নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

রিকি

কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মর, সে কি আছে ভুবনে, সে যে রয়েছে মনে।

রিকি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার গল্প...সম্পর্কের উপাখ্যান...বেলাশেষে ও প্রাক্তন :) :) :) :)

২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৬




-কি করছো?
– ছবি আকঁছি।
– ওটা তো একটা বিন্দু।
– তুমি ছুঁয়ে দিলেই বৃত্ত হবে। কেন্দ্র হবে তুমি। আর আমি হবো বৃত্তাবর্ত।
– কিন্তু আমি যে বৃত্তে আবদ্ধ হতে চাই না। আমি চাই অসীমের অধিকার।
– একটু অপেক্ষা করো। . . . এবার দেখো।
ওটা কি? ওটা তো মেঘ।
– তুমি ছুঁয়ে দিলেই আকাশ হবে। তুমি হবে নি:সীম দিগন্ত। আর আমি হবো দিগন্তরেখা।
– কিন্তু সে তো অন্ধকার হলেই মিলিয়ে যাবে। আমি চিরন্তন হতে চাই।
– আচ্ছা, এবার দেখো।
– একি! এ তো জল।
– তুমি ছুঁয়ে দিলেই সাগর হবে। তিনভাগ জলের তুমি হবে জলকন্যা। আর আমি হবো জলাধার।
– আমার যে খন্ডিতে বিশ্বাস নেই। আমার দাবী সমগ্রের।
– একটু অপেক্ষা করো। এবার চোখ খোল।
– ওটা কি আঁকলে? ওটা তো একটা হৃদয়।
– হ্যাঁ, এটা হৃদয়। যেখানে তুমি আছো অসীম মমতায়, চিরন্তন ভালোবাসায়। এবার বলো আর কি চাই তোমার?
– সারাজীবন শুধু ওখানেই থাকতে চাই।


আজকে একটু ভিন্ন আঙ্গিকে পুর্ণেন্দু পত্রীর কথোপকথন দিয়েই শুরু করলাম। কয়েকটা ছত্রের মাধ্যমেই সামান্য সম্পর্কের অসামান্য দিকগুলো তুলে ধরেছিলেন তিনি। হ্যাঁ...কথা বলছি প্রিয়জনের সাথে সম্পর্ক নিয়ে। প্রাকৃতিক পরিবর্তনের মতো এই সম্পর্কগুলোতেও কিন্তু জোয়ার ভাটা, অমানিশা, গ্রহণ লাগে কখনো কখনো। কিন্তু বাধা বিগ্ন ব্যাতিরেকে সম্পর্কটা ঠিক নক্ষত্রের মতোই...নিজের আলোতে প্রজ্বলিত থাকে যে। মেঘ অনেকসময় ঢেকে ফেললেও, তার অস্তিত্ব কিন্তু পুরোপুরি মিটিয়ে ফেলতে পারে না। অন্তরীক্ষলোকের স্পষ্টভাবের সাথে দ্যুতির মাত্রা সমানুপাতিক। স্পষ্টভাব থাকলে দ্যুতি বাড়ে, অস্পষ্টভাবে দ্যুতি কমে। আজকে আলোচনা করবো এই সম্পর্কেরই উপর তৈরি দুটো সিনেমা নিয়ে যেখানে ভিন্ন আঙ্গিকে একই সম্পর্কের দুটো ভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।

প্রথম মুভি:

তুমি মোরে পার না বুঝিতে?
প্রশান্ত বিষাদভরে
দুটি আঁখি প্রশ্ন ক'রে
অর্থ মোর চাহিছে খুঁজিতে,
চন্দ্রমা যেমন ভাবে স্থিরনতমুখে
চেয়ে দেখে সমুদ্রের বুকে।
কিছু আমি করি নি গোপন।
যাহা আছে সব আছে
তোমার আঁখির কাছে
প্রসারিত অবারিত মন।
দিয়েছি সমস্ত মোর করিতে ধারণা,
তাই মোরে বুঝিতে পার না?
এ যদি হইত শুধু মণি,
শত খণ্ড করি তারে
সযত্নে বিবিধাকারে
একটি একটি করি গণি
একখানি সূত্রে গাঁথি একখানি হার
পরাতেম গলায় তোমার।
এ যদি হইত শুধু ফুল,
সুগোল সুন্দর ছোটো,
উষালোকে ফোটো-ফোটো,
বসন্তের পবনে দোদুল,
বৃন্ত হতে সযতনে আনিতাম তুলে--
পরায়ে দিতেম কালো চুলে।
এ যে সখী, সমস্ত হৃদয়।
কোথা জল, কোথা কূল,
দিক হয়ে যায় ভুল,
অন্তহীন রহস্যনিলয়।
এ রাজ্যের আদি অন্ত নাহি জান রানী--
এ তবু তোমার রাজধানী।
কী তোমারে চাহি বুঝাইতে?
গভীর হৃদয়-মাঝে
নাহি জানি কী যে বাজে
নিশিদিন নীরব সংগীতে--
শব্দহীন স্তব্ধতায় ব্যাপিয়া গগন
রজনীর ধ্বনির মতন।
এ যদি হইত শুধু সুখ,
কেবল একটি হাসি
অধরের প্রান্তে আসি
আনন্দ করিত জাগরূক।
মুহূর্তে বুঝিয়া নিতে হৃদয়বারতা,
বলিতে হত না কোনো কথা।
এ যদি হইত শুধু দুখ,
দুটি বিন্দু অশ্রুজল
দুই চক্ষে ছলছল,
বিষণ্ণ অধর, ম্লান মুখ,
প্রত্যক্ষ দেখিতে পেতে অন্তরের ব্যথা,
নীরবে প্রকাশ হত কথা।
এ যে সখী, হৃদয়ের প্রেম,
সুখদুঃখবেদনার
আদি অন্ত নাহি যার--
চিরদৈন্য চিরপূর্ণ হেম।
নব নব ব্যাকুলতা জাগে দিবারাতে,
তাই আমি না পারি বুঝাতে।
নাই বা বুঝিলে তুমি মোরে!
চিরকাল চোখে চোখে
নূতন নূতনালোকে
পাঠ করো রাত্রি দিন ধরে।
বুঝা যায় আধো প্রেম, আধখানা মন--
সমস্ত কে বুঝেছে কখন?





কবিগুরুর এই কবিতাটার মাধ্যমেই বেলাশেষের সারমর্ম বুঝিয়ে দিয়েছি। দ্বন্ধ সমাসের একটা চিরাচরিত উদাহরণ রয়েছে...জায়া ও পতি =দম্পতি। দ্বন্ধ সমাস...দম্পতি...বৈপরীত্যের প্রকাশ ঘটালেও সম্পর্কটা একে অপরের সাথে সম্পর্কযুক্ত। মানূষের ক্ষেত্রে সম্পর্কগুলো তৈরি হয় বেশ কিছু উপাদান দিয়ে...ঐ যে পঞ্চব্যঞ্জনের মতো...তেল থাকবে, ঘি থাকবে, পাঁচ ফোড়ন, একটু খানি চিনি, স্বাদমতো লবণ আর বিভিন্ন রঙের সবজি। মানুষের সম্পর্কের ক্ষেত্রে এই উপাদানগুলো হলো শ্রদ্ধা, আনুগত্য, সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা আর কিছুটা অভিমান। লাইফ পার্টনার...জীবনসঙ্গি...আবারও সমাস করি...জীবনের সঙ্গি= জীবনসঙ্গি। সঙ্গি হবার শর্তগুলো কী হতে পারে?? দেয়ালঘড়ির মতো জীবনের দেয়ালে লেগে থাকলেই কী জীবনসঙ্গি হওয়া যায়? সহজ উত্তর....যায় না। সঙ্গি হতে গেলে প্রথমত তাকে সঙ্গ দিতে হবে, তাকে জীবনের একটা অংশ বানাতে হবে। ঐ যে বললাম...আমাদের প্রত্যেকের জীবনে বেশ কয়েকটি উপাদান আছে...যেগুলোর একটার অভাবে পুরো পঞ্চব্যঞ্জনটাই ঘন্ট হয়ে যায়! দাম্পত্য জীবনের প্রধান উপাদান পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস, আস্থা, ভালোবাসা...যেখানে জেনে বুঝে পাশ কাটিয়ে যাবার প্রবণতা মুল্যবান সময়গুলোকে তিতো করার কাজ করে। জীবনের শেষ পর্যায়ে তিতো এই অংশটাই পুরো অংশটাকে যেন নিজের মতো করে রূপান্তর করে ফেলে। ঠিক এমনই এক সম্পর্কের আড়ালে তৈরি হয়েছে...বেলাশেষে...জীবনের শরৎকালের গল্প। কিছু কিছু গল্প আছে যেগুলো ভূমিকা, বর্ণনা, উপসংহার এই প্যাটার্নে বলা খুব খুব কঠিন। কারণ...গল্পগুলোর ভূমিকা কিংবা বর্ণনার থেকে উপসংহার বেশি প্রাধান্য পেয়ে থাকে। বেলাশেষের গল্পটা বয়স্ক এক দম্পতিকে ঘিরে শুরু হলেও বেশ কিছু সম্পর্ককেও এই একই গল্পের সমান্তরালে উপস্থাপন করা হয়েছে। মুখ্য একটা গল্পের সাথে গৌণ অনেকগুলো গল্প সংযুক্ত...সম্পর্কগুলোর মাহাত্ম্য এখানে গভির। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরীর সেই “দুর্বোধ” কবিতাটার মতো দাম্পত্যের ক্ষেত্রেও সমস্ত কে বুঝেছে কখন? কথাটা খাটে। আর এই বোঝা, না বোঝার আড়ালে জীবনের বেশ কিছুটা সময় হয়ত নিজেদের অজ্ঞাতে হারিয়েও যায়। বেলাশেষেতে এমনই এক গল্প আছে। যে গল্প পুষে রাখা কিছু অভিমানের, কিছু আনুগত্যের। পুরো সিনেমাটা দেখে মনে হয়েছে, নাহ সত্যি তো টকমিষ্টি মিলিয়েই তো জীবনের সম্পর্কের স্বাদগুলো তৈরি...এবং পাওয়া, না পাওয়ার মাঝেই জীবনের আসল মজা প্রোথিত আছে! বেলাশেষে এই দিকটাতেই আলোকপাত করেছে। শরতের আকাশ নির্মল, পেঁজা তুলোর মতো দেখতে মেঘে যেমন আচ্ছাদিত হয়ে থাকে, জীবনের শরৎকালও ঠিক তাই। সম্পর্ককে যারা ভালবাসেন, সম্পর্কের মুল্য যাদের কাছে অসামান্য...তারা বেলাশেষের মর্মটাও বুঝবেন। সিনেমার দুই মুখ্য চরিত্র সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত প্রায় ৩০ বছর আগে অভিনয় করেছিলেন “ঘরে বাইরে”তে। আবারও তারা একত্রিত হয়েছেন সম্পর্কের সিনেমা বেলাশেষেতে। বহুদিন পর কোন বাংলা সিনেমা আমার কাছে আউটস্ট্যান্ডিং পর্যায়ের মনে হয়েছে। এ মাস্ট সি।


বেলাশেষে (২০১৫)
রেটিং: ৮.৬/১০
অভিনয়ে: সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য।




দ্বিতীয় মুভি:

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ,
ভাবিনি সম্ভব হবে কোনদিন ।।
আগে ওকে বারবার দেখেছি
লাল রঙের শাড়িতে --
দালিম-ফুলের মত রাঙা;
আজ পরেছে কালো রেশমের কাপড়,
আঁচল তুলেছে মাথায়
দোলন-চাঁপার মত চিকন-গৌর মুখখানি ঘিরে ।
মনে হল, কাল রঙের একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,
যে দূরত্ব সর্ষেক্ষেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে ।
থমকে গেল আমার সমস্ত মনটা :
চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে ।।
হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে
আমাকে করলে নমস্কার ।
সমাজবিধির পথ গেল খুলে :
আলাপ করলেম শুরু --
'কেমন আছো', 'কেমন চলছে সংসার ' ইত্যাদি ।
সে রইল জানালার বাইরের দিকে চেয়ে
যেন কাছের-দিনের-ছোঁয়াচ-পার-হওয়া চাহনিতে ।
দিলে অত্যন্ত ছোটো দুটো-একটা জবাব ,
কোনটা বা দিলেই না ।
বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় --
কেন এ-সব কথা ,
এর চেয়ে অনেক ভাল চুপ ক'রে থাকা ।।
আমি ছিলেম অন্য বেঞ্চিতে ওর সাথিদের সঙ্গে ।
এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে ।
মনে হল কম সাহস নয় --
বসলুম ওর এক বেঞ্চিতে ।
গাড়ির আওয়াজের আড়ালে
বললে মৃদুস্বরে ,
'কিছু মনে কোরো না ,
সময় কোথা সময় নষ্ট করবার !
আমাকে নামতে হবে পরের স্টেশনেই ;
দূরে যাবে তুমি ,
তাই, যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে ,
শুনব তোমার মুখে ।
সত্য করে বলবে তো ?'
আমি বললাম ,'বলব' ।
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
'আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে --
কিছুই কি নেই বাকি?'
একটুকু রইলেম চুপ করে ;
তার পর বললেম ,
'রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে' ।
খটকা লাগল, কী জানি বানিয়ে বললেম নাকি ।
ও বললে, 'থাক এখন যাও ও দিকে'
সবাই নেমে গেল পরের স্টেশনে ।
আমি চললেম একা ।।





সিনেমার গল্প ঠিক এমনই...চেনা মানুষ যখন অচেনা হয়ে যায় এবং পরিচিত এই পৃথিবীর যান্ত্রিক কলেবরে যখন তাদের 'হঠাৎ দেখা' হয়। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল...কত সুর, কত গান মনে পড়ে গেল...বলো ভালো আছো তো....ঠিক মান্না দের এই গানটার মতো। গল্পটা চারটে ভিন্নধর্মী জীবনের আলোকে শুরু হলেও ফোকাস এক জোড়ার উপরেই থাকে। উজান আর সুদীপা...নামের মত উজানের সম্পর্কের স্রোত সময়বিশেষে পরিবর্তিত হয়। সুদীপা আর উজানের সম্পর্কে ভাটার সময়টাই যেন চিরস্থায়ী হয়ে যায়। বিবাহিত জীবনে ফাটল আসলে সাধারণ ক্ষেত্রে আমরা একে অপরকে দোষারোপ করি...ওর কারণে আমাদের সম্পর্ক শেষ হয়েছে, আমি তো রক্ষা করতেই চেয়েছিলাম...কিন্তু প্রকৃত সত্য হচ্ছে সম্পর্ক উভয়ের গরিমার আড়ালেই চিরতরে হারিয়ে যায়। এই সিনেমা সেই চিরতরে হারিয়ে যাওয়া সম্পর্কের গল্প যেখানে হঠাৎ একদিন সম্পর্কহীন মানুষ দুটো চিরচেনা এই পৃথিবীর আবর্তে একে অপরের সামনে এসে পড়ে এবং তৈরি হয় কিছু অসম্পর্কের গল্প। বেলাশেষে যদি জীবনের শরৎকালের গল্প হয়ে থাকে তাহলে প্রাক্তন হবে হেমন্তের বিকেল...যেখানে টিমটিমানি কিছু স্মৃতি ছাড়া সম্পর্কের আর কোন অবশিষ্টাংশ খুঁজে পাওয়া যায় না। প্রাক্তনে আমার, আপনার এবং আমাদের সকলেরই এক পরিচিত কাহিনী আছে...যা অব্যক্ত থাকে কিংবা অগ্রাহ্য। সিনেমার প্লট ভাল লেগেছে...আর কিছু হলেও মেইনস্ট্রিম ধুমধাড়াক্কা সিনেমার মত মেজাজ খিচড়ে দেবার কাহিনী নাই। আমার ব্যাক্তিগতভাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে কখনই ভালো লাগত না (দহনে ভালো লেগেছিল অভিনয়, আর দ্বিতীয়ত এটা)। কিন্তু ভালো পরিচালকের হাতে পড়লে সুজন সখি স্মিতা পাতিল হয়ে যায়!! সোজাসাপটা কাহিনী অ্যান্ড ইনডিড এ গুড মুভি টু ওয়াচ।


প্রাক্তন (২০১৬)
রেটিং:৭.৯/১০

অভিনয়ে: প্রসেনজিত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য।




**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !!!! =p~ =p~=p~=p~


মন্তব্য ৬০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৮

কল্লোল পথিক বলেছেন:




সুন্দর রিভিউ।
মুভিগুলো দেখার ইচ্ছা আছে।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১০

রিকি বলেছেন: হুম দেখবেন :) :)

২| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৩

মামুন ইসলাম বলেছেন: বাহ! চমৎকার রিভিউ । মনে হচ্ছে বহুদিন পরের পোস্ট ।
**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !!!! =p~ =p~=p~=p~

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৫

রিকি বলেছেন: দুইমাস পরে ফিরলাম মনে হয় B-)

**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !!!! =p~ =p~=p~=p~

এটা আমার সিগনেচার স্টাইল... পোস্ট পরিবর্তন হলেও, এই লাইন পরিবর্তিত হয় না !!! ;)

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)

৩| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
রিকি!

কবিতায় সিনেমা। নাকি সিনেমায় কবিতা!


কেমন আছেন?

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৭

রিকি বলেছেন: কাব্যিক সিনেমা... সিনেমাকাব্য----গীতিকাব্যের মতো!! ;) ভালো আছি.... আপনি কেমন আছেন??? :) :) :)

৪| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৮

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এইরকম রিভিউ দিলে না দেখে থাকা যায়???ধন্যবাদ

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৬

রিকি বলেছেন: :) :) :)

৫| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এই প্রশ্নের তো একটাই উত্তর।
ভালো আছি।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫০

রিকি বলেছেন: :)

৬| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: প্রাক্তনের একটা গান মাথায় নেশা হয়ে গেছে- 'তুমি যাকে ভালোবাসো'

রিভিউটা পড়ে অন্যরকম স্বাদ পেলাম।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৯

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন :) :)

৭| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১০

রোদেলা বলেছেন: শুধু ভালো লেগেছে বললে কম বলা হবে।সিনেমার রিভিউ এতো উপভোগ্য হয় আগে বুঝিনি।প্লিজ প্রাক্তন সিনেমার লিঙ্ক দিন।সিডি আমার এখানে হবে না।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৪

রিকি বলেছেন: আপু প্রাক্তনের টরেন্ট লিঙ্ক আছে। ডাইরেক্ট লিংক দিয়ে সিনেমা নামাই না !! :( ব্লগে টরেন্ট লিঙ্ক শেয়ারে নিষেধাজ্ঞা আছে।

1337x.to এ গিয়ে Praktan 2016 লিখবেন...চলে আসবে। :) দেখে জানাবেন কেমন লাগলো :)

৮| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৭

কাশফুল মন (আহমদ) বলেছেন: ভালোই বলেছেন

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৫

রিকি বলেছেন: ধন্যবাদ :)

৯| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৩

গেম চেঞ্জার বলেছেন: প্রাক্তনের গানটা ইউটিউবে দেখেছি!! অস্থির এক্সপ্রেশন!! দুটো ছবিই দেখা উচিত। তা নাহলে গোনাহ হবে। B-))

২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১২

রিকি বলেছেন: অই ভাই অই... মজা লন!!! X(

১০| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২০

গেম চেঞ্জার বলেছেন: নাহ! :-B

মজা কিসের!!

ছবিগুলো দেখবো কিন্তু! আপনার এত প্রসংশা দেখে একটু তব্দাও খাইসি!! ;)

২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৪

রিকি বলেছেন: সিনেমাগুলো দেখেন, বুঝতে পারবেন----স্পেশালি বেলাশেষে দেখবেন (আপনি তো আজ পর্যন্ত বাজিরাও মাস্তানি-ই বোধ হয় দেখেননি)!! /:) এর আগে কিন্তু সমুদ্রকন্যা আপুও এই বেলাশেষে নিয়ে পোস্ট দিয়েছিল। :) এই পরিচালকদ্বয়ের সিনেমা দেখে আর কিছু হলেও মাথায় ডিসগাস্টিং ঠাডা পড়বে না!! সিনেমা অন্য ধাঁচে বানায় :)

১১| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩০

গেম চেঞ্জার বলেছেন: আপনি তো আজ পর্যন্ত বাজিরাও মাস্তানি-ই বোধ হয় দেখেননি


B-)) একটু দেখেছি!! ইয়ে, মাস্তানি রাওদের মহলে এসেছে এই পর্যন্ত!! : 8-|

তাও ক-মাস আগে!! আর মনেই নাই!! বাট দেখবো!! বর্তমানে থাই + ইরানী মুভি নিয়া এক্সপেরিমেন্ট(দেখা আরকি) চলছে। :)

২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৩

রিকি বলেছেন: ও.. বাজিরাও ধইন্যাপাতা হয়ে গেল !! ;) সিনেমা একটু দেখেছেন---ভাবা যায়!! B-))

১২| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৮

আহসানের ব্লগ বলেছেন: দেখতে হবে ।

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৯

রিকি বলেছেন: :)

১৩| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ২:২৩

নান্দনিক নন্দিনী বলেছেন: বেশ ভাল লিখেছেন।
এই দুটো সিনেমা নিয়ে একটা একাডেমিক লেখা লেখার ইচ্ছে আছে। সাইকো এনালাইসিস করার। দেখি কবে সময় বের করতে পারি।

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০০

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু :) আপনার পোস্টের অপেক্ষায় রইলাম :) :)

১৪| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৯

খোলা মনের কথা বলেছেন: বেলা শেষে মুভিটি দেখা হয়েছে আগে। মন ছুয়ে যাওয়ার মত একটা মুভি। প্রাক্তন দেখা হয়নি। আপনার রিভিউ ভাল লাগলো। আজই দেখে নিবো নিয়ত হয়ে গেছে :) :) :) । ধন্যবাদ আপনাকে

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৫

রিকি বলেছেন: ধন্যবাদ আপনাকেও :) :) :)

১৫| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৩

শামছুল ইসলাম বলেছেন: চোখটা কি একটু ছলছল করছে? করতেই পারে - এটা তো শুধু সিনেমা রিভিউ নয়, রবীন্দ্রনাথের দু'টো সেরা কবিতার আলোকে সিনেমা দু'টোকে হৃদয়ের গভীরে প্রোথিত করার প্রয়াস।

প্রিয়তে নিলাম।

অতি উঁচুমানের এই রিভিউটা আমার পড়া সেরা রিভিউ।

রিকি ভাইকে ধন্যবাদ অত্যন্ত দরদ দিয়ে লেখার জন্য।

ভাল থাকুন। সবসময়।

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৬

রিকি বলেছেন: রিভিউ ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাই :) :) :) ভালো থাকবেন আপনিও :) :) :)

১৬| ২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

এডওয়ার্ড মায়া বলেছেন: গতকাল রাতে আপনার পোষ্ট পড়ে প্রাক্তন মুভিটা নেটে খুঁজতে ছিলাম -পেলাম না।
আপু প্রাক্তনের লিঙ্ক দেয়া যাবে ??

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২০

রিকি বলেছেন: টরেন্ট দিয়ে ডাউনলোড দেই আমি। যেহেতু ব্লগে টরেন্ট লিঙ্ক শেয়ারে নিষেধাজ্ঞা আছে সেহেতু সাইটের নামটা এবং প্রসিডিউর বলি।

1337x.to এ গিয়ে Praktan 2016/ Praktan লিখবেন..একটা ফাইল আসবে... ওটা ডাউনলোড দেবেন :) :) :) প্রিন্ট ভালো।

১৭| ২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

সুমন কর বলেছেন: কেমন আছেন? অনেক দিন পর পোস্ট দিলেন এবং পড়লাম। লেখা নিয়ে কোন কথা হবে না.....শুধু বলব, চমৎকার।

প্রথম ছবিটি সবার ভালো লাগবে। দেখার মতো ছবি।
আর ২য়টি দেখিনি, মনে হয় দেখাও হবে না। কারণ সেই একই, আমার ব্যাক্তিগতভাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে কখনই ভালো লাগে না।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৩

রিকি বলেছেন: ভালো আছি দাদা। আপনি কেমন আছেন?? ইদানিং কম আসা হয়! :( ফাঁকিবাজ হয়ে গেছি। প্রাক্তন দেখতে পারেন... ঋতুপর্ণার মতো নায়িকাকে দিয়ে পরিচালক ভালো কাজটাই বের করে নিয়েছেন---যেমনটা দহনে (ঋতুপর্ণ ঘোষের পাল্লায় পড়েছিল সেবার) ছিল!! :)

১৮| ২৩ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৩৮

আহমেদ জী এস বলেছেন: রিকি,




শুরুটা অসীম মমতায়, বেলাশেষের রক্তিমাভায় রাঙিয়ে অনবদ্য করে তুলেছেন পোস্টটিকে ।
মানুষে মানুষে সম্পর্কগুলোতে যে জোয়ার ভাটা, অমানিশা, গ্রহণ লাগে কখনো কখনো তা তুলে ধরেছেন সিনেমার কাহিনীর পশ্চাদপটে । সম্পর্কের এই যে উপাখ্যান , তার উইংসের পিছনে থাকে আবেগের ঘাটতি , অনুভবের দৈন্যতা , আস্থাহীনতা , বিশ্বাসের অপচয় । থাকে নতুন কিছুর প্রতি মোহময়তা । কাছের মানুষটিকে তখন পানসে পানসে লাগে । আর তখনই সম্পর্কের ফাকফোকর গলে অন্য এক ভালোলাগা সাৎ করে ঢুকে পরে । তখন মনে অস্থির আবেগের সুর বাজে -- মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাইনা !!!!
এ মোহ ক্ষনস্থায়ী । মোহের এ বসত ঘর চিরদিন কাছে থাকেনা । শুধু পুড়ে যায় একদিন ।
তবুও মানুষ সম্পর্ক গড়ে , খুটিনাটি ঝড় বাতাসে তা মাঝে মাঝেই কেঁপে কেঁপে ওঠে ।

মোবাইলে লিখছি তাই বোঝাতে পারলুম কি না এইটুকুতে, সন্দেহ রয়েই গেলো ।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৯

রিকি বলেছেন: আপনার মন্তব্য পড়ে আবারও রবি ঠাকুর মনে পড়ে গেল। বলি ভাইয়া---

কাছে আছে দেখিতে না পাও ।
তুমি কাহার সন্ধানে দূরে যাও ॥
মনের মতো কারে খুঁজে মরো,
সেকি আছে ভুবনে–
সে যে রয়েছে মনে ।
ওগো, মনের মতো সেই তো হবে
তুমি শুভক্ষণে যাহার পানে চাও ॥
তোমার আপনার যে জন দেখিলে না তারে
তুমি যাবে কার দ্বারে ।
যারে চাবে তারে পাবে না,
যে মন তোমার আছে যাবে তাও ॥

১৯| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১০

আরজু পনি বলেছেন:
ব্লগার সমুদ্র কন্যার লেখা পড়ে 'বেলাশেষে' দেখে আমি অনেকেকেই রিকমেন্ড করেছি দেখতে। অনেককে ঠেলে রাজি করিয়েছি। আমি একাধিকবার দেখেছি।
সবারই দেখা উচিত এই দারুণ ম্যুভিটা।

তবে আপনি আজকে দারুণ কাব্যিক করে উপস্থাপন করেছেন...স্টাইলটা অনেক পছন্দ হয়েছে।

আজ মনে হচ্ছে প্রাক্তনটা দেখে ফেলতে পারি।

শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ, রিকি।
জানিনা আপনি অনিয়মিত নাকি আমি নাকি দু'জেনই...তাই হয়তো সম্প্রতি দেখিনি আপনাকে।
অনেক ভালো থাকুন।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪০

রিকি বলেছেন: বেলাশেষে দেখার গল্প বলি তাহলে...বেলাশেষে রিলিজের এক সপ্তাহের মধ্যেই যোগাড় করেছিলাম--- ক্যামরিপ। আমি আবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডাই হার্ড ফ্যান---ভীষণ ভালো লাগে তাকে। এবার সিনেমা দেখার সময় দেখি... সিনেমার কিছু দেখা না গেলেও হলে বসা মানুষের হাত, পা, মাথা ভালোই দেখা যায়!! /:) রাগে আর দেখেছিলাম না---নিয়ত করেছিলাম, যেদিন ভালো প্রিন্ট পাবো সেদিন দেখব। এর কিছুদিন পর সমুদ্রকন্যা আপুর ব্লগ পড়ি.. সিনেমাটা দেখার আগ্রহ আরো প্রবল হয়। কিন্তু প্রিন্ট ভালো পাবার নিয়ত ধরেই রেখেছিলাম। বেশ কয়েকমাস আগে পেয়ে যায় মনের মতো... এবং দেখে ফেলি। এই সিনেমা আপু আমি ২ বার দেখেছি (একই সিনেমা আমি খুব কমই দ্বিতীয়বার দেখি..বিরক্ত লাগে)--- তাও একই সপ্তাহে!! :) আমি যাদের দেখতে বলেছি, পুরো পরিবার নিয়ে দেখতে বলেছি---এই সিনেমা থেকে সবারই শেখার আছে। আমরা ইদানিংকালে অনেক বেশি যান্ত্রিক হয়ে পড়েছি আপু---সম্পর্কের মুল্যবোধ শুন্যে গিয়ে ঠেকেছে, কেউ কাউকে বোঝার চেষ্টা করি না। বেলাশেষে এই জিনিসটা আবারও নতুন করে ভাবতে শিখিয়েছে। প্রাক্তন গত সপ্তাহে ডাউনলোড দিয়েছি---এটার টরেন্ট পেয়েছিলাম না আগে। এটাও দারুণ। দেখবেন। :) :)

ব্লগে দুইমাস পরে আসলাম আপু। ইদানিং কম আসা হয় বিভিন্ন কারণে। রেগুলার থাকার চেষ্টা করছি যদিও। তারপরেও মিস হয়েই যায়। :(

মন্তব্যে অনেক অনেক ভালো লাগা জানবেন :)

২০| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০১

অগ্নি সারথি বলেছেন: রিভিউ সেইরাম!! ভালোলাগা।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪০

রিকি বলেছেন: :) :) থ্যাংকস :) :)

২১| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৯

প্রামানিক বলেছেন: চমৎকার রিভিউ। রিভিউ পড়ে ছবিগুলো দেখতে ইচ্ছে হচ্ছে। ধন্যবাদ

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৪

রিকি বলেছেন: :) :) থ্যাংকস ভাই :)

২২| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৬

মাদিহা মৌ বলেছেন: চমৎকার, চমৎকার রিভিউ! এভাবে রিভিউ লিখলে যে কেউ মুভিটা দেখতে আকৃষ্ট হবে। আমি বেলাশেষে অনেকবার দেখছি।

প্রাক্তনটা এখনো দেখা হয়নাই। দেখে ফেলব। ইদানিং কোলকাতার আর্টফিল্ম গুলি খুব টানতেছে …

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০

রিকি বলেছেন: :) :) My Pleasure. কলকাতার মেইনস্ট্রিম কমার্সিয়াল সিনেমার বাইরে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো ভালোই করছে। যেমন সিনেমাওয়ালা, প্রাক্তন, ছোটদের গল্প, বেলাশেষে ইত্যাদি এই ধরনের সিনেমাগুলো। আমি এই কারণে পরিচালক বেছে দেখি। বলিউডের থেকে এদের অবস্থা এখনো কিছুটা ভালো আছে। সিনেমুভিগুলোতেও ভালো করছে এরা...দেখা যাক কতদিন ধরে রাখতে পারে নিজেদের ব্রেনলেস মুভির কাতারে। :) :)

২৩| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৪

শায়মা বলেছেন: রিকিমনি!!!!!!!!!!!:)


কতদিন পর!!!!!!!!!!

প্রাক্তনটা কেমনে দেবো বলোতো!!!!!!!

লিঙ্ক দাও তো!!!!!!!!!! :)

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৯

রিকি বলেছেন: লিংক দিয়ে দিয়েছি... ;)

২৪| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪২

আহমেদ জী এস বলেছেন: রিকি,




মন্তব্যের জবাবে যে কবিতাখানি দিলেন তা তো ভালোবাসায় আত্ম সমর্পনের আকুলতায় ভেজা । ভালোবাসার সম্পর্কটা তো এমন হওয়াটাই চায় । সমর্পনের , নিবেদনের ।
ওমন কবিতার জবাবে ঠাকুরের নিজের মুখের কথাই শোনাই আপনাকে ---
ক্ষনিক আলোতে আখির পলকে
তোমায় পাই যবে দেখিতে...
হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে ।
...................
ওহে তুমি যদি বলো
এখনি করিব বিষয় বাসনা বিসর্জন,
দেবো তোমার লাগি
বিষয় বাসনা বিসর্জন ...

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০০

রিকি বলেছেন: ওয়াও...ভাইয়া :)

২৫| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৩

আমি তুমি আমরা বলেছেন: সময় করে দেখব।

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০০

রিকি বলেছেন: :) হুম দেখবেন :)

২৬| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এককথায় অসাম হয়েছে। শুরুটায় তো বাকরুদ্ধ মুগ্ধতা। রিভিউ লেখার এই ভিন্নতায় আমি সত্যি মুগ্ধ। এত্ত এত্ত ভাল লাগা রইল। বেলাশেষে দেখেছি, দেখি সময় করে দুয়েকদিনের মধ্যেই প্রাক্তন দেখে ফেলব।

অনেক ধন্যবাদ পোস্টের জন্য। ভাল থাকুন সবসময়। শুভকামনা থাকবে সদা।

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০২

রিকি বলেছেন: প্রাক্তনও দেখে্ন... আশা করছি ভালো লাগবে। মন্তব্যে অনেক ভালোলাগা রইলো রইলো বোকা ভাই। ভালো থাকবেন আপনিও :) :) :)

২৭| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৫

আলোরিকা বলেছেন: বেলাশেষের ট্রেলার দেখেই ভেবেছিলাম দেখব ------- এবার দুটোই মাস্ট সি :)

শুভেচ্ছা রিকিমণি :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮

রিকি বলেছেন: :)

২৮| ৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩০

হাসান মাহবুব বলেছেন: Click This Link

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

রিকি বলেছেন: নানা মুনির নানা মত।

২৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৯

জেন রসি বলেছেন: একটাও দেখিনি।

দম্পতি টাইপ কাহিনী নিয়ে আগ্রহ কম। ;)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

রিকি বলেছেন: As you wish. :)

৩০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮

তামান্না তাবাসসুম বলেছেন: মুভি রিভিউ ও এত্ত সুন্দর করে লিখা যায় !!! স্পেশালি কবিতার ব্যপার টা খুব খুব ভাল লেগেছে।

প্রাত্নন মুভিটা দেখিনি। দেখবো আজকেই :) :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

রিকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.