নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি অবিরত.......

রক বেনন

ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি অবিরত....

রক বেনন › বিস্তারিত পোস্টঃ

নাইট কুইন (ছবি ব্লগ)

২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৭

সব সময় পত্রিকার পাতাতেই দেখে এসেছি। কখনো ধরা ছোঁয়া তো দূরের কথা, নিজ চোখেও দেখিনি। সৃষ্টিকর্তার ইচ্ছায় গতকাল দেখি আমার নিজের বাসার ছাদে সেই অপার বিস্ময় অপেক্ষা করছে .......


অঝোর বৃষ্টির মধ্যেই ছাতা হাতে সেই অপরূপ দৃশ্য ক্যামেরা বন্দীর চেষ্টায় ........


রাতের রানী তার রূপের পসরা খুলে বসেছে ........


রাজকন্যার ক্লোজ শট .......


একসঙ্গে সাতটি! হ্যাঁ, একসাথে ৭ টি ফুটেছে!!!!!


Seven Princesses Together .........


আরও ১০ টি কলি ফোটার অপেক্ষায় রয়েছে। হয়তো আজ ফুটবে






গতকাল আরও ৭ টি ফুল ফুটেছে।


এবং ক্লোজ শট ........


আরো একটি .....


সবাইকে শুভেচ্ছা। দোয়া করি প্রতিটি শিশুর প্রতিটি দিন ই ফুলের মতন সুন্দর হয়ে উঠুক!!

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: আরো দশটা কলি ফোটার অপেক্ষায় থাকুন, আর আমারা ঐ দশটা ফুল নিয়ে আপনার আরেকটা পোষ্টে অপেক্ষায় রইলাম । :P

ছবিগুলো সুন্দর হয়েছে +

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১১

রক বেনন বলেছেন: ধন্যবাদ কবীর ভাই, আপনার প্রথম কমেন্ট এর জন্য! যদি আজ ফুটে তবে ছবি অবশ্যই দিব। ভাল থাকবেন।

২| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৯

মোস্তফা সোহেল বলেছেন: ছবি সুন্দর হয়েছে। ফুলের গন্ধটাও নিশ্চয় খুব সুন্দর ?

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৪

রক বেনন বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই পোস্ট পড়ার জন্য। ফুলের ঘ্রানে আমাদের পুরো ছাদ মৌ মৌ করছিল। সত্যিই, রূপ ও ঘ্রাণে এটি কুইন।
ভাল থাকবেন।

৩| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২২

প্রামানিক বলেছেন: আপনার বাসার নাইট কুইন ফুটেছে জেনে খুশি হলাম। এই ফুলটি আমিও কোনদিন চোখে দেখিনি।

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৮

রক বেনন বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই পোস্টে আসার জন্য। আপনি খুশি হয়েছেন শুনে ভাল লাগল। ভাল থাকবেন। শুভ কামনা রইল।

৪| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮

কানিজ ফাতেমা বলেছেন: রাতের রানীর সোভায় মোহিত । কত দিন পরপর ফুল ফোটে ?

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৭

রক বেনন বলেছেন: ধন্যবাদ কানিজ আপা। যতদূর জানি, বৎসরে একবার, দুইবার এই ফুল ফোটে। তবে আমাদের গাছটিতে এই প্রথম ফুটল। তাও অনেক বছর পর।

৫| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩০

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট।

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪০

রক বেনন বলেছেন: ধন্যবাদ সুমন দা। ভালো থাকবেন।

৬| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৮:২৯

নাবিক সিনবাদ বলেছেন: খুব সুন্দর দেখতে ফুলগুলো...

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪২

রক বেনন বলেছেন: সিনবাদ ভাই, পোস্টে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


দেখতে অনেক সুন্দর।
এটা কি বিদেশী ফুল? বর্ষায় ফোটে?

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৫

রক বেনন বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ আঙ্কেল। হ্যাঁ, এটি বিদেশি ফুল তবে আমাদের দেশে এখন প্রচুর পাওয়া যায়। আর বর্ষার মাঝামাঝিতে ফোটে। তবে গাছ বড় হতে অনেক সময় নেয়। সব থেকে বড় ব্যাপার হলো এই গাছটি জন্মায় তার বীজ কিংবা মূল থেকে নয় বরং পাতা থেকে।

ভালো থাকবেন আঙ্কেল। আপনার সুস্থ ও দীর্ঘজীবন কামনা করি সর্বদা।

৮| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৭

উদাস মাঝি বলেছেন: এই গাছের দাম কত, আর কোথায় পাওয়া যাবে ?

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৪

রক বেনন বলেছেন: মাঝি ভাই, এই গাছ আপনি নার্সারিতে পেতে পারেন। অথবা গাছ আছে এমন কারো কাছ থেকে একটি পাতা নিয়ে টবে লাগাতে পারেন। এই গাছের পাতা থেকেই নতুন গাছ জন্মায়।

৯| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৬

উদাস মাঝি বলেছেন: দারুন তো.. B-)

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৪

রক বেনন বলেছেন: জি মাঝি ভাই, এটাই এই গাছের সবথেকে অদ্ভুত বিষয়। :)

১০| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪১

উদাস মাঝি বলেছেন: আমার আরেকটা নিক আছে , "ওয়াইল্ড বিল" নামে ।

এরমানে দাঁড়াইল, আমরা ২জনেই ওয়েস্টার্ন প্রেমি ।
আসেন ভাই,বুকে আসেন । :)

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৪

রক বেনন বলেছেন: হাউডি বিল হিকক। একটু অপেক্ষা করুন, আমি আমার স্পিডি কে একটু দলাই মলাই করে নিই। :) :) :)

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: নাইট কুইনের মৌ মৌ ঘ্রাণ নিতে ইচ্ছে করছে।

দারুণ ফুল, দারুণ ছবি।

২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২২

রক বেনন বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই। ফুলটির ঘ্রাণ দূর থেকেও পাওয়া যায় আর অনেক মিষ্টি ও। আবারো ধন্যবাদ আপনাকে।।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর। আরো ফুল ফুটুক বাংলা ঘরে ঘরে।

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৫

রক বেনন বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

১৩| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০১

রাকু হাসান বলেছেন:



বাহ ! চমৎকার লাগলো । আমার এমন সৌভাগ্য এখন ও হয়নি । অপেক্ষায় আছি । বেশ ভাল কাজ করেছেন ,ছবি তুলার জন্য আমাদের দেখার সুযোগ ছিল । আপনার মুহূর্ত দারুণ ছিল । বৃষ্টি,ছাতা ,নাইটকুইন ,উত্তেজনা ,ভাল লাগা বাহ :) . ,নাইটকুইন লাগাতে হবে ।

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৪

রক বেনন বলেছেন: ধন্যবাদ রাকু হাসান ভাই সময় করে পোস্ট পড়ার জন্যে। আপনিও লাগিয়ে ফেলুন। হয়ত কোন এক বর্ষায় আপনার গাছেও ফুল ফুটবে আর আমরাও আপনার কাছ থেকে একটি চমৎকার পোস্ট পাবো।
ভালো থাকুন ভাই। শুভকামনা রইল।

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৫

উদাসী স্বপ্ন বলেছেন: মা নাইট কুইন খুব ভালোবাসে। দেশে থাকতে যখন নাইট কুইন ফুটতো সেদিন খিচুড়ি রাধতো ফুলের ছবি তুলতো। হুলস্থুল। তার পছন্দের ফুল

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৯

রক বেনন বলেছেন: উদাসী ভাইয়া, আপনার মন্তব্যে আবেগে আপ্লুত হলাম। আমার গাছে ফুল ফুটলেও আমার মা ছাদে গিয়ে দেখে আসবে তা যত রাতই হোক না কেন!
পোস্ট পাঠে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.