খাইতে খাইতে এখন নিজেরাই বিট লবণ হইয়া গেছি!

"আর জিরে গুঁড়ো উফফফ...! এবার বলেন পার্শে মাছ আর ভেটকি মাছ থাকাই লাগবো!"

-জিরে গুড়োর কথা শুনলেই খালি উফফফ.... ক্যান কষ্ট লাগে? আর পার্শে মাছ, ভেটকি মাছতো থাকনই লাগবো! হেইডা আমাগো দেশি মাছ না? না থাকলে কি হয়?

"আপুনি ঢাকাই রান্না করবে...আর ঢাকাই রান্না কিন্তু সেইরকমমম delicious হয়...ওসব জিরে বেশি, হলুদ কম থাকবে না গ্যারান্টিড (আমি ব্যক্তিগতভাবে ঢাকাইয়া নন ভেজ খানার বিশাল ভক্ত) !"

-অসুবিধা নাই! ঢাকার খাওন অভ্যাস আছে! মুইও ঢাকার খাওনের ভক্ত!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৩

রিকি বলেছেন: বিট লবণ না তো সৈন্ধব লবণ হয়ে যাওয়ার কথা ভাই, খুলনার যা পানি! :P স্যালাইন পুরোই স্যালাইন (এই স্যালাইন মানে আবার এসএমসির ওরস্যালাইন বুঝেন না যেন)! :P জিরে গুঁড়ো সব থেকে বেশি probably খুলনাতে বিক্রি হয়...তরকারীতে জিরের গুঁড়ো, মাছের ঝোলে জিরের গুঁড়ো, পটল ভাজায় জিরের গুঁড়ো, বেগুন ভর্তাতে জিরের গুঁড়ো...জাতীয় মসলা পুরো ভাই...আর দুনিয়াতে কি কিছুই নাই (ইস আপনাদের সাথে থেকে থেকে দুই একটা ছন্দ আমি দেখি ইদানিং মিলিয়েই ফেলি) ! :P

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪২

দর্পণ বলেছেন: দারুন রিকি আপা। ঈদের ছুটি ভালো কাটবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৭

রিকি বলেছেন: খালু ভাই তাও তো লুম্যান্টিক ক্যাটাগরী বাদ পড়েছে ...তাই লুন্যাটিক দিয়েই লিস্ট তৈরী করেছি! ;) ;)

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৭

আমি মিন্টু বলেছেন: বাহ! বাহ! কি অসাধারণ রিভিউ । ধন্যবাদ যাই আপনার রেসিপির কথায় খিদে পেয়ে গেল কয়খান খাইয়া লই ।
ঈদমুবারক আপু ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১১

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিন্টু ভাই। :) :) :) :)

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৯

সাহসী সন্তান বলেছেন: "(ইস আপনাদের সাথে থেকে থেকে দুই একটা ছন্দ আমি দেখি ইদানিং মিলিয়েই ফেলি) !"

-হুম, দেখতে হবে না কাদের সাথে আছেন? আপু এক কাজ করেন, খুলনার কি কি আপনার পছন্দ আর কি কি অপছন্দ সেইটা নিয়া একটা পোস্ট কইরা ফেলেন? পাঠক হেইডারে বহুত ভালা পাইবো!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৩

রিকি বলেছেন: হো হো হো হো....সেন্স অফ হিউমার আপনার মত এত ও ও ও ভালো না...তাই ঐ প্রজেক্ট বাদ ! :P

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

চোখের কাঁটা বলেছেন: প্রথম আর দ্বিতীয় সিনেমাটা আমার দেখা। খুব সুন্দর সিনেমা। আপনার রিভিও অনেক চমৎকার! পোস্টে ভাল লাগা!

ঈদ মেবারক!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

রিকি বলেছেন: তৃতীয় আর চতুর্থটাও সময় বের করে দেখে ফেলুন, আশা করি ভালো লাগবে। মন্তব্যে অনেক অনেক ভালোলাগা জানবেন :) :) :) :) :)

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

শায়মা বলেছেন: রিকিমনি!!!! ফিরে আসছি। কিন্তু ম্যুভি দেখার টাইম নাই। কাল সকাল থেকেই আবার ঘুরাঘুরি শুরু হবে । এখন টায়ার্ড হয়ে গেছি!!!:)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০

রিকি বলেছেন: আপনি আরেক বোতল কোকাকোলা খেয়ে ঘুমাতে যান !!!! ;)



১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬

জুন বলেছেন: রিকি আপনার ডেসার্ট অনেকবার পড়ে গেছি কিন্ত কাজের তালে মন্তব্য করার সুযোগ পাই নি ।
আপনিতো অসাধারন রিভিয়্যু লিখে থাকেন । আর আপনার পছন্দও অত্যন্ত রুচি সম্পন্ন তা আর নতুন করে কি বলবো । বিশেষ করে খুব ভালোলাগার ম্যুভি One flew over the cuckoo's nest এর কাহিনী আর প্রিয় অভিনেতা জ্যাক নিকলসন এর অভিনয় তো একে অন্যের সাথে যেন প্রতিযোগিতায় মেতেছে ।
অনেক ভালোলাগা
+

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

রিকি বলেছেন: One flew over the cuckoo's nest আমার অনেক অনেক পছন্দের একটা মুভি। কিন্তু এর নকলটা মানে 'কিউ কি' প্রেম পিরিতেই শেষ করে দিয়েছে !!! :-< অনেক অনেক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক ধন্যবাদ আপি। :D অনেক অনেক ভালোলাগা জানবেন :) :) :) :) :)

১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

জেন রসি বলেছেন: Inglourious Basterds আমার অনেক প্রিয় একটা মুভি!Quentin Tarantino আসলেই অসাধারন একজন পরিচালক।

তার Django Unchained মুভিটাও ভালো লেগেছে।

যাইহোক, খবর কি আপনার?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

রিকি বলেছেন: আমি ভালো আছি। আপনার খবর কি? আপনার নামে তো নিখোঁজ সংবাদ দেখলাম সংসদ টেলিভিশনে!!! :P Inglourious Basterds এর ডায়ালগগুলো চরম !!! আর মারধরের স্টাইল !!!! ;) ;) ;)

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

জেন রসি বলেছেন: আমার মেজাজ একটু খারাপ!!! :P আসলেই Inglourious Basterds এর ডায়ালগগুলো চরম !!বিশেষ কইরা ওই জার্মানটার অভিনয় দেইখা আমি মুগ্ধ!! তবে মুভির ফিনিশিংটা ভালো লাগে নাই!!! ;)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

রিকি বলেছেন: আমার মেজাজ একটু খারাপ!!! :P ওহ ভালো তো, ভালো না---চায়ের দামে শরবত !!!! ;)

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

জেন রসি বলেছেন: আমি চায়ের নামে যেইটা খাই সেটাকে শরবতও বলা যাইতে পারে!!!মানে অনেক চিনি লাগে!!! :P এক ঢিলে দুই পাখি মারা আরকি!!! ;)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

রিকি বলেছেন: এটাও ভালো। ;)

২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

জেন রসি বলেছেন: বিরিয়ানির পরে ডেসার্ট হিসাবে Inception টাইপ মুভি হইলেও খারাপ হইত না!! বিরিয়ানি কি আসলেই খাওয়া হইছে কি হয় নাই এইটা নিয়া সংশয় দেখা দিত!!ডেসার্ট অবশ্য ধ্রুবক হিসাবেই থেকে যেত!!! ;)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

রিকি বলেছেন: ভাই ইন্সেপশন তো আপনার ফেভারেট মুভি হওয়ার কথা !!!!! :-B বিরিয়ানি কতবছর আগে খেয়েছিলাম, আদৌ খেয়েছিলাম কিনা---পরাবাস্তবে রান্না করা হয়েছিল না অতিলৌকিক স্বপ্নে, টাইম ট্র্যাভেল করতে করতে খেয়েছিলাম নাকি হাঁটতে হাঁটতে গুলি করতে করতে !!!! ;)

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

ধূর্ত উঁই বলেছেন: ব্লগিং করবো না মুভি দেখবো । ব্লগিং এর মত মজা অন্য কিছুতে নাই । আপনার পোস্ট পড়ে তো মুভি সম্পর্কে আর এর অভিনেতাদের সম্পর্কে জানা গেল ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০

রিকি বলেছেন: দুইটাই করুন :) :) :) :) একে অপরের থেকে ভিন্ন এবং মজাও আলাদা দুইটার। :) :) মন্তব্যে ধন্যবাদ রইল। :)

২৩| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪১

চ্যাং বলেছেন: অসাধারণ হইছে ।

০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৯

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চ্যাং ভাই। :) :) :) আপনার নিকটা মজার। :P

২৪| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮

দর্পণ বলেছেন: রিকি আপা একখান খুনে টাইপ ম্যুভি নামান তো দেখি।

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:২২

রিকি বলেছেন: হ্যাঁ অনেক আছে----আসাসিনেশন মার্কা থ্রিলার হলে হবে?? জ্যাকেল দেখেন তাহলে :) :)

২৫| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৪

দর্পণ বলেছেন: দেন দেন। যা আছে তাই দেন।

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৩

রিকি বলেছেন: দ্য ডে অফ দি জ্যাকেল (১৯৭৩)---ফ্রেডরিক ফরসাইথের উপন্যাস 'দ্য ডে অফ দি জ্যাকেল' অবলম্বনে !! :) জ্যাকেল ভালো আসাসিন।

https://en.wikipedia.org/wiki/The_Day_of_the_Jackal_(film)

আর জার্মান আরেকটা আছে ট্যাটু।

http://www.imdb.com/title/tt0286204/

২৬| ০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৪

দর্পণ বলেছেন: থ্যাংক ইউ আপা।

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৩

রিকি বলেছেন: :-B :-B

২৭| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৮

হাসান মাহবুব বলেছেন: যাক... এবার আপনার দেয়া মুভিগুলোর কিছু কমন পড়লো। শেষেরটা ছাড়া সবগুলো দেখেছি। প্রিজনার্স বাদে দুইটাই অসাধারণ।

০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৩

রিকি বলেছেন: :-B :-B :-B ইয়ে এ এ এ এ এ এ এ এ এ এ ভাইয়ের সাথে আমার মিলে গেছে মুভি ।

২৮| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৫

সাহসী সন্তান বলেছেন: পুরান পোস্টে মন্তব্য করতে ভাল লাগেনা, জলদি কইরা নুতান পোস্ট মারেন ভাবী সাহেবান! :P একদম ফ্রি আছি, শুধু আপনার পোস্টের অপেক্ষায়। পোস্ট পড়লেই মুভি দেখা শুরু হয়ে যাবে!

সুতরাং লেখকের জন্য পাঠকের কথাও একটু মাথায় রাখা উচিত! ;)

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৫

রিকি বলেছেন: আসতেছে আসতেছে আসতেছে (সামনে সপ্তাহে আসবে---আশা করা যায়) !!! :P লেখাই শুরু করিনি রে ভাই !!! :(

২৯| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৬

সাহসী সন্তান বলেছেন: এইটা কোন কথা!? সামনের সপ্তাহে বাঁচবো কিনা তার ঠিক আছে? যদি হুট কইরা মইরা যাই তাইলে আমার আশা পূরন হইবো ক্যামতে? :P

এখনও নাকি লেখাই শুরু হয়নি! তাইলে এবছরেও পাব বলেতো মনে হয় না!? :P

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫১

রিকি বলেছেন: সামনের সপ্তাহে বাঁচবো কিনা তার ঠিক আছে? যদি হুট কইরা মইরা যাই তাইলে আমার আশা পূরন হইবো ক্যামতে?

এই সপ্তাহে যেমনে বেঁচে আছেন, সামনে সপ্তাহেও বাঁচবেন আশা করি। খবরের কাগজের সম্পাদকের আভাস পাচ্ছি আপনার মধ্যে !!!! ;) ;) ;) হয়ে যেতে পারেন !!! ;)

৩০| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

সাহসী সন্তান বলেছেন: আরে বাপু ক্যামনে যে বাচুম সেইটাইতো বুঝতাছি না। আজরাইল তো দুবেলা বাড়িতে হানা দিবার লাগছে। তবে ইতোমধ্যে যে আমি মাইরালা চ্যানেলের সম্পাদকের আসনে সমাসীন আছি সেইটা বোধ হয় ভাবি সাহেবান জানেন না? :P আমার একটা নিউ পোস্ট আছে দেখছেন? Click This Link

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

রিকি বলেছেন: আপনি আলোচিত ব্লগের আলোচিত মেম্বার আপনারে না দেইখ্যা কোথায় যায় বলেন। একখান লাইকও দিয়ে এসেছি। আমি আবার কথা না কইলেও পোস্টে লাইক দিতে ভুলিনা। :P

৩১| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

সাহসী সন্তান বলেছেন: মন্তব্য করা কিংবা লাইক দেওয়া সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার! আমি কিন্তু তা বোঝাতে চায় নি? আপনি দেখছেন কিনা সেটাই জানতে চেয়েছিলাম? তবে আপনার পড়ে মন্তব্য না করে শুধু লাইক দিয়ে চলে আসাটার কোন কারন খুঁজে পেলাম না? রাগ করছেন নাকি? :(( ভাবি কইছি তাই? :P

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

রিকি বলেছেন: নাহ, মন্তব্য নিস্প্রয়োজন তাই :P :P :P

৩২| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

জেন রসি বলেছেন: রিকি আপু মনে হয় অতিরাগে মহাশূন্যে কথা বলবেন না বলে ঠিক করেছেন!সাহসী ভাইকে এই রাগ কমা পর্যন্ত পাতাল ভ্রমন করে আসার ফ্রি পরামর্শ দেওয়া হইলো!!! ;)

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

রিকি বলেছেন: রিকি আপু মনে হয় অতিরাগে মহাশূন্যে কথা বলবেন না বলে ঠিক করেছেন!

নাহ ভাই, আপনাদের কি মনে মনে হয়, আমার ভাল্লুকের জ্বরের মত রাগ আসতেই থাকে আর যেতেই থাকে !!!!!! /:) আমার রাগ ওরকম ধরণের মোটেও না। :D নিভৃতে থাকতে ভালো লাগে কখনও কখনও । ;)

৩৩| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

সাহসী সন্তান বলেছেন: জেন রসি বলেছেন: রিকি আপু মনে হয় অতিরাগে মহাশূন্যে কথা বলবেন না বলে ঠিক করেছেন! সাহসী ভাইকে এই রাগ কমা পর্যন্ত পাতাল ভ্রমন করে আসার ফ্রি পরামর্শ দেওয়া হইলো!!!

-ফ্রি পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ! তবে যাওনের খরচটা কি আপনি দিবেন না হেইডা আমাগো দেশি ভাবী কাছ থাইক্কা লইয়া যামু? :P তবে ভাই রিকি আপু মনে হয় আপাতত মহাশূন্যের কোন গ্যালাক্সি অথবা ছায়াপথে অবস্থান করছেন, তাই তিনি পৃথিবীর কারো সাথে যোগাযোগ স্থাপন করতে পারছেন না! :P

দ্রুত রিকি আপুকে মহাশূন্য থেকে এই ধরার বুকে ফিরিয়ে আনার জন্য আপনাকেও একটা ফ্রি পরামর্শ প্রদান করা হলো! :P :`>

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩

রিকি বলেছেন: ভাই পাতাল বলতে সাধারণত ভূগর্ভের কোর অংশকেই বোঝানো হয়ে থাকে---তো একা যাবেন কেন, দুই কুলার মিরিন্ডা, পেপসি ভর্তি করে, আর অনেকগুলো মোমবাতি নিয়ে জেন ভাইকে সহ সেখানে ছুটি কাটিয়ে আসতে পারেন!!! ;) ফিরে আসার সময়, মোমবাতি কাজে লাগবে (গুমনাম হে কোয়ি জ্ঞান গাইতে গাইতে চলে আসবেন) !!!! ;) জেন ভাইও পরাবাস্তব আরও অনেক কিছু পেয়ে যাবেন সেখানে। নেন লোকেশনের একটা ছবিও দিলাম !!! ;)



৩৪| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: ভিন্নস্বাদ মানে! পুরা ককটেল।।

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

রিকি বলেছেন:

একটা ককটেল খেয়েই যান !!!! :D পাঁচটা দিলাম---নিজের পছন্দ মত নিয়ে নিন !!! ;) মন্তব্যের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। :)

৩৫| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৮

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: ককটেল মাঝেরটাই নিলাম। B) শুভকামনা রইল আপনার জন্য।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

রিকি বলেছেন: চিয়ার্স আমি তাহলে মাঝেরটার পাশেরটা নিলাম !!! ;)

৩৬| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

সাহসী সন্তান বলেছেন: পাতালের ভিতরে এত অন্ধকার ক্যারে? একটা মোমবাতি দিতে পারলেন না? পথঘাট কিছুই চিনতে পারছি না ক্যামনে যে কি করি! জেন ভাই কোনাই আপনি, মুই আপনেরে বুলাই? :P

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:২২

রিকি বলেছেন:

কোরে এটা নিয়ে যান, ঝকঝকে হয়ে যাবে এক্কেরে !!!! ;) মোমবাতিও নিয়েন, কিন্তু অমর এই টিমটিমানি জিনিসটাকেও নিতে ভুলেন না যেন !!!! ;)

৩৭| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:২২

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: চিয়ার্স

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:২৭

রিকি বলেছেন: :-B

৩৮| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:২৫

সাহসী সন্তান বলেছেন: শেষ পর্যন্ত দেশি ভাবি হইয়া হাতে হ্যারিকেন ধরিয়ে দিলেন? :P এই দুঃখের দড়ি আমি বান্দুম কই? দেশের যা কচুগাছের আকাল! :P

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০

রিকি বলেছেন: আপনি এভাবে ট্রাই মেরে দেখতে পারেন---কচু গাছ না এটা আম গাছে ভালো হবে বলে আমার ধারণা !!!! ;)





৩৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঈদের দেখিনাই তো কি হইছে , এখন দেখুম B-)

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫২

রিকি বলেছেন: B-) B-) ওখেই (OKAY) ;)

৪০| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো। :)

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৪

রিকি বলেছেন: :) :) :) :) :) :) :) ধন্যবাদ আপু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.