নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর এ ধরাকে আরও সুন্দর করতে আমাদের সুন্দর চিন্তাশক্তিই যথেষ্ট।ম

মোশারফ রিপন

নিজেকে নিয়ে কিছু বলার মতো যোগ্যতা হয় নি বলে নিজেকে অযোগ্যের কাতারে রাখি॥

মোশারফ রিপন › বিস্তারিত পোস্টঃ

সরকারের ভিটামিন"বুদ্ধি" দরকার।কারণ,সরকার বুদ্ধিহীনতায় ভূগছে॥

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০

নিরাপত্তার দোহাই দিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রেখে সরকার,নিজেরা কতটা বুদ্ধিহীনতায় ভূগছে তাই প্রমাণ করছে।সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিকই অনেকে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমগুলি ব্যবহার করছে।প্রক্সি আর ভিপিএনের মাধ্যমে এখন মোটাংশ ব্যবহারকারী ফেসবুকে।শুধুমাত্র মুষ্ঠিমেয় কিছু জ্বী হুজুর টাইপের ম্যাংগো পিপলসকে বিরত রেখে আপনি কিসের এবং কার নিরাপত্তা দিচ্ছেন।মুখে রুমাল গুজে,বলার মাধ্যম কেড়ে নিয়ে কোন বাক-স্বাধীনতার কথা বলেন।

"ফেসবুক বন্ধ রেখে আপনারা জনগনকে কি মেসেজ দিতে চাচ্ছেন তা জনগণ বুঝে গেছে"।
ও হ্যাঁ,সরকার দলীয় পেজ এবং কর্তারা ঠিকই নিয়মিত আপডেট দিচ্ছে ।কেমনে......????

আপনাদের নির্দেশ আপনারই অমান্য করে প্রমাণ করছেন আপনাদের মগজে বুদ্ধির ঘাটতি আছে।আরও প্রমাণ করছেন,ফেসবুকের দরকার আছে॥

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

অতঃপর হৃদয় বলেছেন: সরাকার ফেসবুক বন্ধ করেছে খুব ভাল কথা,, তাহলে সরকারী কর্মকর্তা যারা আছে তারা আইন অমান্য করছেন এমন কি যে আইন তৈরি করেছে সেও আইন অমান্য করছে, তাহলে একবার ভেবে দেখা উচিত সাধারণ মানুষ তাহলে কি করবে।

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

মোশারফ রিপন বলেছেন: সহমত অতঃপর হৃদয় ॥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.