নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি অবিরত.......

রক বেনন

ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি অবিরত....

রক বেনন › বিস্তারিত পোস্টঃ

আবোল তাবোল প্রশ্নমালা.....

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১




>>আমরা বাঁচার জন্য খাই নাকি খাওয়ার জন্য বাঁচি? আর যে মানুষগুলো একটি বেলা সামান্য কিছু ভালো খাবার আশায় নিজের অমূল্য প্রাণ দিয়ে আসলো তাদের পরিবারগুলোর দিনের পর দিনের, প্রতি বেলার খাবার এখন কে যোগাবে?

>>২,২০০ কোটি টাকার আলু নষ্ট। ২০ কোটি জনসংখ্যার দেশে মাথা পিছু ক্ষতির পরিমাণ কত??


>>একজন মাত্র ব্যাক্তি আত্মসাৎ করেছে ৩ হাজার ৪৯৩ কোটি ৪৩ লাখ টাকা। আসলেই কি একজন মাত্র ব্যাক্তি জড়িত?? আচ্ছা, একজন মানুষের সারা জীবনে খুব খুব এবং খুব ভাল ভাবে বেঁচে থাকতে কত টাকা প্রয়োজন??


>>একটি সরল অঙ্কঃ ১ কেজি চাল ৬০ টাকা, ১ কেজি ডাল ১০০ টাকা, এক কেজি লবণ ৫০ টাকা, এক কেজি পিঁয়াজ ১৩০ টাকা, ১ কেজি তেল ১০৫ টাকা। ৫ সদস্য বিশিষ্ট একটি পরিবারের একবেলার খাবারের খরচ কত?

>>বিবিধ কারণ দেখিয়ে হকারদের উচ্ছেদের সময় কেউ কি একবার ভেবে দেখে যে, এই যে হকারটিকে উচ্ছেদ করছি সে যদি হকার না হয়ে একজন ছিনতাইকারী হতো অথবা মাদকদ্রব্য ব্যবসায়ী হতো তাহলে কি করার থাকত? কিংবা উচ্ছেদের সময় তার পণ্যগুলো রাস্তায় ছুঁড়ে ফেলার সময় এই কথা কি কারো মাথায় আসে যে, এই যে পণ্যগুলো ছুঁড়ে ফেলা হচ্ছে এগুলো কারো বাপের টাকায় কেনা নয়, সেই হকারটির অনেক কষ্টের পয়সা থেকে কেনা??

>>‘’ভালো আছি’’ এই মিথ্যাটি আপনি দিনে কয়বার বলেন?

>>জাতিকে মেধাশূন্য করার পাকি নীল নকশা এখন বাস্তবায়ন করা হচ্ছে কার প্রয়োজনে? Is there anyone who can understand the difference between ‘’ Well Trained’’ and ‘’Well Educated’’?


>>এদেশে বর্তমানে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা কত আর প্রতিদিন কতজন রোগী মারা যাচ্ছেন তার কোনো সরকারি হিসাব আছে কি?? গত কয়েক বছরে এত পরিমান ক্যান্সার রোগী দেখেছি আর মারা যাওয়ার কথা শুনেছি যে এখন আমার ভয়ই লাগে কখন এই রোগ এদেশে মহামারী আকারে দেখা দেয়।

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: মানুষের মন আসলেই আজব, প্রতি মূহুর্তে কত প্রশ্ন আসে যার জবাব আসলেই নেই।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫১

রক বেনন বলেছেন: আসলে জবাব দেয়ার মতো কেউ নেই। বা থাকলেও সৎ সাহস নেই।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: বিচিত্র।
সুন্দর পোষ্ট।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫২

রক বেনন বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। ভালো থাকবেন।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এতগুলা আলু নষ্ট হইছে! ইন্না লিল্লাহ... সরকারের মূল উদ্দেশ্য কি বিম্পি দমন করা!!!

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪

রক বেনন বলেছেন: অয়ন ভাই, শুধু আলুই নয়, টন টন ধান, অন্যান্য শাক সবজি, সেই সাথে মানুষের বেঁচে থাকার আশা ও নষ্ট হয়েছে।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

তারেক ফাহিম বলেছেন: আহ্, ভাববার বিষয়।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪

রক বেনন বলেছেন: শুধু ভেবেই যাচ্ছি আর অকূল পাথারে পড়ছি।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

তিতাস৮১ বলেছেন: সরকারের এত কিছু ভাবার সময় নাই। কিভাবে আগামী নির্বাচনে পিছনের দরজা দিয়ে ৩০০ ছিট অগ্রিম পাস করা যায় সেটাই এখন একমাত্র চিন্তা ।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

রক বেনন বলেছেন: নির্বাচনের পরেও ভাববার সময় হবে কিনা সন্দেহ।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১

আমি তনুর ভাই বলেছেন: জনগন যে জনগন যে ভেরার পাল, তাইতো কিছুই করার নাই
ভেরার পাল, তাইতো কিছুই করার নাই

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮

আমি তনুর ভাই বলেছেন: আমি জনগনকে সরকারের ভুমিকায় দেখতে চেয়েছিলাম, আর সরকারকে দিন মজুরের ভুমিকায় দেখতে চেয়েছিলাম।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯

রক বেনন বলেছেন: সম্ভব নয়। কারণ সরকার নিজেই দিন মজুরকে সরকার বানিয়ে দিচ্ছে।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


সরকারগুলো দেশকে কলোনিয়েল বাজারের মত ব্যবহার করে আসছে।
বিএনপি'র কোন রাজনীতিবিদ কি করেছে কোনদিন বলেনি, বলেছে জেনারেল জিয়া কি করেছে; আসলে জিয়া তেমন কিছু করেনি।

প্রতিটি আওয়ামী লীগার বলেছে যে, শেখ সাহেব সব করেছেন, নিজের কথা বলে না; শেখ সাহেব অনেক ভুল করেছেন।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

রক বেনন বলেছেন: যে দেশে ক্ষমতায় যাওয়ার পর প্রথম কাজ হলো নাম পরিবর্তন ও ছবি অপসারণ করে নতুন ছবি সংযোজন, সেখানে এটাই স্বাভাবিক। জেনারেল জিয়া খাল কাটা ছাড়া আর কিছু করেননি। সেই খাল দিয়ে কুমির এসেছে। আওয়ামী লীগের বেলায় বলবো- সাধারণ মানুষেরও কিছু স্বপ্ন আছে। খুব সামান্য আর তাদের মতোই সাধারণ সেই স্বপ্ন। তার দিকেও একটু খেয়াল করার সময় এসেছে।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


ক্যান্সারের জন্য সবস্তরের মানুষ দায়ী, সাথে সাথে জাতীর স্বভাব, অন্যকে ঠকানোর ঠকানোর চেষ্টা দায়ী; অন্যকে ঠকাতে গিয়ে নিজে ঠকছে,সেটা বুঝার মত জ্ঞান মানুষের নেই।

খাদ্যে কেমিক্যাল মিশায়ে, মাছ-ওয়ালা হত্যা করছে সবজীওয়ালাকে, সবজিওয়ালা হত্যা করেছে ফলওয়ালাকে, ফলওয়ালা হত্যা করছে ব্যুরোক্রেটকে, বিষাক্ত চক্র; সরকার সেদিকে কোনদিন শক্তভাবে আইন প্রয়োগ করেনি

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

রক বেনন বলেছেন: সরকার কে কি এগুলো খেতে হয়না?? ক্যান্সার আক্রান্ত একটি পরিবারে ভবিষ্যৎ হচ্ছে সেই পরিবারটির সর্বস্বান্ত হয়ে যাওয়া তদুপরি আক্রান্ত ব্যাক্তিকে চিরতরে হারানো। খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, ভেজাল কোথায় নেই। শিশু খাদ্য থেকে শুরু করে বয়স্কদের ওষুধে পর্যন্ত ভেজাল। অমানুষের পরের ধাপ কি??

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩

আটলান্টিক বলেছেন: বাংলাদেশ অচিরেই মেধাশূন্য হয়ে যাবে।প্রতিবাদ করার মতো কেউ থাকবেনা।সরকার সেটাই চাচ্ছে।আপনি ঢাবির ছাত্রদের বলুন তারা নিজেরা প্রশ্ন বানিয়ে ঢাবির শিক্ষকদের পরীক্ষা নেয়।তাহলে ১০০ এর মধ্যে ৮০ জনই ফেইল করবে।ফালতু সরকার,ফালতু সিস্টেম

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭

রক বেনন বলেছেন: আমরা অচিরেই হীরক রাজার দেশে প্রবেশ করতে চলেছি। তবে শুধু সরকারের দোষ দিয়েই লাভ নেই। আমরা নিজেরাও দায়ী অনেকাংশে।
ভাল থাকবেন।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭

আখেনাটেন বলেছেন: কঠিন কিছু প্রশ্নের অবতারণা করেছেন। যার উত্তর সহজ হলেও আমাদের রাজনীতিবিদরা এগুলোকে কঠিনতর করে তুলেছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪

রক বেনন বলেছেন: সামনে হয়তো সময় আসছে গলায় গামছা বেঁধে এইসব প্রশ্নের উত্তর নিতে হবে। আজকে খালেদা জিয়াকে আর সানগ্লাস ব্যবহার করতে হচ্ছে না। হয়ত সামনে আরো অনেকের এই সময় আসবে।
ধন্যবাদ আখেনাটেন। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.