নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

হারাধনের দশটি ছেলে রইল বাকি শুন্য...অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান দেখে হয়ে যান পরিপূর্ণ B-)) B-)) B-))

০১ লা জুন, ২০১৬ সকাল ১০:৪১



Ten little nigger boys went out to dine;
One choked his little self, and then there were nine.

Nine little nigger boys sat up very late;
One overslept himself, and then there were eight.

Eight little nigger boys traveling in Devon;
One said he'd stay there, and then there were seven.

Seven little nigger boys chopping up sticks;
One chopped himself in half, and then there were six.

Six little nigger boys playing with a hive;
A bumble-bee stung one, and then there were five.

Five little nigger boys going in for law;
One got in chancery, and then there were four.

Four little nigger boys going out to sea;
A red herring swallowed one, and then there were three.

Three little nigger boys walking in the zoo;
A big bear hugged one, and then there were two.

Two little nigger boys sitting in the sun;
One got frizzled up, and then there was one.

One little nigger boy left all alone;
He went out and hanged himself

And Then There Were None...


এবার যোগীন্দ্রনাথ সরকারের সেই বিখ্যাত অ্যাডাপ্টেশনটাও দেখুন...

হারাধনের দশটি ছেলে
ঘোরে পাড়াময়,
একটি কোথা হারিয়ে গেল
রইল বাকি নয়।

হারাধনের নয়টি ছেলে
কাটতে গেল কাঠ,
একটি কেটে দু’খান হল
রইল বাকি আট।

হারাধনের আটটি ছেলে
বসলো খেতে ভাত,
একটির পেট ফেটে গেল
রইল বাকি সাত।

হারাধনের সাতটি ছেলে
গেল জলাশয়,
একটি সেথা ডুবে ম’ল
রইল বাকি ছয়।

হারাধনের ছয়টি ছেলে
চ’ড়তে গেল গাছ,
একটি ম’ল পিছলে পড়ে
রইল বাকি পাঁচ।

হারাধনের পাঁচটি ছেলে
গেল বনের ধার,
একটি গেল বাঘের পেটে
রইল বাকি চার।

হারাধনের চারটি ছেলে
নাচে ধিন ধিন,
একটি ম’ল আছাড় খেয়ে
রইল বাকি তিন।

হারাধনের তিনটি ছেলে
ধরতে গেল রুই,
একটি খেলো বোয়াল মাছে
রইল বাকি দুই।

হারাধনের দুইটি ছেলে
মারতে গেল ভেক,
একটি ম’ল সাপের বিষে
রইল বাকি এক।

হারাধনের একটি ছেলে
কাঁদে ভেউ ভেউ,
মনের দুঃখে বনে গেল
রইল না আর কেউ।








নার্সারি রাইম টেন লিটল নিগার দিয়ে বা হারাধন শীর্ষক শিরোনাম দিয়ে পোস্টটা শুরু করার মানে কী তাইতো? যদি বলি, একটা উপন্যাসের গল্প লুকিয়ে আছে এই রাইমের মধ্যেই বা পোস্টের নামে? হ্যা... ঠিক ধরেছেন...রহস্যসম্রাজ্ঞী আগাথা ক্রিস্টির অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নানের কথা বলছিলাম। এই রাইমের আদলে তার একটা উপন্যাসই সাজিয়ে ফেলেছিলেন তিনি...এবং তার অন্যান্য কাজের মতো এটাও শেষ পর্যন্ত বুঝতে দেয় না ঘটনা কোন দিকে যাচ্ছে। তার "হু ডান ইট" মিস্ট্রিগুলোর মধ্যে এটা অন্যতম সেরা একটি। মূল গল্পে নিগার আইল্যান্ডে ভিন্ন ভিন্ন পেশার আটজন মানুষ অজ্ঞাত হোস্ট মিস্টার অ্যান্ড মিসেস "Owen" এর আমন্ত্রণে একত্রিত হয় এবং সেখানে আগে থেকেই আরও দুইজন উপস্থিত থাকে...থমাস এবং এথেল রজার্স। এরপর এই দশজনের সাথে এক অদ্ভুত খেলা শুরু হয়.....অপরিচিত দশজন মানুষের আলাদা আলাদা গুপ্ত সত্যগুলো ফাঁস করে দেয় ডিনারের সময় বেজে উঠা গ্রামোফোন রেকর্ড। এবং এরপর শুরু হয়... মরণখেলা...একের পর এক... নির্দিষ্ট ছন্দে... ঠিক রাইমের মতোই। দশ জনের মাঝে কে এই খেলার রিংমাস্টার?? আর বেশি কিছু বললে দেখতে গিয়ে মজা পুরো প্যানসে হয়ে যাবার চ্যান্স আছে...তাই আমার বলা গল্পের অংশ এটুকুতেই থাক। :P গল্পটার ভিন্ন আঙ্গিকে টার্ন নেয়ার ব্যাপারটা চরমমমমম লাগবে... গ্যারান্টি দিলাম। টেন লিটল নিগারে কিছুটা রেসিজম কন্সেপ্ট থাকাতে পরবর্তীতে সেটাকে টেন লিটল ইন্ডিয়ানে রুপান্তর করা হয়েছিল, আবার কোন কোন ক্ষেত্রে টেন লিটল সোলজার। আগাথা ক্রিস্টির অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নানের কিছু কিছু ভার্সনে নিগার আইল্যান্ড রয়েছে, আবার কিছু কিছুতে ইন্ডিয়ান আইল্যান্ড/ সোলজার আইল্যান্ড (১৯৩৯ সালের পরের ভার্সনগুলোতে)। এবার মূল কথাতে আসি, রহস্যসম্রাজ্ঞীর এই অসামান্য সৃষ্টি নিয়ে সিনেমা অনেক আগেই হয়েছিল।অবশেষে বিবিসি এই প্লট নিয়ে গত বছর ৩ পর্বের একটি মিনিসিরিজ তৈরি করে। চিত্রনাট্যে কিছু কিছু জিনিস মূল গল্পের আদলে নেই, কিছুটা পরিবর্তন করা হয়েছে।তারপরেও তিন পর্বের এই মিনিসিরিজটি হতাশ করবে না...আফটার অল ক্রিস্টির মিস্ট্রি...কিছু কিছু জিনিস কখনো পুরনো হবে না...রহস্যসম্রাজ্ঞীও ঠিক তাই। ব্রিটিশ তথা ইউরো কান্ট্রিগুলোর সিরিজ বা সিনেমাগুলোর দর্শক হিসেবে সবথেকে বড় পাওয়া তাদের exquisite location... বনের মাঝখান দিয়ে ট্রেন চলে যাওয়ার দৃশ্য হোক কিংবা সোলজার আইল্যান্ড...soothing একটা ভাব এনে দেয়। যারা এখনও দেখেননি...নিঃসন্দেহে দেখে ফেলুন ৩ পর্বের মিস্ট্রি ঘরানার ব্রিটিশ এই মিনিসিরিজটি। Really a great thing to watch.... :) :) :)



And Then There Were None (2015)

IMDB rating: 8.1/10

Cast: Maeve Dermody, Charles Dance, Toby Stephens

Genre: Crime/ Thriller/ Mystery




মেলাদিন পর ব্লগ লিখছি... রিটায়ার নেইনি (প্রমাণিত)!!!! :) মেলাদিন পর ফিরে নস্টালজিক নস্টালজিক লাগছে। আজকের পোস্টটা একটু ছোট দিলা্ম.... টেস্টিং টেস্টিং ওয়ান, টু, থ্রি আর কি! পরেরগুলো ইয়া বড় লিখে আনবো... ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে না দেখার অনুরোধ থাকল!!! :P আর সবশেষে...আমার ট্যাগলাইন থাকল (যাই লিখি না কেন) ;) ;)


**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !!!! =p~ =p~ =p~

মন্তব্য ৬২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৬ সকাল ১১:০৫

সাহসী সন্তান বলেছেন: পোস্টের প্রথম ইংরেজি গুলা তো দেখি মাথার উপ্রে দিয়া গেলুগা! শুধু সিনেমার নামটা নোট বুকে টুকে রাখলাম! ভাসা ভাসা যেটুকু পড়লাম তাতে মনে হচ্ছে এই সিনেমাটা আমার জন্য একদম পারফেক্ট। বাদ বাকি সেই আগের মতই! ;)

এতদিন কোথায় ছিলেন? নিশ্চই ব্লাক হোলে ঢুকে পথ হারিয়ে ফেলেছিলেন? নাকি ভাবের জগতে গা ঢাকা দিয়ে রেখেছিলেন? তবে যাই হোক, ব্যাক টু রিটার্নস্ অব দ্যা প্যাভিলিয়নে, একগাদা ভালু লাগা! :P

মেলাদিন পর ফিরলে তো মানুষের মনে ভাল লাগার কথা, আপনার নষ্টালজিক লাগছে কেন জাতি জানতে চায়? টেস্টিং টেস্টিং ওয়ান, টু, থ্রি পইড়া আমার 'হাম্পটি ডাম্পটি' কবিতাটা মনে পড়ে গেল! তবে টেস্টিং হিসাবে পোস্টেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হলো না। পরেরটা এমন হলে ডাইরেক্ট বুড়িগঙ্গা নদীতে ট্রান্সফার করা হইবেক! ;)

অফটপিকঃ- আপনার 'দ্যা সার্জন' বইটা কিনেছিলাম। অনেক হ্যাপা সামলাইতে হইছিল। ঢাকায় যাইতে পারি নাই, একজন লাইব্রেরিয়ানকে বলেছিলাম নিয়ে আসার জন্য! সর্ব সাকল্যে ক্যারিং খরচ বাবদ মোট খরচ হইছে ৫৩৬/- টাকা ৬৯ পয়সা। তবে সে জন্য কোন আফসোস নাই, আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা অনুবাদ বই লেখার জন্য!

অবশ্য রিকি মনি বলেই বোধ হয় এটা সম্ভব হয়েছিল! আর কিছু বইলা আপনার সময় নষ্ট করলাম না! টাটা বাই বাই, ভাল থাকবেন! ;)

০১ লা জুন, ২০১৬ সকাল ১১:১৬

রিকি বলেছেন: আপনার কসম... এর পরের ব্লগ আমি আপনার কমেন্টের সাইজ লিখব!!! ;) ;) নাহ... সত্যি আমার নস্টালজিক লাগছে, অনেক কিছুই আর আগের মতো নাই মনে হচ্ছে। অফলাইনেও আর আগের মতো আসিনা। :( আগে একদিন ব্লগে না আসলে মন আকুপাকু করত, আড্ডা ছিল, গল্প ছিল, খুনসুটিও ছিল.... এখন সুনসান সুনসান লাগছে সব। কেমন যেন ভূতের বাড়ি হয়ে গেছে। :( অবশ্য আমার কাছে স্বাভাবিক জিনিসও ভূতের বাড়ি মনে হতে পারে, সারাদিন থ্রিলার আর হরর খাই তো!!! B-) আমাকে দেখলে আপনার সার্জন মনে পড়ে কেন, আগে সেটা বলেন????? B-)) B-)) আমাকেই আপনার সার্জন মনে হয়নি তো !!! :P

আপনাকে ধন্যবাদ দ্য সার্জন কেনা আর পড়ার জন্য....:) :) :) দোয়া রাখবেন, যেন বড় হতে পারি... কমপ্লান খাই না তো !! :P :P :P

২| ০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৫৪

সাহসী সন্তান বলেছেন: আপনার কসম... এর পরের ব্লগ আমি আপনার কমেন্টের সাইজ লিখব!!!

-আসলে আমার মন্তব্যের সাইজ এতটা বিকটাকৃতির হওয়ার কারণ হলো, আমি কখনোই অল্প কথায় মনের ভাব প্রকাশ করতে পারি না। তাছাড়া আমার মনে হয় একজন ব্যক্তি খুবই সুন্দর করে মনের মাধুরি মিশিয়ে একটা পোস্ট করলো, অথচ আমি তার সেই পোস্টে গিয়ে শুধু 'ভাল্লাগছে' বলে আসলাম; এটা আমার কাছে কেমন যেন একটু অসস্থিকর বলে মনে হয়। (অবশ্য আগেও অনেকবার বলেছি, আবারও আপনার জ্ঞাতার্থে সেই পুরানো কাসুন্দি ঘাটলাম) :P

আপনার ধারনা সম্পূর্ণ ঠিক! ব্লগ এখন আর আগের মত নেই। একদম ভুতরে বাড়ির মত হয়ে গেছে। আগে এক সেকেন্ডের জন্য ব্লগে থাকলেও যতটা সম্ভব অনলাইনেই থাকার চেষ্টা করতাম। এখনও মাঝে মাঝে ব্লগে আসি, তবে অফলাইনেই বেশির ভাগ সময় ঘুরঘুর করি।্আমিও সেই পুরানো দিনের ব্লগিং জীবনটাকে খুব মিস করি। মাঝে মাঝে অফ লাইনে পুরানো পোস্ট গুলো পড়ি আর মনে মনে হাসি। খুব মিস করি, সেই পাঁচ জনকে! যাদের হাত ধরেই আমার এই ব্লগিং জীবনের শুরুটা হয়েছিল! :(

অনেক দিন পর ব্লগে আপনাকে দেখে খুনসুটি করার লোভটা আর সামলাইতে পারি নাই। তাই একটু মজা করলাম আরকি। যদিও জানি মাঝে মাঝে আপনার রাগ বর্ডারের আশে পাশে ঘোরাঘুরি করে, কিন্তু তারপরেও পুরানো ফর্মা ছাড়তে পারিনি। ;)

আপনাকে দেখলে আমার প্রথমেই সার্জন মনে হওয়ার কিন্তু বিস্তর কারণ আছে! যে ব্যক্তি এত সুন্দর একটা সার্জন বই লিখতে পারে, সে ইউনিফর্মধারী সার্জন না হলেও সার্জন সম্পর্কে যে তার অনেক অভিজ্ঞতা আছে সেটা তো স্বীকার করতেই হয়। তাছাড়া সার্জনদের দলে থাকতে থাকতে এখন যাকেই সার্জন নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখি তাকেই কেমন জানি সার্জন সার্জন মনে হয়। :P

দোয়া রাখবেন, যেন বড় হতে পারি... কমপ্লান খাই না তো !!

-কমপ্লান না খাইয়া আপনি আপাতত হরলিক্স খাইতে পারেন। তাহলেই হয়তো আপনার কাংখিত লক্ষে আপনি পৌছাইতে পারবেন। তবে সে ক্ষেত্রে আড়া আড়ি ভাবে বড় হইলে কিন্তু এডভাইজার দ্বায়ী থাকবে না! পরিশেষে সব কথার এক কথা হলো, আপনার জন্য আমার দোয়া, ভালবাসা এবং শুভেচ্ছা সব সময়ের জন্য বহমান। একদিন আপনি অনেক অনেক অনেক বড় হবেন। এখন কত বড় তা জানি না কিন্তু? ;)

যথা রিতী আরো একটা বিকটাকৃতির মন্তব্য দিয়া ফ্যালাইলাম বোধ হয়? মাইন্ড কইরেন না! ;)
কেমন আছেন?

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:১২

রিকি বলেছেন: আসলে আমার মন্তব্যের সাইজ এতটা বিকটাকৃতির হওয়ার কারণ হলো, আমি কখনোই অল্প কথায় মনের ভাব প্রকাশ করতে পারি না।

ঊই নো দ্যাট!!! |-) এক ঘুম অনায়সে দিয়ে আসা যায়---এখন তো আপনার মন্তব্য অনেক ছোট হয়েছে। আগে আপনার মন্তব্য আমি দুই কিস্তিতে পড়তাম !!! :-B

আপনার ধারনা সম্পূর্ণ ঠিক! ব্লগ এখন আর আগের মত নেই। একদম ভুতরে বাড়ির মত হয়ে গেছে। আগে এক সেকেন্ডের জন্য ব্লগে থাকলেও যতটা সম্ভব অনলাইনেই থাকার চেষ্টা করতাম। এখনও মাঝে মাঝে ব্লগে আসি, তবে অফলাইনেই বেশির ভাগ সময় ঘুরঘুর করি।্আমিও সেই পুরানো দিনের ব্লগিং জীবনটাকে খুব মিস করি। মাঝে মাঝে অফ লাইনে পুরানো পোস্ট গুলো পড়ি আর মনে মনে হাসি। খুব মিস করি, সেই পাঁচ জনকে! যাদের হাত ধরেই আমার এই ব্লগিং জীবনের শুরুটা হয়েছিল!

হ্যা, সেটা দুই একদিন ফাঁকে ফুঁকে এসেই আন্দাজ করতে পেরেছি। হাসিঠাট্টা নিষিদ্ধ হয়ে গেছে নাকি! /:) এরকম হওয়ার কারণ কি? থমথমে? আগে তো কিসের সিনেমা, আর কিসের ডাইনোসর, আর কিসের কবিতা---আলোচনা করতে করতে মঙ্গল গ্রহে চলে যেতাম আমরা। আই মিস দৌজ রিয়েলি। অনেক কারণেই এখন আর ব্লগে আসতে মন চাইনা। :(

অনেক দিন পর ব্লগে আপনাকে দেখে খুনসুটি করার লোভটা আর সামলাইতে পারি নাই। তাই একটু মজা করলাম আরকি। যদিও জানি মাঝে মাঝে আপনার রাগ বর্ডারের আশে পাশে ঘোরাঘুরি করে, কিন্তু তারপরেও পুরানো ফর্মা ছাড়তে পারিনি।


এই কমেন্টে মাইনাচ! X(( আমি বর্ডারলাইনে থাকি-- হাহ !! /:)

আপনাকে দেখলে আমার প্রথমেই সার্জন মনে হওয়ার কিন্তু বিস্তর কারণ আছে! যে ব্যক্তি এত সুন্দর একটা সার্জন বই লিখতে পারে, সে ইউনিফর্মধারী সার্জন না হলেও সার্জন সম্পর্কে যে তার অনেক অভিজ্ঞতা আছে সেটা তো স্বীকার করতেই হয়। তাছাড়া সার্জনদের দলে থাকতে থাকতে এখন যাকেই সার্জন নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখি তাকেই কেমন জানি সার্জন সার্জন মনে হয়।

সার্জন সার্জন সার্জন সার্জন----গান করলাম আর কি !!! B-))

-কমপ্লান না খাইয়া আপনি আপাতত হরলিক্স খাইতে পারেন। তাহলেই হয়তো আপনার কাংখিত লক্ষে আপনি পৌছাইতে পারবেন। তবে সে ক্ষেত্রে আড়া আড়ি ভাবে বড় হইলে কিন্তু এডভাইজার দ্বায়ী থাকবে না! পরিশেষে সব কথার এক কথা হলো, আপনার জন্য আমার দোয়া, ভালবাসা এবং শুভেচ্ছা সব সময়ের জন্য বহমান। একদিন আপনি অনেক অনেক অনেক বড় হবেন। এখন কত বড় তা জানি না কিন্তু?

হরলিক্স ভালো না!! :-P


যথা রিতী আরো একটা বিকটাকৃতির মন্তব্য দিয়া ফ্যালাইলাম বোধ হয়? মাইন্ড কইরেন না! ;)
কেমন আছেন?


আপনি ছোট কমেন্ট যে দিতে পারেন না--- এটা ইউনিভার্সাল ট্রুথ! :P আমি ভালু আছি (অপু ভাইয়ের ভালু)! আপনি ক্যায়সে হো??? B-))

৩| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:২২

সাহসী সন্তান বলেছেন: হ্যা, সেটা দুই একদিন ফাঁকে ফুঁকে এসেই আন্দাজ করতে পেরেছি। হাসিঠাট্টা নিষিদ্ধ হয়ে গেছে নাকি! এরকম হওয়ার কারণ কি? থমথমে? আগে তো কিসের সিনেমা, আর কিসের ডাইনোসর, আর কিসের কবিতা---আলোচনা করতে করতে মঙ্গল গ্রহে চলে যেতাম আমরা। আই মিস দৌজ রিয়েলি। অনেক কারণেই এখন আর ব্লগে আসতে মন চাইনা।

-নিষিদ্ধ হয় নাই। তবে এখন আর হাসি ঠাট্টা করার মত লোক নাই। সবাই যার যার এটিচিউট নিয়েই ব্যস্ত। এখন তো ব্লগে আড্ডা পোস্ট দিলেও আড্ডায় ঐ হাতে গোনা কয়েকজন ছাড়া আর কাউকে খুজেও পাওয়া যায় না। ব্লগ এখন আসলেই বেশ থমথমে! একটার পর একটা ক্যাচাল লেগেই আছে। যার ফলে সাধারণ ব্লগাররা এখন আর ব্লগে আসেন না কিংবা আসতে ভয় পান। হয়তো ক্যাচালে জড়িয়ে যাওয়ার ভয়ে। অথবা আসলেও ঐ অফলাইনে থেকে কোন রকমে সময়টা কাটিয়ে পরবর্তিতে আবার যার যার ধান্দায় নেমে পড়ছে। :(

কিন্তু আগে সত্যিই পোস্ট গোনার টাইম ছিল না কারো হাতে। মন্তব্যের মাধ্যমে সবাই পরাবস্তব ভাবতে ভাবতে হয়তো মঙ্গল গ্রহে হারিয়ে যেত! :(

আমি ভাল আছি! ধন্যবাদ আপনাকে!

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:২৫

রিকি বলেছেন: কিসের ধন্যবাদ পেলাম---মাথার উপ্রে দিয়া গেলু !!! :|| একটা গল্প লিখেছিলাম মনে আছে, রক্তিম দিগন্তের পোস্টে কমেন্টে---কা কা কা কা--নিমগ্ন, শায়মা আপু আর আমি মিলে--- দাঁড়কাক---প্রথমে গথিক পার্ট, এরপর কমেডি পার্ট, এরপর পরাবাস্তব পার্ট !! ;) এখন এসে ওরকম কা কা কা কা , খা খা খা খা লাগছে !!! :(

৪| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৩৪

সাহসী সন্তান বলেছেন: হুম, খুব মনে আছে! দ্যা বেস্ট মুভি রিভিউয়ার 'রিকি' আপুর কাছ থেকে কোন গল্প পাবো, আর সেটা মনে থাকবে না এটা যে ঘোরতর অন্যায়! স্বয়ং বিধাতাও যে এ অন্যায় সহ্য করবেন না। আরে বয়স বাড়ছে তো কি হইছে, এখনো স্মরণ শক্তি অনেক ভালু আছে! ;)

শোনেন না, এই মাত্র পাওয়া খবর!
একজন ফেসবুকে আমাকে জিগাইতেছে, ভাইজান কি রিকি আপুর পোস্টে সাহিত্য রচনায় মনোনিবেশ করছেন নাকি? :P
ছোট করে উত্তর দিলাম- 'হু'! =p~

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৫০

রিকি বলেছেন: আমিও ছোট করেই উত্তর দেই--- 'হু' (সাহিত্য চর্চা---সামনের দিন আপনার কমেন্টগুলোর মাত্রাবৃত্ত ছন্দে কনভার্ট করেই পোস্ট দিবো ওয়েট) !! =p~

৫| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমজনতার এখন হারাধনের ছেলেদেরই হাল।

ব্লগারদেরও বুঝি তাই! নরমাল ব্রাউজ করতে পারছি না। ভিন্নপথে ব্রাউজ করতে হয়! নোটিশ বোর্ডটা দেখেননি সামুর উপর খড়গ সংক্রান্ত!
হাসি থাকলেও ভুলে যায়- হারাধনের ছেলেদের মতো যদি হারাতে না চায় ;)

সিনেমাটা দেখার আগ্রহ জাগলো:)

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৫৫

রিকি বলেছেন: আমি দুইদিন আগে---পাসওয়ার্ড দিতে গিয়ে দেখি কী জানেন---"এই ইউজারনেম দিয়ে ব্লগ আইডি নাই" !!! :( বলে কী???? এরপর বিকল্প আরেকটা পথের সহায়তায় (মেইল লিঙ্ক) এবারের মতো পরিচয় ফিরে পেয়েছি। B-)) ভয়াবহ ব্যাপারসাপার। মিনিসিরিজটা দেখেন ভাই---সর্বসাকুল্যে তিনঘণ্টার মতো হবে হয়ত। চরম :)

৬| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১:৫১

জেন রসি বলেছেন: এইটা কারে দেখতেছি!!!

রিকি আপু নাকি???

অনেক দিন পর মনে হচ্ছে আবার আড্ডা হবে! :)

আসিতেছি ;)

০১ লা জুন, ২০১৬ দুপুর ১:৫৭

রিকি বলেছেন:

৭| ০১ লা জুন, ২০১৬ দুপুর ২:২৩

আবুল হাসান নূরী বলেছেন: গতকালকে দেখেছি। আর অসাধারণ মেকিংয়ের কারণে সিরিজটি দেখার সময় মনে হচ্ছিলো শহর থেকে দূরে এরকম একটি দ্বীপে থাকতে পারলে মন্দ হতো না। 8-|

০১ লা জুন, ২০১৬ দুপুর ২:২৯

রিকি বলেছেন: ইসসসসস দ্বীপটা সেইরকম ভাই..... !:#P

৮| ০১ লা জুন, ২০১৬ দুপুর ২:২৪

সুমন কর বলেছেন: মেলাদিন পর ফিরে নস্টালজিক নস্টালজিক লাগছে। আজকের পোস্টটা একটু ছোট দিলা্ম.... টেস্টিং টেস্টিং ওয়ান, টু, থ্রি আর কি! পরেরগুলো ইয়া বড় লিখে আনবো... -- ওকে ঠিক আছে।

বাংলা ব্লগে, বাংলা লেখা চাই।।।।। ;)

+।

০১ লা জুন, ২০১৬ দুপুর ২:৩০

রিকি বলেছেন: টেস্টিং টেস্টিং ওয়ান, টু, থ্রি

পরীক্ষামূলক সম্প্রচার---এক, দুই, তিন, এক দুই তিন!! ;)

দাদা, এই যে বাংলায় লিখলুম!! :P

কেমন আছেন??

৯| ০১ লা জুন, ২০১৬ দুপুর ২:৩১

সুমন কর বলেছেন: চলে যাচ্ছে....দিনকাল !!

০১ লা জুন, ২০১৬ দুপুর ২:৩২

রিকি বলেছেন: :)

১০| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:২৯

বিজন রয় বলেছেন: আমাদের গ্রামে একজন হারাধন ছিলেন। তার ছয়টি ছেলে।

০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৩২

রিকি বলেছেন: পরিবার পরিকল্পনা অফিস ধরেনি! :||

১১| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৪১

বিজন রয় বলেছেন: হা হা হা .............. তখন তো ওসব দুনিয়ায় আসেনি!

০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৫০

রিকি বলেছেন: কোন আমলের কথা বলছেন দাদা ?? :|| মুর্শিদকুলি খাঁ এর আমলের নাকি আপনার গ্রামের হারাধন?? #:-S

১২| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৫৪

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:২২

রিকি বলেছেন: মন্তব্যে অনেক অনেক ভালোলাগা রইল আপু :) :) :)

১৩| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৫৯

অপ্‌সরা বলেছেন: রিকিমনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

দ্যা বেস্ট বুদ্ধিমতী, জ্ঞানী, গুণী নারী প্রতিনিধি অব আওয়ার ব্লগ। পোস্ট যদিও ছোট তবুও হারাধনের দশ ছেলে টাইপ এই ম্যুভি এর কথা জেনে মজা পেলাম।

আর কমেন্টে কমেন্টে কমেন্টালাপ পড়ে চোখে পানি এসে গেলো!!:(

যদিও নিন্দুকেরা বলবে সেটা আমার মাছের মায়ের পুত্রশোক।

তবে সুন্দর কিছু বেশিদিন সয় না! তাই অনেকদিন ব্লগে ঝিমিয়ে থাকার পরেও ২০১৫ তে তোমাদেরকে নিয়ে যে সুন্দর বাগান তৈরী হতে চলেছিলো সেই বাগানে পড়েছিলো কুৎসিৎ কিছু শকুনের ছায়া!

তারপর কত কিছু!!!
কত রকম পন্ডিতের পদচারণা!!!

শেষ পর্যন্ত কিছুটা হলেও তারাই সফল!!

যদিও তাতেই বা কি! এই সব নিয়েই তো আমাদের এই সব দিন রাত্রী!


তবুও শেষ হলেও কিছু রেশ ঠিকিই থেকে যায় । তাই আমার পরম পাওয়া তোমার মত জ্ঞানী আপুনি পিচ্চি, জিনিভাইয়ার মত মহৎ পিচ্চু!!!!!!!!! আরও কেউ কেউ......

থাকুক আর নাইবা থাকুক.....:)

০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:২৬

রিকি বলেছেন: ওরে আপুনিইইইইইইইই! :( আমরা আছি... থাকব, ঘুরে ঘুরে এখানেই আসব। আফটার অল এটা আমাদের ব্লগবাড়ি। :) :) :)

১৪| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পোস্ট পড়ি নাই এখনো। :)

অনেকদিন পর পোস্ট দিলেন। স্বাগতম জানাই লই আগে। :)

০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:২৭

রিকি বলেছেন: হা হা হা হা ভাই... আর পোস্ট তো উছিলা, আপনাদেরকে মিস করছিলাম তো। :( গল্প করার বাহানা ধরে নেন পোস্ট :) :) :)

১৫| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:১৬

বিজন রয় বলেছেন: তিনি মারা গিয়েছিলেন ১৯৪২ সালে ৮৭ বৎসর বয়সে। তার ছেলেরাও কেউ বেঁচে নাই।
এখন বুঝে :(( নেন কোন আমলের।

০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:৩০

রিকি বলেছেন: আমার দাদার পরদাদার সমবয়সী মনে হচ্ছে! :|| ঐ যে এক রাজা ছিল না মান্ধাতা, ঐ মান্ধাতার শাসনামলের লোক---আই হ্যাভ আন্ডারস্টুড! :|

১৬| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৩৯

জেন রসি বলেছেন: প্ল্যান কইরা মানুষ মারার মধ্যে মনে হয় একটা আলাদা চার্ম আছে!!!!

উচ্চস্তরের শিল্পকর্ম!!! ;)

০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৪২

রিকি বলেছেন: হ্যা হ্যা---না দেখা থাকলে এটা দেখেন। মজা পাবেন সেইইইইইই। আর শেষ না করে উঠতে পারবেন না গ্যারান্টি। এত দারুণ মেকিং। :)

১৭| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৪৪

মনিরা সুলতানা বলেছেন: ইয়েএএএএএএএএএ
রিকি মনি ব্যাক করছে !:#P
ওয়েলকাম ব্যাক B-))

০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৪৬

রিকি বলেছেন: আপু উউউউউউউউ কেমন আছেন??? হ্যা, আই অ্যাম ব্যাক। আপনাদেরকে মিস করেছি অনেক্কক্কক্কক্কক্কক্কক :(

১৮| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৫০

মনিরা সুলতানা বলেছেন: এখন আনন্দে আছি, আগের টিম ফিরে পেলে মহা আনন্দে থাকব :)
আমি এবং আমরা ও তোমাকে অনেএএএএএক মিস করছি।

০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৫২

রিকি বলেছেন: হ্যা হ্যা এখন রেগুলার থাকার চেষ্টা করব আপু। :) :) :)

১৯| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৫২

হাসান মাহবুব বলেছেন: দেখবো।

কেমন আছেন রিকি?

০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৫৩

রিকি বলেছেন: ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? :)

২০| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

স্টাইলিশ বয় বলেছেন:


বোঝা গেল হারাধন ব্যাটা জীবনে জন্ম নিয়ন্ত্রন পদ্ধতী ব্যবহার করে নাই! তা না হইলে তো এমন কিছু হওনের কথা আছিল না? ওরে এরদোগানের দেশ তুরস্কে পাঠিয়ে দেওয়া হোক! সেটাই উত্তম হইবেক! =p~

০২ রা জুন, ২০১৬ সকাল ৯:০৩

রিকি বলেছেন: B-)) B-))

২১| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ইংরেজি কবিতা আমি তেমন বুঝিনা! এইটা মোটামুটি বুঝে ফেলেছি । যোগীন্দ্রনাথ এর বাংলা তর্জমাও ভালো লেগেছে ।

০২ রা জুন, ২০১৬ সকাল ৯:০৪

রিকি বলেছেন: রাইমের প্রত্যেকটি লাইনের এক্সেকিউশন মিনিসিরিজটাতে আছে :)

২২| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

জেন রসি বলেছেন: আগাথা ক্রিস্টি খুব একটা পড়া হয়নাই।

পড়া শুরু করতে হবে।

কিছু বই সাজেস্ট করেন। :)

০২ রা জুন, ২০১৬ সকাল ৯:১৪

রিকি বলেছেন: রহুস্যসম্রাজ্ঞীকে বাদ দিয়ে রহস্য পাঠ অসম্পূর্ণ... তার মূল দুটো ক্যারেক্টার মিস মার্পেল আর এরকুল (অনেকে হারকুল বলে) পোয়রো...এদের দুজনকে নির্ভর করে অনেক উপন্যাস লেখেছেন। শুরু করতে পারেন যে কোনটা দিয়ে... তবে অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান বাদ না পড়লেই হলো--- এবিসি মার্ডার, মার্ডার ইন মেসোপটেমিয়া, মার্ডার ইন দ্য অরিয়েন্ট এক্সপ্রেস, হিকোরি ডিকোরি ডক, এ মার্ডার ইজ অ্যানাউন্সড, ফাইভ লিটল পিগস, ইভিল আন্ডার দ্য সান, দ্য বডি ইন দ্য লাইব্রেরি ইত্যাদি অনেক অনেক বই আছে। এ বাদে ম্যারি ওয়েস্টম্যাকট নামেও অনেক বই লিখেছেন তিনি। পড়লেই দেখতে পাবেন... রহস্যসম্রাজ্ঞী ফেনোমেনাল পর্যায়ের লেখিকা ছিলেন :) :)

২৩| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

পুলহ বলেছেন: আমি ব্লগে রেজিস্ট্রেশন করার সময়টাতে আপনাকে বেশ এক্টিভ পেয়েছিলাম, মাঝে আবার ব্যস্ততার কারণেই আসতে পারেন নি সম্ভবতঃ। যাক- আবার আপনার নামটা দেখে সত্যি ভালো লাগছে।
শুভকামনা আপু!

০২ রা জুন, ২০১৬ সকাল ৯:১৫

রিকি বলেছেন: হ্যা, মাঝে অনুপস্থিত ছিলা্ম। :) এখন থাকব আশা করা যায় :)

২৪| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

গেম চেঞ্জার বলেছেন: মেলাদিন পর ব্লগ লিখছি... রিটায়ার নেইনি (প্রমাণিত)!!!! :) মেলাদিন পর ফিরে নস্টালজিক নস্টালজিক লাগছে। আজকের পোস্টটা একটু ছোট দিলা্ম.... টেস্টিং টেস্টিং ওয়ান, টু, থ্রি


ফিরে যে এসেছেন সেটাই হলো সবচেয়ে আনন্দের ব্যাপার!! :)

০২ রা জুন, ২০১৬ সকাল ৯:১৬

রিকি বলেছেন: গেমু অন সামু.... কেমন আছেন কন???? :-B আপনারাই তো ডেকে আনলেন :P

২৫| ০১ লা জুন, ২০১৬ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: রিকি ,



ব্লগ হারাধনের ছেলেমেয়েরা এক এক করে হারিয়ে যায়নি । বরং কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে এক এক করে ফিরে আসছে ।
আর তাইতো ক্রিস্টির মতো আপনার পোস্টের খেলায় মেতেছে পাঠকেরা । সবা্ইইকে হটিয়ে খেলার রিংমাস্টার তো দেখছি সাহসী সন্তান । সাহস আছে বটে ।

:P পাসওয়ার্ডের ফাঁদ কেটে আমি সবে এলুম । তাই খেলতে পারছিনে , থুক্কু.......................।

০২ রা জুন, ২০১৬ সকাল ৯:২১

রিকি বলেছেন: ভাইয়া আ আ আ আ আ আ আ আ আ আগে গড়িয়ে পড়া হাসির ইমো হবে =p~ =p~

ব্লগ হারাধনের ছেলেমেয়েরা এক এক করে হারিয়ে যায়নি ।

ঠিক ঠিক :)

বরং কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে এক এক করে ফিরে আসছে ।

পরাজয়ে ডরে না বীর B-)

আর তাইতো ক্রিস্টির মতো আপনার পোস্টের খেলায় মেতেছে পাঠকেরা ।

মেলাদিন পর চির পরিচিত জায়গায় ফিরে এসে সত্যি আনন্দ হচ্ছে মেলা আ আ আ আ...আর আপনাদের উপস্থিতিতে কৃতজ্ঞতা :) :)

সবা্ইইকে হটিয়ে খেলার রিংমাস্টার তো দেখছি সাহসী সন্তান । সাহস আছে বটে ।

সাহসী ভাইয়ের কাছে 'মাস্টার কি' আছে মনে হয়---ঐ যে এক চাবি দিয়ে সব তালা খোলা যায়, ওটা আর কি !! B-))

পাসওয়ার্ডের ফাঁদ কেটে আমি সবে এলুম । তাই খেলতে পারছিনে , থুক্কু.......................।

আমি ফাঁদ তিন চারদিন আগে কেটেছি!! :#)

২৬| ০১ লা জুন, ২০১৬ রাত ৯:৪৪

রক্তিম দিগন্ত বলেছেন: অনেক দিন পরে ফিরছেন শুনলাম।

ওয়েলকাম ব্যাক।


(আমিও অনেক দিন পরে ফিরছি - মাগার, থাউক কইলাম না)








পোষ্ট পড়ি নাই - :( চাকরি পায়ালছেন নাকি কন!!!

০২ রা জুন, ২০১৬ সকাল ৯:২৪

রিকি বলেছেন: আপনাকে স্মরণ করেছি দেখেন---কা কা কা কা কা গল্প রক্তিম দিগন্ত ভাইয়ের পোস্টে লিখেছিলা্ম...প্রথমটুকু গথিক (এটা আমি করেছিলাম), পরের টুকু কমেডি (এটা আপুনি করেছিল), তারপরের টুকু পরাবাস্তব (এটা নিমগ্ন ভাইজানের কাজ ছিল)!!! :P আপনি তো নিজেই হাওয়া হাওয়া... আমাকে মাগার কিন্তু পরন্তু বলেন কেন???? /:) নাহ চাকরি আর হলো কোথায়!! :((

২৭| ০১ লা জুন, ২০১৬ রাত ৯:৫৪

অপ্‌সরা বলেছেন: গুড গুড ১ ২ ৩ ৪ !!!!!!!!!!!:)

০২ রা জুন, ২০১৬ সকাল ৯:২৫

রিকি বলেছেন: ১,২, ৩, ৪ টেস্টিং টেস্টিং :P

২৮| ০১ লা জুন, ২০১৬ রাত ১০:০১

বিজন রয় বলেছেন: হায় রে! বেচারা হারাধন, কেবল হারিয়েই গেলি। শেষে সিনেমায়ও এলি।

০২ রা জুন, ২০১৬ সকাল ৯:২৬

রিকি বলেছেন: দাদা সিনেমা না তো, মিনিসিরিজে এসেছে হারাধন ;)

২৯| ০২ রা জুন, ২০১৬ সকাল ১১:০৫

আলোরিকা বলেছেন: আজি এ প্রভাতে রবির কর , কেমনে পশিল প্রাণের পর
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান
না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ ---------

রিকিমণি-------- ওয়াট আ সারপ্রাইজ ! আপনার শুভাগমনে সামু ধন্য হল :) :) :)

০২ রা জুন, ২০১৬ সকাল ১১:৪৫

রিকি বলেছেন: হা হা হা হা.... কেমন আছেন আপু???? :) :) :)

৩০| ০২ রা জুন, ২০১৬ দুপুর ১২:০৪

আলোরিকা বলেছেন: আমি ভাল আছি । ব্লগে ঢুঁ দিতে এসে দেখলাম সর্বোচ্চ মন্তব্য প্রাপ্ত পোস্টের তালিকায় রিকিমণির নাম ! মনটা ভাল হয়ে গেল , সাথে সাথে লগ ইন করলাম উপরি হিসেবে পাওয়া গেল হামা ভাইয়ের আনন্দভ্রম ! ব্লগিং আসলেই আনন্দময় :D

০২ রা জুন, ২০১৬ দুপুর ১২:৫৮

রিকি বলেছেন: আসলেই আপু ব্লগিং আনন্দময় :) :) :)

৩১| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:০৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ক্রিস্টি একটা চিয ছিলেন। মিনিসিরিজটা দেখেছি, ডিরেক্টিং আরেকটু ভাল হতে পারত। কিন্তু কাস্ট ছিল দারুণ।

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

রিকি বলেছেন: রহস্যসম্রাজ্ঞী বলে কথা দাদা...:) মিনিসিরিজটা ভালই লেগেছে আমার...:) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.