নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ---বিরলভাবে বিখ্যাত

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৪



“I'm nobody! Who are you?
Are you nobody, too?
Then there ’s a pair of us—don’t tell!
They ’d banish us, you know.

How dreary to be somebody!
How public, like a frog
To tell your name the livelong day
To an admiring bog!”


বিখ্যাতদের নিয়ে এর আগে অনেকগুলো সিরিজ চালু করেছিলাম....আজকে ভাবলাম তাদের জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ বা ছোটবেলায় তারা কেমন ছিল, কৈশোরের ছবি এগুলোর ছবি খুঁজে বের করলে কেমন হয়। তাই আজকে এরকম কিছু বিরল ছবির পোস্ট দেবো যেখানে বিখ্যাতদের অন্য ভার্সন থাকবে। তাহলে আসুন শুরু করা যাক, বিরলভাবে বিখ্যাত।

মহামতি হিটলার...বিশ্বাস হয় ভয়াবহ সেই লোক ছোটবেল এত্ত কিউট ছিল!!




টম অ্যান্ড জেরি শুরু হওয়ার আগে একটা সিংহকে হাউ হাউ করা অবস্থায় দেখাত, খেয়াল আছে? এটা সেই লিও--মেট্রো গোল্ডউইন মেয়ারের মডেল!



ফ্রেশম্যান কলেজ স্টুডেন্ট---বারাক ওবামা



স্প্রিংফিল্ডে নিজের বাস্কেটবল টিমের সাথে ব্রাড পিট (হাতে বাস্কেটবল নিয়ে যে বসে রয়েছে)



বিল গেটস যখন আসামি!!



বিল এবং হিলারি ক্লিনটন তাদের কলেজের দিনগুলোতে



মরগ্যান ফ্রিমান টিভি শো দ্য ইলেক্ট্রিক কোম্পানিতে আফ্রো রুপে!!



আহা ছেলেটা কত সুবোধ ছিল.. ভিন ডিজেলের ইয়ারবুক থেকে সংগৃহীত!



মোহাম্মদ আলি মিয়ামির স্যার জন হোটেলের পুলে কসরত রত অবস্থায়



রবার্ট ডাউনি জুনিয়র তার বাবার বন্ধু মাইক টাইসনের সাথে



বেন স্টিলার তার বাবা জেরি স্টিলারের সাথে নিউ ইয়র্কে ব্রডওয়ে প্রেজেন্টেশন দ্য জিন গেম দেখার দিন



টার্মিনেটর সাহেব আর্নোল্ড শোয়ার্জেনেগার যেদিন নিউ ইয়র্কে প্রথম এসেছিলেন



ক্রিশ্চিয়ান বেল নিজের আর্মস্টাড কম্পিউটারের সাথে



ভ্লাদিমির পুতিন (গলায় ক্যামেরা নিয়ে) রোনাল্ড রিগ্যানের সম্মুখে



তরুণাবস্থায় জিম ক্যারি



জোসেফ স্ট্যালিনের মাগশট



মাইকেল জর্ডান তার কলেজের ডরমেটরিতে



রবিন উইলিয়াম রেডউড হাই স্কুলে সিনিয়র ইয়ারে পড়ার সময়



১৮ বছর বয়সী রাণী দ্বিতীয় এলিজাবেথ ট্রাক ড্রাইভার রুপে



হোয়েন অ্যাপেল মিটস মাইক্রোসফট



স্টিফেন হকিং তার সহধর্মিণী জেন ওয়াইল্ডের সাথে



যখন ভবিতব্য প্রেসিডেন্ট বিল ক্লিনটন তৎকালীন প্রেসিডেন্ট জন কেনেডির সাথে সাক্ষাতে গিয়েছিলেন



ব্রুস উইলসের ২২ বছর বয়সের ছবি (মাথায় চুল দেখে চিনতে পারিনি.. আজীবন তো ন্যাড়াই দেখেছি) ;)



মেরিল স্ট্রিপ ফ্রেশম্যান ক্লাসের ট্রেজারার দায়িত্বে ছিলেন যখন



ডেট্রয়েটে ম্যাডোনা



বিটলস ১৯৫৭ সালে.. যখন জর্জ হ্যারিসন ১৪, জন লেনন ১৬ এবং পল ম্যাককার্টনি ১৫ বছরের ছিল মাত্র!



বব ডিলান তার দুই বন্ধুর সাথে



অটোগ্রাফ দিচ্ছে রক অ্যান্ড রোল সম্রাট--- এলভিস প্রিসলি



বনি অ্যান্ড ক্লাইড (চোরের জুটি)



ক্লিন্ট ইস্টউড এবং তার প্রথম স্ত্রী ম্যাগি



সালভাদর দালি তার পরাবাস্তবের চিন্তা নিয়ে !!



মারলন ব্রান্ডো---বিড়ালের সাথে তার দোস্তি আদ্যিকালের, আর দোষ হয় গডফাদারের ! :P




কার্ট কোবেইন (আগে থেকেই ম্যাড ছিল) !! X(



রোমান পোলানস্কি এবং শ্যারন ট্যাটে



চেনা যায় চে- কে !!



এলভিস প্রিসলি এবং সোফিয়া লরেন



ফ্রান্সিস ফোর্ড কোপোলা অ্যান্ড দ্য গডফাদার ইফেক্ট



ফ্রান্সিস ফোর্ড কোপোলা আকিরা কুরোসাওয়াকে নিজের নতুন মডেলের পোলারয়েড দেখাতে ব্যস্ত



জ্যাক নিকোলসন, ওয়ারেন বেট্টি এবং লরেন বিকল



ব্রুস লি-- ইয়া ঢিশুলে!



জ্যাক নিকোলসন (বস আর বলেছে কাকে)



জন ট্রাভোল্টা (দ্য পাল্প ফিকশন ড্যান্স)!!



জনি ডেপ এবং কেট মস



জনি ডেপ তার ভাইজি মেগানের সাথে



বাবা মা উভয়ের সাথেই অ্যাঞ্জেলিনা জোলি



স্ট্যানলি কুবরিক--স্পেস ওডিসি মনে পড়ে



শৈশবে ন্যাটালি পোর্টম্যান



অড্রে হেপবার্ন এবং অ্যান্থনি পার্কিন্স



সাসপেন্স মাস্টার হিচকক তার বাচ্চাদেরকে নিয়ে



মেরিলিন মনরোর সাথে রাণী দ্বিতীয় এলিজাবেথের দেখা করার সময়ে



অ্যাঞ্জেলিনা জোলি এবং তার বাবা জন ভয়েট



মাছ হাতে নিয়ে আর্নেস্ট হেমিংওয়ে



জর্জ ক্লুনি



কার্ক এবং মাইকেল ডগলাস



ক্লারিস স্টার্লিং (জোডি ফস্টার) বাচ্চাকালে; হ্যানিবাল কেন ক্রাশ খাবে না!! ;)



চার্লি চ্যাপলিন এবং গডার্ড



এলিজাবেথ টেইলর... এখানেও ম্যাও !! /:)



এলভিস তার বাবার সাথে



ভিনসেন্ট প্রাইসের সাথে অ্যালফ্রেড হিচকক




আমিরি বারাকার সাথে ল্যাংস্টন হিউয়ের ৮৯ তম জন্মবার্ষিকীতে মায়া অ্যাঞ্জেলো



স্যার চার্লি চ্যাপলিনের সাথে অ্যালবার্ট আইনস্টাইন



প্রিন্সেস ডায়ানা এবং এলিজাবেথ টেইলর



হেলেন কেলারের সাথে চার্লি চ্যাপলিন



এলভিস প্রিসলি এবং মোহাম্মদ আলি



রোনাল্ড ডাহল এবং আর্নেস্ট হেমিংওয়ে



ওয়াল্ট ডিসনির সাথে সালভাদর দালি



মাইকেল জ্যাকসন এবং উডি অ্যালেন



দ্য থ্রি মাস্কেটিয়ারস ;)



বব ডিলান, নিল ইয়াং এবং এরিক ক্লাপটন




ছোট্টকালে ড্রিউ ব্যারিমোর



ব্রুস লি এবং পুত্র ব্রান্ডন লি



বন্ড জেমস বন্ড---শৈশবে শ্যেন কনেরি



আগে থেকেই লোকটা সেইরকম্মম্মম্ম ট্যালেন্টেড ছিল ---- চিনতে পেরেছেন---গ্যারি ওল্ডম্যানকে



থিওডোর রুজভেল্ট



ফ্র্যাঙ্ক সিনাত্রা



২১ বছর বয়সী লিও তলস্তয় (সাল ১৮৪৯)



গলফ খেলছে ক্যাথেরিন হেপবার্ন



জাস্টিন টিম্বারলেক, জেনিফার ম্যাকগিল এবং রায়ান গসলিং (ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে)



ম্যাথিউ ম্যাককনাওয়ে হাই স্কুলে পড়াকালীন সময়ে



হরর মাস্টার স্টিফেন কিং কে দেখুন!! ;)



ইটির সেটে ড্রিউ ব্যারিমোর এবং স্টিভেন স্পিলবার্গ



ব্রুস লিও নাচতে পারে... শুধু ইয়া ঢিশুলেতেই মাস্টার নয় সে !! ;)




মার্টিন লুথার কিং এবং মারলন ব্রান্ডো



কৈশোরে ভ্লাদিমির পুতিন (বাম দিকে খেয়াল করুন)



রবার্ট ডি নিরো তার বাবার সাথে




**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !!!! =p~ =p~ =p~


মন্তব্য ৫৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: কোনটা বাদ দিয়ে কোনটা বলব; সবগুলো দেখে মজা পেলাম। বিশেষ করে মহাম্মদ আলির পোজটা!

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৮

রিকি বলেছেন: দাদা ছবি আপলোড করতে করতে এডিট করিনি... আপলোড করে এখন এডিট করতে বসেছি। :(

২| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪২

শায়মা বলেছেন: মুগ্ধ! মুগ্ধ মুগ্ধ!!!!!!!!!

উফফ এত ছবি দেখতে দেখতে শপিং এ দেরী হয়ে গেলো রিকিমনি!!!!!!!!!



:):):)


১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৮

রিকি বলেছেন: আপনি শপিং থেকে ঘুরে এসে দেখেন!! :D

৩| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৯

কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ, প্রচুর পরিশ্রমী আপু তুমি!!!!

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৩

রিকি বলেছেন: থ্যাংকস আপু :D কেমন আছেন?

৪| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৭

অপু তানভীর বলেছেন: আমারও একটা ফটু এড করিয়া দেন । :D

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৩

রিকি বলেছেন: একটা ভালু ছবি তুলে আমাকে ইনবক্স করেন---জলদি এই অফার সীমিত!! ;)

৫| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪২

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!

একটা প্রশ্ন, হিটলারকে মহামতি বলার কারণ কী?

**** এই কমেন্ট সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন কমেন্টের সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি কমেন্টটি ভালো লাগবে !!!! =p~ =p~ =p~

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:১০

রিকি বলেছেন: হিটলার যাতে স্বপ্নে না আসে---সম্মান দিলাম!! ;)

৬| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৪

সুমন কর বলেছেন: অনেক ছবি দেখতে পেলাম। ধন্যবাদ।

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:১১

রিকি বলেছেন: ধন্যবাদ দাদা :) :)

৭| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৫

কল্লোল পথিক বলেছেন:




বাহ!দারুন পোস্ট,
শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:১১

রিকি বলেছেন: মন্তব্যে অনেক অনেক ভালোলাগা জানবেন :) :)

৮| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৭

জেন রসি বলেছেন: পিচ্চি হিটলারকে দেইখা মজা পাইছি!

ব্র্যাড পিট দেখতে মেয়েদের মত ছিল :P

ওবামা দেখি পুরাই পাঙ্খা আছিল! ;)

১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

রিকি বলেছেন: হ্যা এ কারণেই তো দেয়া...গ্ল্যামারস পৃথিবীর মানুষদের ও পা দুটোই থাকে! কাজ তাদেরকে ভিন্ন করে :-)

৯| ১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০০

র‍্যাশ বলেছেন: সংগ্রহে রাখার মত পোস্ট। ভাল লেগেছে হিটলারের ছোটবেলা সহ বেশ কয়েকটি ছবি।

১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

রিকি বলেছেন: Thanks :-) :-)

১০| ১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিশাল কালেকশন ! রেয়ার কালেকশন !!

১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

রিকি বলেছেন: মাত্র ৭০+ ছবি ভাইয়া! ;-)

১১| ১৭ ই জুন, ২০১৬ রাত ৮:০৯

গেম চেঞ্জার বলেছেন: এত কম ছবি কিনু? :|| :|| :||

প্রথমেই হিটলার দিয়া ঠাসকি খাওয়ানোটা ঠিক হয়নাই!!



এই ছবিতে দুইজনের ভাবভঙিমা সিরামমমম B-)) স্পেশালি জাপানি বিজ্ঞানী!!!!!!!!! =p~

১৭ ই জুন, ২০১৬ রাত ৯:১৪

রিকি বলেছেন: চার পাঁচটা দিলে বলতেন..এত বেশি ছবি কেনু! :P ওটা জাপানি বিজ্ঞানী না..আকিরা...বিখ্যাত পরিচালক! ;) সবাই ভাল জিনিস খেয়ে তারপর তিতো খায়...আমি উল্টো করি...তাই হিটলার আগে! ;)

১২| ১৮ ই জুন, ২০১৬ রাত ৩:২০

অশ্রুকারিগর বলেছেন: সবচেয়ে ভালো লাগলো মোহাম্মদ আলীর সুইমিং পুলের পোজ দেখে। এটা যদি শুধু ছবি তোলার জন্য না হয়ে থাকে তাহলে বলতেই হবে ডেডিকেশন এর অন্য লেভেল!

ভ্লাদিমির পুতিন নাকি ওইসময় কেজিবি এজেন্ট ছিল।

ব্র্যাড পিট আর জোলি দুইজনের ছোটবেলার ছবি ভালো লাগেনি ! ( কো-ইন্সিডেন্স নাকি!)

আগে থেকেই ক্রিশ্চিয়ান বেল আর নাটালি পোর্টম্যান এর ছোটবেলার ভক্ত ছিলাম, সেই ভক্তি আরো বাড়লো। কি লুক ! কি ম্যাচুরিটি !

ওহহহ! প্রিন্সেস ডায়না ! তোমার মত কেউ কখনো ছিল না, এখনো নেই ভবিষ্যতেও আসবে না :(

১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:৩৩

রিকি বলেছেন: আর আমার সবথেকে পছন্দের ছবি...মারলন ব্রান্ডোর ঘাড়ের উপরে বিড়াল বসে আছে ওটা...আর ব্রুস লির সাথে তার ছেলে ব্রান্ডন লির কুংফু। মন্তব্যে অনেক অনেক ভালোলাগা জানবেন। :)

১৩| ১৮ ই জুন, ২০১৬ সকাল ৯:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মহামূল্যবান পোস্ট! প্রিয়তে!

১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:১০

রিকি বলেছেন: ধন্যবাদ সাধু ভাই :)

১৪| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন দুর্লভ সব ফটো কালেকশন!

অদ্ভুত মুগ্ধতায় দেখে গেলাম। :)

++++++++++++

১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৪

রিকি বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগল ভৃগু ভাই :)

১৫| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:১৬

মনিরা সুলতানা বলেছেন: আজীবনের ক্রাশ আলী দ্যা গ্রেট এবং প্রিসলি বেস্ট !!!!
হিটলার তো সেই লেভেলের কিউট ছিলো ,মনে হয় ব্যর্থ প্রেম বেচারার সব কিউটনেস নিয়া গেছে ;)
অড্রে আর ডায়না সব অবস্থায় ই মাশাআল্লাহ :)

বিলাই সহ টেইলর আর লী বাপ বেটা কে ও ভাল্লাগছে ,ওবামা র পাঙ্খা পোজ হাহাহা :)

পোষ্ট এ ++

১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৬

রিকি বলেছেন: আমার মারলন ব্রান্ডোর বিলাই ;)

১৬| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ২:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ওহ!!!! এপিক পোস্ট।


প্রিয়তে রাখলাম। এত এত বিখ্যাতদের ছবি.....

১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৮

রিকি বলেছেন: আপনার দুর্লভ ছবিগুলোর এপিক পোস্টের তুলনায় সামান্য চেষ্টা ভাই...:)

১৭| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩১

অপরিচিত সেই আমি বলেছেন: পোস্ট লোড হইতে সময় লাগছে, সাড়ে তিন মিনিট। এর মধ্যে আমি আরো সাড়ে তিনটা পোস্ট পড়ে শেষ করতে পারতাম। X((

১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪১

রিকি বলেছেন: ধন্য হয়ে গেল আমার পোস্ট...তিনটা পোস্ট পড়ার সময়ে এটা লোড হয়েছে আফটার অল...এই টুকু ধৈর্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ...:)

১৮| ১৮ ই জুন, ২০১৬ রাত ৯:৫৪

আধখানা চাঁদ বলেছেন: সবগুলো ছবিই দারুণ। অনেক দিন বাদে সামুতে এসে এমন পোস্ট পেয়ে ব্যাপক আনন্দিত। পোস্টে ভালোলাগা এবং প্রিয়তে ।

১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৩৩

রিকি বলেছেন: মন্তব্যে অনেক অনেক ভালোলাগা জানবেন :) :)

১৯| ১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৫২

মাদিহা মৌ বলেছেন: হিটলার কী কিউট! আমার ক্যান জানি এই নৃশংস
লোকটারে ভালোই লাগে! (সবাই তেড়ে আসবেন না দয়া
করে। আমি বাচ্চা একটা মেয়ে … :P )
ওহ মেরিলিন
প্রিয় মেরিলিন
আরেকবার বন্ড, জেমস বন্ডের প্রেমে পড়লাম :``>>

১৯ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৬

রিকি বলেছেন: আমি ব্রুস লি'র ছেলের প্রেমে পড়েছি! :`> এই বয়সে কী সুন্দর কুংফু পোজ দেয় ;)

২০| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:০১

স্টাইলিশ বয় বলেছেন: হালার প্রিন্সেস ডায়ানার উপর থেকে কোন কালেই ক্রাশ খাওয়া মিছাইতে পারলাম না! হিটলারের কিউটনেছ নিয়া আমার মনে কোন প্রকারের সন্দেহ নাই! ব্যাটারে মাঝে-মাঝে খাপেও পাই! ;)

আর গুলার ব্যাপারে কিছু কইলাম না রিকি মনি! তয় পোস্ট ভাল পাইলাম!

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৩

রিকি বলেছেন: আর গুলোর ব্যাপারেও কিছু কন... শুনতে মন চাই! ;)

২১| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৬

অদৃশ্য বলেছেন:



রেয়ার কালেকশন... খুব ভালোলাগা...

শুভকামনা...

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৫

রিকি বলেছেন: অসংখ্য ধন্যবাদ। মন্তব্যে অনেক অনেক ভালো লাগে জানবেন :) :) :)

২২| ১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

মাদিহা মৌ বলেছেন: ক্লারিসকেও ভাল লাগলো খুব। হ্যানিব্যালের ক্রাশ খাওয়া স্বাভাবিক। :P

২০ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৫

রিকি বলেছেন: ট্যাক্সি ড্রাইভার না দেখা থাকলে দেখতে পারেন আপু..... এই ক্লারিস আছে!! ;)

২৩| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:১৩

বিপ্লব06 বলেছেন: পুতিন আর রবিন উইলিয়ামস এর দুইটা সবচেয়ে বেস্ট পাইছি!

ড্রিঊ ব্যারিমোরকেও ভালা পাইছিলাম মাগার বার্থ-ইয়ার দেইখা আর ভালা পাই নাই। :P

পুতিনের রেগানের সামনে ফটোগ্রাফড হওয়াটা কো-ইন্সিডেন্স বলে মনে হয় না। এই লোক তখন কেজিবি ছিল!!!

২০ শে জুন, ২০১৬ সকাল ১০:১১

রিকি বলেছেন: ড্রিঊ ব্যারিমোর :``>>

২৪| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩১

আলোরিকা বলেছেন:

------- আমার চোখে কোন কিউটনেস ধরা পড়ছে না , আমিতো হিটলারকে এভাবেই দেখতে পাচ্ছি ---- কি সমস্যা বুঝলাম না ;)

২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৫

রিকি বলেছেন: সবই কারিশমা আপু (ফুডুশপের) ... ;)

২৫| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওমা!!! ইহা আমি কি দেখি?
আপনি কি সেই? সেই সে রিকি?

:-B

২১ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৬

রিকি বলেছেন: বোকা ভাই, চিনতে পারেননি... :-* আমি প্ল্যাস্টিক সার্জারি করা ওবামা তো!! ;)

২৬| ২০ শে জুন, ২০১৬ রাত ৮:৩৩

আহমেদ জী এস বলেছেন: রিকি ,




সব "WE" বিরলদেরই তো দেখলুম । কিন্তু ব্লগ বিখ্যাত "I" বিরল ( বিড়াল ) কে তো দেখলুম না । :(
রিকি ,




সব "WE" বিরলদেরই তো দেখলুম । কিন্তু ব্লগ বিখ্যাত "I" বিরল ( বিড়াল ) কে তো দেখলুম না । :(
এটা তো "I" কে নিয়ে ইনজাষ্টিস হলো । B:-/


২১ শে জুন, ২০১৬ সকাল ৯:০০

রিকি বলেছেন: ভাই বিড়াল বনবাসে যাচ্ছে!! ;)

২৭| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:১০

জুন বলেছেন: সুন্দর ও ব্যাতিক্রমী ছবি ব্লগ রিকি। ভালোলাগলো :)

২২ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৮

রিকি বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.