নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১। যোগাযোগ ও মিডিয়া \n২। ফিল্ম ও ফটোগ্রাফি\n৩। ধর্ম \n

মো. রবিউল ইসলাম

ঢাকা

মো. রবিউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প \'ভুমিকা\'

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪০

আমি ত আর জহির রায়হনের মতো না আর লেখার তেমন অভ্যাস ও নাই। জানি না কি থেকে কি লিখছি? তবে এটাই আমার প্রথম লেখা এই ব্লগে। কি লিখব আর কি লিখব না তা নিয়ে মনে হয় জরিপ করা দরকার। কিন্তু জরিপ করে কি লাভ? মাঝে মধ্যে মনে হয় নিজের জীবন সম্পর্কে লিখি আবার মাঝে মধ্যে মনে হয় সবার সম্পর্কে লিখি। কিন্তু যায় হোক । আমার লেখাই কিন্তু অনেক ভুল হয় তাই লেখার প্রতি তেমন আগ্রহ টা ও কমে যাচ্ছে মনে হচ্ছে। কি করা যায় তাই নিয়ে মাঝে মধ্যে ভাবি।? জীবনের গল্প লিখতে গেলে অনেক কান্না আসে আবার না প্রকাশ করতে পারায় মনের ভিতর কান্নাকে ও চেপে রাখতে পারিনা। এ জগত যে বড়ই নিষ্ঠুর। এর হাত থেকে ও ছাড় পাওয়া বড় কষ্টকর। ভুমিকা লিখতে মনে হচ্ছে আর ভাল লাগে না। কিন্তু ভুমিকা লিখতে ই পারিনা , এত প্রতিকুল পরিবেশে কি করা যায় আর কি করা যায় না তাই ভাবাই ত মনে হচ্ছে পাপ। নইলে গরিব দের এভাবে ধুকে ধুকে মরতে হবে কেন? তারা থাকত উঁচু অট্টালিকায়।! নিজের সম্পর্কে লিখলে ও হবে জীবনের গল্প আবার মানুষের সম্পর্কে লিখলে ও হবে জীবনের গল্প ।তাই জীবনের গল্প নিয়েই লিখি ।এ জন্য আমার সব লেখা প্রকাশিত হবে "জীবনের গল্প " নামে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ২:০৭

ওমেরা বলেছেন: ভাল ।

১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৯

মো. রবিউল ইসলাম বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.